নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইবনে শামস

রায়হানা তনয় দা ফাইটার

আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....

রায়হানা তনয় দা ফাইটার › বিস্তারিত পোস্টঃ

চুম্বন (২)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

একটি চুম্বন; আমার জীবনের পতাকা উড়ায় বিষণ্ণ আকাশে।
একটি চুম্বন; বৃষ্টি নামায়, ভিজিয়ে দেয় এক আকাশ আবেগে।

হ্যাঁ,
একটি চুম্বন আমার কাছে একটি ইতিহাসের বিষণ্ণ বিকেলের কম্পন অযতা।
সেদিন নিষিদ্ধ পল্লীর নষ্ট বুকেও খোঁজেছি ভীষণ সে সুখ আর
খোঁজেছি মদের আরদে সাজিয়ে রাখা হ্যমলকের হার কোয়ালিটিতে সে সুখ।
ব্যার্থ আমি আর আমার অব্যক্ত আকুলতা; ঝরে পড়া নবাব সিরাজোদ্দৌলা যেন বাংলার।

সূর্য ডুবে যায় আর
রাত নামে তোমার সেই চুম্বনের খোঁজে।

আমি খোঁজতে খোঁজতে ঈশ্বর পাড়ায় এসে ভেলকি খায় প্রধান ফটকে "এ কোন প্রেমিক তোমার" লেখা
প্লেট দ্যাখতে দ্যাখতে অন্দরমহলের নৈশ প্রহরীর।

ঈশ্বরের কাছে প্রার্থনা প্রেমিকা;
তোমার চুম্মনের লালা দিয়ে তৈরী করা হোক অমৃত কিম্বা বিষ আমার নামে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.