নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমড়া কাঠের ঢেঁকি

তোতা পাখির জগৎ খাঁচায় বন্দি.... তার ভাষা মনিবের বাক্যেই সীমাবদ্ধ। তোতাপাখি হতে কীবোর্ড ধরিনি, এখানে তোতাপাখি হতে আসিনি!!

রায়ান ঋদ্ধ

এলোমেলো ধাঁচের পাগলাটে একজন মানুষ আমি। অনেকে বলে কল্পনা প্রবণ। একটু বোকা ধরণের হলেও সচেতন, নিরপেক্ষ, অসাম্প্রদায়িক, বিপ্লব মনা, তর্ক প্রবণ, মধ্যবিত্ত ঘরের ইতিবাচক দৃষ্টিভঙ্গির একজন বাংলাদেশী নাগরিক আমি, যে দেশকে অন্য সব কিছুর থেকে বেশি ভালোবাসে। ভালোবাসা আমার মৌলিক বৈশিষ্ট্য গুলোর একটি এবং আমার সব কর্মকাণ্ডের অনুপ্রেরক। সব কিছুর মত আমিও আপেক্ষিক। আজ হয়তো এমন আছি, কাল বদলেও যেতে পারি!!

রায়ান ঋদ্ধ › বিস্তারিত পোস্টঃ

ব্যাঙ্গকথনঃ 'রবি' আয়োজিত 'CowFie' নামক ফাইজলামি প্রতিযোগীতার বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার!

০৪ ঠা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৯

- ইয়ো ব্রো! দিস ইজ আওয়ার কুরবানীর 'Cow'. Cowএর চেহারাটা ঠিক আছে তো?



: কোন গরুর চেহারা?



- চোখে প্রব নাকি ব্রাদার। গরু তো একটাই!



: একটা দেখতে গরুর মতই। আরেকটা.. যাই হোক, চেহারা দিয়া কি করবা? কাইটা তো খাইবাই!



- আরে ব্রো 'রবি' একটা জোস কন্টেস্ট করছে। 'CowFie' কন্টেস্ট। দেখ নাই?



: কাউফি?!



- আরে তোমরা তো পুরাই খ্যাত! এত্ত অসাম একটা কন্টেস্টের কথা জানো না! শেম ম্যান, শ্যাম!



: O.o



- কাউফি ইজ সেলফি উইথ কুরবানী কাউ! কুল না?



: O.o সেলফি! কাউফি! কুরবানী! কুল?!



- ইয়াপ! কও.. চেহারাটা কেমন?



: তোমার থেকে ওরটা ভালা।



- হোয়াট ইউ আর স্পিকিং ম্যান! এনিওয়ে, Cowএর মুখে স্মাইলী নাই।



: যে কুরবানী হবে তার মুখে হাসি!



- আই নিড এ স্মাইলী কাউফি। ক্যান ইউ প্লিজ কাতুকুতু দিবা Cowটাকে?



: ওকে।



- আরে আমারে দিতে কইছি নাকি? Cowরে দেও!



: গরুরেই তো.... ওকে।



(ক্লিক-ক্লিক)



- ওয়াও! ফার্স্ট প্রাইজ! না?



: স্পাইক আর ফ্রেঞ্চ কাট ওয়ালা গরু.. ফার্স্ট প্রাইজ! সিওর।



- আমার স্টাইল নিয়া কিছু কইলা?



: না। গরুর স্টাইল নিয়া কি কমু!



- দোয়া কইরো যেন আমি বেস্ট কাউফি ক্লিকার হই।



: তা তো হবাই! কাউ কোথাকার!



- কিছু কইলা?



: Be the best CowFever!

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: জব্বর উত্তর হইছে।

ফাইজলামির একটা সীমা থাকা উচিত..

অবশ্য সেইরকম কাউরাই এই কম্পটিশনের কুল কুল কম্পিট করবে- দোজ হুজ ব্রাদার উইল স্যক্রিফাইসড ইন দিজ অকেশন ;)


রবি ইজ এ বি............গ কাউ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৩০

রায়ান ঋদ্ধ বলেছেন: :v পূরাই!

২| ০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৪

কলমের কালি শেষ বলেছেন: =p~ =p~ =p~ কথপোকথনটায় মজা পাইলাম ।

এইসব কাজ কারবার অত্যন্ত দুঃখজনক । :(

১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৪

রায়ান ঋদ্ধ বলেছেন: কর্পোরেট কোম্পানিগুলো বিজনেস পলিসির নামে এমন সব আজেবাজে উপায় অবলম্বন করে, অত্যন্ত লজ্জাস্কর! :(

৩| ০৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৬

অপূর্ণ রায়হান বলেছেন:

বলদেরাই কাউফি তোলে ।

ঈদ মুবারক :)

১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৫

রায়ান ঋদ্ধ বলেছেন: দেরির জন্য দুঃখিত। ঈদ মুবারক। :)

৪| ০৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৬

এম এম করিম বলেছেন: সহমত। সোচ্চার হওয়া দরকার।

দারুন লিখেছেন।

১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৮

রায়ান ঋদ্ধ বলেছেন: সময় মত সবাই সোচ্চার হতে পারলে এমন অযৌক্তিক বিষয় গুলো প্রতিহত করা যায়!

৫| ০৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৮

ফা হিম বলেছেন: উচিৎ জবাব হয়েছে। এখন আমার রবি নম্বরে দিনে ডজন ডজন এসএমএস-এর জবাব কিভাবে দেয়া তাই ভাবতাছি। একটু আইডিয়া দেন।

১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৬

রায়ান ঋদ্ধ বলেছেন: কোন মহারথী বলিয়াছেন এখন গরুর সাথে কাউফি তুলার হিড়িক কিছুদিন পর গরুর গোবরের সাথে "কাউশিটফী" তুলিয়া তারা দেশের মুখ উজ্জ্বল করতে পারত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.