নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমড়া কাঠের ঢেঁকি

তোতা পাখির জগৎ খাঁচায় বন্দি.... তার ভাষা মনিবের বাক্যেই সীমাবদ্ধ। তোতাপাখি হতে কীবোর্ড ধরিনি, এখানে তোতাপাখি হতে আসিনি!!

রায়ান ঋদ্ধ

এলোমেলো ধাঁচের পাগলাটে একজন মানুষ আমি। অনেকে বলে কল্পনা প্রবণ। একটু বোকা ধরণের হলেও সচেতন, নিরপেক্ষ, অসাম্প্রদায়িক, বিপ্লব মনা, তর্ক প্রবণ, মধ্যবিত্ত ঘরের ইতিবাচক দৃষ্টিভঙ্গির একজন বাংলাদেশী নাগরিক আমি, যে দেশকে অন্য সব কিছুর থেকে বেশি ভালোবাসে। ভালোবাসা আমার মৌলিক বৈশিষ্ট্য গুলোর একটি এবং আমার সব কর্মকাণ্ডের অনুপ্রেরক। সব কিছুর মত আমিও আপেক্ষিক। আজ হয়তো এমন আছি, কাল বদলেও যেতে পারি!!

রায়ান ঋদ্ধ › বিস্তারিত পোস্টঃ

সামুতে চোরাই পোস্ট করে নাম কুড়োচ্ছেন ভন্ড ব্লগার!! *** মডারেটোরদের বিশেষ ভাবে দৃষ্টি আকর্ষণ করছি......

১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪১

ব্লগার Ferdous, যিনি ব্লগ লিখেছেন: ৩ বছর ৯ মাস ধরে। পোস্ট করেছেন: ১২৫টি, মন্তব্য করেছেন: ৫৮টি, মন্তব্য পেয়েছেন: ৪৩৬টি, ব্লগটি মোট ২১৯৪৫ বার দেখা হয়েছে। তার ব্লগে অনেক সম্ভ্রান্ত ব্লগারের মন্তব্যও দেখা যায়।



কিন্তু এই ব্লগারের একাধিক লেখা কারও কাছ থেকে সম্পূর্ণ কপি করা।



গত ১২ ই জুন, ২০১৪ সকাল ৯:৪৯ তার পোস্টকৃত "খুনটা আজকে রাতেই করতে হবে। হ্যা, আজকে রাতেই।" গল্পটি অনেক আগেই গত ৩০ ডিসেম্বর, ২০১৩ সকাল ১১: ১৮ তে "সামিউল আজিজ সিয়াম" তার ফেসবুক প্রোফাইল থেকে গল্পটি স্ট্যাটাস দেন। (এখানে ক্লিক করে স্ট্যাটাসটি দেখুন)



সামিউল আজিজ সিয়াম ভাইকে ব্লগার Ferdous এর ব্লগ লিঙ্ক দিলে তিনি জানান এই ব্লগার সিয়াম ভাইইয়ের আরও বেশ কিছু লেখা তার ব্লগে পোস্ট করেছেন।



ব্লগার Ferdous এই লেখায় কোথাও কোন কার্টেসি তো দেন নি, বরং পুরটা কপি করে নিজের নামে চালিয়েছেন।



সামুর সুস্থ সাহিত্য চর্চার পরিবেশে এমন জোচ্চুরি সামুর সম্মান হানীর বিশেষ কারণ যে হয়ে দাঁড়াবে সেকথা বলাই বাহুল্য। কর্তৃপক্ষের এই বিষয়ে অতি দ্রুত পদক্ষেপ নেওয়া একান্ত গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি ব্লগারদের সচেতনতা ও সতর্কতা একান্ত প্রয়োজন।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫১

অন্য পুরুষ বলেছেন: অন্যায় , চরম অন্যায় !

২| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৯

ূথ‚ত্য বলেছেন: সত্যতা যাচাই করে ব্যাবস্থা গ্রহণ করা উচিত

৩| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৩১

অপূর্ণ রায়হান বলেছেন: মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি । সত্য হলে দুঃখজনক ।

৪| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৭

জানা বলেছেন:

দেখছি এবং যথার্থ ব্যবস্থাটি ও নেয়া হবে।

ধন্যবাদ।

৫| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৫১

জানা বলেছেন:


কিন্তু 'সামুতে চলছে চোরাকারবারি' এটা কি কোন স্বাভাবিক বা দায়িত্বশীল শিরোনাম বলে মনে হচ্ছে?

১২ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৮

রায়ান ঋদ্ধ বলেছেন: দুঃখিত আপু। "সামুতে" "চোরাকারবারী" বলাটা উচিৎ হয় নি। পাল্টে ফেলছি।

১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২২

রায়ান ঋদ্ধ বলেছেন: আপু, কোনো ব্যবস্থা নেয়া হবে কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.