নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমড়া কাঠের ঢেঁকি

তোতা পাখির জগৎ খাঁচায় বন্দি.... তার ভাষা মনিবের বাক্যেই সীমাবদ্ধ। তোতাপাখি হতে কীবোর্ড ধরিনি, এখানে তোতাপাখি হতে আসিনি!!

রায়ান ঋদ্ধ

এলোমেলো ধাঁচের পাগলাটে একজন মানুষ আমি। অনেকে বলে কল্পনা প্রবণ। একটু বোকা ধরণের হলেও সচেতন, নিরপেক্ষ, অসাম্প্রদায়িক, বিপ্লব মনা, তর্ক প্রবণ, মধ্যবিত্ত ঘরের ইতিবাচক দৃষ্টিভঙ্গির একজন বাংলাদেশী নাগরিক আমি, যে দেশকে অন্য সব কিছুর থেকে বেশি ভালোবাসে। ভালোবাসা আমার মৌলিক বৈশিষ্ট্য গুলোর একটি এবং আমার সব কর্মকাণ্ডের অনুপ্রেরক। সব কিছুর মত আমিও আপেক্ষিক। আজ হয়তো এমন আছি, কাল বদলেও যেতে পারি!!

রায়ান ঋদ্ধ › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ বেনামি চিঠি

১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৫

তুমি এখন যাদুর শহরে

আমি শান্তির নগরে...

226 মাইল দূর থেকেও

তোমার নিঃশ্বাস আমাকে ছুঁয়ে যাচ্ছে

বাতাস হয়ে।

তুমি মিশে আছো শেষ রাতের কাঁথা

আর শিশিরে হাঁটা ভোর বেলার চাদরে!



সেকালে মুঠোফোন যখন ছিল না;

হলুদ খামে ভরা চিঠির অপেক্ষায়

রুদ্ধ শ্বাস তিন মাস!

হাতের অসুন্দর কাঁটা ছেড়া করা লেখায়

বাস্তবের সুবাস মাখা পত্রে

প্রেমের যে আঁকুতি,

ক্ষুদে বার্তার যান্ত্রিক স্বাদে তার সিকিও নেই।



সেই প্রগৈতিহাসিক যুগ থেকে এক টুকরো

নিখাঁদ ভালোবাসায় ভরা

ব্যাকরণের মার প্যাঁচহীন সরল বাক্য

সহস্রোর্ধ বার পরও আবারো

প্রথমবারের মতই নিবেদন

অথবা স্বীকার করতে বড় ইচ্ছে!



কোন দিন আমাদের নির্দিষ্ট ঠিকানা হলে

হঠাৎ দেখবে এক সকালে

ডাকটিকিট লাগানো হলুদ খামে

বেনামী চিঠি,

যার ভেতর অসুন্দর হাতের লেখায়

সেই প্রাগৈতাহাসিক যুগের

একটা ছোট সরল বাক্য-

"আমি তোমাকে ভালোবাসি"

--------------------------------

"বেনামী চিঠি"

রায়ান ঋদ্ধ

বৃহস্পতিবার, দুপুর 1:41

13 নভেম্বর, 2014

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৯

স্বাধীনচেতা চিত্রাঙ্গদা বলেছেন: চমৎকার লেগেছে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫২

রায়ান ঋদ্ধ বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.