নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমড়া কাঠের ঢেঁকি

তোতা পাখির জগৎ খাঁচায় বন্দি.... তার ভাষা মনিবের বাক্যেই সীমাবদ্ধ। তোতাপাখি হতে কীবোর্ড ধরিনি, এখানে তোতাপাখি হতে আসিনি!!

রায়ান ঋদ্ধ

এলোমেলো ধাঁচের পাগলাটে একজন মানুষ আমি। অনেকে বলে কল্পনা প্রবণ। একটু বোকা ধরণের হলেও সচেতন, নিরপেক্ষ, অসাম্প্রদায়িক, বিপ্লব মনা, তর্ক প্রবণ, মধ্যবিত্ত ঘরের ইতিবাচক দৃষ্টিভঙ্গির একজন বাংলাদেশী নাগরিক আমি, যে দেশকে অন্য সব কিছুর থেকে বেশি ভালোবাসে। ভালোবাসা আমার মৌলিক বৈশিষ্ট্য গুলোর একটি এবং আমার সব কর্মকাণ্ডের অনুপ্রেরক। সব কিছুর মত আমিও আপেক্ষিক। আজ হয়তো এমন আছি, কাল বদলেও যেতে পারি!!

রায়ান ঋদ্ধ › বিস্তারিত পোস্টঃ

নিঃশ্বাস শূন্য নিরবতা

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৭

ঘুটঘুটে আঁধারে-
জনহীন পথধরে একা যেতে ভয় হয় না,
ভয় হয় একলা ঘরের একাকিত্বে।
পুরোনে সিলিং'র মলিন রং,
শীতে কাতর দরজার ফ্রেম,
বইয়ের তাকে সাজানো নীলচে ডায়েরী।
মাকড়সার বেড়ে ওঠা জালের মত
এলোমেলো ভাবনা গুলোয়
নিঃশ্বাস শূন্য নিরবতা জমে ছেদ করে প্রাণ,
ফ্লোরোসেন্টের শান্ত আলোতে আশান্ত চোখ ছুটোছুটি করে।
মৃত্যুহীন অতৃপ্ত আত্মাটা দেহের খাঁচায় বন্দি থেকে
পারে না ভেদ করে সব দেয়াল
পৌছে যেতে সেই যেখানে প্রতি রাতে জেগে
বিষাক্ত সাপের ছোবল খাচ্ছে প্রিয়তমা,
পারে না ঠোটে ঠোট ডুবিয়ে যন্ত্রনাগুলো টেনে নিতে।
কেবল নিথর দেহে প্রহর গোণে আগামীর
সময়ের হাতে হেলায় ছেড়ে নিরাময়
নিঃশ্বাস শূন্য নিরবতা নিয়ে বেঁচে থাকা
আজ বড়ই স্বাভাবিক!

-------------------------
"নিঃশ্বাস শূন্য নিরবতা"
রায়ান ঋদ্ধ
রবিবার, বিকাল 05:57
11 জানুয়ারী, 2015

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন: নিঃশ্বাস শূন্য নিরবতা

কবিতার শিরোনাম ই অসাধারণ লাগল।
কবিতায় ভালোলাগা
+++

১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৮

রায়ান ঋদ্ধ বলেছেন: ধন্যবাদ.... :)

২| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৯

নিলু বলেছেন: ভালো

১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৬

রায়ান ঋদ্ধ বলেছেন: ধন্যবাদ.... :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.