নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমড়া কাঠের ঢেঁকি

তোতা পাখির জগৎ খাঁচায় বন্দি.... তার ভাষা মনিবের বাক্যেই সীমাবদ্ধ। তোতাপাখি হতে কীবোর্ড ধরিনি, এখানে তোতাপাখি হতে আসিনি!!

রায়ান ঋদ্ধ

এলোমেলো ধাঁচের পাগলাটে একজন মানুষ আমি। অনেকে বলে কল্পনা প্রবণ। একটু বোকা ধরণের হলেও সচেতন, নিরপেক্ষ, অসাম্প্রদায়িক, বিপ্লব মনা, তর্ক প্রবণ, মধ্যবিত্ত ঘরের ইতিবাচক দৃষ্টিভঙ্গির একজন বাংলাদেশী নাগরিক আমি, যে দেশকে অন্য সব কিছুর থেকে বেশি ভালোবাসে। ভালোবাসা আমার মৌলিক বৈশিষ্ট্য গুলোর একটি এবং আমার সব কর্মকাণ্ডের অনুপ্রেরক। সব কিছুর মত আমিও আপেক্ষিক। আজ হয়তো এমন আছি, কাল বদলেও যেতে পারি!!

রায়ান ঋদ্ধ › বিস্তারিত পোস্টঃ

ছেঁড়া সুতোর ইতিকথা

২৮ শে জুলাই, ২০১৫ ভোর ৬:১৭

ঘড়ির কাঁটাকে পাল্লা দিয়ে বেড়ে চলেছে ব্যাস্ততা।
বিরামহীন পৃথিবীর দ্বি-সরল কোণ জুড়ে বিস্তৃত
অনবরত পথচলায়, আমরা গ্রাম থেকে শহর
শহর থেকে বাস, অটো, রিক্সা, ফাইল, স্পীড মানি, কন্ট্রাক্ট...
ইট-লোহায় ঘেরা ৮ ফুট গুণ ১০ ফুট সংসার,
এরপর ২১ ইঞ্চির বোকা বাক্সে ভিনদেশী জঞ্জাল!
অথবা, বুদ্ধিমান যন্ত্র হাতে অদম্য সাম্রাজ্যবাদী অ্যাড্রেনালিনে ভেসে
ঘাতক হবার প্রহর গোনা, আর নীলচে মাদকতার জালে খুঁজতে থাকা
আপন মানুষ!


কি দারুণ উন্নতির দিকে চলেছি!
কি নিদারুণ বাঁধনে বাঁধা পড়ছি!
জীবনের জলঘড়ি থেকে বালুকণার মত খসে পড়ছে মমত্ব
কাঁচ ঘেরা স্বচ্ছ অর্ধাংশের মত শূন্য আমরা, প্রতিনিয়ত
পুড়ছি তীব্র অভাবে। শূন্য মানিব্যাগ থেকে শূন্য ভালবাসায়,
নাহয় পুড়ছি প্রয়োজন শূন্য স্বভাবে!


একদিন এমনি অভাব নিয়ে, দ্রুত পায়ে মোড় পেরিয়ে
চিরাচরিত গন্তব্যের দিকে যাবার সময় - দরজার ঠিক সামনে
পথ রোধ করে বসলো অপ্রকৃতস্থ এক ভিখেরি।
এক হাতে ঈষৎ নাড়া দিয়ে অসীম আগ্রহে বাড়িয়ে দিল অন্য হাত
দুচোখে টগবগে প্রত্যাশা আর মুখময় জ্বলজ্বলে মমত্ব।
ঠিক যেন খুব আপন কারো কাছে থেকে অনুদান নয় পাবার অধিকার!
নিমিষেই অভাবের সব হিসেব মুছে জীর্ণ মানিব্যাগ থেকে
একটুকরো ভালোবাসা আমার অজান্তেই বেরিয়ে এলো!
তার আনন্দিত ফিরে যাবার পথে চেয়ে মনে হল...


আপন ভাবা কত না সহজ, কত না কঠিন!
ওরা চাইলেই পারে আপন করে নিতে। আমরা কি পারি?
----------------------------------------------------------------------------
"ছেঁড়া সুতোর ইতিকথা"
রায়ান ঋদ্ধ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০১৫
ভোর ৫ঃ৫৭

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.