নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

★আমি অত্যন্ত ভালা ছাওয়াল, এতে আমার সন্দেহ নাই, যতক্ষন বিবেক তা বলে।। ফেসবুকঃ---www.facebook.com/nill-k rahman rony

নীলকে রহমান রনি

বীজ বুনে যাই সবার হৃদয় জমিনে ভালবাসার কচি চারাগাছটিকে সবাই আগাছা ভেবে উপড়ে ফেলে। তাই আমি পরাজিত প্রেমিকবেশে ঘুরিফিরি তবু খুঁজি তাকে নিশিথের আধারে একান্ত একজনকে খুজি প্রতিক্ষনে, জানি যাকে অন্ধকারে পাবো সে আমার বিধঘুটে পৃথিবীর চিরন্তন আলোকবর্তিকা।।

নীলকে রহমান রনি › বিস্তারিত পোস্টঃ

আমার ৪টি অপ্রকাশিত কবিতা (১৮ মাইনাসরা না দেখাই ভাল)

২০ শে মার্চ, ২০১৬ রাত ৮:১৮

কবিতা ★১★
.........দুর্ধর্ষ প্রেমীক
---------------------------------------------
হে রমনী______
তোমায় না দেখে যাপেছি
কত দিবস কত রজনী।
তোমারে দেখিতে কম্পিত
সারা দেহেরো শিরা-ধমনী।
শুধু একবার______
হস্তঘোমটা সরিয়ে
সম্মুখ পানে চেয়ে দেখ
এক ডাকাতে প্রেমিক দাঁড়িয়ে
কোন লুটপাট নয় গোলাপ কলি হাতে
আজানা আত্তঘাতী ঝড়ে উড়ে যাবে
তোমার মনের সব দরজা।
তুমি আয়নায় দাঁড়িয়ে দেখে নিও
তোমার পরাজয়।
অতঃপর তুমি ডাকাতি হয়ে যেও
যেভাবে তুমি চাও।

কবিতা ★২★
লাশ হয়ে ঘরে ফিরি প্রতিরাতে
--------------------------------------------------------
তোমার ভালোবাসা নষ্ট পল্লীর বেশ্যা নারী
আর অবৈধ যুবকের শরীরের ঘাম---
প্রাপ্তিতেই বিলিয়ে যায়
রঙ বেরঙেয়ের জলসায়।

তোমাকে খুজতে খুজতে চোরাবালিতে
তলিয়ে যাই ফেরারী ভালোবাসা বুকে চেপে
পিছু পিছু হেটেছি যাই অবচেতন মনে
সপ্নের দেয়াল ভেঙে লাশ হয়ে ঘরে ফিরি প্রতিরাতে।

আমি বুঝেছি, আমার ইন্দ্রিয় বিপরীত মেরুতে চলে গেছে!
তোমার অবহেলার মাঝেও ভাললোবাসা খুঁজে বেড়াই।

বুকের রক্তে লেখা কথামালাকে রংয়ের খেলা বলে
উপহাস করে তোমার নগ্ন ভালোবাসা।
শুধু একবার অন্তরচক্ষু খুলে পরখ করে দেখো----
তোমার ভালোবাসা প্রেমিকা না বেশ্যা?

কবিতা ★৩★
.................প্রেমের মরা
--------------------------------------------------
রক্তচোষা তকতকে ঠোঁট দেখেই বসন্ত হানা দেয়
মাতাল ঝড় উঠে যায় দেহের প্রতিটি রক্তকনায়।
হামলে পড়েছি রসালো ঠোটে, জৈব কামনার ছলে 
মানিনি সেদিন ''পুস্প আপনার জন্য ফুটেনি'' বানী।
শুরু হয় ডাকাতে চুম্বন! কেপে উঠলো বালিকার নারীত্ব!
মেয়ে আর কোঁদোনা প্লিজ, দেখো তোমার অভিমানে
আকাশের সাদা মেঘেরা কাঁদে যাচ্ছে অবিরাম,
এ শহরের অলিগলি, ম্যানহোল ডুবে যাচ্ছে জলে!
কাঁদলে আমিও হারিয়ে যাবো একদিন জলস্রোতে।
অতঃপর প্রেমিকের লাশ ভেশে আসবে তোমার ঘাটে।
ভুলে যেওনা ''প্রেমের মরা জলে ডোবেনা।''

কবিতা ★৪★
......আলস্যের ভার
-------------------------------------------
আলস্যের বীজ বুনিবে--
দারিদ্র্যতা ফসল ফলিবে।
খাইবে আত্নবিশাসের লাশ
বাড়িয়া ওঠিবে আজানা ভয়ের ত্রাশ।
খুজিয়া পাইবেনা প্রেষনা
পূরণ হইবেনা বাসনা।
সবকিছুতেই ভয় ভয়
হতাশা আর হায় হায়।
মন হইবে এক মহাচোর
সিদ্ধান্ত দিবে কাল ভোর।
কোথাও সৎ-সাহস পাইবেনা
আত্ন-সচেতনতা সৃষ্টি হইবেনা।
ধৈয্য রহিয়াছে কোন বনে
আমার আমি কোনখানে!
খুজিতে গিয়া হারাইয়ে গেলাম
গহীন বনের মাঝখানে।

-------------------------------------------------------------
ছবি কৃজ্ঞতাঃ ইন্টারনেট

বিঃদ্রঃ আশা করি যাবতীয় ভুল ক্ষমাসুন্দরভাবে দেখবেন। ভুল ধরিয়ে দিলে কৃতজ্ঞ থাকবো।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ৩:০৯

সায়েল বলেছেন: ভাল লিখেন আপনি।

দুরধষ্য < দুর্ধর্ষ হবে নাকি?

৩১ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৫১

নীলকে রহমান রনি বলেছেন: বানানটা টাইপ করতে পারছিলাম না। ভাই অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছে রইলো। ভালথাকবেন।

২| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: বেশ ভালো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.