নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব তাহা বিশ্বাস করিব কিরুপে! উহা ছিলনা, আবার থাকিবেও না।তাহা হইলে বলিবার আর কিইবা বাকি রহিল!

শাব্দিক হিমু

অদ্ভুত সত্যের মুখোমুখি!

শাব্দিক হিমু › বিস্তারিত পোস্টঃ

আসতে মানা!

১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২০

এইযে তুমি নাথাকাতেও অনেক থাকো,
মাতাল রাখো, স্বপ্ন মাখো,
এসব আমার মনের ব্যাথা, ধ্যুৎ অযথা!

এই যে তুমি আঁধার ভারে মনের তারে
যখন তখন দিচ্ছো হানা!
অলস হৃদয় খোলস ফেলে
ইচ্ছেমত মেলছে ডানা!
তাই আমার ঘুমের দেশে, ব্যাগ্র বেশে,
তোমায় এমন আসতে মানা!



তুমি আবার চোক্ষে ডাসো, বোক্ষে ভাসো,
কক্ষ জুড়ে বেসুর ফুঁড়ে, আলতো হেটে কিংবা উড়ে
সুরেলা টান কিই যে টানো,
ওসব আমার ধাত সহেনা!
তাই আমার মনের ঘরে, হুটহাট করে
তোমায় এমন আসতে মানা!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৬

হাবিব বলেছেন: চমৎকার ছন্দ

১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৪

শাব্দিক হিমু বলেছেন: কৃতজ্ঞতা ও ভালোবাসা জানবেন, স্যার!

২| ১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১০

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কি চমৎকার অভিব্যক্তি , লেখা আর ছন্দ !!
শুধু সুর দিতে বাকি। চমৎকার একটা গান শুনতে পারছি।

এই যে তুমি না থাকতেও অনেক থাকো --- প্রথম লাইনটাই মাথায় ঢুকে গেলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.