নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু কিছু কথা আছে যার মানে, বুঝি নি এখনো তবু সন্ধানে...........

পাশেই কারোর একখানা হাত ধরো, কাছেই কাউকে তোমার বন্ধু করো… দূরেও রয়েছে বন্ধু মিষ্টি হেসে, হয়তো কোথাও হয়তো অন্য দেশে।

সুমন কর

আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।

সুমন কর › বিস্তারিত পোস্টঃ

ব্লগার এবং বইমেলা-২০১৯।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৭



শুক্র-শনিবার সকল মেলা, পার্ক, বাজার, বিনোদন কেন্দ্র, শপিং মল......ইত্যাদিতে প্রচুর ভিড় থাকে। তাই অতি সাবধানে ঐসব স্থানে শুক্র-শনিবার আমি যেতে চাই না কিংবা বলতে পারেন যাই না। এতো লোকজনের ভিড়ে ঠিকমতো হাঁটাই দুষ্কর। কিন্তু গত শনিবার (১৬.০২.২০১৯) বিকেল বেলা কোন কাজ না থাকায় এবং ছোট ভাইয়ের মতো পিয়াসের অফিস বন্ধ থাকার কারণে হুট করেই সিদ্ধান্ত নিলাম বই মেলা ঘুরে আসি। যদিও আরো একটি কারণ ছিল যে, শুক্র-শনিবার গেলে সামুর বিভিন্ন ব্লগারদের সাথে দেখা হতে পারে। তাই সময় করে চলেই এলাম, একুশে বইমেলা' ২০১৯ ঘুরতে।

বিকাল সাড়ে চারটার দিকে ঢুকে পড়ি মেলার একাডেমীর প্রাঙ্গনে। ছিমছাম-সারি বদ্ধ স্টলগুলো ঘুরে দেখতে ভালো লেগেছে। তখন মেলার এপাশের এলাকায় ছিল হালকা ভিড়। ছোট-বাচ্চাদের বইয়ের প্রতি আকর্ষণ বা কৌতুহল ছিল চোখে পড়ার মতো এবং তাদের জন্য মেলায় ছিল প্রচুর বই। ছোট বেলা থেকেই ছোট সোনামনিদের বই পড়ার অভ্যস গড়ে উঠুক। সেক্ষেত্রে প্রতিটি অভিভাবককে তাদের সন্তানের হাতে তুলে দিতে হবে যথাযথ বই।

ঘণ্টা-খানেক সেখানে ঘুরে চলে আসি মেলার প্রাণকেন্দ্র সোহরাওয়ার্দী প্রাঙ্গনে। এখানে এসে মেলার আমেজ অনুভূত হলো। পাঠক-লেখক-ক্রেতা-বিক্রেতা-দর্শনার্থীতে মুখরিত ছিল সোহরাওয়ার্দী প্রাঙ্গন।

সোহরাওয়ার্দী প্রাঙ্গনে কিছু স্টলে ঘোরা-ফেরা আর কিছু বই হাতে নিয়ে নাড়া-চাড়া করে মনে হলো, আর সময় নষ্ট করে লাভ নেই। চলে যাই, আমাদের প্রিয়সব ব্লগারদের সাথে দেখা করতে। খুঁজে নিলাম, এক রঙ্গা এক ঘুড়ি স্টল। পথেই দেখা হয়েছিল নীল'দার সাথে। এরপর স্টলে গিয়ে প্রথমে দেখা পেলাম ব্লগার অগ্নি সারথী, নেক্সাস ও হামিদ আহসানকে। একটু পরেই দেখা হলো, ব্লগার মাহবুবুল আজাদ, জাহিদ অনিক, শিখা রহমান, রাবেয়া রাহীম, মনিরা সুলতানা আপু। তারপর সবাই মিলে "লেখাজোকা সংকলন" বইটি হাতে নিয়ে ছবি তুললাম। সবার সাথে দেখা হওয়ায় খুব খুশি হয়েছি। এর ফাঁকেই কিনে নিলাম, লেখাজোকা সংকলন, নজরবন্দী এবং কঙ্কাবতীর কথা। তার একটু পরে এসে হাজির ব্লগার উম্মে সায়মা।

ছবি-০১।


ছবি-০২।


ছবি-০৩।


এরপর মনিরা আপু, সায়মা, আজাদ, অনিক সহ চলে এলাম ঋদ্ধ তিন সংগ্রহ করতে। মনিরা আপু নিজে এক কপি নিলেন এবং সায়মা ও আমাকে এক কপি করে উপহার দিলেন। না করে ছিলাম, তবুও......আপুদের ধন্যবাদ দিতে হয় না। এরপর আপুর ব্যস্ততার কারণে মেলায় থাকতে পারেনি, চলে গিয়েছিল। অনিক, আপুদের এগিয়ে দিতে চলে গেল।

আমি আবার চলে আসি এক রঙ্গা এক ঘুড়ি স্টলে। সেখানে এসে আড্ডা আর অনেক কথা হলো ব্লগার অগ্নি সারথী এবং নেক্সাসের সাথে। দেখা হয়েছিল রেজা ঘটক এবং চারু মান্নান ভাইদের সাথে। পরিচয় ছিল না বলে, কথা হয়নি। এরমাঝে আমাদের সাথে এসে হাজির হয় ব্লগার রেজওয়ান তানিম। সবাই মিলে অনেক আড্ডা দিলাম। তানিম ভাই, অগ্নি সারথী ভাইয়ের বইটি হাতে নিয়ে উনাকে বই সম্পর্কে কিছু উপদেশ নিলেন। পরে নেক্সাস ভাই আমাকে নিয়ে উনার এক বন্ধুর সাথে দেখা করার জন্য নিয়ে গেলেন। বন্ধুকে আইসক্রিম আর আমাকে কফি খাওয়ালেন। মূল আড্ডাটা হয়েছে এক রঙ্গা এক ঘুড়ি স্টলে।

ছবি-০৪।


ছবি-০৫।


ছবি-০৬।


ছবি-০৭।


এরপর আসলেন আমাদের সবার প্রিয় ব্লগার কাওসার চৌধুরী। পরিচিত হলাম, আড্ডা হলো, ছবি তুললাম, ঘুরলাম এবং আবার আড্ডা হলো। আমাদের আড্ডা যেন শেষ হয় না। এরপর আসলেন জনপ্রিয় ব্লগার হাসান মাহবুব এবং তারপর এলেন ব্লগার মাহমুদ ০০৭। এ যেন সামুর পূর্ণমিলনী। সবার চোখে-মুখে ছিল অনেক আনন্দ। যাক, আমার শনিবারের যাওয়া বৃথা হয়নি। শুভ'র "ঈর্ষার পাশে তুমিও জুঁইফুল" বইটি সংগ্রহ করতে ভুলে যাইনি।

এখানে কাউকে আলাদা করে প্রশংসা কিংবা ধন্যবাদ করা বা বলা হয়নি। সবাই ছিল অমায়িক ভালো এবং আন্তরিক। মনে হয়েছিল, আমরা অনেক দিন ধরে পরিচিত এবং খুব কাছের মানুষ। যদি বলা হয়, ব্লগিং করে কি পেয়েছ ?? আমি বলব, অসাধারণ কিছু মনের এবং কাছের মানুষ পেয়েছি।

কাওসার ভাই নিয়ে গেলেন তার বইয়ের স্টলে। সেখানেও কিছুক্ষণ আড্ডা দিলাম এবং সংগ্রহ করে নিলাম উনার বায়স্কোপ বইটি। সবার সাথে আড্ডা দিয়ে, রাত সাড়ে আটটার দিকে মেলা থেকে অনিককে নিয়ে বের হয়ে গেলাম।

ছবি-০৮।


ছবি-০৯।


মেলা থেকে আসার সময় মজার একটি ঘটনা ঘটেছিল। ইত্যাদি'তে একজন মজার সব কৌতুক করেন কিন্তু আমরা কেউ উনার নামটি মনে করতে পারিনি, উনি এসেছিল আমাদের সাথে বেতার বাংলা'র পক্ষে সাক্ষাৎকার নিতে। আগে কোন দিন সাক্ষাৎকার দেইনি। আজ দিয়েই দিলাম। প্রথমে অনিক দেয়নি। আমি দেবার পর, এসে দিয়েছে। নতুন একটা অভিজ্ঞতা হলো। সব মিলিয়ে মজাই হলো।

সুন্দর একটি দিন অতিবাহিত করলাম। স্মৃতির পাতায় এর কথা কখনো হারাবে না। তবুও সামুতে রেখে দিলাম যত্ন করে।

ছবি-১০।


সবাইকে অনেক ধন্যবাদ।

মন্তব্য ১০৪ টি রেটিং +১৯/-০

মন্তব্য (১০৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩

রাজীব নুর বলেছেন: খুব ভালো।
এবার বই গুলো পড়ুন। এবং রিভিউ দেন।
অপেক্ষায় থাকলাম।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭

সুমন কর বলেছেন: আস্তে আস্তে পড়ে নেব........

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯

জুন বলেছেন: বইমেলায় সবার হাসিখুশি মুখ দেখে খুব ভালোলাগে সুমন কর। মনে হয় কোনদিন যদি আমার একটা বই প্রকাশ হয় সেদিন কি আনন্দই না লাগবে। আজ থেকে কয়েক বছর আগেও যা ছিল আমার কল্পনার অতীত। এখন সবাইকে দেখে একটু সাহস পাই বই কি!
সুন্দর লেখায় ভালোলাগা রইলো।
+

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

সুমন কর বলেছেন: অবশ্যই আনন্দ লাগবে। আগামী বছর একটা ছেপেই ফেলুন। এবার ব্লগারদের অনেক বই বের হয়েছে এবং সাড়াও বেশ ভালো পাওয়া যাচ্ছে। সুতরাং, নো টেনশন। একটু সহস হয়েছে তাই বের করে ফেলুন ;) ....

ভালো থাকুন।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০০

জাহিদ অনিক বলেছেন:

বাহ ! খুবৈ সুন্দর ও চমৎকার পোষ্ট সুমন দা। আপনার সাথে দেখা হয়ে সেদিন ভালো লেগেছিল। আসলে সবার সাথে দেখা হয়েই ভালো হয়েছিল।

বই মেলার শেষদিকে সেদিন আমারও ছিল প্রথম সাক্ষাৎকার কোনো মিডিয়াতে।
পরিচিত ও আধা পরিচিত ব্লগারদের সাথে দেখা হলে সম্পর্কটা ভার্চুয়াল থেকে বাস্তবে নেমে আসে এটা দারুণ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৩

সুমন কর বলেছেন: হুম, মজার অভিজ্ঞতা ছিল। আর ব্লগারদের সাথে পরিচিত হওয়াটা বেশ আনন্দের ছিল। এ সম্পর্ক অটুট থাকুক।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহারে !! এখনো বইমেলায় যেতে পারিনি !! :|

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৪

সুমন কর বলেছেন: আপনি মনে হয়, ২২ তারিখ যাবেন। ঘুরে আসুন।

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক মজা হইছে যে ছবিই তার প্রমাণ। আপনিও অনেক সুন্দর করে পোস্টটি সাজিয়েছেন। এখন বইগুলো পড়ে রিভিও দিন। ভাল থাকুন সবসময়।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩০

সুমন কর বলেছেন: রিভিউ না দিলেও, লেখকদের মতামত জানিয়ে দেব। পোস্ট দেখার জন্য ধন্যবাদ।

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৬

ডার্ক ম্যান বলেছেন: আমি কোনদিন ঢাকার বই মেলায় যায় নি । আপনাদের দেখে বেশ ভাল লাগছে ।

এই মডেলের সাথে আপনার অনেক মিল

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৯

সুমন কর বলেছেন: হাহাহাহা...........। একবার সময় করে ঘুরে আসবেন, ভালো লাগবে। ধন্যবাদ।

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৮

মেহেদী হাসান হাসিব বলেছেন: আমি শুক্রবার গিয়েছিলাম।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৯

সুমন কর বলেছেন: তাই দেখা হলো না......!!

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪২

হাবিব বলেছেন: বই কিনেছি কতগুলো, কিন্তু কারোর অটোগ্রাফ পাইনি। :|

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৪

সুমন কর বলেছেন: তাহলে তো মিস হয়ে গেল........অগ্নি'দা এবং কাওসার ভাইয়ের পেয়েছি।

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৬

ওমেরা বলেছেন: আপুদের চিনেছি , আপনি কোনটা তাতো চিনলাম না ।

আমি যদি যাইতাম তাহলে তো মনিরা আপুনির কাছ থেকে আমি ও একটা বই পেতাম । ধুর!!! মিস হয়ে গেল !!

সুন্দরপোষ্টের জন্য ধন্যবাদ ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৭

সুমন কর বলেছেন: হ্যাঁ, অবশ্যই পেতেন। আমি নাই তো, এখানে সবাই সামুর ব্লগার !! ভালো থাকুন।

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৩

শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!

তোমার বইগুলির মাঝে আমার কঙ্কাবতীকে দেখে আমি মুগ্ধ হলাম!!!! :)


ওমেরা আপুনি সুমন ভাইয়াকে চিনলে না!!!! সবচেয়ে সুন্দর লম্বু ভাইয়াটাই সুমনভাইয়া! :)


তবে ভাইয়া বলেনি সে কত লম্বা ! :P

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২১

সুমন কর বলেছেন: তুমি তো আর গিফট দেবে না, তাই প্রকাশকের কাছ থেকে নিয়ে এসেছি..... ;) তোমার হৃদয়ে বাংলাদেশ, দেখেছিলাম। কিন্তু নেয়া হয়নি।

আর ব্লগারদের বিভ্রান্ত করিবেন না, এখানে সবাই সামুর ব্লগার !! .........

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৬

অপু দ্যা গ্রেট বলেছেন:



দাদা আমাকে না কাদিয়ে ছাড়বেন না দেখছি ।

আপনাদের সাথে কত দিন দেখা করার ইচ্ছে । অফিস আমাকে টেনে খুলনা না নিয়ে গেলে সত্যি প্রতিদিন যেতাম ।

মিস করলাম দাদা ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৩

সুমন কর বলেছেন: ধুর বোকা, অবশ্যই দেখা হবে। আমি জানি, তুমি খুলনায়। তাই নক করেনি। তবে মিস হলো।

অপেক্ষা...........শুভকামনা।

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২০

আখেনাটেন বলেছেন: চমৎকার ছবি।

ভালো লাগল ব্লগের প্রিয় মুখদের একসাথে দেখে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৫

সুমন কর বলেছেন: একদিন আপনার সাথেও দেখা হবে...........। ধন্যবাদ, ভালো থাকুন।

১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৬

আরোগ্য বলেছেন: আশা আছে ২২ তারিখে সবার সাথে দেখা হবে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৮

সুমন কর বলেছেন: দারুণ কিন্তু সেদিন আমি যেতে পারব না.......

১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৯

ওমেরা বলেছেন:
সুমন ভাইয়া আপনি কি সামুর ব্লগার নন ?
শায়মা আপু অনেক ধন্যবাদ আমি এটাই ধারনা করেছিলাম ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩২

সুমন কর বলেছেন: আরে, আমি বলতে চেয়েছি, এখানে আলাদা কোন ব্যক্তি বিশেষ নয়। সবাই সামুর ব্লগার। বুঝতে পারলাম !!

শায়মাপু'র কথা বিশ্বাস করবেন না, বিপদে পড়ে যাবেন............ ;)

১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩১

শায়মা বলেছেন: নাওনি কেনো??
বললাম না কেড়ে নিয়ে আসবে!!!!!! X((

হানিফ রাশেদীন ভাইয়াকে বলবে এটা তোমার বেবিটার জন্য পরীফুপির গিফটো!

যাইহোক এ্যাড্রেস দিও ভাইয়া আমি পাঠিয়ে দেবো বাবুটার জন্য!!!! :)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৫

সুমন কর বলেছেন: আরে ধুর, একটু মজা করা যাবে না বুঝি !! তুমি তো আসলে না, তাহলে অবশ্যই নিতাম। স্বাক্ষর সহ !!

১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৭

শায়মা বলেছেন: ১৪. ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৯ ০

ওমেরা বলেছেন:
সুমন ভাইয়া আপনি কি সামুর ব্লগার নন ?
শায়মা আপু অনেক ধন্যবাদ আমি এটাই ধারনা করেছিলাম ।


থাক থাক ভাইয়া লজ্জা পাচ্ছে!!!!! :P

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৭

সুমন কর বলেছেন: হাহাহা.......হোহোহো। আমার তোমার মতো, ছবি তোলা আর ছবি দেয়া নিয়ে তামাশা নেই। আর বুড়ো বয়সে কিসের লজ্জা !! যারা ছিল, তারা জানে আমরা কেমন ছিলাম !! তুমি তো লুকিয়ে লুকিয়ে গিয়েছ এবং যাবে।

১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪১

শায়মা বলেছেন: সাক্ষরসহই পাঠাবো তো ভাইয়া!!!!!!!!!!


যাইহোক ওমেরাকে ভয় দেখাও কেনো আমাকে দিয়ে!!!!!!

আমি বড়ই হার্মলেস কন্যা! :) :) :)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৮

সুমন কর বলেছেন: হার্মলেস........তা আর বলতে ;) উনি দেশে থাকেন না, ভয়-ডর নেই।

১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২৬

মাহমুদুর রহমান বলেছেন: ইশ! কবে যে আমিও একটা বই ছাপাবো।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩১

সুমন কর বলেছেন: ব্যাপার না !! আজকাল পাঠক কম, লেখক বেশি !! আপনার ইচ্ছেও পূরণ হয়ে যাবে।

১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৭

কাওসার চৌধুরী বলেছেন:



প্রিয় সুমন ভাই,
শুভেচ্ছা রইলো। আপনার সাথে বইমেলায় দেখা না হলে বুঝতাম না আপনি এতো রূপসী থুক্কু সুদর্শন। তারচেয়েও সুদর্শন আপনার আন্তরিক ব্যবহার ও ভদ্রতা। এতদিন ভাবতাম কবি খুব রাফ এন্ড টাফ হবেন!! কিন্তু না ভাবনার সাথে একদম মিল পেলাম না। প্রথম পরিচয়েই অনেক আপন মনে হয়েছে; যেন বহু কাল থেকেই আমার পরস্পর পরস্পরকে চিনি, জানি। অতি আপনজন।

সহ ব্লগারদের প্রতি আন্তরিকতা আর বিশ্বাস কোন মাপকাঠিতে মাপা সম্ভব নয়। এটাই মনে হয় ব্লগিং এর শক্তি। এই শক্তিই ব্লগারদের লেখক হতে সাহস যোগায়। লেখনির রসদ সংগ্রহ করতে উৎসাহ যোগায়।

ভাল থাকুন, প্রিয় কবি, প্রিয় ব্লগার, প্রিয় মানুষ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৫

সুমন কর বলেছেন: দারুণ সব কথা বলেছেন। ব্লগার'রা খুব আপনজন। আর আমি কোন কবি-টবি নই, শুধু আপনাদের সাথে থাকাতেই আনন্দ !!

শুভ দুপুর।

২০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:২৫

মনিরা সুলতানা বলেছেন: ওয়াও !! দারুণ সব ছবি !
ধন্যবাদ ধন্যবাদ সুমন কর;
আমার সেদিন টা ছিল অনেকদিন পর অন্যরকম ফড়িঙ ফড়িঙ দিন যদিও এক ফুঁয়ে সময় কোথা থেকে যে কোথায় চলে গেল। আক্ষেপ রওয়ে গেল লম্বা আড্ডার ব্লগারদের সাথে, আপনাদের সাথে। অল্পকিছু সময় পেলে কাওসার চৌধুরী আর প্রিয় হাসান মাহবুব এর সাথে দেখা হত, সেটা অ মিস করলাম। অবশ্যই মিস করলাম আপনার আর জাহিদের সাথে বেতারে সাক্ষাতকার।

ঋদ্ধ -৩ আপনি রেখেছিলেন তো ! আমার কাছে কেন যে ২ কপি রওয়ে গেল বুঝলাম না ! কার বই যে চুরি করলাম :P

ব্লগের মন্তব্য হোক বা বাস্তবে আড্ডায়, আপনি অসম্ভব সহজ আন্তরিক এবং প্রাণউচ্ছল একজন মানুষ; আপনার সাথে পরিচয় অবশ্যই দারুণ এক অভিজ্ঞতা। সব সময় চমৎকার থাকুন এই শুভ কামনা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৪

সুমন কর বলেছেন: আপু, আপনিও দারুণ বলেছেন। আমি যেতে চেয়েও যেতে চাই নি !!! ...হাহাহাহা। ভাবলাম থাকি, সবার সাথে দেখা করি, আড্ডা দেই। আপনি আরো কিছু সময় থাকলে, সবাই খুশি হতো।

হ্যাঁ, আমার কপি নিয়ে এসেছি। তাহলে মনে হয় ভুলে, স্টলের মেয়েটি এক কপি আপনাকে উপহার দিয়েছে ;) কিংবা উম্মে আপু কি ভুলে নেয়নি??

আবার দেখা হবে, কথা হবে, আড্ডা হবে............ভালো থাকুক, সতত।

২১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৫:১০

ফেরদৌসা রুহী বলেছেন: মেলায় না এসেও দেখে নিলাম আপনাদের আড্ডা আর মিলনমেলা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৫

সুমন কর বলেছেন: আপু, পরের বার আসা চাই কিন্তু !! শুভ দুপুর।

২২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৫১

অগ্নি সারথি বলেছেন: কথা সত্য দাদা! সামুতে প্রাপ্তি আমাদের ঐ একটাই, একটা ইমাজিনড কমিউনিটি। আপনার আন্তরিকতাটুকু মাথায় তুলে রাখলাম সুমন দা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৮

সুমন কর বলেছেন: সবার আন্তরিকতা মুগ্ধ হবার মতো। সামুতে থেকে এটাই আমাদের প্রাপ্তি। শুভকামনা.....

২৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৯

ম্যাড ফর সামু বলেছেন: মেলায় যাওয়ার জন্য আগামী ২২ তারিখ বিকেলটা বাজেটে রেখেছি, দেখি যেতে পারি কি না। তবে আপনার ছবি আর বিস্তারিত বর্ণনায় মেলায় যাওয়ার তৃপ্তি অনেকটাই মিটে গেলো না বেড়ে গেল ঠিক বুঝে উঠতে পারছি না। ধন্যবাদ সুন্দর সুন্দর ছবিসহযোগে একটি বইমেলা রিভিউ পোষ্ট দেওয়ার জন্য। তবে ছবিগুেলোর ক্যাপসন হলে আরও ভালো হতো। অচেনা অনেককেই চেনা যেত।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৬

সুমন কর বলেছেন: যেহেতু বাজেটে রেখেছেন, তাহলে ঘুরে আসুন। অনেকে আসবে, মজা পাবেন। ইচ্ছে করেই ক্যাপশন দেয়নি, কেউ পছন্দ করতে পারে, আবারও নাও পারে। তাছাড়া যারা ছিল, তারা জানে। বাকিটা প্রকাশ করতে চাইনি। থাকুক না কিছু অজানা !!

ভালো থাকুক।

২৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৪

তারেক_মাহমুদ বলেছেন: শুক্রবার আবার আসুন ব্লগারদের মিলন মেলায়।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৮

সুমন কর বলেছেন: সেদিন কাজ আছে, দেখি......

২৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল দাদা,

গতকাল অফলাইনে আপনার পোস্টটি দেখেছিলাম ।বকিন্তু কমেন্ট করার মতো অবস্থায় ছিলাম না । সেজন্য আজ আবার আসা। সুন্দর কথা ও ছবিতে ফুটিয়ে তুলেছেন অসম্ভব ভালো লাগা । ++

শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫০

সুমন কর বলেছেন: একদিন আপনার সাথে দেখা হবে, সেই আশায়........ আবার পোস্টে ফিরে আসা এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।

২৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বিরাট আফসোস হচ্ছে। এবারের মেলা যেন সামু ব্লগারদের মিলনমেলা। প্রবল ইচ্ছে আছে শুক্রবারে যোগ দেবার। কিন্তু বিধি বাম, বড় ভাইবোনেরা সেইদিনই বাড়িতে আসছে। তারপরও সর্বোচ্চ চেষ্টা করব যোগ দিতে।

আপনাদের দেখে অনেক বেশি আনন্দও লাগছে আবার আফসোসেও মরে যাচ্ছি।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫২

সুমন কর বলেছেন: হুম, একসাথে হলে বেশ মজা এবং আড্ডা হয়। সামুর ব্লগার'রা এবার মেলায় আসছে। বড় ভাইবোনের কাছ থেকে বিকেল বেলা ছুটি নিয়ে চলে আসুন.....

২৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩১

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: দুই দিন বইমেলায় গিয়েছিলাম। তবে, লিটিল ম্যাগ চত্বরের 'এক রঙা এক ঘুড়ি'-র এই স্টলটা ঘুরেই চলে এসেছি।

আপনারা সত্যিই অনেক মজার সময় কাটিয়েছেন।

ভালো থাকুন নিরন্তর।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৫

সুমন কর বলেছেন: আপনি আড্ডা দেননি, কোন ব্লগারের সাথে দেখা হয়নি ?? হুম, অনেক ভালো লেগেছে। মেলা শেষ পর্যন্ত থেকেই আসলাম....

শুভেচ্ছা....

২৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৫

খায়রুল আহসান বলেছেন: খুবই ভাল লাগলো আপনার বইমেলায় সময় কাটানোর এ সুন্দর বর্ণনাটুকু পড়তে এবং ব্লগার-পাঠক-লেখকদের ছবি দেখতে।
সাক্ষাৎকারে কী কী বলেছিলেন? :)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৮

সুমন কর বলেছেন: আপনার পোস্টে একটি কথা বলে এসেছি, তাই আর এখানে সেটি বললাম না। ভালো লেগেছে জেনে, খুশি হলাম। তেমন কিছু না। এই ধরুন, পরিচয়, কি করি, কোন ধরনের বই কিনলাম.....সামান্য।

ভালো থাকুন, শুভ দুপুর।

২৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৬

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো পোষ্ট পড়ে ।

শুভকামনা

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৬

সুমন কর বলেছেন: আড়াই ঘণ্টা জ্যাম ঠেলে বাসায় আসলাম.......ক্লান্ত।

পোস্ট দেখার জন্য ধন্যবাদ।

৩০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৯

ফয়সাল রকি বলেছেন: বাহ... চমৎকার ঘুরাঘুরি করলেন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৬

সুমন কর বলেছেন: শুভকামনা....

৩১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহ!
হিংসিত ইমোটিকন নাইক্যা ;)

পড়তে পড়তে মনে হচ্ছিল যেন দাদার পাশে পাশেই ছিলাম :)
প্রিয় প্রিয় মানুষগুলোর সাথে আজো দেখা হয়নি! ভাবতেই কষ্ট হচ্ছে!
ইনশাল্লাহ শুক্রবার মিস হবে না।

কত কথা ছিল
ছিল কত গান ...
হলোনা কিছু বলা
মেলা হয় যে অবসান :((

পোষ্টে করে মেলায় ঘুরিয়ে আনায় অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা :)
++++++++

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৮

সুমন কর বলেছেন: হুম, বোঝা যাচ্ছে ২২ তারিখ আবার মজা হবে........সব কিছুর অবসান হোক।

শুভকামনা....

৩২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬

পবন সরকার বলেছেন: বর্ননা পড়ে আর ছবি দেখে আফসোস হচ্ছে, আগামি শুক্রবার মেলায় থাকার চেষ্টা করবো। পোষ্টের জন্য অনেক অনেক ধন্যবাদ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৮

সুমন কর বলেছেন: সময় করে ২২ তারিখ চলে আসুন। মজা এবং আড্ডা হবে।

শুভকামনা....

৩৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৫

বলেছেন: সবাইকে দেখে খুব ভালো লাগলো -
সুমন দা তো পুরাই বোম্বে হিরো - মায়াবী চাহনি, কবি কবি চেহারা, সাদাসিধা পুরুষ --


ভালো থাকুন সবসময়।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০০

সুমন কর বলেছেন: হাহাহাহা..........যা বললেন !!

শুভকামনা....

৩৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কাওসার চৌধুরী বলেছেন:
প্রিয় সুমন ভাই,
শুভেচ্ছা রইলো। আপনার সাথে বইমেলায় দেখা না হলে বুঝতাম না আপনি এতো রূপসী থুক্কু সুদর্শন। তারচেয়েও সুদর্শন আপনার আন্তরিক ব্যবহার ও ভদ্রতা। এতদিন ভাবতাম কবি খুব রাফ এন্ড টাফ হবেন!! কিন্তু না ভাবনার সাথে একদম মিল পেলাম না। প্রথম পরিচয়েই অনেক আপন মনে হয়েছে; যেন বহু কাল থেকেই আমার পরস্পর পরস্পরকে চিনি, জানি। অতি আপনজন।


হ্যালো হ্যান্ডসাম, হাউ ডু ইউ ডু? ;)

চমৎকার ব্লগারদের মিলনমেলা ছিল। লাইক ++++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৪

সুমন কর বলেছেন: বন্ধু, কেমন আর থাকব বলো !! সামু নিয়ে চিন্তিত !!

৩৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: দ্রুত কর্তৃপক্ষ সরকারের নীতি নির্ধারকদের সাথে ব্যাপারটা নিয়ে আলোচনায় বসবেন বলে আশা করি। আর সামু ব্লগ মডারেশন এ আরও মনোযোগ দিতে হবে। একটা ব্লগসাইট অবশ্যই চাইলে দেশের সকল নিয়মনীতির সীমাবদ্ধতা মেনে নিয়েও সফলভাবে চালিয়ে নেয়া সম্ভব। আমি আশাবাদী মানুষ, তাই আশায় বুক বাঁধি বারেবার।

সফল হোক ব্লগীয় পথচলা।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০০

সুমন কর বলেছেন: সঠিক বলেছ কিন্তু কর্তৃপক্ষ ভেবে দেখে না !!

আর সামু ব্লগ মডারেশন এ আরও মনোযোগ দিতে হবে। -- হুম। ২৪ ঘন্টা ভাগ করে মডারেশন টিম গঠন করা দরকার। যাতে কোন প্রকার নোংরামী বা মিথ্যাচার না থাকে। সামুর থাকবে, এটা আমার বিশ্বাস।

৩৬| ০৯ ই মার্চ, ২০১৯ রাত ১২:৩৪

আকতার আর হোসাইন বলেছেন: বাহ, বইমেলায় ব্লগার ও লেখদের সাথে কি মধুময় কি আনন্দঘন মুহুর্ত কাটালেন!!!

কিন্তু বইয়ের রিভিউ কোথায় ভাই../??

১০ ই মার্চ, ২০১৯ রাত ১:৫৫

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

* সামু দিয়ে টেনশনে/দুঃখে/রাগে...... আছি.............আর কি লিখব !! সাত তারিখ থেকে আমার এখানে ভিপিএন ছাড়া প্রবেশ করা যায় না।।

৩৭| ৩০ শে মার্চ, ২০১৯ রাত ১:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর আলোচনা করেছেন, ভালো লাগলো রিভিউ।

ব্লগারদের বইগুলো সারাবছর পাঠকের সঙ্গে থাকুক এই কামনা

৩১ শে মার্চ, ২০১৯ রাত ৮:৫৬

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৩৮| ১৫ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

আর্কিওপটেরিক্স বলেছেন: দেইখা গেলাম :)

১৫ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৩৯| ১৫ ই মে, ২০১৯ রাত ৮:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: সময় পেলে আমার ব্লগে ঘুরে আসবেন :)

১৫ ই মে, ২০১৯ রাত ৮:০৩

সুমন কর বলেছেন: হুম, আজ ৬ কেজি শব্দ কিনেছেন !! সবার ব্লগেই একটু করে ঘুরি .....!!

৪০| ২৮ শে জুন, ২০১৯ রাত ২:৫৯

ডঃ এম এ আলী বলেছেন: বিলম্বিত পাঠের জন্য দু:খিত ।
ব্লগার আর বই মেলা দেখে গেলাম ।
দেখলাম ও জানলাম অনেক কিছু,
নতুন পোষ্ট দেখার অপেক্ষায় রইলাম ।

শুভেচ্ছা রইল

০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ১১:৩৬

সুমন কর বলেছেন: সময় করে আসার জন্য ধন্যবাদ। ভালো থাকুন।

৪১| ১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৪৪

স্বপ্নডানা১২৩ বলেছেন: +++

১৭ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৪২| ১৭ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: সুমন কর বহুদিন পর আসলেন। আপনাকে অভিনন্দন এন্ড সুস্বাগতম ।

১৭ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

সুমন কর বলেছেন: খুব প‌্যারাময় জীবন যাচ্ছে....... X(( তাই ব্লগে নিয়মিত আসছি না। আশা করি, কিছুদিন পর আগের মতো আপনাদের সাথে ফিরে আসব.........

৪৩| ১৮ ই জুলাই, ২০১৯ ভোর ৫:৫৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আরে আরে এ দেখি সকলেই আমার পরিচিত। আচ্ছা, ছ নম্বর ছবিতে আপনার ও আসাদ ভাইয়ের মধ্যখানে কে? আর সাত নাম্বারে?


আমি ঐদিন হয়তো ছিলাম না ঠিক, তবে আপনার পোস্ট পড়ে মনে হচ্ছে উপস্থিত ছিলাম। অনেক সুন্দর গুছিয়ে মনমুগ্ধকর ভাবে লিখেছেন। ধন্যবাদ।



২১ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫১

সুমন কর বলেছেন: ৬< নেক্সাস ভাই, ৭< হাসান ভাই। সাথে ছিলেন সেটা অনুভব করেছেন, সেটাই অনেক বেশি। ভালো থাকুন।
ধন্যবাদ।

৪৪| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৯

জুন বলেছেন: কি ব্যাপার আপনে কই সুমন কর? প্রোফাইলে লেখা আপনাকে মনে পড়লে যেন এখানে খুজি। তাই এখানেই আসলাম :)

০২ রা নভেম্বর, ২০১৯ রাত ৮:০২

সুমন কর বলেছেন: এই যে আপনি এমনভাবে খুঁজলেন আর আমি এসে হাজির !! আগে বাসায় থাকলে সর্বদা সামু খোলা রাখতাম। ভিপিএন দিয়েও প্রতিদিন ঘুরে যেতাম। পরে আস্তে আস্তে আসা বন্ধ করে দেই। বর্তমানে অফিসের প্রচুর চাপ তাই আর আসতে পারছি না। আশা করি, আবার নিয়মিত হয়ে যাব।

আন্তরিক কৃতজ্ঞতা জানবেন।

৪৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২২

আর্কিওপটেরিক্স বলেছেন: নতুন পোস্ট চাই :)

২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪২

সুমন কর বলেছেন: ব্লগকে খুব মিস করছি। ব্যক্তি জীবনে একটু ঝামেলার মধ্যে আছি..........আশা করি, ফিরে আসব।

৪৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনাকে মিস করছি।

২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৩

সুমন কর বলেছেন: ব্লগকে খুব মিস করছি। ব্যক্তি জীবনে একটু ঝামেলার মধ্যে আছি..........আশা করি, ফিরে আসব।

৪৭| ১৩ ই মার্চ, ২০২০ রাত ৩:২৫

সচেতনহ্যাপী বলেছেন: সুমনদা, কেমন আছেন।। মিস করছি খুব।।

২০ শে মার্চ, ২০২০ রাত ১২:৫০

সুমন কর বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন। আমিও খুব মিস করছি........কিন্তু একটু ব্যস্ত/ঝামেলা/টেনশন.......যাচ্ছে !!!

ভালো আছি বলা যাচ্ছে না !! তবে চলে যাচ্ছে......একদিন ফিরে এসে নিয়মিত হয়ে যাবার আশা রাখি !!!

৪৮| ২৫ শে মে, ২০২০ বিকাল ৪:৪৫

ডঃ এম এ আলী বলেছেন:


আপনি কেমন আছেন জানাবেন ।
আপনার প্রতি রইল

২৫ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

সুমন কর বলেছেন: ভালো আছি, সেটা বলব না। তবে বেঁচে আছি। .......হাহাহাহা।

আপনার প্রতিও রইলো, ঈদের শুভেচ্ছা রইলো।

৪৯| ২৫ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:০৫

ডঃ এম এ আলী বলেছেন:
ধন্যবাদ জানান দেয়ার জন্য । আপনাকে নিয়ে জুন আপু আজকে একটি পোষ্ট দিয়েছেন ।
আমিউ ভাল ছিলাম না। গোটা পরিবারই করুনাক্রান্ত হয়ে গিন্নীসহ দুজনে হাসপাতালে
থেকে করুনা সংক্রান্ত মুল্যবান বাস্তব অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরেছি ।

২৫ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:২১

সুমন কর বলেছেন: হুম, আপুর পোস্টে মন্তব্য করার জন্যই চলে এলাম এবং মন্তব্য করে এসেছি।

শুনে খুব দুঃখ পেলাম। আশা করি, সৃষ্টিকর্তা সব সময় আপনাদের পাশে থাকবেন এবং সমস্যার সমাধান করে দেবে। জুনাপু'র পোস্টে একটি কথা বলিনি, আমার শ্বশুরও ১১.০৫.২০২০ তারিখে পৃথিবী থেকে চলে গিয়েছে (হার্ট এ্যাটাক এবং হাই ডায়াবেটিস)।

কিছু টেনশনও চলছে (অফিস ও ব্যক্তিগত).....তাই সব মিলিয়ে খুব অস্থির সময় যাচ্ছে।

৫০| ২৫ শে মে, ২০২০ রাত ৮:৩৫

ডঃ এম এ আলী বলেছেন:



সুমন দা,
আপনার শশুরের মৃত্যু সংবাদে ব্যতিথ হলাম,
ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু।
শোক সন্দপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সহমর্মীতা জানাচ্ছি ।
আপনার অস্থির সময় কেটে গিয়ে সস্তি আসুক সে কামনাও করছি ।




২৫ শে মে, ২০২০ রাত ৮:৪৫

সুমন কর বলেছেন: আন্তরিক কৃতজ্ঞতা জানবেন।

৫১| ০১ লা জুন, ২০২০ রাত ১২:৪১

রাকু হাসান বলেছেন:

কেমন আছেন ভাইয়া ? আশা করছি ভালো আছেন ? :)

০৭ ই জুন, ২০২০ রাত ১২:১১

সুমন কর বলেছেন: সত্যিই বলছি, ভালো নাই। (আবার এ নিয়ে, কোন প্রশ্ন না করার অনুরোধ রইলো)।

৫২| ০৭ ই জুন, ২০২০ রাত ১২:১৭

কাছের-মানুষ বলেছেন: অনেকদিন আগে আপনার এই পোষ্ট অফলাইনে পড়েছিলাম। ইচ্ছে ছিল আপনার খোজ নিব তা আর হল না।

আজ আপনার প্রতিউওর দেখে পোষ্ট পুনরায় এলাম। কেমন আছেন জিজ্ঞেস করলাম না উপরের উত্তর দেখে।

ভাল থাকুন এই প্রার্থনা করছি। সব সমস্যার সমাধান হোক।

০৯ ই জুন, ২০২০ রাত ৩:০৮

সুমন কর বলেছেন: কৃতজ্ঞতা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.