নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভীষণ একলা থাকা মানুষ আমি ভীষণ আমার ভেতর থাকি!

আহমেদ সাঈফ মুনতাসীর

জীবন জুড়ে থাকা পরাজয়, হয়েছে ম্লান চিরকাল!

আহমেদ সাঈফ মুনতাসীর › বিস্তারিত পোস্টঃ

\'নাহিদ-ঘুষ\' পদ্ধতিতে যেভাবে সহনীয় মাত্রার ঘুষ খেয়ে সফল হলাম!

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৯



এই মাত্র 'নাহিদ-ঘুষ' পদ্ধতি অবলম্বন করে সফলভাবে ৫০০ ডলারের একটি সহনীয় ঘুষ নিয়ে নিলাম!
'নাহিদ-ঘুষ' পদ্ধতিটি অবশ্য শৈশবেই শেখা। প্রথম ধাপ হিসেবে পরীক্ষার আগের রাতে প্রশ্ন ঘরে চলে আসতো। ৮টা প্রশ্নের মধ্যে ৫টার উত্তর করতে হতো হবে বেছে বেছে ৫টাই পড়ে যেতাম। আমার জীবনে আজ যে পরিমান সফলতা তার মূলে সবচেয়ে কার্যকরী টনিক হিসেবে 'নাহিদ-ঘুষ' পদ্ধতিটি কাজে লেগেছে।
এ পদ্ধতিটি নির্ভুল ভাবে শিখতে সবার আগে আমার জানতে হয়েছে 'লা-মালাটিয়ার'নীতিটি।
'লা-মালাটিয়ার'নীতি অনুসারে-
'কোন সিস্টেম কিংবা রাজনৈতিক দল ক্ষমতায় থাকাকালে যদি দেশের উন্নয়ন ও অর্থনীতির কোন নিয়ামক যেমন- শিক্ষা ব্যাবস্থা, শেয়ার বাজার কিংবা কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে পরিবর্তন করা হয় তবে ঐ রাজনৈতিক দলের ক্ষমতা এমনভাবে প্রকাশ করা হবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফলকে বাল দিয়েও গোনা না হয়!'

এ নীতির এপ্লিকেশন সবচেয়ে সফল ভাবে পূর্ণ করে 'নাহিদ-ঘুষ' পদ্ধতিটি।
এ পদ্ধতিতে, ১ মোল (ধরে নিন ৪ হাজার কোটি টাকা) শেয়ার বাজার লুট+ ৩ মোল ( ধরে নিন ১০ কোটি ১০ লাখ ডলার) কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি মিলে বিক্রিয়া করে ২ মোল 'রাবিশ/ এটা ত্যামন কোন টাকা না' উৎপন্ন করে।
যদিও এ বিক্রিয়ার সাম্যবস্থা পুরোপুরিভাবে পরিপার্শ্বের উপর নির্ভর করে। এক্ষেত্রে তাপ,চাপ ও ঘনমাত্রার প্রভাবও আছে।

'নাহিদ-ঘুষ' বিক্রিয়াটি সবচেয়ে কার্যকর তাপ-উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। এ বিক্রিয়ার ক্ষেত্রে অল্প তাপে (যেমন এসির নিচে) বিক্রিয়া ভালো হয়, উৎপাদ বাড়ে কিন্তু সল্প তাপে বিক্রিয়ার রেট কম হওয়ায় (সিসিটিভি থাকার কারণে) একটি আদর্শ তাপমাত্রা ও চাপে এ বিক্রিয়া ঘটানো হয় (যেমন-পিএস এর সাথে লেনদেন)।

তবে পরিপার্শ্বের সকল নিয়ামক ঠিকঠাকভাবে কাজ না করলে একটি 'অবস্থান্তর জটিল অবস্থা' তৈরী হয়!। অবস্থান্তর জটিল অবস্থা এমন একটি অবস্থা যেখানে ঘুষ গ্রহনের পূর্বে ঘুষ-গ্রহীতা নিজে এমাউন্ট যাচাই করে নিতে পারে। যদি সে এমাউন্টের পরিমান 'মনমত' না হয় তাহলে গ্রহীতা পুরাতন বন্ধন ভেঙ্গে নতুন বন্ধন সৃষ্টি করে অর্থাৎ যার কাছ থেকে বেশী অর্থ পাওয়া যায় তার সাথে ঘুষ গ্রহীতা নতুন বন্ধনে আবদ্ধ হয়।
এ অবস্থা যেন তৈরী না হয় সেজন্য এলুমিনিয়াম অক্সাইডের মত উভমুখী ঘুষাক্সাইড হয়েই থাকতে দেখা যায়। আর এভাবেই সফল ভাবে 'নাহিদ-ঘুষ' পদ্ধতিতে সবচেয়ে 'সহনশীল ঘুষ নিতে পারা যায়! আমিও নিয়েছি

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১২

বাংলাদেশের ভবিষ্যৎ বলেছেন: তার থেকে শিক্ষিত লোক এই দেশে আর নাই, তাই তো তিনি এখনো শিক্ষা গরু।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৮

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: জ্বি ভাই! ওনি শিক্ষা গরু!

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনাকে দিয়েই হবে...

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৭

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: কোনটা ভাই!?

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশের মন্ত্রীত্ব...

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫১

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: না থাক! আমারে দিয়ে 'সহনীয় মাত্রায় ঘুষ' বাস্তব জীবনে না হোক!

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৬

সচেতনহ্যাপী বলেছেন: এরশাদের সময়ে হয়েছে দূর্নীতি।। আর এখন নাহিদের সময়ে ঘুষ।। সার্বজনীনতার কি অদ্ভুত মিল।।
আর একটি কথা না বলেই পারছি না, আমরা কিন্তু জানতাম রাজনীতিবিদদের মাঝে বামরাই "অল্প-বিস্তর" সৎ :-P

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৩

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: রাজনীতিতে 'সৎ' বলে কিছুনাই! বামরা এখন সুবিধাবাদ নীতিতে চলে!

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:২৫

সাদা মনের মানুষ বলেছেন: আপনার পোষ্ট পড়ে আমার মাথা ঘোরে কেরে? B:-)

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৪

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: ক্যান ভাই? কি এমন লিখলাম!

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৫

এম এ মুক্তাদির বলেছেন: আমরা কিন্তু জানতাম রাজনীতিবিদদের মাঝে বামরাই "অল্প-বিস্তর" সৎ :-
সৎ মানে হল - আমি পারলাম না , পদত্যাগ করলাম ।
কাজ না জানলেও চলবে কিন্তু সৎ হতে হবে।-
কেমন পাঠা মারকা কথা - এরা বাংলাদেশের মন্ত্রী হয় ।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৫

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: ঠিক! ঠিক!

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪০

রাজীব নুর বলেছেন: ৬ নম্বর মন্তব্যকারীর সাথে একমত।

৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৫

সাইন বোর্ড বলেছেন: ঘুষের রাজ্যে পৃথিবী গদ্যময়...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.