নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"তোমার হৃদয়ে থাকিবো আমি, ভাসিবো চোখের পলকে।তোমাকে ভুলে যাইবো আমি, তবু আমাকে দেবোনা ভুলিতে !! \" -সাইফুল্যাহ আমিন

সাইফুল্যাহ আমিন

সাইফুল্যাহ আমিন › বিস্তারিত পোস্টঃ

কথা দেওয়ার আগে একবার ভাবুন...

১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩

কথায় আছে "মনের অবস্থার কথা চিন্তা না করে কাউকে কোন কথা দিতে নেই !!" আবার কেউ কেউ বলে Emotional হয়ে কাউকে কোন কথা দিতে নেই !!" আসল কথা হচ্ছে, আমরা ভালো থাকলে এতোটাই ভালো থাকাতে ডুবে যাই যে, ঐ সময় কি যে বলি নিজেরাও বুঝিনা। আবার ভালো না থাকলে বেমালুম কথা দেওয়া নেওয়াও করে নেই, নেশার ঘোরে। পরে মন খারাপের সময়ে সেগুলোই ভুলে যাই। মন রাখতে আমরা কি খুব করে নিজের মুখে বলে দেই "কখনও ছেড়ে যাবো না !! " আবার বাস্তব খুব স্পষ্ট হয়ে গেলেই নিজের মুখেই ফের বলে দেই "তোর মুখও আর দেখতে চাই না !!" অথচ একই মুখ, একই লোক, কিন্তু আলাদা দুটো কথা। আবার সময় গুলো আলাদা, মুহূর্ত গুলোও আলাদা। এভাবেই কথারা পালটে যায় সময় আসময়ে। কথা দিলে ভেবে চিনতে দিতে হয়, নেশার ঘোরে দেওয়া কথা, শুনতে ভালো লাগলেও, টিকতে পারে না বেশীদিন !! সেই নেশা হোক প্রেমের ,হোক ভালোবাসার, হোক ভালো থাকার কিংবা হোক কাউকে খুনের অর্ডার দেওয়ার। আসলে, মনের অবস্থার কথা চিন্তা না করে, মোহ'র মধ্যে থেকে, নেশায় ডুবে কোন কথা না দেওয়াই ভালো !!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৭

রাজীব নুর বলেছেন: কিছু মানুষ কথা দেয়, কথা না রাখার জন্য।

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৫

সাইফুল্যাহ আমিন বলেছেন: ঠিক বলছেন ভাই।ধন্যবাদ, ভালোবাসা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.