নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রংধনু প্রকৃতি

শাবা

হাসতে হাসতে বেদনা ভোলা চাই.... আমি হেঁটে বেড়াই সীমাবদ্ধ পৃথিবী ফুরিয়ে যায়। সত্যের ভূবনে সবই সত্য শুধু মিথ্যা আমার অস্তিত্ব। * শামীমুল বারী নামে আমার অন্য একটি ব্লগ রয়েছে।

শাবা › বিস্তারিত পোস্টঃ

ছড়া : কদম গাছের বিয়ে

০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১১

হৈ হৈ রৈ রৈ

ফুল ফুটেছে কদম ফুল

দেখ ঐ ঐ

গাছ পড়েছে শতেক দুল।



কদম গাছের বিয়ে হবে

দুল পড়েছে কানে

পাখিরা সব দল বেঁধেছে

ভোজ হবে যে বনে।



হৈ হৈ রৈ রৈ

বিয়ের সানাই বাজে

বর এলো হৈ চৈ

সবাই আছে কাজে।



দাপাদাপি উড়াউড়ি

গাছতলায় হুরাহুরি

ফুল নিবে কে?

সব দেখে খোকাখুকি

ঝাঁপি নিয়ে ছুটাছুটি

ফুল নিবে যে।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২৩

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো ছড়া।

০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৬

শাবা বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব।

২| ০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: বাহ ! কদম গাছের বিয়ে :)
সুন্দর !

০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৮

শাবা বলেছেন: ধব্যবাদ স্বপ্নবাজ অভি, অনেকদিন পর আপনাকে পেলাম।

৩| ০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: যাক কদম গাছের একটা গতি হলো । :)

০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৮

শাবা বলেছেন: হা হা হা..... ঠিক ধরেছেন গাছের একটা গতি হলো শেষ পর্যন্ত।

৪| ০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪০

ডি মুন বলেছেন: অনেকদিন পর ছড়া পড়লাম :)

বেশ ভালো। আরো ভালো লিখে চলুন।

শুভকামনা রইলো।

০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৪

শাবা বলেছেন: এ ছড়া্য একটা বড় টাইপিং মিসটেক ছিল, কারো দৃষ্টিতে পড়ে নি দেখছি, ঠিক করে দিলাম।
শিশুদের জন্য আমরা খুব কমই কিছু করছি। আমি তাদের জন্য কিছু ছড়া লিখতে চেষ্টা করছি, যদিও তেমন সুন্দর কিছু হচ্ছে না।
একটা দারুণ দৃশ্য দেখে এ ছড়া লেখা হয়েছিল, ঘটনাটা অন্য সময় লিখবো।
মন্তব্যের জন্য ধন্যবাদ ডি মুন।
শুভ কামনায়-

৫| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ২:৪৯

জাফরুল মবীন বলেছেন: :) :) :)

০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৬

শাবা বলেছেন: ছড়া পড়ে মনে হয় আপনি খুশি হয়েছেন, এ জন্য আমারও ভাল লাগছে।

৬| ২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪৪

হিমেল হাসান কাগজের খেয়া বলেছেন: কিছুক্ষনের জন্য হারিয়ে গেলাম শৈশবে। তখন ছড়া পড়তে অনেক ভালো লাগতো। আবার কিছুক্ষনের জন্য সেই সৃতি ফিরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। অনেক মজা পেলাম

২২ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

শাবা বলেছেন: ধন্যবাদ হিমেল হাসান।
ছবির শিশুটির মতই আমাদেরও শৈশব ছিল। অনেক আনন্দ ছিল তখন। মজা করতাম হয়তো বেশ। কিন্তু সেই শিশুদের নিয়ে আমরা বড়রা এখন তেমন কিছু করছি না।
আপনার অনুভুতি ভালো লাগলো। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.