নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রংধনু প্রকৃতি

শাবা

হাসতে হাসতে বেদনা ভোলা চাই.... আমি হেঁটে বেড়াই সীমাবদ্ধ পৃথিবী ফুরিয়ে যায়। সত্যের ভূবনে সবই সত্য শুধু মিথ্যা আমার অস্তিত্ব। * শামীমুল বারী নামে আমার অন্য একটি ব্লগ রয়েছে।

শাবা › বিস্তারিত পোস্টঃ

কথকটিলা

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৮:১৪

কথা জমে জমে হলো অনেকগুলো কথকটিলা
মন-শ্যামলিমায় আর গহীন ভাবনায় যেন মননমিলা,
তোমাকে নিয়ে যাব সেইসব টিলায় একদিন
মনের দুয়ার খুলে যাবে সব, দেখবে সে দিন।

কথাগুলো রেখেছি
তোমারি জন্য এতকাল-
অনেক কথা, অনেক হাসি, অনেক কান্না
জমেছে কত সকাল-বিকাল।

বসন্ত এসেছে বার বার
সময় চলেছে সৌরগতিতে
পৃথিবী বুড়িয়েছে আরো একটু
কিন্তু স্বপ্নগুলো তরতাজা হয়েছে বার বার।
অজস্র স্বপ্ন মিলে মিলে
গড়ে ওঠেছে স্বপ্নসৌধ,
যে সৌধ ভাঙবো একদিন
তুমি আর আমি নিশ্চয়।

তোমাকে রচনা করেছি
শিশির ভেজা ফুলে ফুলে দীর্ঘকাল।
এঁকেছি অনেক ছবি
ক্যানভাসে রঙতুলি ছোঁয়েছি কতকাল।
ভেবেছি অবাক বিস্ময়ে
কে হবে তুমি, হে ভাগ্যবতি?

পর্দার আড়াল থেকে বেড়িয়ে এলে
সত্যই একদিন।
স্বপ্ন আর তুমি
মাঝে রয়েছে অনেকগুলো কথকটিলা-
জানি না কে বড়, কে সত্যি?

মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০১

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

১৯ শে আগস্ট, ২০১৫ ভোর ৬:০২

শাবা বলেছেন: ধন্যবাদ।

২| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৯:২৭

জেন রসি বলেছেন: বাহ!

চমৎকার!

১৯ শে আগস্ট, ২০১৫ ভোর ৬:০৩

শাবা বলেছেন: ধন্যবাদ।

৩| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪০

সুমন কর বলেছেন: চমৎকার।

১৯ শে আগস্ট, ২০১৫ ভোর ৬:০৩

শাবা বলেছেন: ধন্যবাদ।

৪| ১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩২

লাবনী আক্তার বলেছেন:
কবিতায় ভালো লাগা রইল।


০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:০৮

শাবা বলেছেন: ধন্যবাদ লাবনী আক্তার।

৫| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৮

মাহবুবুল আজাদ বলেছেন: দারুণ __________________

না খুব বেশি দারুণ লাগল

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:১০

শাবা বলেছেন: ধন্যবাদ মাহবুবুল আজাদ। আপনার ভাল লাগা দেখে আমি খুব প্রীতি বোধ করছি।

৬| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১০

খায়রুল আহসান বলেছেন: মাথায় ভেসে বেড়ানো একটা ভাবনাকে চমৎকারভাবে কবিতায় রূপ দিতে পেরেছেন।
কবিতা সাবলীল, ভাল লেগেছে + +।

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:১৫

শাবা বলেছেন: আপনার গঠনমূলক মন্তব্য পেয়ে খুব ভাল লাগলো। আসলে আমি এটি লেখি আমার জীবনসঙ্গীকে নিয়ে। এ্যাঙ্গেজমেন্টের পর আমার মনের যে অবস্থা হয়েছিল সেটাই সেদিন কবিতায় প্রকাশ করি। মূলত এটি আমার বিয়ের আগে লেখা একটি কবিতা। ধন্যবাদ আপনাকে।

৭| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:১৮

নজসু বলেছেন: সুন্দর রোমান্টিক কবিতা।
স্বপ্ন একদিন সত্যি হবেই।
কারণ পৃথিবীর বয়স বাড়লেও ভালোবাসা চির নবীণ রয়ে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.