নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রংধনু প্রকৃতি

শাবা

হাসতে হাসতে বেদনা ভোলা চাই.... আমি হেঁটে বেড়াই সীমাবদ্ধ পৃথিবী ফুরিয়ে যায়। সত্যের ভূবনে সবই সত্য শুধু মিথ্যা আমার অস্তিত্ব। * শামীমুল বারী নামে আমার অন্য একটি ব্লগ রয়েছে।

শাবা › বিস্তারিত পোস্টঃ

নদীর পাড়ে নাও ভিড়েছে

১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৬


নদীর পাড়ে নাও ভিড়েছে
তালতলায় ভীড় জমেছে,
আয় তোরা ছুটে আয়
নাও সবে চলে যায়!

- ও নাও!
কোথায় যাও
আমায় একটু নিয়ে যাও।

- না ভাই তোমারে নয়
দূরে ওই যেতে হয়।
জাল দিয়ে মাছ ধরি
দিন মাস পার করি।
খেয়াপার নাইরে
মাছ ধরতে যাইরে।

নানা রকম দ্বন্দ্ব
নদী নালা বন্ধ।

১৪.০৪.২০১৮, ১লা বৈশাখ ১৪২৫

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২১

সুমন কর বলেছেন: ছন্দময় এবং ভালো।

১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

শাবা বলেছেন: ধন্যবাদ সুমন কর।

২| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৫

চাঁদগাজী বলেছেন:


আপনাকে আরো মনোযোগ দিতে হবে।

১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

শাবা বলেছেন: ধন্যবাদ, ছড়াটির ব্যাপক পরিবর্তন এনেছি।

৩| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৫

নীল মনি বলেছেন: সুন্দর প্রকাশ ভঙ্গি :)

১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

শাবা বলেছেন: ধন্যবাদ।

৪| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৭

রাজীব নুর বলেছেন: কবিতা পড়ে ইচ্ছা করছে কিছুক্ষন নৌকা করে ঘুরে আসি।

১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

শাবা বলেছেন: নৌকায় ঘুরার জায়গা তো ভাই অনেক কমে গেছে।

৫| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: সত্যিই তো নদী নালা আজ বিপন্ন। ভাবনাটা ভাল লাগলো।

বৈশাখী শুভেচ্ছা রইল।

১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

শাবা বলেছেন: আপনাকেও বৈশাখী শুভেচ্ছা। সত্যি আমাদের পুরো প্রকৃতি আজ বিপন্ন। ধন্যবাদ।

৬| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে। লিখে যান অবিরত

১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

শাবা বলেছেন: ধন্যবাদ।

৭| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:০০

খায়রুল আহসান বলেছেন: শিরোনাম এবং শিরোনামের ছবিটা ভাল লেগেছে। কবিতা ততটা নয়।

১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

শাবা বলেছেন: ধন্যবাদ, ছড়াটির ব্যাপক পরিবর্তন এনেছি।

৮| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫০

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো হয়েছে।

১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

শাবা বলেছেন: ধন্যবাদ, শাহরিয়ার কবীর।

৯| ১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সুন্দর লেখনি।

১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

শাবা বলেছেন: ধন্যবাদ।

১০| ১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

শাবা বলেছেন: ধন্যবাদ।

১১| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৫

খায়রুল আহসান বলেছেন: "লেখক বলেছেন: ধন্যবাদ, ছড়াটির ব্যাপক পরিবর্তন এনেছি" (৭ নং প্রতিমন্তব্য) - ব্যাপক পরিবর্তনের পর ছড়াটির মান আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। এজন্যেই, ব্লগে সমালোচনার প্রয়োজন আছে। এটুকুই ছিল আমার মন্তব্য।
আগের মন্তব্যে কিছু অনভিপ্রেত ভুল ছিল। তাই আগের মন্তব্যটি ডিলিট করে ফেলতে পারেন।

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪৩

শাবা বলেছেন: যে কোন সাহিত্যের সমালোচনা সাহিত্যের মানকে বৃদ্ধি করে। লেখকের জ্ঞানকে সমৃদ্ধ করে। সাহিত্য আসর এক সময় সে ভূমিকা রাখতো। ব্লগও এক ধরনের সাহিত্য আসরের মত। কিন্তু দু:খ লাগে ব্লগে সেভাবে কেউ সিরিয়াসলি সমালোচনা করে না, নির্দিষ্ট করে ভুল বা ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরে না। সাধারণভাবে কিছু কমন কথা বলে একান্ত দায়সারা গোছের মন্তব্য দেয়।
আপনার অনুভূতির জন্য আপনাকে ধন্যবাদ।

১২| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:২৬

রাফা বলেছেন: সত্যিকথা বলতে কি লেখা নিয়ে মন্তব্য বা সমালোচনা খুব কম হয় ব্লগে।কারনটা মনে হয় উপলব্দি করতে না পারা।আমি যেমন খুব কঠিন লেখা হয়তো বুঝতে পারিনা।কিন্তু যদি সত্যিকারের ভালো লাগে তখন বুঝতে পারি।যেমন এই ছড়াটি আমার কাছে কেমন যেনো খাপছাড়া মনে হচ্ছে।হয়তোবা আমি ঠিক বুঝতেই পেরিনি তাই এমন মনে হচ্ছে।

ধন্যবাদ।

২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৯

শাবা বলেছেন: ননসেন্স রাইম বলে ছড়ার একটা ধারা প্রচলিত আছে। বাংলা ভাষায় তা প্রবর্তন করেন সুকুমার রায়। অনেকে মনে করেন ছড়া হবে ননসেন্স। এখানে বক্তব্যের চেয়ে ছন্দ প্রধান থাকবে। যা পড়ে শিশুরা আনন্দ পাবে। যেমন, রোকনুজ্জামান দাদা ভা্ইয়ের আগডুম বাগডুম, হাট্টিমা টিমটিম, বাকবাকুম পায়রা; সুকুমার রায়ের বাপুরাম সাপুরে, রামগরুড়ের ছানা ইত্যাদি।
এ ছড়াটা আসলে খাপছাড়া নয়। এখানে যে দৃশ্যপট স্পষ্ট তা হচ্ছে: নদীমাতৃক বাংলাদেশের প্রকৃতি আজ বিপন্ন হওয়ায় নদী-নৌকা এগুলো বিরল হতে চলেছে। কিছুদিন আগেও যেখানে নৌকায় খেয়াপার হতো, সেসব জায়গায় ব্রিজ হয়ে যাওয়াতে নৌকায় নদী পারাপার বন্ধ হয়ে গেছে। এমন প্রেক্ষাপটে নদীর পাড়ের তালতলায় নৌকা আসায় ভীড় জমে যায়। তখন একদল ছেলেমেয়ে অন্যদেরকে ডাকছে দ্রুত আসার জন্যে। নৌকায় উঠতে চাইলে মাঝি তার অপারগতা জানিয়ে বলে এখন খেয়াপার নয়, মাছধরা তার পেশা। শেষে নদ-নদী বিপন্নের কথা ব্যক্ত হয়।

১৩| ২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:

মজার কাব্য!

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৮

শাবা বলেছেন: ধন্যবাদ ভ্রমরের ডানা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.