নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রংধনু প্রকৃতি

শাবা

হাসতে হাসতে বেদনা ভোলা চাই.... আমি হেঁটে বেড়াই সীমাবদ্ধ পৃথিবী ফুরিয়ে যায়। সত্যের ভূবনে সবই সত্য শুধু মিথ্যা আমার অস্তিত্ব। * শামীমুল বারী নামে আমার অন্য একটি ব্লগ রয়েছে।

শাবা › বিস্তারিত পোস্টঃ

দু\'টি ছড়া

০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০



১. বউ কথা কও ডাকছে

বউ কথা কও ডাকছে দেখ
ভোর হয়েছে চোখটি খোল।
টুনটুনিতে গান ধরেছে
পায়রাগুলো জোট বেঁধেছে
বাকুম বাকুম বোল ছেড়েছে।

নদীর পাড়ে তালতলায়
ভোরবেলায় হাঁটতে চলো
দলবেধে ফিরতি বেলায়
মাছফেরত নাওতে চড়ো।

১৪.০৪.২০১৮, ১লা বশৈাখ ১৪২৫

২. আয় বাবা আয়

আয় বাবা আয়
যায় বেলা যায়,
ভাত থাক
মাছ থাক
দুধটুকু খা
যেখান খুুশি
সেখান যা।

খাইতে
নাইতে
দিন শেষ,
খোকন
এখন
বড় বেশ।

০২.১১.১৮

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

নজসু বলেছেন:



বাহ!
দারুণ!!

ছোটবেলার ছড়ার অর্থবহ রূপান্তর।

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৭

শাবা বলেছেন: সুন্দর উৎসাহব্যঞ্জক মন্তব্যের জন্য ধন্যবাদ। আসলে আমি শিশুদের জন্য কিছু করতে চেষ্টা করছি।

২| ০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

জগতারন বলেছেন:
দুইটি ছড়াই খুউব ভালো লাগিয়াছে আমার।
কবি শাবা-এর প্রতি প্রীতি ও সুভেচ্ছ জানাইলাম।

এই কবিকে এ-ই প্রথম পাইলাম এখানে।
এইখানে নতুন হইলে স্বাগতম।

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫২

শাবা বলেছেন: এ ব্লগে আমার বয়স ৬ বছর ৬ মাস। ইদানিং আমি কদাচিৎ এখানে আসি বলে আপনার এমন মনে হয়েছে।
মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

৩| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০০

অপু দ্যা গ্রেট বলেছেন:


ছোট কথায় অনেক সুন্দর হয়েছে । ছন্দের দারুন মিল ছিল ।

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:০১

শাবা বলেছেন: চেষ্টা করেছি কত কম কথায় বেশি ভাব প্রকাশ করা যায়, জানি না কতটুকু সফল হয়েছি।
শিশুদের জন্য আমাদের কাজ অনেক কমে গিয়েছে। আমি তাই প্রায় ইচ্ছা হলেই শিশুদের উপযোগী ছড়া লিখে ফেলি।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ, অপু।

৪| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৫

রাজীব নুর বলেছেন: সুন্দর ছড়া।

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫৯

শাবা বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ।

৫| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৭

মাহমুদুর রহমান বলেছেন: বেশ।

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:০০

শাবা বলেছেন: ধন্যবাদ মাহমুদুর রহমান।

৬| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯

হাবিব বলেছেন: বাহ বেশ হয়েছে.........++

০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

শাবা বলেছেন: মন্তব্যে প্লাস দেওয়ায় ধন্যবাদ। ভাল থাকুন, সুস্থ্য থাকুন।

৭| ০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১১

আখেনাটেন বলেছেন: খাইতে
নাইতে
দিন শেষ,
খোকন
এখন
বড় বেশ।
--- খোকন এখন কি করছে? খাইতে নাইতে এখনও কি দিন শেষ হচ্ছে?

সহজ সুন্দর ছড়া।

১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৯

শাবা বলেছেন: উত্তর দিতে অনেক দেরি হয়ে গেলো, দুঃখিত।
এখন বাচ্চাদের খাওয়ানো খুব কঠিন ব্যাপার, অনেক মনোসংযোগ দিতে হয় মা-বাবাদের। ছড়ায় সে দৃশ্যপটই ফুটে ওঠেছে। তবে যে শিশুকে সামনে রেখে এ ছড়াটি লেখা হয়েছে, ওর বয়স এখন সাড়ে তিন বছর।
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮| ৩১ শে জুলাই, ২০১৯ রাত ১০:৪৫

খায়রুল আহসান বলেছেন: ছবিটা খুব সুন্দর!
অন্ত্যমিলে সমস্যা থাকলেও, ছড়া দুটোও ভাল লেগেছে।

৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০০

রূপম রিজওয়ান বলেছেন: সহজ সরল কিন্তু অনবদ্য ছড়া। ওনেস্টলি,খুব ভালো লাগলো। (ইতোমধ্যে যদিও পৃথিবী সূর্যের চারদিকে এক চক্কর ঘুরে এসেছে।)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.