নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

সামু\'র সর্বকালের সেরা ১০ ব্লগার - আসুন ভোট দিয়ে নির্বাচন করি

২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৫৫

লিডার্স বোর্ডঃ
৯ ভোট পেয়ে এখন পর্যন্ত শীর্ষে - চাঁদগাজী
সমান ৮ ভোট পেয়ে এগিয়ে আছেন- রাজীব নুর
সমান ৭ ভোট পেয়ে অগ্রসর হচ্ছেন- ডঃ এম এ আলী,
৬ ভোট পেয়ে এগিয়ে এসেছেন- আহমেদ জী এস, শায়মা, হাসান মাহবুব


সামু'র সর্বকালের সেরা ব্লগার কে? এই প্রশ্নটা নিয়ে অনেক বিভেদ থাকতে পারে। কিন্তু, আমরা যদি সামু'র সর্বকালের সেরা ১০ ব্লগার নির্বাচন করতে পারি, তাহলে বিতর্ক একটু কম হবে। আমার মনে হয়, সামু'র বর্তমান অনেক ব্লগার সাবেক ব্লগারদের চিনেন বা তাঁদের লেখা পড়েছেন। যেমন- ব্লগার রাজীব নূর ব্লগের প্রথম থেকেই আছেন। নতুন অথবা গত ৩-৫ বছর যারা ব্লগিং করছেন, তাঁদের অনেকেরই বর্তমানের অনেকের লেখা পড়া আছে। তাই, সর্বকালের সেরা ১০ ব্লগার বেছে নেওয়া খুব একটা কঠিন কিছু হবে না, যদি সব্বাই অংশগ্রহণ করেন।

আমি মনে করি, এই নিয়ে একটি নির্বাচন আয়োজন করা যুক্তিযুক্ত। তাহলে, আজই শুরু করে দেওয়া যাক, আমার এই পোস্ট দিয়েই।

ভোটের নিয়মঃ

১) প্রত্যেক ব্লগার কমেন্টের মাধ্যমে ১ থেকে ১০-জন ব্লগারের নাম প্রস্তাব করবেন।
২) আমার এই পোস্টে অটো আপডেট হতে থাকবে।
৩) ২৬-২৭ ডিসেম্বর রাত ৭টা পর্যন্ত ভোট নেওয়া চলবে।
৪) কোন ব্লগার ১০-এর অধিক নাম প্রস্তাব করলে প্রথম ১০টি নাম ভোট হিসেবে নেওয়া হবে।


সামু'র সর্বকালের সেরা ব্লগার নির্বাচনে যারা এখন পর্যন্ত ভোট পেয়েছেনঃ

১) মানবী - ১ ভোট
২) চাঁদগাজী - ৯ ভোট
৩) শায়মা - ৬ ভোট
৪) প্রামানিক - ৪ ভোট
৫) আহমেদ জী এস - ৬ ভোট
৬) ডঃ এম এ আলী - ৭ ভোট
৭) সৈয়দ সাইফুল আলম শোভন - ১ ভোট
৮) ইমন জুবায়ের - ৫ ভোট
৯) পাললিক মন - ১ ভোট
১০) জুন - ৪ ভোট
১১) নাফিস ইফতেখার - ৩ ভোট
১২) ফিফা - ১ ভোট
১৩) আইজুদ্দিন - ১ ভোট
১৪) হাসান মাহবুব - ৬ ভোট
১৫) চেয়ারম্যান ০০৭ - ১ ভোট
১৬) রাজীব নুর - ৮ ভোট
১৭) নতুন নকিব - ৩ ভোট
১৮) নতুন - ৫ ভোট
১৯) গিয়াস উদ্দিন লিটন - ২ ভোট
২০) সেলিম আনোয়ার - ২ ভোট
২১) কান্ডারী অথর্ব - ১ ভোট
২২) পয়গম্বর - ১ ভোট
২৩) দূর্যোধন - ২ ভোট
২৪) ম্যাভেরিক - ২ ভোট
২৫) শের শায়রী - ১ ভোট
২৬) কাল্পনিক_ভালোবাসা -২ ভোট
২৭) শরৎ চৌধুরী -২ ভোট
২৮) উদাসী স্বপ্ন - ৩ ভোট
২৯) গোলাম দস্তগীর লিসানি - ১ ভোট
৩০) শের শায়রী - ২ ভোট
৩১) আখেননাটেন - ৪ ভোট
৩২) খায়রুল আহসান - ২ ভোট
৩৩) মরুভূমির জলদস্যু - ৩ ভোট
৩৪) কাজী ফাতেমা ছবি - ১ ভোট
৩৫) ল রহমান লতিফ - ১ ভোট
৩৬) কলাবাগান১ - ৫ ভোট
৩৭) রিম সাবরিনা জাহান সরকার - ১ ভোট
৩৮) সাড়ে চুয়াত্তর - ১ ভোট
৩৯) ভুয়া মফিজ - ১ ভোট
৪০) ঠাকুর মাহমুদ - ২ ভোট
৪১) জুল ভার্ন - ১ ভোট
৪২) শাহ আজিজ - ১ ভোট
৪৩) নাহল তরকারি - ১ ভোট
৪৪) সোহানি - ১ ভোট
৪৫) কান্ডারী অথর্ব - ১ ভোট
৪৬) পয়গম্বর - ১ ভোট





মন্তব্য ৬৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:০১

আমারে স্যার ডাকবা বলেছেন: আপনি নির্বাচন করার কে? :D
নির্দলীয় নিরপেক্ষ কমিটি করেন আগে।

২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:২৫

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:


আমি একজন ব্লগার যার ব্লগিং বয়স ৬ বছর। :)

আর, আমি নিজে নির্বাচন করছি না যে! শুধু ভোট দিচ্ছি।

আপনার ভোট কই?

ধন্যবাদ।






২| ২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:০৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আমার মনে হয়, এটা একটি ভালো উদ্যোগ। আমি যে ব্লগারদের পক্ষে ভোট দিবো-

১) মানবী
২) চাঁদগাজী
৩) শায়মা
৪) প্রামানিক
৫) আহমেদ জী এস
৬) ডঃ আলী
৭) সৈয়দ সাইফুল আলম শোভন
৮) ইমন জুবায়ের
৯) পাললিক মন
১০) জুন

২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:২৫

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:


পোস্টে আপডেট করে নিচ্ছি।

ধন্যবাদ।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:০৬

সাসুম বলেছেন: নাফিজ ইফতেখার
ফিফা
ইমন জুবায়ের
আইজুদ্দিন
হামা
চেয়ারম্যান ০০৭

২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:২৬

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:


অনেক ধন্যবাদ। পোস্টে আপডেট করে নিচ্ছি।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:১১

অপু তানভীর বলেছেন: সামুর সেরা ব্লগারদের কেউ বর্তমানে সামুতে ব্লগিং করেন না । আর যাদের কাছ থেকে ভোট চাচ্ছেন তাদের বেশির ভাগই তাদের চেনে না কিংবা নাম জানে না !

সেরা ব্লগারদের তালিকা করা হলে একজন সেখানে থাকবেন যিনি এখনও খানিকটা লেখালেখি করেন, তিনি হচ্ছেন হামা ভাই ।

২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:২৭

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:


আপনি হাসান মাহবুব ভাইকে ভোট দিয়েছেন।

ধন্যবাদ।

৫| ২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:১২

অপু তানভীর বলেছেন: মাসুম, তুই আইজদ্দিনের নাম কেমনে আনলি? :||

২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:২৮

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:



নির্বাচনের সময় এক-আধটু পিঞ্চিং হতেই পারে!

ধন্যবাদ।

৬| ২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:১৪

আমারে স্যার ডাকবা বলেছেন: নিজেই নির্বাচন ডাকলেন, আবার নিজেই আরেক নিক থেকে ভোট দিয়ে গেলেন। :D
নতুন ইসি গঠনে সার্চ কমিটির আর কি দরকার? আপনারেই নিয়োগ দেয়া যায়! :D

২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:২৮

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:



নিয়োগ দেওয়ার জন্যে অনেক ধন্যবাদ।

শুভেচ্ছা।

৭| ২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:২৪

মহাজাগতিক চিন্তা বলেছেন:



১। চাঁদ গাজী
২। রাজিব নুর
৩। নতুন নকিব
৪। প্রামানিক
৫। ড, এম এ আলী
৬। নতুন
৭। শায়মা
৮। গিয়াস উদ্দিন লিটন
৯। জুন
১০। সেলিম আরোয়ার

২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩০

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:


অনাক অনেক ধন্যবাদ, ভাই।

আপডেট করে নিচ্ছি।

৮| ২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৫৫

জ্যাকেল বলেছেন: অপু তানভীর বলেছেন: সামুর সেরা ব্লগারদের কেউ বর্তমানে সামুতে ব্লগিং করেন না । আর যাদের কাছ থেকে ভোট চাচ্ছেন তাদের বেশির ভাগই তাদের চেনে না কিংবা নাম জানে না !
সেরা ব্লগারদের তালিকা করা হলে একজন সেখানে থাকবেন যিনি এখনও খানিকটা লেখালেখি করেন, তিনি হচ্ছেন হামা ভাই ।


একমত।

সেরা ব্লগার নির্বাচন ব্লগারেরা করলেও সেটা গ্রহণযোগ্য হইবে না তাই চেস্টা বৃথা যাইতে পারে। কিন্তু হতাশ হইবেন না, আমিও অংশ নিতেছি- ফান/বিনোদন হিসাবে আপনার পোস্ট মন্দ না।

ইমন জুবায়ের
কান্ডারী অথর্ব
নাফিস ইফতেখার
পয়গম্বর
দূর্যোধন
ম্যাভেরিক
শের শায়রী
হাসান মাহবুব
কাল্পনিক_ভালোবাসা
শরৎ চৌধুরী
জুল ভার্ন
এছাড়া কাশাফুদৌজ্জা নোমান, সাদাত হোসাইন, আহমেদ জী এস, এক নিরুদ্দেশ পথিক, বোকা মানুষ, সাদা মনের মানুষ এদের ভ্রমণ ব্লগ ভালো ছিল। অপু তানভীর গল্প এখনো চলে, গিয়াস লিটন রম্য/বিদেশী গুণীজন নিয়ে ভাল লিখেন।

২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:০৮

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:

অনেক ধন্যবাদ। বর্তমান এবং সাবেক মডারেটরদের নাম ভতে মনে হয় আনা ঠিক হয় নাই।

তবু, আপনার প্রথম ১০টি নাম ভোট হিসেবে কাস্টিং হয়ে গিয়েছে কেমন করে যেন!!!

ভালো থাকুন।

৯| ২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:০৫

কলাবাগান১ বলেছেন: ১) উদাসী স্বপ্ন
২)গোলাম দস্তগীর লিসানি
৩) শের শায়রী
৪) চাদগাজী
৫) আখেননাটেন
৬) আহমেদ জী এস
৭) ডঃ আলী
৮) শায়মা
৯) নতুন
১০) রাজীব নূর
১১/নতুন নকিব
১২) মোহাম্মদ কামরুজ্জামান
১৩) নান্দনিক নন্দিনী
১৪) জুল ভার্ন
১৫) অপু তানভীর
১৬) হাসান মাহবুব
১৭) শেরজা তপন
১৮) শরৎ চৌধুরী
১৯) খায়রুল আহসান
২০) সোহানী

এটা রেন্কিং না
১০ জন কমই হয়ে যায়

২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:১৮

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:


পোস্টে নির্বাচনের নিয়মে বলা আছে, প্রথম ১০টি নাম নেওয়া হবে, যদি কেউ ১০-এর অধিক নাম প্রস্তাব করেন।

১০-জন বেছে নেওয়া একটু কঠিন। তবে, কাজটি করা যাবে বর্তমানের সবাই একত্রিত হলে।

ধন্যবাদ।

১০| ২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




১। ডঃ এম এ আলী (বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়)
২। আহমেদ জী এস (সময়ের পথিক)
৩। খায়রুল আহসান (স্মৃতির যাদুকর)
৪। চাঁদগাজী (আবার আসিবো ফিরে)
৫। মরুভূমির জলদস্যু (অদৃশ্য যাদুকর)
৬। কাজী ফাতেমা ছবি (ছবির যাদুকর)
৭। সেলিম আনোয়ার (কবিতার যাদুকর)
৮। ল রহমান লতিফ (অচেনা পৃথিবীর একজন)
৯। রাজীব নুর (হাল ছেড়ো না)
১০। কলাবাগান১ (লাল সবুজ)
১১। অন্তরন্তর (প্রিয়মানুষ)
১২। প্রামাণিক (ছড়ার যাদুকর)
১৩। জাদিদ (মনে রেখো)
১৪। নীল আকাশ (নীল আকাশ)

ভোটে যদি নিজের নাম দেওয়া যায় তাহলে আমি নিজের নামে একটি ভোট দিচ্ছি। আমার নিজের লেখা আমি নিজে প্রবলভাবে ভালোবাসি।

১৫। ঠাকুরমাহমুদ (যাত্রী)

ব্লগে আমি নানান সময়ে নানান ব্লগারকে অত্যন্ত গর্ব করে উপাধি দিয়েছি। আজ ব্লগারদের নাম উল্লেখে আবারও উপাধি দিচ্ছি অত্যন্ত গর্ব ও ভালোবেসে। কারণ সহব্লগারদের ভালোবাসা না পেলে খুব সম্ভব ব্লগে লেখালেখি করা হতো না।

মাত্র দশ জনের নাম লিখা সত্যি সত্যি কঠিন কাজ। অনেক অনেক নাম আছে যেমন ”ইসিয়াক, স্রাঞ্জি সে, এমজেডএফ, যুনাইদ রহমান, রবাহুত, রসায়ন, রবিনহুড এছাড়া আরও অনেকে। বেশ কযেকজন ব্লগারকে জানতাম খুব শক্ত হাতের লেখা, বিচিত্র কারণে তারা লেখালেখি বন্ধ করে দিয়েছেন।

সবাইকে ধন্যবাদ।


২৭ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:১৩

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় ঠাকুরমাহমুদ ভাই। নির্বাচনের নিয়ম মোতাবেক, আপনার দেওয়া প্রথম ১০-জনের নাম নিয়েছি।

শুভেচ্ছা থাকলো।

১১| ২৭ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:০৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




১৬। হাসান মাহবুব
১৭। জুন
১৮। স্বামী বিশুদ্ধানন্দ
১৯। মোগল সম্রাট
২০। গিয়াস উদ্দিন লিটন
২১। সুপারডুপার
২২। কাজী ফররুখ আহমেদ
২৩। ইসিয়াক
২৪। নতুন
২৫। স্রাঞ্জি সে
২৬। নেওয়াজ আলী
২৭। রবিন.হুড
২৮। রানার ব্লগ
২৯। শেরজা তপন
৩০। শাহ আজীজ
৩১। অনল চৌধুরী


ডিসেম্বর মাসের ক্যালেন্ডার দেখে ৩১টি নাম দিয়েছি। সবাই অনেক অনেক ভালো লিখেন কতোজনের নাম লিখবো?

সবাইকে আবারও ধন্যবাদ।

২৭ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৩০

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:


আপনাকে আবারো অনেক অনেক ধন্যবাদ।

শুভেচ্ছা।

১২| ২৭ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:২০

মোহামমদ কামরুজজামান বলেছেন: ১। শায়মা।
২। জুন
৩। রাজিন নুর
৪। আখেনটান
৫। রিম সাবরিনা জাহান সরকার
৬।নতুন
৭। নতুন নকিব
৮। সাড়ে চুয়াত্তর
৯। ভুয়া মফিজ
১০। ঠাকুর মাহমুদ

২৭ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৩১

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ।

শুভেচ্ছা।

১৩| ২৭ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:৩৩

রাজীব নুর বলেছেন: সেরা যে কেউ ব্লগার হওয়ার চেয়ে আমাদের সবার মিলেমিশে থাকাটা খুব বেশি জরুরী। তবেই না ব্লগটা দারুন আনন্দময় হবে।

২৭ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:০৬

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:


আমরা মিলেমিশেই সেরাদের নির্বাচন করতে পারবো বলে আশা রাখি।

শুভেচ্ছা।

১৪| ২৭ শে ডিসেম্বর, ২০২১ ভোর ৫:১৬

নগরবালক বলেছেন: "জীবন মানেই যদি প্রান রসায়ন
জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন"

১। ইমন জুবায়ের
২। ইমন জুবায়ের
৩। ইমন জুবায়ের
৪। আরও অনেক ব্লগার ছিল তাদের নাম কালের গর্ভে হারিয়ে গেছে।

আপনি সর্বকালের সেরা ব্লগারের তালিকা করলে নুতন বা সমকালীন ব্লগারদের অবজ্ঞা করা হবে। আপনি টাইম ফ্রেম ঠিক করে দেন। ্নাহলে শুধু পুরাতনদের নামই আসবে। নূতনদের নাম আসবে না। পুরাতনেরা যখন ব্লগ লিখছেন তখন ব্লগের স্বর্ন যুগ গিয়েছে। এখন ব্লগ কোন মতে নিভু নিভু প্রদীপের ন্যায় টিকে আছে। পুরাতনেরা যদি ব্লগকে স্বর্ন যুগে নিয়ে যান তাহলে বর্তমান ব্লগারেরা সেই ব্লগকে এই প্রতিকূল পরিস্থিতিতেও টিকিয়ে রেখেছেন।ব্লগের সেই আগের অবস্থাও নেই, আগের মানুষ গুলোও নেই।

বর্তমান সময়ে রাজীব নূরের স্লাইস অফ লাইফ টাইপ ব্লগিং ভাল লাগে।আমি উনার নিয়মিত পাঠক। যদিও এভাবে বলা ঠিক না , এই ব্লগে উনিও আছেন।

চাদগাজীর ব্লগিং এ সমকালীন ভাবনার খোরাক পাওয়া যায়। তবে উনার বয়স বেশী হবার কারনে আর সবাই কে বাল্যখিল্য মনে করেন। পাড়ার বুড়ো আংকেলের মত। ভাবেন দুই দিনের হাফপ্যান্ট, এ আর এমন কি বুঝে, এইসব জিনিশ নিয়া কথা বলতে আসে, এখনো নাক টিপলে দুধ পড়ে। ইহাকে বলে জেনারেশন গ্যাপ। ভার্সিটির বড়্ ভাইরা জুনিয়রদের যা মনে করে আরকি। তবে উনার অভিজ্ঞতা থেকে অর্জন করার আছে অনেক কিছু।

জুলভার্ন , মরূভূমির জলদস্যুর লিখা নিয়মিত পড়া হয়।
শাহ আজিজ সাহেব কোথায় গেলেন , উনাকে অনেক দিন দেখি না।
নাহল তরকারি, এই ব্লগারকে শুধুমাত্র নামের কারনে মনে রাখি। উনার মাইক্রোব্লগিং টাইপ লিখাও পড়া হয়।

শেষ কথা ; ভোটিং করতে হয় ভোটারদের পরিচয় গোপন রেখে, এখানে কে কাকে ভোট দিচ্ছেন তা স্পস্ট দেখা যাচ্ছে। এভাবে ভোটিং না করাই ভাল। এতে মন কশাকশির একটা চান্স থাকে। এমনিতেই ব্লগের অবস্থা খারাপ তার মধ্যে এমন প্রকাশ্যে ভোটাভোটি হলে মুস্কিল।

২৭ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:০৮

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:


চাদগাজী, জুলভার্ন , মরূভূমির জলদস্যু, শাহ আজিজ, নাহল তরকারি------ এই ব্লগারদের পক্ষে আপনি ভোট দিয়েছেন।

আপডেট করে নিয়েছি। অনেক ধন্যবাদ।

১৫| ২৭ শে ডিসেম্বর, ২০২১ ভোর ৫:৩৯

সাফকাত আজিজ বলেছেন: প্রামানিক

২৭ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:১১

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:


আপনার ভোট গ্রহণ করা হয়েছে।

অনেক ধন্যবাদ।

১৬| ২৭ শে ডিসেম্বর, ২০২১ ভোর ৬:৩০

প্রতিদিন বাংলা বলেছেন: হুজুগে পাবলিক আমরা। মনে হলো বলে দিলাম।
বিষয় - চমৎকার (অথচ নেই কোনো পরিকল্পনা )
"সামু'র সর্বকালের সেরা ১০ ব্লগার - আসুন ভোট দিয়ে নির্বাচন করি"
আমার কথা -এখন যার ব্লগে মত প্রকাশ করেন তারা (বেশির ভাগ ) ৮-১০ বছর আগের কথা জানেননা ব্লগ কি ,ব্লগে লিখতে এবং প্রথম পাতায় প্রকাশ পেতে কত স্টাডি করতে হতো প্রচলিত ছিলোনা এফবি বা অন্য সোশ্যাল মিডিয়া।
কোন কোন যোগ্যতা সেরার মাপকাঠি হবে তার কোনো উল্লেখ নেই.
এক আইপি থেকে কয়েকজন লগইন বন্ধ করা সম্ভব কিনা ,
লিখা ,কমেন্ট ,কমেন্টের উত্তর। ..মাপকাঠি কি
ইত্যাদি ইত্যাদি
পরিশেষে বলি ভালো উদ্বেগ তবে পথ পরিষ্কার নয়
ধন্যবাদ

২৭ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:১২

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:



মূল্যবান মতামতের জন্যে অনেক ধন্যবাদ।

শুভেচ্ছা।

১৭| ২৭ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:০৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ফলাফল দেখার অপেক্ষায় আছি।

২৭ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:১২

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:


আজ রাত ৭টা পর্যন্ত ভোট চলবে।

শুভেচ্ছা।

১৮| ২৭ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভোট দেয়ার জন্য তালিকায় শুধু ৪০ জনের নাম কেন ? কোন ক্যাটাগরিতে এই ৪০ জনের নাম তালিকায় এলো যেখানে হাজার হাজার ব্লগার আছেন, তালিকাটা ১০০ জনের হলে ভাল হতো। এর উত্তর আগে জানতে হবে তারপর ভোট দেব।

২৭ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:১৫

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:



আমি কারো নাম তো ঠিক করে দেইনি!!! ব্লগাররাই আমার এই পোস্টের কমেন্টে এই নামগুলো প্রস্তাব করেছেন। আমি শুধু আপডেট করে নিয়েছি এবং কে কত ভোট পেয়েছেন তার হিসাব দিচ্ছি।

ধন্যবাদ।

১৯| ২৭ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: তালিকাটা ত্রুটিপূর্ণ। অনেক বড়ো মাপের ব্লগার বাদ পড়ে গেছেন। যাহোক, এখান থেকে দশজনের নাম নিচ্ছি, যাদের লেখা পড়েছি। প্রসঙ্গত, শুধু কবিতা বা শুধু গল্প লিখলে তাদের ব্লগার বলা চলে কি না জানি না, তাই শুধু কবিতা বা গল্প লিখিয়ের নাম নিই নি।
১) চাঁদগাজী
২) আহমেদ জী এস
৩) হাসান মাহবুব
৪) উদাসী স্বপ্ন
৫) শায়মা
৬) নতুন
৭) আখেননাটেন
৮) ড. এম এ আলী
৯) খায়রুল আহসান
১০) কলা বাগান ১

২৭ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:১৬

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:



আপনার ভোট গ্রহণ করা হয়েছে। লিস্ট আপডেটেড।

অনেক ধন্যবাদ।

২০| ২৭ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাইয়ের লিষ্টে আছি দেখে ভালো লাগলো
জাজাকাল্লাহ খাইরান

২৭ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:১৯

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:


আপু, আপনার নাম প্রস্তাব হিসেবে এসেছে। :)

আশা করি ভালো আছেন। আপনার ভোটের অপেক্ষায়।

শুভেচ্ছা।

২১| ২৭ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:২৬

তারেক_মাহমুদ বলেছেন: ১.চাঁদগাজী
২.আহমেদ জি এস
৩.শায়মা
৪.রাজীব নুর
৫. সোহানি
৬.গিয়াস উদ্দিন লিটন
৭.ডা. এম এ আলী
৮.প্রামানিক
৯.কলাবাগান ১
১০.জুন

২৭ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৩০

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:



অনেক ধন্যবাদ, তারেক ভাই। ভোট গ্রহণ হয়েছে।

শুভেচ্ছা।

২২| ২৭ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:২৯

পলক শাহরিয়ার বলেছেন: জ্যাকেল বলেছেন: অপু তানভীর বলেছেন:
সামুর সেরা ব্লগারদের কেউ বর্তমানে সামুতে ব্লগিং করেন না । আর যাদের কাছ থেকে ভোট চাচ্ছেন তাদের বেশির ভাগই তাদের চেনে না কিংবা নাম জানে না !

সেরা ব্লগার নির্বাচন ব্লগারেরা করলেও সেটা গ্রহণযোগ্য হইবে না তাই চেস্টা বৃথা যাইতে পারে। কিন্তু হতাশ হইবেন না, আমিও অংশ নিতেছি- ফান/বিনোদন হিসাবে আপনার পোস্ট মন্দ না।

ইমন জুবায়ের
কান্ডারী অথর্ব
নাফিস ইফতেখার
পয়গম্বর
দূর্যোধন
ম্যাভেরিক
শের শায়রী
হাসান মাহবুব
কাল্পনিক_ভালোবাসা
শরৎ চৌধুরী
জুল ভার্ন
এছাড়া কাশাফুদৌজ্জা নোমান, সাদাত হোসাইন, আহমেদ জী এস, এক নিরুদ্দেশ পথিক, বোকা মানুষ, সাদা মনের মানুষ এদের ভ্রমণ ব্লগ ভালো ছিল। অপু তানভীর গল্প এখনো চলে, গিয়াস লিটন রম্য/বিদেশী গুণীজন নিয়ে ভাল লিখেন।

২৭ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৩১

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:


আপনাকে অনেক ধন্যবাদ।

ভোট গৃহীত হয়েছে।

শুভচ্ছা।

২৩| ২৭ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: সর্বকালের সেরা ব্লগার!! দারুন বিষয়ে নির্বাচন। আমার দাবী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। তবেই যদি নিশ্চিৎ হওয়া যায়। কৌশিকের নাম দেখছি না। দেখছিনা আশাজাগানিয়া আরজু পনি আপুর নাম। জুলভার্ন শিপু ভাই ঘুড্ডির পাইলট । ব্লগারদের বড় দিনের শুভেচ্ছা ।

২৭ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:১২

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ, সেলিম আনোয়ার ভাই।

আপনার ভোটের অপেক্ষায় থাকলাম।

শুভেচ্ছা।

২৪| ২৭ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: বিজ্ঞ মোস্তফা কামাল পলাশ দারন কর্যকরি ব্লগিং করেন।

২৭ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:১৩

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:



সহমত। আপনার ভোটের অপেক্ষায় রইলাম।

শুভেচ্ছা।

২৫| ২৭ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৪৫

সাজিদ! বলেছেন: শুনেন, এইটা বিভিন্ন ক্যাটাগরিতে কে সেরা এমনভাবে করা যাইতো। সব জনরাকে একত্রে রেখে বোকামি করেছেন। আর এইটা কি কোন প্রতিযোগিতা পাইসেন? কে সেরা কে সেরা বলে লাফানো শুরু করছেন?

২৭ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:১৪

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:


এটা প্রতিযোগিতা নয়, এটা নির্বাচন।

ধন্যবাদ।

২৬| ২৭ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৫৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমরা মিলেমিশেই সেরাদের নির্বাচন করতে পারবো বলে আশা রাখি।
শুভেচ্ছা।

আমি যদি ভোট দেই, তাহলে চাঁদগাজীকে দিবো বিনাদ্বিধায়।

২৭ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:২৬

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:


আপনার ভোট গ্রহণ করা হলো।

শুভেচ্ছা।

২৭| ২৭ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:০৩

শূন্য সারমর্ম বলেছেন:

ভোট -

১.চাঁদগাজী
২.উদাসী স্বপ্ন
৩.আহমেদ জী এস
৪.ড.এম আলী
৫.হাসান মাহবুব
৬.রাজীব নূর
৭.ঠাকুর মাহমুদ
৮.মরূভূমির জলদস্যু
৯.আখেনাটেন
১০.কলাবাগান১

২৭ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:২৬

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ।

শুভেচ্ছা।

২৮| ২৭ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৫৫

বিটপি বলেছেন: এদের একজনও সামু'র সর্বকালের সেরা ১০ জন ব্লগার হবার যোগ্যতা রাখেন না। আর যিনি প্রথম হতে যাচ্ছেন তার যোগ্যতার চেয়ে অযোগ্যতাই বেশি আমার কাছে মনে হয়। দেশকে নিয়ে তিনি ভাবেন, কিন্তু তার মধ্যে অর্থপূর্ণ ভাবনা কমই থাকে। তার কমেন্টে বেশিরভাগ সময়ে থাকে সহব্লগারদের হেয় করার প্রয়াস এবং দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাবাবেগে আঘাত দেবার চেষ্টা - যা কনভাবেই প্রশংসনীয় হতে পারেনা। তবে হ্যাঁ, সামু ব্লগ চালু রাখার ক্ষেত্রে, জমিয়ে তোলার ক্ষেত্রে তার অবদানকে অস্বীকার করা যাবেনা।

আপনি যদি সমসাময়িক ব্লগারদের মধ্যে শ্রেষ্ঠ ব্লগারদের তালিকা চান, তাহলে আমি নিচের তালিকায় তাদের নাম দিচ্ছি। যদি সর্বকালের সেরা ব্লগার নির্বাচন করতে চান, তাহলে আমার ভোট বিবেচনায় নেবেন না।
১। আহমেদ জী এস
২। জুলভার্ন
৩। শের শায়রী
৪। মরুভূমির জলদস্যু
৫। নীল আকাশ
৬। ভুয়া মফিজ
৭। জটিল ভাই
৮। টারজান০০৭
৯। নতুন নকীব
১০। নান্দনিক নন্দিনী

২৭ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:২৮

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:



সর্বাকালের সেরাদের বর্তমানের জীবিত মানুষেরাই বাছাই করেন।

মৃতদের সে ক্ষমতা নেই যে!

আপনার ভোটের অপেক্ষায় থাকলাম।

ধন্যবাদ।

২৯| ২৭ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:২৫

যায়েদ আল হাসান বলেছেন: বিস্ময় উৎপাদনকারী পোস্ট। প্রবল ভিউ, কমেন্ট ও লাইকের সম্ভাবনা।
প্রশংসনীয় উদ্যোগ। একটু সময় নিয়ে করলে ভালো হতো। সময় বাড়াবার অনুরোধ।

২৭ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:২৯

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:


সুন্দর মন্তব্যের জন্যে ধন্যবাদ। আপনার ভোট দিবেন না?

শুভেচ্ছা।

৩০| ২৭ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৩৬

নূর আলম হিরণ বলেছেন: কলাবাগান০১
চাঁদগাজি
রাজীব নূর
নতুন
নতুন নকিব

২৭ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৩০

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:


অনেক অনেক ধন্যবাদ, ব্লগার নূর আলম হিরণ।

ভোট গ্রহণ করা হলো। লিস্ট আপডেটেড।

শুভেচ্ছা।

৩১| ২৭ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৪২

স্প্যানকড বলেছেন: আসল ভোটের খবর নাই ব্লগার দের ঘুম নাই ! কইছিলাম আর কি আসল ভোট দিতে পারছিনা বয়স বেড়ে গেছে, চুলে রঙ ধরছে আর এই হানে ফালাইয়া কি লাভ বুঝলাম না ? সবাই সেরা । হুদাই একটু ফালাফালি চলছে। ভালো থাকবেন।

৩২| ২৭ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৪৩

লিখন২০১৬ বলেছেন: বাহ। ভালো উদ্যোগ। তয় সর্বকালের নিকৃষ্টতম হইতে উপরের দিকে রেটিং দিলে কারা হইত জানতে মন চায়।

৩৩| ২৭ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১২

আরইউ বলেছেন:



লেখাচোর তৈলবাজঁ খয়ের খাঁ আর তাহার গরু বালস্ব বাল সর্বস্ব ব্লগ মাস্তান কে লিস্টে দেখিয়া বড়ই আনন্দ হইতেছে। পোস্টটির জন্য আপনাকে ধন্যবাদ কারণ এর ফলে সমসাময়িক “ব্লগার“দের মনোভাব, ব্লগিং দৌড় সম্পর্কে একটা ভালো ধারণা পাচ্ছি।

অন এনোদার নোটঃ লেখা চুরি এবং কপিপেস্ট বিষয়ক লেখাটা পড়ে দেখতে পারেন... Click This Link

ভালো থাকুন।

৩৪| ২৭ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪১

ইমরোজ৭৫ বলেছেন: রাজীব নূর ১০

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.