নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজেদুর রহমান সাজু

সাজেদুর রহমান সাজু

সাজেদুর রহমান সাজু › বিস্তারিত পোস্টঃ

মনউচাটন,

২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৫০

মনউচাটন,
‌মোঃ সা‌জেদুর রহমান সাজু।
~~~~~~~~~~~~~
চ‌লে যাওয়া শুন্য প‌থে
অপলক তা‌কি‌য়ে থাকা,
ম‌নের মা‌ঝে তীব্র ব্যাথা
মু‌খের ভাষা লু‌কি‌য়ে রাখা।
‌জোসনা রা‌তে চাঁদের বু‌কে
কা‌রো মুখ লু‌কি‌য়ে দেখা,
অাঁধার রা‌তে তারার মেলায়
কল্পনা‌তে উড়ায় পাখা।
কাজ ফে‌লে ঠায় দাঁ‌ড়ি‌য়ে থাকা
আবার য‌দি হয়‌ রে দেখা,
অ‌পেক্ষা‌তে প্রহর কাটা
হৃদয় খাতায় ক‌বিতা লেখা।
যখন তখন উদাস ম‌নে
বাতা‌সে তার গন্ধ পাওয়া,
যখন ফিরে ঝাঁপসা আঁখি
‌বিষাদ ভরা গান গাওয়া।
‌চো‌খের নি‌চে কা‌লির রেখা
রাত্রী জে‌গে স্বপ্ন দেখা,
ক‌ঠিন সময় পে‌রি‌য়ে যাওয়া
এম‌নই কী হয় প্রে‌মের হাওয়া?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৪

জনৈক অচম ভুত বলেছেন: হুম, প্রেমের হাওয়া এমনই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.