নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘাসফড়িং

আমি ময়ূরাক্ষী

তবু মনে রেখো যদি দূরে যাই চলে । যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নবপ্রেমজালে । যদি থাকি কাছাকাছি, দেখিতে না পাও ছায়ার মতন আছি না আছি– তবু মনে রেখ

আমি ময়ূরাক্ষী › বিস্তারিত পোস্টঃ

তুই যে আমার পুতুল পুতুল এক ছোট্ট রাজকুমার

০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১২:২০





রিপোর্টখানা কোনোমতে হাতে দিয়ে মুখ নীচু করে, বলতে গেলে চোখ কান বুজেই সেখান থেকে একপ্রকার ছুটে পালালেন পতিদেবতা। শিরি হাতে রিপোর্ট নিয়ে সেদিকে তাকিয়ে দেখবে কি, পতিদেবতার তড়িঘড়ি পলায়নপর গমন পথের দিকে হা করে চেয়ে রইলো সে। হলো কি? এমন চোরের মত চেহারা করে পালালো কোথায় তার ভালোমানুষ স্বামীটি!



ভালো করে কাগজখানা মেলে ধরলো চোখের সামনে। দূচ্ছাই, কিচ্ছু বুঝা যায়না। ধীরে গিয়ে পৌছোলো এবার সে বসার ঘরে। তিনি মুখের উপর নিউজপেপার মেেলে ধরে বিশাল মনোযোগে কোনো সংবাদ বা দুঃসংবাদে ডুবে আছেন। তবে কেনো যেন সন্দেহ হলো সেটা এক প্রকার ভান। কিছুই পড়ছেন না তিনি। শিরিকে ঢুকতে দেখে একটু বিচলিতও হলো যেন। শিরি গিয়ে বসলো তার সামনে, মনে মনে যত কথাই বলুক না কেনো সে, মুখে সাত চড়ে রা না করা মানুষ শিরি। আস্তে জানতে চাইলো, কি লেখা আছে রিপোর্টে? পতিদেব আরও আস্তে জবাব দিলেন, পজিটিভ।



কথাটা শোনা মাত্র কি হলো যে শিরির। রিনরিনে এক মৃদু ঝংকারের সুললিত সুর বয়ে চললো তার তন্ত্রীতে তন্ত্রীতে। মুখখানাও মনে হয় এবার লজ্জায় রাঙ্গা হয়ে উঠলো। জানিনা কি ছিলো সে মুখে, হঠাৎ খেয়াল করলো পতিদেব এবার হা করে চেয়ে আছে তার মুখের দিকে। এইবার ওর ছুটে পালানোর পালা।



সে যাইহোক বেশ কিছুদিন ধরে দূরারোগ্য রোগে ভুগছিলো শিরি। যা খায় তাই বমি হয়ে যায়। সারাটাক্ষন মাথা ঝিমঝিম করে। প্রথম দিন তো সে ভয়ই পেয়ে গিয়েছিলো। হঠাৎ ড্রেসিংটেবিলের উপর রাখা ওদের বিয়ের যুগল ছবিটা হতে ধুলো মুছতে গিয়ে মাথা ঘুরে উঠলো ওর। ভীষন ভয় পেয়ে দৌড়ে গেলো শ্বাশুড়ির ঘরে। শ্বাশুড়ি তখন জি বাংলায় কোনো এক সিরিয়ালে নিমগ্ন ছিলেন। তার পায়ের কাছে বসে নতুন বুয়া মোমেনা। শিরিকে ওমন ছুটে আসতে দেখে চোখ তুলে তাকালেন তারা দুজনেই। রাসভারী শ্বাশুড়ি কিছু বললেন না বটে কিন্তু মোমেনা তার ফ্যাকাসে মুখে চেয়ে বলে উঠলো, কি হইসে বউ? কিছু না বলে ফিরে এলো শিরি , কেনো যেন বলতে ইচ্ছে হলোনা কাউকেই ওর সমস্যাটার কথা। ভাবলো হঠাৎ কোনো কারণে শরীর খারাপ করেছে ওর। হাসব্যান্ডকে ফোন দিতে গিয়েও ফোন দিলোনা সে।



হঠাৎ মায়ের ফোন। ওর গলা শুনে মা বুঝে ফেললেন কিছু একটা সমস্যা হয়েছে তার। শিরি বললো, তেমন কিছু না তবে কিছুদিন ধরে এমন সব অদ্ভুত সমস্যা হচ্ছে ওর। কেনো যেন মনে হচ্ছে ও আর বাঁচবেনা। বলে ভ্যা করে কেঁদে ফেললো শিরি। ওর মা তো হেসে খুন। শিরি ভীষণ অবাক হলো। মা তো এমন নন যে মেয়ের এত বড় বিপদে হাসবেন। তারপরপরই মা ওর ফোন কেটে শ্বাশুড়িকে ফোন দিলেন।



ছি ছি এখন এসব ভেবে লজ্জা লাগছে ওর। সেদিনও লজ্জা লেগেছিলো ওর কিন্তু লজ্জাটা বেশিক্ষন টিকেনি মানে এসব লজ্জা টজ্জা নিয়ে ভাবার সময় ছিলোনা তখন ওর। চোখের সামনে কেবলি ভাসছিলো, ছোট্ট ছোট্ট দুটি হাতের মুঠি, গুটু গুটু পা.....নিস্পাপ হাসির একটি কচি মুখ..

কি এক অজানা ভালোলাগায় মন ভরে উঠছিলো। মনে পড়ে ...



হঠাৎ ওমন গুরু গম্ভীর শ্বাশুড়ির হাক ডাক শুরু হলো। চমকে উঠলো শিরি। পর্দা ঠেলে হুইল চেয়ারে ওর ঘরে প্রবেশ করেছেন শ্বাশুড়িআম্মা স্বয়ং। ওকে কাছে টেনে বললেন, খুব সাবধানে থাকবে এখন থেকে, ভালো খাবার খেতে হবে, বেশি পরিশ্রম চলবে না, চুল খোলা রাখবেনা, মোমেনা তুমি সব সময় বৌ এর বাথরুম মুছে শুকনো খটখটে রাখবে। আর বৌমা তোমার কি কি খেতে ভালো লাগে সব বলবে আমাকে। কোনো কিছু লুকোবেনা নইলে নাতী বা নাতনী যে আসছে সে হবে পেটুক রাজা নয়তো খাই খাই স্বভাব হবে। বলে নিজেই হা হা হা করে হাসতে লাগলেন।

শ্বসুর মশাই ঢুকলেন হই হই করে। তার দিকে তাকিয়ে শিরির চোখ কপালে উঠলো। মনে হলো ঢাকা শহরের সব মিষ্টির দোকানই খালি করে এনেছেন তিনি। একটু পর খালা শ্বাশুড়ি, খালু শ্বসুর, মামা, মামী, চাচা, চাচী, ফুপু , ফুপা সমস্ত শ্বসুরকুল এসে হাজির বাড়িতে। এই উপলক্ষ্যে হাজির বিরিয়ানী অর্ডার দেওয়া হয়েছে। হাজার হোক বংশের প্রথম সন্তান আসছে শুধু মুখে এ সুসংবাদ চলে!



এসব কিছুর মধ্যমনি শিরি। চাচী শ্বাশুড়ির দেওয়া নতুন জামদানী শাড়ি পরতে হয়েছে তাকে। সবাই নানা উপদেশ দিচ্ছে। হঠাৎ পুরো বাড়িতেই উৎসবের আমেজ।

রান্নাঘরে কি যেন একটা আনতে গিয়ে শুনতে পেলো, ছোট দেবর পিছের বারান্দার কোনায় কাকে যেন ফিসফিস করে বলছে, এ্যাই জানো, ভাবীর বাচ্চা হবে, সারাবাড়ি ভর্তি মানুষ জড়ো হয়েছে। পুরাই ঈদ আজ আমাদের বাড়িতে। তোমাকে মিস করছি। আর ভাবছি কবে ......



মুচকি হেসে সেখান থেকে সরে গেলো শিরি.........







ওর ভুবন জোড়া এখন শুধু একটি আনন্দ। যে আনন্দের প্রতীক্ষায় আছে শিরি। কবে আসবে ওর অনাগত ছোট্ট রাজকুমার। সব সময় ফিসফিস করে কথা বলে সে ছোট্ট রাজকুমারের সাথে। আচ্ছা ছেলে হবে নাকি মেয়ে? ওর পছন্দ ছেলেই কিন্তু তার পছন্দ ......





অপেক্ষায় দিন কাটে তার .......



মন্তব্য ৫৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১২:৩২

বিদ্রোহী বাঙালি বলেছেন: স্বর্গীয় সুখের গল্প। আমি নিজেও যেন আনন্দের ছোঁয়াটা পেলাম। ভালো লাগলো ময়ূরাক্ষী।

০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১২:৩৩

আমি ময়ূরাক্ষী বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী বাঙ্গালি। শুভকামনা।

২| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১:৩৯

মহান অতন্দ্র বলেছেন: হঠাৎ ওমন গুরু গম্ভীর শ্বাসুড়ির হাক ডাক শুরু হলো। গল্প ভাল লেগেছে । কিছু বানান ভুল ছিল।

০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১২:২৪

আমি ময়ূরাক্ষী বলেছেন: শ্বাশুড়ি বানানটা ঠিক করে দিয়েছি আর কি কি বানান ভুল খুঁজে পাচ্ছিনা।

অজস্র ধন্যবাদ মহান অতন্দ্র।

৩| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১:৪৬

মনিরা সুলতানা বলেছেন: জীবনের সব চাইতে অনন্দের চমৎকার উপস্থাপন ...
খুব ভাল লেগেছে ।।

০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১২:২৫

আমি ময়ূরাক্ষী বলেছেন: অজস্র ধন্যবাদ মনিরা আপা। ভালো থাকবেন।

৪| ০৪ ঠা মার্চ, ২০১৫ ভোর ৬:২৪

শবদাহ বলেছেন: প্রথম সন্তানের আগমনের সংবাদটাই যেন কেমন বিচিত্র অনুভূতির!
আনন্দ, ভালোবাসা, সুখ, ভয়, লজ্জা, অস্বস্তি, উৎকণ্ঠা, মায়া সবগুলো অনুভূতি একসাথে নারীর মনে ক্রিয়াশীল থাকে।
যদি বুঝতে ভুল না করি... আপনাদের দুজনের জন্যই শুভকামনা।

০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১২:২৬

আমি ময়ূরাক্ষী বলেছেন: শবদাহ আপনার ধারণা অনেকটাই সঠিক। আরও কিছু অবর্ননীয় অনুভুতির কথা লিখতে পারিনি। আসলেই সে অকল্পনীয় অনুভুতি ভাষায় প্রকাশ করবার মত নয়।

অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা।

৫| ০৪ ঠা মার্চ, ২০১৫ সকাল ৭:১৫

জাফরুল মবীন বলেছেন: মিষ্টি পারিবারিক ভালোবাসার গল্প :)

০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১২:২৭

আমি ময়ূরাক্ষী বলেছেন: ধন্যবাদ জাফরুল মবীনভাই।

৬| ০৪ ঠা মার্চ, ২০১৫ সকাল ৯:৩৬

আমিনুর রহমান বলেছেন:



পতিদেব আরও আস্তে জবাব দিলো, পজিটিভ। :P



শুভ কামনা !


বানান ঠিক করো এতো চমৎকার আবেগী গল্পে বানান ভুল দেখতে ভালো লাগছে না।

০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১২:২৯

আমি ময়ূরাক্ষী বলেছেন: তিনি বড়ই লাজুক পতিদেব।

শ্বাশুড়ি বানান ঠিক করে দিয়েছি আমিনুরভাই। আর কি কি ভুল খুঁজে পাচ্ছিনা।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

৭| ০৪ ঠা মার্চ, ২০১৫ সকাল ১০:০৫

এম এম করিম বলেছেন: অনুভূতিগুলো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।

++

০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১২:২৯

আমি ময়ূরাক্ষী বলেছেন: অজস্র ধন্যবাদ এম এম করিম।
ভালো থাকুন।

৮| ০৪ ঠা মার্চ, ২০১৫ সকাল ১০:০৮

জুন বলেছেন: সুন্দর লিখেছেন ময়ুরাক্ষী।তবে আপনি যদি এই ঘটনার নায়িকা হন তবে সব কিছু সহি সালামতে হোক সেই দোয়াই রইলো :)

০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৩

আমি ময়ূরাক্ষী বলেছেন: অজস্র ধন্যবাদ জুন। কৃতজ্ঞতা। দোয়া করবেন।

৯| ০৪ ঠা মার্চ, ২০১৫ সকাল ১০:১১

সুফিয়া বলেছেন: গল্প ভালো লাগল।

শ্বাশুড়ি বানানটা এরকম হবে।

ধন্যবাদ।

০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৩

আমি ময়ূরাক্ষী বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুফিয়া। বানানটা ঠিক করে দিয়েছি।

১০| ০৪ ঠা মার্চ, ২০১৫ সকাল ১১:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি তো গল্পই ভাবি নি প্রথম দিকে। B:-) অনুভূতির প্রকাশ অনেক জীবন্ত ছিল।
ভালো লাাগ নিয়েই শেষ হলো শেষটা। +++

আর রাজকুমারের জন্য রাজপুত্রের শুভ কামনা। =p~

০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৫

আমি ময়ূরাক্ষী বলেছেন: এটা গল্প না রাজকুমার। এটা অনুভুতি.

অজস্র ধন্যবাদ আপনাকে।

১১| ০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১২:২০

তুষার কাব্য বলেছেন: অনাগত ছোট্ট রাজকুমার এর জন্য শুভকামনা :D

খুব ভালো লেগেছে গল্প ।

০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৭

আমি ময়ূরাক্ষী বলেছেন: তুষার কাব্য অজস্র ধন্যবাদ।

১২| ০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১২:৩১

শায়মা বলেছেন: আরে!!!!!!!!!! ছোট্ট রাজকুমারের জন্য অনেক অনেক ভালোবাসা!!!!!!!!:)

অনেক ভালো থাকো আপুনিমনি!!!!!!!!:)

০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১২:৫০

আমি ময়ূরাক্ষী বলেছেন: অজস্র ধন্যবাদ শায়মা। ভালো থাকুন।

১৩| ০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১:০২

হাসান মাহবুব বলেছেন: এই অপেক্ষাটা বড় দীর্ঘ।

০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১:১১

আমি ময়ূরাক্ষী বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব। আপনার সন্তান নিয়ে একটা লেখা পড়েছিলাম। সেখানে আপনার পিতৃত্বের সকল অনুভুতির প্রকাশ ছিলো ! অসাধারণ লেখারটার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে। মাতৃত্ব সুন্দর কিন্তু পিতৃত্ব নিয়েও সে অনুভুতির ভালো লাগার সীমা নেই।

১৪| ০৪ ঠা মার্চ, ২০১৫ বিকাল ৩:০২

এহসান সাবির বলেছেন: উফ!!!
জুন আপু বলেছেন: সুন্দর লিখেছেন ময়ুরাক্ষী।তবে আপনি যদি এই ঘটনার নায়িকা হন তবে সব কিছু সহি সালামতে হোক সেই দোয়াই রইলো :)

ভালো লাগা রইল....

০৪ ঠা মার্চ, ২০১৫ বিকাল ৩:০৬

আমি ময়ূরাক্ষী বলেছেন: ধন্যবাদ এহসান সাবির। দোয়া করবেন।

১৫| ০৪ ঠা মার্চ, ২০১৫ বিকাল ৪:১৮

ইয়াশফিশামসইকবাল বলেছেন: আমি ১০০ ভাগ নিশচিনতো যে আপনার ছেলে হবে....

০৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:০৫

আমি ময়ূরাক্ষী বলেছেন: ধন্যবাদ ইয়াশফিশামসইকবাল। শুভকামনা।

১৬| ০৪ ঠা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

আরণ্যক রাখাল বলেছেন: আপনার রাজকুমার অনেক সাহসী আর সুন্দর হোক এই কামনায়

০৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:০৬

আমি ময়ূরাক্ষী বলেছেন: অজস্র ধন্যবাদ।

১৭| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১০:০৯

দীপংকর চন্দ বলেছেন: অপেক্ষায় দিন কাটে তার .......

অনিন্দ্য সুন্দরকে বরণ করে নিক অপেক্ষার অন্তিম দিন।

অনিঃশেষ শুভকামনা ময়ূরাক্ষী।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

০৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:০৬

আমি ময়ূরাক্ষী বলেছেন: অজস্র ধন্যবাদ ও কৃতজ্ঞতা দীপংকর।

১৮| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ১২:০২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: শুভকামনা রইল আপু। ভালো থাকুন, সুস্থ থাকুন।

০৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:০৭

আমি ময়ূরাক্ষী বলেছেন: ধন্যবাদ বোকামানুষ। শুভকামনা।

১৯| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ১২:০৬

সুমন কর বলেছেন: অনুভূতির দারুণ প্রকাশ।

রাজকুমারের জন্য অনেক অনেক শুভকামনা। !:#P !:#P



দূরারোগ্য> দুরারোগ্য
সারাটাক্ষন> সারাটাক্ষণ
ভীষন> ভীষণ
বেশিক্ষন>বেশিক্ষণ
শ্বসুর>শ্বশুর

০৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:০৮

আমি ময়ূরাক্ষী বলেছেন: অজস্র ধন্যবাদ ও কৃতজ্ঞতা সুমন কর।

২০| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ১২:১৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ভালোলাগা রইল,

ছেলে হোক,
মেয়ে হোক,
নয় ভেদাভেদ।

সবার জন্য শুভকামনা।

০৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:০৯

আমি ময়ূরাক্ষী বলেছেন: না ছেলে মেয়েতে কোনো ভেদাভেদ করছিনা। ধন্যবাদ আপনাকে। শুভকামনা।

২১| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪০

আরজু পনি বলেছেন:

নিজের জীবনের প্রথম অভিজ্ঞতার কথা মনে পড়ে গেল!

ঘটনার পাত্রী এবং তার রাজপুত্র/রাজকন্যার(অগ্রীম) জন্যে অনেক অনেক শুভকামনা রইল, ময়ূরাক্ষী।

০৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:১০

আমি ময়ূরাক্ষী বলেছেন: অজস্র ধন্যবাদ আরজুপনি। কৃতজ্ঞতা।

২২| ০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:২৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: সুন্দর অনুভবের প্রকাশ।

১৬ ই মার্চ, ২০১৫ রাত ৮:৫৫

আমি ময়ূরাক্ষী বলেছেন: ধন্যবাদ জুলিয়ান সিদ্দিকী।

২৩| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ৯:০১

শতদ্রু একটি নদী... বলেছেন: সুখ সুখ অনুভুতি পাইলাম। ভাল্লাগছে।

১৬ ই মার্চ, ২০১৫ রাত ৯:০২

আমি ময়ূরাক্ষী বলেছেন: ধন্যবাদ শতদ্রু।

২৪| ২৭ শে মার্চ, ২০১৫ রাত ৮:৪৯

সুলতানা রহমান বলেছেন: অনাগত সন্তান নিয়ে একটা পরিবারের উচ্ছ্বাস ও মায়ের আনন্দ। ভাল লেগেছে।

০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

আমি ময়ূরাক্ষী বলেছেন: ধন্যবাদ সুলতানা। শুভকামনা।

২৫| ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৪২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অজানা ছোট্ট রাজকুমার বা রাজকুমারীর জন্য আগমণী শুভেচ্ছা.....।

১০ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৯

আমি ময়ূরাক্ষী বলেছেন: ধন্যবাদ অজস্র তনিমা। ভালো থাকুন।

২৬| ১২ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫০

মহামহোপাধ্যায় বলেছেন: বোনপো/বোনঝির জন্য অনেক অনেক শুভকামনা রইল :)


আপনার রাজশাহীর যাওয়া নিয়ে একটা পোস্টও পড়েছিলাম বোধহয়। মজা পেয়েছিলাম।


ভালো থাকুন। শুভেচ্ছা জানবেন।

১৭ ই মে, ২০১৫ রাত ৯:৩৪

আমি ময়ূরাক্ষী বলেছেন: অজস্র ধন্যবাদ ভাই। ভালো থাকুন।

২৭| ১৭ ই মে, ২০১৫ রাত ৯:২৯

মনিরা সুলতানা বলেছেন: আপু এখন ক্যামন আছেন ?
অনেক অনেক দোয়া আর শুভ কামনা
শুভ সংবাদের অপেক্ষায় রইলাম :)

১৭ ই মে, ২০১৫ রাত ৯:৩৪

আমি ময়ূরাক্ষী বলেছেন: আছি মোটামুটি। দোয়া করবেন। ভালো থাকুন। অবশ্যই জানাবো।

২৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: উলটো বয়ে এলাম!

বাবুনির সুসংবাদ আগে পরে -পরে তার প্রাক আগমনি পোষ্ট পড়ে খারাপ লাগলোনা।


আপনার অকথ্য! আবেগ;) (কথা দিয়ে যা প্রকাশিত হয়না সেই অর্থে,) মন্দার্থে নয় ;) আপনি লেখনিকে মনে হয় বেশি প্রাণ দেয়!

অসাধারন!
দুলাভাইকে হিংসে হচ্ছে =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২০

আমি ময়ূরাক্ষী বলেছেন: এই অসাধারণ কমেন্টটিকে সোনার অক্ষরে বাঁধাই করে রাখলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.