নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘাসফড়িং

আমি ময়ূরাক্ষী

তবু মনে রেখো যদি দূরে যাই চলে । যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নবপ্রেমজালে । যদি থাকি কাছাকাছি, দেখিতে না পাও ছায়ার মতন আছি না আছি– তবু মনে রেখ

আমি ময়ূরাক্ষী › বিস্তারিত পোস্টঃ

আমার লাজুক স্বামী

০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫০



খুব ছোটবেলায় আমি নাকি খুবই লাজুক ছিলাম। বাড়িতে কেউ আসলে আমাকে খুঁজে পাওয়া যেত না। লুকিয়ে যেতাম আমি। এমনকি স্কুলে ভর্তির পাক্কা দু বছর আমি একটা কথাও বলিনি কারো সাথে। এমন অবাক বিস্ময় মনে হয় আমার স্কুলের টিচারেরা কখনও দেখেননি বা শোনেননি। প্রতি প্যারেন্টস মিটিংএ অথবা প্রমোশনের সময় তাদেরকে শুনতে হতো শিরি খুব ভালো মেয়ে। এত শান্ত শিষ্ঠ বাচ্চা আমাদের আর দুটি নেই। সব কাজ সে মন দিয়ে করে কিন্তু একটাই সমস্যা মানে বিশাল সমস্যা তা হলো সে একটা কথাও বলেনা। বন্ধুরা জানতে চায় "আচ্ছা তুমি কি কথা বলতে পারো? " আমি সেটার জবাব দেবার ইচ্ছেটুকুও কখনও প্রকাশ করিনা।

এইভাবে কাটলো বেশ কয়েক বছর। মা রিতীমত ফেড আপ। তাকে বাসায় আমার কথা বলা দৃশ্য রেকর্ড করে নিয়ে গিয়ে স্কুলে দেখিয়ে প্রমান দিতে হলো যে আমি কথা বলতে পারি। মা তখন এতই বিরক্ত আমাকে নিয়ে যে কখনও কোনো আত্মীয়ের সামনে বা অনুষ্ঠানে কেউ কিছু জিজ্ঞাসা করে জবাব না পেলে মাথায় গাট্টা লাাগাতেও দ্বিধা করতেন না। এরপর ধীরে ধীরে আমার জড়তা কাটতে থাকে কিন্তু খুব কম কথায় যা কিছু প্রকাশ সম্ভব সেটাই করেছি আমি আজীবন। এ কারণে আমার তেমন কোনো বন্ধু হয়নি কখনও।

আমার বেস্ট ফ্রেন্ড ছিলো আমার ডায়েরী। আমার এই ক্ষুদ্র জীবনে ক্লাস সিক্স থেকে আজ পর্যন্ত মোটমাট ১৩ টা ডায়েরী আছে। প্রতি বছর নতুন ডায়েরী উপহার পেয়েছি বাবার কাছ থেকে। আর কেউ না জানুক আমার বাবা জানেন ডায়েরীই আমার সবচাইতে কাছের বন্ধু যার সাথে আমি মনের সব কথা বলি।

যাকগে, লিখতে বসেছি আমার লাজুক স্বামীকে নিয়ে, আমাকে নিয়ে নয়। মা বাবা দাদী নানীরা খুব সংশয়ে ছিলেন আমার এই কম কথা বলা স্বভাব নিয়ে, না জানি বিয়ের পর আমার শ্বসুরবাড়িতে কি সমস্যা হয়। তারা বলতেন আমার বর নাকি হবেন বিশ্ববাঁচাল। তার কথা শুনতে শুনতে নাকি আমার কান কালা হয়ে যাবে। এখন আছি বোবা তখন হবো কালা।

সে যাই হোক যেদিন আমাদের পাকা দেখা। কনেপক্ষ ও বরপক্ষ অনুষ্ঠানের একটা পর্যায়ে আমাদেরকে একা রেখে উঠে গেলেন ড্রইংরুম থেকে। আমার স্বামীদেবতাই কথা শুরু করবেন মানে এই ব্যাপারে তার দায়িত্ব যে একশতভাগ তা তার উপরেই ছেড়ে দিয়ে নিশ্চিন্তে বসে রইলাম আমি। ওমা দশ মিনিট, পনেরো মিনিট এমনকি ২০/৩০ মিনিটও হতে পারে হয়ত তারপরেও সে কথা শুরু করার কোনো উদ্যোগ নিলোনা। আমি শুধু দেখলাম এক জোড়া চকচকে স্যু আর সেও নাকি দেখেছিলো এক জোড়া গোলাপী স্যান্ডেল পরা পা (অবশ্য সেটাও তার মুখে শোনা না, সেটা আমার বাঁচাল ছোট দেবরজীর মুখে পরে শুনেছি।)

এরপর বিয়ে ঠিকঠাক। খুব তড়িঘড়ির বিয়ে। এক সপ্তাহের মাঝে কেনাকাটা দাওয়াৎপত্র সব শেষ। আমি রাজশাহী আর সে ঢাকা। একদিন সে ফোন করলো। আমার ছোটবোন ধরেছিলো ফোনটা। আমার কানে ফোনটা দেওয়া হলো সে বললো হ্যালো, আমি নিরুত্তর। সে আবারও বললো হ্যালো হ্যালো, আমি আবারও নিরুত্তর। বেশ খানিকটা সময় এইভাবে কাটার পর সে বললো ওকে খোদা হাফেজ।

এরপর তার সাথে দেখা সোজা বিয়ের স্টেজে। সেখানে বরকণে দুজনাকেই নির্বাক থাকারই নিয়ম কাজেই আমাদের কোনো সমস্যা হলো না। তারপর বাসর রাত। আমরা দুজন বোবা মানব মানবী জানবার পরেও ঠিকই দরজার ওপাশে আড়ি পাতলো কিছু অতি উৎসাহী মানুষেরা। আমার লাজুক স্বামী বাসর ঘরে ঢুকলেন মানে বাধ্য হলেন ঢুকতে । ফুলপাতা সজ্জিত ফুলশয্যার এক কোনায় অতি আড়ষ্ঠ ভঙ্গিতে গিয়ে বসলেন ও যথারিতী নির্বাক রইলেন। সাউন্ডবক্সে মৃদু শব্দে গান বাজছিলো। আমার দুষ্টু দেবর ননদেরা গান ছাড়লো " প্রাণ চায় চক্ষু না চায়, মরি একি তোর দুস্তর লজ্জা।"
পাকনুগুলা ইনটেনশন্যালীই কাজটা করেছিলো। বেশ কিছু সময় কাটবার পর দরজার ওপ্রান্ত থেকে একজন বেশ জোরে বলে উঠলো। আরে তোমরা কি কানে কানে কথা বলতেছো ? কিছু শুনতে পাইনা কেন? আমার স্বামীদেবতা এইবার উঠে গিয়ে দরজা খুলে দিলেন আর সব কটা দৌড়ে পালালো।

স্বামীদেবতার হঠাৎ কি হলো তিনি জানালায় দাঁড়িয়ে কিছুক্ষন পূর্নিমা দর্শণ সেরে টেবিলে রাখা এক গ্লাস পানি এনে আমাকে বললেন, পানি খাবে? খাবেন বলেছিলো হয়তো আমি শুনেছিলাম খাবে কারণ যে রকম লাজুক মানুষ আমাকে প্রথম কথপোকথনে আপনি না বলে যাবেই না। বাসর শয্যা আর প্রথম বাক্য কতইনা গল্প কথা সেসব নিয়ে, হিন্দী, বাংলা এমনকি ইলিংশ ম্যুভিগুলোতেও এই রাতটি নিয়ে কত রোমান্টিকতা। আর আমার লাজুক স্বামী কিনা আমাকে দেয় এক গ্লাস পানি! নিশ্চিৎ সে বুঝেছিলো তার মত আমারও গলা শুকিয়ে গেছে। কথা শুরু করা বা বলাটা যে আমাদের দুজনের কাছেই যমের চাইতেও ভীতিকর কিছু।

এতদিনে আরও একটা জিনিষ বুঝলাম আমার মত বোবাকে নিয়ে সারাটাজীবন যে ধকল পুইয়েছেন আমার কাছের মানুষেরা সেই ধকলের শাস্তি বিধাতা আমার কপালেই লিখে রেখেছিলেন।

মন্তব্য ৯৬ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৯৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩০

কাবিল বলেছেন: সেই জন্যই হয়তো বিধাতা ঠিক আপনার মতই একজনকে এনে দিয়েছেন।
অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের জন্য।

০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

আমি ময়ূরাক্ষী বলেছেন: হ্যাঁ আমার কারণে এ যাবৎকালে যত সমস্যার সৃ্ষ্টি হয়েছে বা আমাকে নিয়ে যত ঝামেলা সয়েছেন অন্যেরা সেসবেরই প্রতিশোধ স্বরুপ আরেকজন বোবা জুটেছে আমার কপালে।

অজস্র ধন্যবাদ কাবিল।

২| ০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৩

এস কাজী বলেছেন: আপনার জন্য এক বালতি দুঃখ প্রকাশ করলাম B-) B-) হাহাহাহা। ভাল থাকবেন।

০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

আমি ময়ূরাক্ষী বলেছেন: খুব বেশি দুঃখ অবশ্য আমার নেই। এক দিনে বরং ভালোই হয়েছে। শুনেছি বোবার শত্রু নেই।

৩| ০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৮

আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: আমার বেস্ট ফ্রেন্ড ছিলো আমার ডায়েরী[/sb........চমৎকার।

শুভকামনা...এক জোড়া লাজুক...আপু----ভাইয়া :(

০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

আমি ময়ূরাক্ষী বলেছেন: এখনও মনের যত কথা ডায়েরীকেই বলি। ডায়েরীটাও আরেক বোবা বন্ধু এবং খুব ফেইথফুল।

অসংখ্য ধন্যবাদ স্বাধীন।

৪| ০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫২

ইখতামিন বলেছেন:
প্রিয়তে নিলাম .. পড়বো..

০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

আমি ময়ূরাক্ষী বলেছেন: অসংখ্য ধন্যবাদ ইখতামিন।

৫| ০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৬

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা
ইশায়ার কাজ সারতে হবে ... :)

০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১১

আমি ময়ূরাক্ষী বলেছেন: এই কমেন্টের জবাব লিখতে পারছিনা মনিরা আপা। সামনে থাকলে ইশারায় জবাব দিতাম আপনাকে।

৬| ০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

আমি ইহতিব বলেছেন: মজা পেলাম আপু, বোবা থাকলে একটা লাভ আছে কিন্তু, ঝগড়া কম হবে ;)

ভালো থাকুন অনেক অনেক।

০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

আমি ময়ূরাক্ষী বলেছেন: কথাটা শতভাগ সত্য। বিবাহের দু, বছর গড়াতে চলেছে। একটাদিনের জন্যও তার সাথে ঝগড়ার প্রয়োজন বোধ করিনি। সংসারে আমরা মোট পাঁচজন। এদের মাঝে তিনজন পুরুষ ও তিনজন নারী। শ্বশুর, স্বামী ও দেবর অন্যদিকে শ্বাশুড়ি, আমি ও মোমেনাবুয়া ( হাজেরা বুয়া চলে গেছেন)

শ্বশুর ও দেবর ও মোমেনাবুয়ার মুখে সারাক্ষন খই ফোটে। দারুন প্রান চঞ্চল মানুষ এই তিনজনা। অপরদিকে আমি আমার স্বামী ও শ্বাশুড়ি নির্বাক জগতের বাসিন্দা। এই তিন বোবাদের মাঝে শুধু মাত্র শ্বাশুড়িঠাকুরণ নির্বাক হয়েও ভয়ানক সেন্টিমেন্টাল। কখন কিসে যে তার অপছন্দের কারণ ঘটে সেটা বুঝে ওঠা পরিবারের কারো পক্ষে সম্ভব নয়।
তবুও ঐ তিন জেগে থাকা প্রাণ ও আমরা নির্বাক দম্পতির পক্ষে একজন শিশুমানুষকে সামলাতে বেশি বেগ পেতে হয়না।
আমরা সবাই মিলে ভালোই আছি। বিশেষ করে বোবা স্বামীর দারুন বিবেচক মানষিকতার কারণে।

৭| ০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০২

তিথীডোর বলেছেন: So cute!!!!!!!!!!

০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২১

আমি ময়ূরাক্ষী বলেছেন: অসংখ্য ধন্যবাদ তিথীডোর। ভালো থাকুন।

৮| ০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

মিঠু জাকীর বলেছেন: চমৎকার !

০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২২

আমি ময়ূরাক্ষী বলেছেন: অসংখ্য ধন্যবাদ। শুভকামনা জানবেন মিঠু।

৯| ০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

দীপংকর চন্দ বলেছেন: এতদিনে আরও একটা জিনিষ বুঝলাম আমার মত বোবাকে নিয়ে সারাটাজীবন যে ধকল পুইয়েছেন আমার কাছের মানুষেরা সেই ধকলের শাস্তি বিধাতা আমার কপালেই লিখে রেখেছিলেন।

হা হা হা হা

অসাধারণ!!

শুরু থেকে শেষ অবধি!!

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন সপরিবারে। সবসময়। অনেক ভালো।

০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

আমি ময়ূরাক্ষী বলেছেন: শুভকামনা দীপংকর।

লোকে বলে বোবার নাকি শত্রু নাই। কিন্তু আমরা দুজন বোবা একে অপরের শত্রু নই বটে কিন্তু আমাদেরকে নিয়ে যখন অনেকেই মজা করে বোবা হবার কারণে মুখে কিছু এক্সপ্রেস করতে পারিনা আর তখন লজ্জায় মাথা ঝিমঝিম শুরু হয় । কোনদিন দেখবেন ব্রেইন স্ট্রোক করেছি।
তবে আমার স্বামীর একটা বিরাট গুণ আছে বোবা স্বভাবের সাথে তার নির্লিপ্ত মুখভঙ্গি। উনার মনে হয় ব্রাইন স্ট্রোক সমস্যাটা হবেনা।

১০| ০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমার একটা প্রশ্ন আছে? আপনাদের কি বউনি হয়েছে? আই মিন ওপেনিং রান কে প্রথম নিয়েছেন? নাকি এখনো মেইডেন ওভারই চলছে? =p~ =p~ =p~

চমৎকার কাহিনী। খুব ভালো লাগলো সাবলীল লেখনিতে পড়ে যেতে। ++++

ভালো থাকুন সবসময়, শুভকামনা দুই নির্বাক দম্পতির জন্য। ;)

০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

আমি ময়ূরাক্ষী বলেছেন: বোকামানুষ আপনার কমেন্টের কি জবাব দেবো তার ভাষা খুঁজে পাচ্ছিনা। আবার মাথা ঝিমঝিম শুরু হয়েছে।
আপনার কমেন্টের জবাবের সবচাইতে ভালো পন্থা খুঁজে বের করলাম আমার এই পোস্ট।

http://www.somewhereinblog.net/blog/Shyry/30019174

এখন নিজেই উত্তর খুঁজে নিন।

১১| ০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

সৌদি প্রবাসী আশরাফ বলেছেন: হাসতে হাসতে পেটে খিল ধরে গেল পড়তে পড়তে...খুবই মজা করে লিখেছেন বোবা কাব্যর ঘটনাপ্রবাহ...ধন্যবাদ জানবেন।

০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

আমি ময়ূরাক্ষী বলেছেন: অজস্র ধন্যবাদ । শুভকামনা জানবেন।

১২| ০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

হাসান মাহবুব বলেছেন: ভালোই জুড়ি মিলসে!

০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

আমি ময়ূরাক্ষী বলেছেন: আমার দেবর বলেন আমাদের নাকি আলাদা বাসা করে দেওয়া হবে আর সেই বাড়ির নাম দেওয়া হবে বোবাবুবির সংসার।

১৩| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগল। একটা সময় আমিও ডায়েরি লিখতাম। এখন আর লিখি না।

ভাইয়ার লাজুকতায় হাসি পাই নি আমার তবে অবাক হয়েছি। এবং অভিনন্দন এমন কাউকে জীবন সঙ্গী পাওয়। কেননা আপনি এটাই ডিজার্ভ করেন। :) ;)

০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:১৪

আমি ময়ূরাক্ষী বলেছেন: ডায়েরী লিখেন যারা তারা কি আমার মতন কম কথা বলেন? আমার তো এমনি মনে হয়।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ দিশেহারা রাজপুত্র। ভালো থাকুন।

১৪| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:০৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: =p~ =p~ =p~

আরে আপু, ওটা তো আগেই পড়েছি। উপরের কমেন্টটা করেছিলাম মজা করে। আপনার মাথা ঝিমঝিম করানোর জন্য দুঃখিত। :(

আবারো শুভকামনা আপনাদের দুজনের জন্য এবং আগত নতুন অতিথিটির জন্য। ভালো থাকুন সবসময়। :)

০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:১৬

আমি ময়ূরাক্ষী বলেছেন: হা হা আমিও মজা করেই তো সেটার উত্তর দিলাম। দুঃখিত হবার কিছু নেই।
আপনার জন্য অশেষ শুভকামনা। ভালো থাকুন । মজা করুন । মাথা ঝিমঝিম করানোটাও মজার।

১৫| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:২৭

আমি সাজিদ বলেছেন: হাহাহ !

খুব মজা পেলাম পড়ে।

০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৩

আমি ময়ূরাক্ষী বলেছেন: ধন্যবাদ সাজিদ।

১৬| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি কথা কম বলি তাহলে! আমারো মাথা ঝিম ঝিম করছে! ;) :)

০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৩

আমি ময়ূরাক্ষী বলেছেন: হা হা আপনার আবার কি হলো?

১৭| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৪৬

শতদ্রু একটি নদী... বলেছেন:
এতো খাপে কাপ মিললো ক্যামনে??

আমি অবশ্য ডায়রীর ব্যাপারে আপনার চেয়ে অভিজ্ঞ। কারন, আমার মনে হয়, ওয়ান টুয়ের দিকেই ডায়রী লেখা শুরু। কেবল মাত্র একটি ছিড়ে ফেলা ডায়রী বাদে বাকী সবই জীবনের সবচেয়ে প্রিয় কিছুর মধ্যে পরে। মাঝে মাঝে পাতা উল্টায় পড়তে ভালোই লাগে।

শুভকামনা আপনাদের জন্য। লাইফ তো দেখি খুবই কিউট চলতেছে আপনাদের। :)

০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৫০

আমি ময়ূরাক্ষী বলেছেন: অজস্র ধন্যবাদ শতদ্রু। বর্তমানে শ্বশুরবাড়ি থেকে দূরে আছি মানে মায়ের বাড়িতে অবস্থান করছি। তবুও বোবাদের জন্যও জীবনটা তেমন মন্দ নয়।

শুভকামনা জানবেন।

১৮| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: দুইটা কমেন্ট করা হয়ে গেছে। আর কিছু বলবো না কারণ আপনার ধারনা যারা ডায়েরি লেখে তারা সবাই আপন মতো কথা কম বলে। আপনার ধারনা ভুল প্রমাণ করার ইচ্ছে আমার নেই। :)

০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:০২

আমি ময়ূরাক্ষী বলেছেন: হা হা লেখা আর কথা এক নয়। আমার আরও ধারনা যারা বেশি লিখেন ডায়েরী বা যেকোনো কিছুই। এমনকি বড় বড় রাইটারদের সম্পর্কেও আমার একই ধারনা তারা কথা কম বলেন। দেখেন বেশি , অনুভব করেন বেশি ও লিখেন বেশি।
তবে আমার কেইসটা এক্সসেপশন্যাল । আমাকে নিয়ে আমার মায়ের বহু দূর্ভোগ পোহাতে হয়েছে।
শ্বশুরবাড়িতে ভালো আছি। আমার শ্বাশুড়ি কম কথা বললেও এমন অনেক বোমাই মাঝে মধ্যে ছেড়ে থাকেন যার উত্তর কোনো মুখরা বউ হলে দিতে গেলে সংসারে কুরুক্ষেত্র বাঁধতো।
আবার দেবরজি তার প্রেমিকাকে নিয়ে ভয়ে আছেন। কেমন ভয় সে কথা লিখবো আরেকদিন। শুধু এটুকু বলি দেবরটির যেমন মুখ বন্ধ হয়না এক সেকেন্ড তেমনি উনার হবু বঁধুর মুখ আধা সেকেন্ডও বন্ধ থাকেনা। ভয়ে আছি উনাদের সকল শব্দ বর্ষনের রিমঝিম শ্রোতা মনে হয় হতে হবে আমাকেই।

১৯| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১৪

তাহসিনুল ইসলাম বলেছেন: হা হা হা
রব নে বানাদি জোরি :)

০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২৬

আমি ময়ূরাক্ষী বলেছেন: হা হা আমার দেবরেরও একই ভাষ্য। শুভকামনা তাহসিনুল। ভালো থাকুন।

২০| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১৬

হোসেন মালিক বলেছেন: আপনার পোস্টে এত পাঠক, লাইকার কমেন্টার কেন?

০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২৭

আমি ময়ূরাক্ষী বলেছেন: আমি অতি সাধারণ একজন বোবা মানুষ। এত কেনোর উত্তর দিতে ভয় পাই। ভালো থাকুন হোসেন মালিক। শুভকামনা অনিঃশেষ।

২১| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৫

আহমেদ জী এস বলেছেন: আমি ময়ূরাক্ষী ,





অকপট লেখা । সত্য মিথ্যে আপনিই জানেন ।
আপনার এই দিনযাপনের কাব্যে কয়েকটা জিনিষ কিন্তু পরিষ্কার -

মেয়েদের বুক ফাঁটে তো মুখ ফোঁটেনা......
সত্যি প্রমানিত ।

সংসার সুখের হয় রমনীর গুনে .... আপনার সে বিধিদত্ত গুনটি আছে অর্থাৎ জিহ্বাটি কন্ট্রোলে আছে । সংসারে যতো অসুখ হয় ওটার কারনেই ।

রতনে রতন মিলায় ..... এ আপ্ত বাক্যটিও সঠিক । অনেকটা ব্লগার তাহসিনুল ইসলাম এর মন্তব্য "রব নে বানাদি জোড়ি" র মতো ।


এই লাইনটিতে - আর আমার লাজুক স্বামী কিনা আমাকে দেয় এক গ্লাস পানি! একটি রূপক আছে । যেহেতু আপনার উনিও বাকরহিত সে কারনেই উনি এই "পানি" র প্রসঙ্গ এনেছেন । পানি মানেই জীবন । উনি বোঝাতে চেয়েছেন যে , আপনিই তার "জীবন" । বুঝতে পারেন নি সেদিন । পেরেছিলেন ? :P

০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫২

আমি ময়ূরাক্ষী বলেছেন: আহমেদ জি এস ভাই আপনার শেষে পানি তত্বটি পড়ে বেশ কিছুক্ষন হাসলাম। আসলে আমার সাথে কথা বলতে হবে ভেবে তার গলা শুকিয়ে কাঠ হয়েছিলো তা নিশ্চিৎভাবে বুঝা যায়। আর আমারও তার মত দশা হয়তো সেটাও সে নিশ্চিৎ হয়েই সবার প্রথম পানি দিয়েছিলো।

এখন ভাবি পানি খেতে দিয়েছিলো তাও রক্ষা মাথাতে ঢালেনি মাথা ঘুরাচ্ছে ভেবে সেই বেশি। তার মাথাও বোধ হয় ঘুরাচ্ছিলো । কে জানে?

২২| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হা হা হা হা , মজা পেলাম আপনার অভিজ্ঞতার কথা পড়ে।

০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৩

আমি ময়ূরাক্ষী বলেছেন: এসব কথা মনে হলে আমিও হাসি তবে আজ এইখানে লিখবার পরে হাসছি আরও বেশি।
অজস্র ধন্যবাদ তনিমা।

২৩| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০৬

মানস চোখ বলেছেন: আমার মনে হয় দীর্ঘ দিন পরে একটা কঠিঠন রোমান্টিক লেখা পড়লাম...... :) :) । আচ্ছা আপনারা ঝগড়া করেন ক্যামনে? নাকি ঝগড়ার সময় শুধু মুখ খোলেন? :) :)
এই বিষয় নিয়ে লেখন না আপা, জানতে মুঞ্চায়, :) :) 'নাকি বোবার শত্রু নাই' ?
পড়ে খুব মজা পেলাম!!!!!
ধন্যবাদ 'আমি ময়ূরাক্ষী' শুভকামনা রইল আপনাদের জন্য।

০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:০৯

আমি ময়ূরাক্ষী বলেছেন: না আমরা ঝগড়া করিনা। মানে এই দু'বছরে কখনও ঝগড়া হয়নি। এই ক্ষেত্রে আমার এমনটাই মনে হয়েছে বোবার শত্রু নাই আবার অন্যদিকে কিছু বিষয়ে দেখেছি বোবাদেরও শত্রু হয়। তবে বোবাদের শত্রুরা তেমন সুবিধা করতে পারেনা কারণ এক হাতে তো তালি বাজেনা।

যদি কখনও ঝগড়া হয় তো সেটা নিয়ে লিখবো। আপনার জন্য অন্তত লিখবো।


শুভকামনা মানস। ভালো থাকুন।

২৪| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১২

শায়মা বলেছেন: এমন লাজুক আছে নাকি দুনিয়ায়? মানে স্পেশালি ভাইয়ার কথা যা লিখেছো আপুনি!!!!!!!!!!!! B:-) ছেলেরা তো আজকাল ..........লাজুকের উল্টা বীপরিত শব্দ........ :(



যাইহোক ভাইয়ার ছবি দাও। না দিতে চাইলে তোমার দুইটা পায়ের ছবি দাও। সালাম করে ধন্য হই তোমার সৌভাগ্যের জন্য।:)

০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১২

আমি ময়ূরাক্ষী বলেছেন: এমন ছেলেও আছে তো। মানে আমার বেলায় দেখা যাচ্ছে তেমনটাই জুটেছে। আমার পায়ের ছবি লাগবেনা প্রার্থনা করি আপনার বেলাতেও এমন কেউ জুটুক।

শুভকামনা শায়মা। ভালো থাকুন।

২৫| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৩০

abdullah al masud বলেছেন: "এই কমেন্টের
জবাব লিখতে পারছিনা মনিরা আপা।
সামনে থাকলে ইশারায় জবাব দিতাম
আপনাকে" চরম হইছে , সবকিছু কিন্ত ইশারায় হয়না , হা হা হা মজা লুটলাম । ধন্যবাদ ।

০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১৩

আমি ময়ূরাক্ষী বলেছেন: হা হা ইশারা দিয়েই তো জীবনের প্রায় অর্ধেক সময় পার করে দিলাম। ভালো থাকবেন মাসুদ।

২৬| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫২

শিশির খান ১৪ বলেছেন: আচ্ছা মানুষ বলে, বোবার নাকি শত্রু নাই আশা করি আপনারা অনেক শুখে থাকবেন

০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১৪

আমি ময়ূরাক্ষী বলেছেন: অজস্র ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা।

২৭| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৫

আজকের বাকের ভাই বলেছেন: যে মানবী ছোট থেকেই ১৩টি ডায়রী লিখেছে, তার কাছ থেকে এমন একটি লেখায় মন ভরল না। না হলেও ১৩টা লেখা চাই।

শুভ কামনা রইল

০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২২

আমি ময়ূরাক্ষী বলেছেন: এমন আরও তেরোটি নয় অসংখ্য লেখার ইচ্ছা জাগে মনে। শুধু সময়ে কুলায় না ।
শুভকামনা বাকের ভাই।

২৮| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১৩

সুমন কর বলেছেন: পড়তে ভাল লাগল। অার অাপনাদের জন্য শুভকামনা রইলো।

শিরি তাহলে অাপনার নাম !

০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২৪

আমি ময়ূরাক্ষী বলেছেন: আমার নামের শর্টফর্ম শিরি। সম্পুর্ণ নামটি বড়ই সাদামাটা। শুভকামনা সুমন কর।

২৯| ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:১০

আসিফ খোন্দকার বলেছেন: ভালো লাগল .... :)

০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২৪

আমি ময়ূরাক্ষী বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন আসিফ।

৩০| ০৯ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:১৩

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লাগল ভাল থাকবেন

০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২৫

আমি ময়ূরাক্ষী বলেছেন: ধন্যবাদ সোহেল। শুভকামনা।

৩১| ০৯ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :#) ভালো লাগলো ... অনেক অনেক শুভকামনা !

০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২৫

আমি ময়ূরাক্ষী বলেছেন: অজস্র ধন্যবাদ ইরফান।

৩২| ০৯ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪৮

কলমের কালি শেষ বলেছেন: বাহ সোনায় সোহাগা জুটি !! ভালো তো । নীরব প্রেম গভীর । ;)

০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২৬

আমি ময়ূরাক্ষী বলেছেন: আসলে একেবারে সোনায় সোহাগা। শুভকামনা।

৩৩| ০৯ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পড়তে ভাল লেগেছে, শুভকামনা রইল

০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২৬

আমি ময়ূরাক্ষী বলেছেন: অজস্র ধন্যবাদ লাইলী।

৩৪| ০৯ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

chetamal বলেছেন: নিশ্চিৎ সে বুঝেছিলো তার মত আমারও গলা শুকিয়ে গেছে। কথা শুরু করা বা বলাটা যে আমাদের দুজনের কাছেই যমের চাইতেও ভীতিকর কিছু

ভালো লাগলো, আপ্নার লেখা পরিপক্ক। লেখক হতে পারতেন।

০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২৭

আমি ময়ূরাক্ষী বলেছেন: হা হা লেখক কি হতে পারিনি?
মজা করলাম । অসংখ্য ধন্যবাদ। শুভকামনা জানবেন।

৩৫| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:১৮

মেহেদী হাসান জয় বলেছেন: আসাধারণ লেখা !! আপনাদের মতো হওয়ার ইচ্ছা আছে। B-)

১০ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৫

আমি ময়ূরাক্ষী বলেছেন: আমাদের মত? মানে আপনিও কি বোবা হতে চাচ্ছেন মেহেদী?

৩৬| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৮

আরণ্যক রাখাল বলেছেন: টাস্কই খাইছি পুরা! B-)
সত্যি কি?
সত্যি হলে অবিশ্বাস্য! B-) =p~ =p~

১০ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৬

আমি ময়ূরাক্ষী বলেছেন: কোনটা সত্যি জানতে চাইছেন? আমরা এমন বোবা বুবি নাকি? এটা?
হা হা এটাই সত্যি। সম্পূর্ণ ঘটনাই সত্যি। যা বলতে চাইনি বা পারিনি সেটুকু এড়িয়ে গেছি।

শুভকামনা । ভালো থাকুন রাখাল।

৩৭| ১০ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:৫৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

ভাল লাগল।

বোবা থাকাই সবচেয়ে ভাল। ঝগড়া বিবাদ কম হয়। :D

১০ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩০

আমি ময়ূরাক্ষী বলেছেন: বোবা থাকলে ঝগড়া কম হয় এটা সত্যি। কিন্তু বাগড়া লাগানো মানুষগুলোকে তবুও থামানো যায়না শুধু এড়িয়ে যাবার চেষ্টা চালানো যায়।

৩৮| ১১ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৫

সায়েম মুন বলেছেন: মানুষ তো এত কম কথা বলে অভ্যস্থ না। আমার মনে হয় যখন আপনি যখন একা থাকেন মনেমনে অনেক কথা বলেন। ভাইয়া আর একদিকে আনমনে কথা বলে। :P ছোটবেলায় আমিও একদম কম কথা বলতাম। :/

ভাল থাকবেন। জীবন আরও সুন্দর সুখময় হোক।

১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৫

আমি ময়ূরাক্ষী বলেছেন: একা এবং সবার মাঝে যখন থাকি তখনও মনে মনে অনেক কথাই বলি।
ধন্যবাদ সায়েম মুন। শুভকামনা।

৩৯| ১২ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৩

মোঃ মঈনুদ্দিন বলেছেন: অসামান্য! জমিয়ে দিয়েছেন বেশ। খুবই ভালো লাগলো আপনার গল্পটি। যদি গল্পটি সত্যই আপনার জীবন থেকে নেয়া হয়ে থাকে তবে বলতে হবে আপনার দুঃখ হিমালয় সম নির্ঘাত। এভাবে কেউ চুপচাপ থাকতে পারে এরকম গল্প আজই পড়লাম। অনেক শুভকামনা রইলো। লিখে চলুন সতত।

১২ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৯

আমি ময়ূরাক্ষী বলেছেন: হা হা আপনার মন্তব্য পড়ে খানিক হাসলাম। গল্পটি জীবনের গল্প তবে তেমন দুঃখিত নই আমি এই জীবনটা নিয়ে।
চুপচাপ থাকাতে আমার তেমন সমস্যা নেই এমনকি আমার উনির চুপচাপ থাকাটা নিয়েও আমার সমস্যা নেই। যত সমস্যা এসব নিয়ে আমাদের দুজন বাদে অন্যদেরই তারা যে কত রকম সন্দেহ প্রকাশ করে আমাদের এই নীরবতা পালন নিয়ে।

৪০| ১২ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৫

মোঃ মঈনুদ্দিন বলেছেন: দুঃখিত আমাকে আবার মন্তব্য করতে হলো বলে। যেহেতু আপনি নিজে থেকেই বোবা সেজেছেন সেজন্য আপনার দুখটা আপনি মেনে নিয়েছেন বুঝা যায়। আর তাই আপনার দুঃখ হিমালয়সম এটা মনে হয় মানালোনা। তবে আপনার ভাগ্যে আপনার মতো বা তারো চেয়ে বেশী রকমের বোবা জুটেছে সেটার জন্য আপনার দুঃখ অনেকটা কমেছে বলতে হবে। কেননা তিনি যদি বাচাল হতেন তবে আপনার সেরেছিল। ঝগড়া কিন্তু মাস্ট লাগতোই। ধন্যবাদ ভালো থাকবেন।

১২ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০২

আমি ময়ূরাক্ষী বলেছেন: আমি ঠিক ইচ্ছা করে বোবা সাজিনি। অচেনা মানুষ বা চেনা মানুষের সামনেও অনেক কথা বলতে গেলে আমি ঠিক কথা খুঁজে পাইনা। অন্যেরা গলগল করে কথা বলে যায়, আমার গলা আটকে আসে। তবে আমার ভাগ্যে আমি যারপরনাই খুশি। বাচাল জুটলে ঝগড়া লাগতো কিনা জানিনা তবে আমার নিশ্চয় আমাকে সমস্যায় পড়তে হত।

একটা কথা না বলে পারছিনা আপনাকে আমার কিন্তু অনেক কথা বলা একজন মানুষ বলেই মনে হচ্ছে।

৪১| ১২ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৩১

মহামহোপাধ্যায় বলেছেন: হা হা হা ভালো জোড়া মিলেছে। এতোদিন যেভাবে বাসার সবাইকে ভুগিয়েছেন এবার বুমেরাং


B-) B-) B-)


সুখী মানুষদের কথা শুনলে অনেক ভালো লাগে। আপনারা সর্বদা সুখী থাকুন এই কামনা করি।

১২ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০৪

আমি ময়ূরাক্ষী বলেছেন: ধন্যবাদ অসংখ্য মহামহোপাধ্যায়। ভালো থাকবেন।

৪২| ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৪০

ইখতামিন বলেছেন:
পড়তে পড়তে হাসছিলাম, এটা কি বাস্তব না গল্প?!

এখন নিশ্চয়ই কথা বলতে শিখে গেছেন,,

১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০৫

আমি ময়ূরাক্ষী বলেছেন: হা হা একটু তো শিখেছি। তবে আরও শিখতে হবে। শুভকামনা ইখতামিন।

৪৩| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:২৬

এহসান সাবির বলেছেন: আগেই পড়েছিলাম। ভালো লাগা জানিয়ে গেলাম।

১৪ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

আমি ময়ূরাক্ষী বলেছেন: হাহা ধন্যবাদ এহসান।

৪৪| ০৬ ই মে, ২০১৫ রাত ৮:৩৪

আমিনুর রহমান বলেছেন:




=p~ =p~ =p~

তাইতো বলি লিখার সময় এতো লিখো কিভাবে? ডায়েরীর লিখার অভ্যস বলেই ব্লগে এতো লিখতে পারো। তাও ভালো ভাইজান পানি খাবার কথাটুকু বলতে পেরেছিলো। আমি তো কিছু না বলেই ঘুমিয়ে পড়েছিলাম :P

১৭ ই মে, ২০১৫ বিকাল ৫:৫০

আমি ময়ূরাক্ষী বলেছেন: হা হা কিছু না বলে ঘুমিয়েছেন এটা বললেই কি আর আমরা বিশ্বাস করি আমিনুর ভাই? আপনাদের না ইয়ে করে বিয়ে? তাহলে একটা কথা বলবেন না এটা অবিশ্বাস্য হয়ে গেলোনা?

৪৫| ১৯ শে মে, ২০১৫ সকাল ১০:০১

আমিনুর রহমান বলেছেন:



অবিশ্বাস্য না এটা সত্য। তোমার ভাবী এখন মাঝে মাঝে সুযোগ পেলে খোটাটা দেয়।
এই পোষ্টে বিস্তারিত লেখা আছে।

২১ শে মে, ২০১৫ বিকাল ৫:২২

আমি ময়ূরাক্ষী বলেছেন: হা হা খুব খারাপ আমিনুরভাই।পোস্টটা পড়িনাই। এখুনি পড়ছি।

৪৬| ০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১১

রেজাউল করীম বলেছেন: পড়তে পড়তে আমি নিজেই তো বোবা হয়ে গেলাম।

০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৪

আমি ময়ূরাক্ষী বলেছেন: আপনিও বুঝি লাজুক?

৪৭| ০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৩

রেজাউল করীম বলেছেন: শুধু লাজুক না। লাজুক টু দি পাওয়ার ১০০০০০০০০০০.........০।

০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৮

আমি ময়ূরাক্ষী বলেছেন: ইনফিনিটি? হা হা দারুন বলেছেন। তো আপনাকে নিয়েও একটি গল্প লিখুন না । আমরা পড়তে চাই।

৪৮| ২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯

তামান্না তাবাসসুম বলেছেন: এক কাজ করেন, আপনারা চিঠি আদান প্রদান শুরু করেন,তাহলে বেশ রোমান্টিক হবে ব্যপারটা :)

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৬

আমি ময়ূরাক্ষী বলেছেন: হা হা সেটাই করতে হবে মনে হচ্ছে। তবে ইদানিং সে তার স্বভাব অপরিবর্তিত রাখলেও আমার নিজের স্বভাব একটু বদলেছে। মানে আমি একটু সবাক হয়েছি আর কি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.