নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমালোচনা

জামিউল আলম

সমালোচনা

জামিউল আলম › বিস্তারিত পোস্টঃ

কথোপকথনঃ ১

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:৪৩

-সেই কখন থেকে মনমরা হয়ে বসে আছো? হয়েছে কি তোমার?
-আমার কিচ্ছু হয় নি।
-কিচ্ছু হয় নি বললেই হলো! আমি কি কিছুই বুঝি না?
-এখানে বুঝা আর না বুঝার কিছুই নেই।
-তা হলে সত্যি করে বলো, কি হয়েছে তোমার?
-ছেলেরা আর আমার দিকে আগের মত তাকিয়ে থাকে না।
-এটাই কারন? ছেলেরা তাকায় না বলেই তুমি এত বিষন্ন হয়ে আছো?
-সত্যি, এই তোমার মাথায় হাত রেখে বলছি। এটাই কারন।
-আর আমি? আমি যে সেই দুপুর থেকে এখানে বসে রয়েছি তোমার অপেক্ষায়, তোমাকে একপলক দেখার প্রতীক্ষায়। সেটার কোন মুল্য নেই?
-কি করবো বলো? চুম্বক হয়ে যখন জন্মেছি, তখন লোহাকে আকর্ষন করতে না পারলে নিজের চৌম্বকত্ব নিয়ে নিজেরই সন্দেহ হয়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৩১

বিদ্রোহী বাঙালি বলেছেন: খাইছে আমারে! এতো দেখছি ডেঞ্জারাস মেয়েরে বাবা! একজনে তার তৃপ্তি নাই? :(
মজা পেলাম কথোপকথন পড়ে। এমন মেয়ের জন্য আরেক পাগল আবার অপেক্ষা করে বসে আছে। হায়রে পীরিত! :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.