নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমালোচনা

জামিউল আলম

সমালোচনা

জামিউল আলম › বিস্তারিত পোস্টঃ

কথোপকথন

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৬

আচ্ছা, বুঝেছি; আমি মরে গেলেই তোমার শান্তি।
চুটিয়ে সেক্স করতে পারবে ওই ভুটকির সাথে।
কেউ বাঁধা দিবে নাহ।

মুখ সামলে কথা বলো।
ওকে আমি ছোটবোনের চোখে দেখি;
আর হ্যাঁ, ওর ওজন তোমার চেয়ে কেজি দশেক কমই হবে।

আরেহ বাহ;
কোলে নিতে নিতে তার ওজনও মুখস্থ হয়ে গেছে তোমার!
ঠিক আছে, তুমি যাও তোমার ভুটকির কাছে।
আমি এখুনি চলে যাবো সব ছেড়ে।

চলে যাবে মানে?
কোথায় যাবে?

ওয়াশরুমে যাবো,
হারপিক খেয়ে চিরতরে হারিয়ে যাবো।
তোমার পথে কাঁটা হতে চাইনা আর।

ওহ, ভালো কথা মনে করেছো;
হারপিক যে শেষ ভুলেই গিয়েছিলাম।

তা মনে থাকবে কেনো!
আমাকে তো মরতেও দিতে চাওনা।
বাঁচিয়ে রেখে তোমার আর ভুটকির মধুর মিলন দেখাতে চাও।
ঠিক আছে, হারপিক লাগবে নাহ;
আমি যাচ্ছি,

কোথায়?

রেল লাইনে;

কেনো?

ট্রেনের নিচে কাঁটা পড়বো।
এক মুহূর্তেই জীবন শেষ হয়ে যাবে;
মাথা একদিকে আর শরীর ছিটকে পড়বে অন্যদিকে।
তুমি তখন নিশ্চিন্তে ভুটকির সাথে প্রেম করতে পারবে।
আমি গেলাম-

শাড়িটা পাল্টে যাও;
লাল শাড়ির সাথে তোমার রেগে থাকা লাল মুখ দেখে ট্রেনতো থেমেই যাবে।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৭

হিমুর মধ্যদুপুর বলেছেন: শাড়িটা ছেড়ে যাও। লাল শাড়ি তো।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১২

জনৈক অচম ভুত বলেছেন: হা হা হা। =p~
এই কথা শুনে তার প্রতিক্রিয়া কি? :-B

০১ লা মে, ২০১৬ বিকাল ৪:১০

জামিউল আলম বলেছেন: অসমাপ্ত কথোপকথন।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৮

তার আর পর নেই… বলেছেন: ঝগড়া স্বাভাবিক, কিন্তু এ ধরনের শব্দ পড়তেও ভাল্লাগেনা

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৪

বিজন রয় বলেছেন: হা হা হা, কত রকমের লেখা এই ব্লগে আসে।
++++

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৮

জ্যোস্নার ফুল বলেছেন: মধুরেণু সমাপয়েত :)

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮

উল্টা দূরবীন বলেছেন: শাড়িটা পাল্টে যাও।।।।।

হা হা। জটিল হইছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.