নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

দুটি কবিতা

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫০


ভাসমান-১

বেশ আয়েশী ভঙ্গিতে চলে যায় তিস্তা এক্সপ্রেস।
প্রখর আলো লুটিয়ে পড়ে ঘরময়-
পলিথিনের ছাউনী ; রেললাইনের পাশে।

প্রেম চলে এখানে, তবে লজ্জাহীন; শুধুই শারীরিক।

ছোট্ট শিশু আর একটি মুরগী নির্বিকার, - ভয়ডরহীন।

মানুষ আসে মানুষ যায়।
চোখে পড়ে সবার। সবাই নির্বিকার।

পলিথিনের ছাউনী। ধুলো আর কিছু প্রাণী-
প্রাণ আছে তাই সবাই জীবিত।

ময়মনসিংহ জংশন- চোখে পড়বে
ভাসমান মেঘের দল, আকাশ জুড়ে।

বেশ আয়েশী ভঙ্গিতে চলে যায় তিস্তা এক্সপ্রেস
রেখে যায় সাময়িক ধূলি ঝড়।

ভাসমান-২

লোহার পাত শুয়ে আছে মাটির বিছানায়
ধূলি- ধুসরিত।নির্বিকার।

ভাল, একটি যুবক রোদে বসে।ধূলি-ধুসরিত। নির্বিকার।

পলিথিনের ছাউনী।কে জন্ম দিয়েছিল তাকে জানা নেই। বলেনি কেউ।
খাবার?- কিভাবে জোটে তার,আমারও জানা নেই।

একটি যুবক বসে আছে।নির্বিকার।
পাশে ঘেয়ো কুকুর,- ঘুমিয়ে
রোদ অকৃপণ।

নেশার জগত। কে জন্মদিয়েছিল তাকে?- জন্ম- নিবন্ধন সরকারের কাছে নেই।

রেল গাড়ি যায়
রেল গাড়ি আসে
আমার কবিতা বেড়ে ওঠে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৩৬

পাজী-পোলা বলেছেন: একটি যুবক বসে আছে।নির্বিকার।
পাশে ঘেয়ো কুকুর,- ঘুমিয়ে
রোদ অকৃপণ।

নেশার জগত। কে জন্মদিয়েছিল তাকে?

সুন্দর.......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.