নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

পাগল যারা

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৯


একটি ঐশ্বরিক ঘটনার অপেক্ষায় একদল প্রতিবন্ধী ( মানুষ ?)।
প্রতিবন্ধী বলতে যা বোঝায়, যেমন ধরো-
বুদ্ধি প্রতিবন্ধী, দৃস্টি প্রতিবন্ধী, কিম্বা
শারীরিক প্রতিবন্ধী নয় তারা,
বলা যেতে পারে জ্ঞান প্রতিবন্ধী।

একটা গল্প বলি শোন -একদা এক ব্যাঙ অতিব সুন্দর রাজকুমারে রুপান্তরিত হলো ।
না , রুপকথা নয় , আমি সত্য ঘটনাই বলছি ,
বিশ্বাস কর – সত্য ঘটনা ।
বিশ্বাস না করেও তোমার কোন পথ খোলা নেই
তোমার ডোপামিন রিসিপ্টরে আমি পরিবর্তন ঘটিয়েছি ।

আমার কাছে একদল জ্ঞান প্রতিবন্ধী আছে । তাই আমি আমাকে নিলামে চড়াতে চাই ।
আমি গাঁজা খাইনি , অন্য কোন নেশার দ্রব্যের উপস্থিতি আমার রক্তে নেই ।
দাম হাঁকো- কত টাকা ?
-অন্যকোন উপহার ,উপঢৌকন , -আছে আমার জন্যে
যেমন ধরো জায়গা-জমি ?
তুমি ভাবছো আমি সেই বুড়ো , যে কিনা ঘাড়ে চাপলে নামতে চাইবোনা আর
ঠিক তাই।

একটি ঐশ্বরিক ঘটনার অপেক্ষায় একদল প্রতিবন্ধী মানুষ।
ঐশ্বরিক ঘটনা ঘটবে মৃত্যুর পর- যেমন ধরো
বেহেস্তে অপেক্ষা করে আছে সবকিছু- যা কিছু হতে বঞ্চিত আমরা এই পৃথিবী মাঝে ।

হ্যাঁ , আমি মানছি এই মুহূর্তে ব্যবসায় ভাটার টান
তবুও ক্রেতা নেহাত মন্দ নয়,
তোমার বুঝি সেই বিখ্যাত উক্তি মনে পড়েছে এখন-
কুকুর লেজ নাড়ে, না কি লেজে কুকুর নাড়ে।

হেঁয়ালী থাক, কাজের কথায় আসি- মূর্তি সরিয়ে নাও
শহীদ মিনারে ফুল দেওয়া শিরক,
পাঠ্যপুস্তক হতে হিন্দু সংস্কৃতি দূর কর।

একটি ঐশ্বরিক ঘটনার অপেক্ষায় বসে আছে বাংলার একদল পাগল মানুষ-
যারা সবকিছুর বিনিময়ে বাংলাদেশকে সুখী রাখতে চায় , সুখী দেখতে চায়।।

২৬/০২/২০১৭

ময়মনসিংহ

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: একটি ঐশ্বরিক ঘটনার অপেক্ষায় বসে আছে বাংলার একদল পাগল মানুষ-
যারা সবকিছুর বিনিময়ে বাংলাদেশকে সুখী রাখতে চায় , সুখী দেখতে চায়।

দারুন !!

তারা ভুলে গেছে - ইশ্বর বলেছেন তুমি চেষ্টা না করলে আমি কিছুই ঘটাই না! ;)
তাদের স্বপ্নকে আরো গাঢ় করে দাও! যাতে বেহেস্তি শারাবান তাহুরায় ডুবে স্বপ্নকেই সত্য ভাবতে থাকে!!!!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৭

সুদীপ কুমার বলেছেন: ভাইজান মনে হয় রং ডিরেকশনে গিয়েছেন। লেখাটি পড়ার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.