নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

একবার নাহয় জাগো তোমরা

২৩ শে জুন, ২০১৭ রাত ৮:২৬





যেমন হয় জুম্মাবার ঢাকায়;ব্যস্ততম নগরিতে,এই বাংলাদেশে
গুলশান কিম্বা ধানমণ্ডিতে,কল্ল্যাণপুর কিম্বা বাড্ডায়-
ঠিক দুপুরে ধর্মপ্রাণ মানুষের আনাগোনা বেড়ে যায়
আর ভেসে আসে হুজুরের বয়ান সবার কানে।

“এই যে যারা বলে –ধর্ম যার যার রাষ্ট্র সবার
এটা হলো কুফরী কথা।এই কথা বললে
বা শুনলে আমাদের ঈমান একদম নষ্ট হয়ে যাবে।
কারা বলে এ সকল কথা?যারা বলে তারা ভাল চায় আমাদের?
আমাদের ধর্মের কি এমন শোচনীয় অবস্থা?
না আমাদের ধর্ম স্বয়ং সম্পূর্ণ। আমাদের উৎসব স্বয়ং সম্পূর্ণ।
আমাদের উৎসব একন্তই আমাদের।কারও সাথে ভাগ করে নেওয়ার জন্য নয়”……….

বাতাসে ভেসে আসে বিষ।না আমার শ্বাস কষ্ট হচ্ছেনাতো!
তবে কেন এমন লাগছে?কেন পালাতে ইচ্ছা করছে? কেন অসহায় লাগছে?
আমি বোধহয় পথ হারিয়েছি কোন বনে।আর আমাকে ঘিরে রয়েছে
হাজার হাজার বিষবৃক্ষ।এই বিষবৃক্ষের বনে আমার মনুষ্যত্ব লোপ পেলে
আমি পরিণত হবো ধার্মিক মানুষে।


আমি সবই দেখছি
আমি সবই শুনছি

আমি আর দেখতে চাইনা
আমি কিছু শুনতে চাইনা।

এই বাংলাদেশে সময় যদি একবার পিছিয়ে যেতো
পিছিয়ে যেতো সেইস্থানে,সেই বনে
যেখানে হিজলের নিবিড় ছায়া ছিল
আকাশটা বিশাল ছিল,ছিল রঙিন
আর আমরা সবাই বাঙালি ছিলাম
আর?-আমরা সবাই মানুষ ছিলাম।

আজ বিষবৃক্ষের বনে বড্ড অসহায় লাগে নিজেকে
কেউ কি বলতে পারেনা-ঘুমাও কেন?,এবার না হয় জাগো
জাগো।জাগো।জাগো---------

২৩/০৬/২০১৭

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.