নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

সুতোকাটা লাল ঘুড়ি

২৭ শে জুন, ২০১৭ দুপুর ১:১৬




পৃথিবীর শরীর ভেদ করে বইছে প্রবল বাতাস
নীল আকাশের বুকে লাল ঘুড়ি
উড়ছে, উড়ছে.............
স্বপ্নের কাজল পড়া চোখে
কিশোরটি তাকিয়ে আছে আকাশের পানে,- ঘুড়ি উড়ছে

ঘুড়ি উড়ছে,সুতো ছিঁড়ে,ভাসছে আকাশের বুকে
আর স্বপ্নকাজল পড়া চোখে কিশোরটি ছুটছে
ছুটছে,ছুটছে...........

পথে এক কিশোরীর সাথে দেখা তার
হৃদয়সুতোয় টান পড়াতে থমকে গিয়েছিল কিশোর ক্ষণকাল
তারপর,আবার ছুট,ছুট....। কিশোর আজও দৌড়িয়ে যাচ্ছে
সুতোকাটা ঘুড়ির পিছনে।

একদিন,- কোন এক বিষণ্ণ দুপুর খবর আনলো বয়ে
- স্বপ্নরাজ্যের কিশোর,তুমি জানো
স্বপ্নকিশোরী চলে গিয়েছে,- ওপারে।

ঘুড়ি উড়ছে,সুতো ছিঁড়ে,ভাসছে আকাশের বুকে
আর স্মৃতিকাতরসময় স্বপ্নকিশোরকে বলে-
ওর বাবা,কেন যে গেলো ভারতে চলে?
কিশোর শোনে,স্বপ্নকিশোর শোনে আর ভাবে
ফেলে আসা অতীতের কথা- কত কিছু বদলে যায় এই সবুজ পৃথিবীতে
কিন্তু স্মৃতিসময় একই থাকে।

নীল আকাশের বুকে সুতোকাটা লাল ঘুড়ি উড়ছে,উড়ছে........
স্বপ্নকিশোর ছুটছে,ছুটছে,ছুটছে........

মন্তব্য ৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৭ দুপুর ১:২৩

বিজন রয় বলেছেন: ঘুড়ি, আকাশ, কিশোর............. অনেক সুন্দর সংযোজন।
কবিতা পড়ে আমিও কিশোর হয়ে উঠলাম, কল্পনায় ভেসে গেলাম ঘুড়ির মতো অনেক দূর!

অনেক ভাল লেগেছে।

শুভকামনা রইল সুদীপবাবু।

২৭ শে জুন, ২০১৭ রাত ১১:৪৭

সুদীপ কুমার বলেছেন: সতত ভালোলাগা।

২| ২৭ শে জুন, ২০১৭ দুপুর ১:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বাহ! চমৎকার বুঝিয়েছেন কবিতায়।
ভালো লাগলো কবিতা +++++

২৭ শে জুন, ২০১৭ রাত ১১:৪৭

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।

৩| ২৭ শে জুন, ২০১৭ বিকাল ৫:২৫

রানা হোসেন বলেছেন: ভাল লেগেছে কবিতাটি ।

২৭ শে জুন, ২০১৭ রাত ১১:৪৬

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।

৪| ২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১১

ব্লগ সার্চম্যান বলেছেন: সুন্দর পোস্ট।ভালো লাগল।

২৭ শে জুন, ২০১৭ রাত ১১:৪৬

সুদীপ কুমার বলেছেন: সুন্দর মন্তব্য।ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.