নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্পকে জাদু বানানোর প্রচেষ্টায় আছি। যে জাদুর মোহনীয়তায় মানুষ মুগ্ধ হবে, বুঁদ হয়ে ঘুম হারাবে, রাত কাটাবে নির্ঘুম।

তাহসিনুল ইসলাম

অরূপকথার জাদুকর আমি!!

তাহসিনুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

মাঝে মাঝে তব দেখা পাই

১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১১



‘কিছু কিছু মানুষ আছে যারা মনের দরজায় করাঘাত না করেই অভিসারে মনের বাড়িতে ঢুকে এর ত্রিকোণাকার দোআঁশ মাটির আঙিনায় আধিপত্য শুরু করে দেয় নির্বিঘ্নে। এদের হৃদয়ের অকপট ঔদার্যের স্নিগ্ধ সুবাস মনের সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। আর এদের ঋজু পদের সহজ সুন্দর চারণা হৃদয়কে করে অনুগত। এই মানুষগুলোর মধ্যে এমন একটা মোহনীয় মাধুর্য আছে যে, এদের অকারণ অধিকার ফলানোটা বিরক্তির সৃষ্টি করে না বরং ভালোলাগার পরশ বুলিয়ে দেয়। ছোটচাচি হলেন এই প্রকৃতির মানুষ। ’

ছোটচাচির মোহনীয় মাধুর্যে আমি নিজেও খানিকটা মুগ্ধ। উপন্যাস শেষে তাই ভাবছি—

ভাঙা-গড়ার মোহন খেলায় এ কোন অরূপ কায়া
কোন সে আলোয় মনের ওপর পড়লো তাহার ছায়া ।

মানুষের জীবন ভাঙা-গড়ার খেলাই বটে। ‘মাঝে মাঝে তব দেখা পাই’র চরিত্রগুলোর মধ্যেও ভাঙা-গড়ার একটা খেলা দেখা যাবে। আসলে মানুষের মন বড়ই বিচিত্র খেয়ালপূর্ণ। মন নিজেই জানে না সে সত্যিই কি চায়। যা পাওয়ার জন্য সে মরিয়া হয়ে ওঠে; সময়, সম্পদ, সাধনা সবই ব্যয় করে অথচ তা প্রাপ্তির পর একসময় সে তার আর মূল্যায়ন করতে চায় না। কি অদ্ভুত! তাহলে মনের পরম চাওয়াটা আসলে কি?

…মাঝে মাঝে তব দেখা পাই উপন্যাসটি আসছে ‘ঘাসফুল প্রকাশনী’ থেকে। অমর একুশে বইমেলা- ২০১৬ .. প্রচ্ছদটি এঁকেছেন মোস্তাফিজ কারিগর..

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৮

আরণ্যক রাখাল বলেছেন: শুভকামনা রইল

১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩২

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ

২| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৯

হাসান মাহবুব বলেছেন: শুভকামনা রৈলো।

১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩১

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০১

সুমন কর বলেছেন: শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৯

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৩

তার আর পর নেই… বলেছেন: শুভকামনা রইলো। ছোটচাচীর বিশেষত্ব আগ্রহ বাড়িয়ে দিল।

১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৫

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ;)

৫| ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২১

অপর্ণা মম্ময় বলেছেন: শুভকামনা রইলো।
মোস্তাফিজ কারিগর উনি তো লেখালেখিও করতেন তাই না ?

১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৮

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ। দুঃখিত এই বিষয়টি আমি সঠিক বলতে পারছি না। তবে যতোটুকু মনে হয় তিনি লেখালেখি করেন না।

৬| ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: শুভকামনা রইল।

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৩

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।

৭| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৪

নাজমুস সাকিব রহমান বলেছেন: শুভকামনা রইল।

১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৩

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।

৮| ১৯ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৪৩

রুদ্র জাহেদ বলেছেন: অভিনন্দন এবং শুভকামনা রইল।পড়ার ইচ্ছে আছে

২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪১

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ । ভালো থাকবেন :)

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৫

আবু শাকিল বলেছেন: সৌজন্য কপি পাওয়া যাবে :)

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৩

তাহসিনুল ইসলাম বলেছেন: বিষয়টি বিবেচনায় রাখা গেলো। ধন্যবাদ ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.