নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্পকে জাদু বানানোর প্রচেষ্টায় আছি। যে জাদুর মোহনীয়তায় মানুষ মুগ্ধ হবে, বুঁদ হয়ে ঘুম হারাবে, রাত কাটাবে নির্ঘুম।

তাহসিনুল ইসলাম

অরূপকথার জাদুকর আমি!!

তাহসিনুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

মাঝে মাঝে তব দেখা পাই (উপন্যাস) (স্টল নং- ১৩৭)

২৪ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬



মুহিব বললো, এভাবে অপলক তাকিয়ে থাকলে তো আমি আপনার প্রেমে পড়ে যাবো। প্রেমে পড়লে তখন কি হবে?

সুচিত্রা সেনের উত্তর অকপট। সে বললো, কি হবে আবার? আমরা পরের স্টেশনে নেমে যাবো দু’জনে। তারপর হাতে হাত রেখে হাঁটবো আদিগন্তবিস্তৃত পথে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লে কোথাও মালতীলতা গাছের নিচে বসে পড়বো। হালকা হাওয়ায় মালতীলতার শরীর দুলবে। আমরা চোখে চোখ রেখে চোখের সুধা পান করবো। হৃদয় দিয়ে হৃদয় হৃদিবো। এখন বসন্ত না হয়ে যদি বর্ষা হতো তাহলে বেশি ভালো হতো। আকাশ ফেটে বৃষ্টি নামতো রিমঝিম। কদম ফুল খোঁপায় জড়িয়ে জলভরা মাঠে নাচা যেতো। ইস! যা বাতাস। আমার চোখের সামনে থেকে এই উদ্ভট চুলগুলো একটু সরিয়ে দেবেন? থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কি এখন একটা গান গাইবেন?

-- না।

-- কেনো?

-- কারণ আমি গান গাইতে পারি না।

-- আপনার কণ্ঠতো অনেক ভরাট। কবিতা আবৃত্তি করেছেন কখনো?

-- না।

-- আপনি এখন আমাকে একটা প্রেমের কবিতা আবৃত্তি করে শোনাবেন। অজিত দত্তের ‘কুসুমের মাস’ কবিতাটা পড়েছেন? এই কবিতাটার শেষের লাইন দুটো আমার ভীষন প্রিয়। লঘুপদে চলো যাই, কেহ যেন আঁখি নাহি হানে/ নিঃশ্বাসে জাগে না যেন তন্দ্রাস্তব্ধ রাতের বাতাস।

... মাঝে মাঝে তব দেখা পাই (উপন্যাস)
... অমর একুশে বইমেলা- ২০১৬
... ঘাসফুল প্রকাশনী ( স্টল নং- ১৩৭)

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

চাঁদগাজী বলেছেন:


অভিনন্দন

২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪১

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ :)

২| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৪২

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক অভিনন্দন এবং শুভ কামনা রইলো ।

২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪০

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ :)

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৯

তাশমিন নূর বলেছেন: শুভকামনা রইল।

২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫০

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।।

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৮

মনিরা সুলতানা বলেছেন: শুভ কামনা :)

২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২২

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ :)

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৯

দীপংকর চন্দ বলেছেন: অভিনন্দন অনেক।

প্রত্যাশা, অশেষ পাঠকপ্রিয়তা অর্জন করুক গ্রন্থটি।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন ভাই।

ভালো থাকবেন। সবসময়।

২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৬

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।
আপনিও ভালো থাকবেন ।।

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৪

এহসান সাবির বলেছেন: মাঝে মাঝে তব দেখা পাই -স্টল নং- ১৩৭, নোট করে নিসি...

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৩

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।
ভালো থাকবেন :)

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৩

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ লাগল এই অংশটুকু।সংগ্রহ করব বই।উপন্যাসের জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল প্রিয় লেখক-ব্লগার

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩২

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।।
ভালো থাকবেন ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.