নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্পকে জাদু বানানোর প্রচেষ্টায় আছি। যে জাদুর মোহনীয়তায় মানুষ মুগ্ধ হবে, বুঁদ হয়ে ঘুম হারাবে, রাত কাটাবে নির্ঘুম।

তাহসিনুল ইসলাম

অরূপকথার জাদুকর আমি!!

তাহসিনুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

অণুগল্পঃ বাদল দিনের প্রথম কদম ফুল--

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩২



-- বুঝলি জসিম, গিন্নী যখন বেশি রাঁধে, তখন গৃহে যুদ্ধ বাঁধে।
-- রান্নার সাথে যুদ্ধের কি সম্পর্ক চাচা?
-- আছে, সম্পর্ক আছে। অতি নিবিড় সম্পর্ক। আচ্ছা জসিম, তুই কদম গাছে চড়তে পারিস?
-- কদম গাছে চড়া তো কোন ব্যাপার না চাচা। ব্যাপার হলো তাল গাছ, নারকেল গাছে চড়া। আপনার দোয়ায় আমি তাল এবং নারকেল দুই গাছেই চড়তে পারি। মা বলে আমি না-কি বিরাট গেছো।
-- মা’সাল্লাহ। তুই তো বড়ই বিদ্বান ছেলে। গাছে চড়তে পারাটাও বিরাট বিদ্যার কাজ। আমাকে তাহলে এখন নীপগাছ থেকে কয়েকটা টাটকা নীপ ছিঁড়ে দে বাপ--
-- নীপগাছ আবার কোনটা চাচা? এই গাছ তো আমি চিনি না।
-- নীপগাছ মানে কদমগাছ। রবীন্দ্রনাথের গান শুনিস নি, এসো নীপবনে ছায়াবীথিতলে--
-- ও আচ্ছা শুনছি। কিন্তু চাচা আপনি নীপ, মানে এই কদম দিয়ে কি করবেন?
-- তোর চাচীকে দেবো। আজ পহেলা আষাঢ়। পহেলা আষাঢ়ের পহেলা কদম ফুল দেবো। তোর চাচী অনেক খুশি হবে--
সত্তুর-আষাঢ় ছুঁই ছুঁই চাচার রোমান্টিকতা দেখে জসিম বিস্মিত হলো। গাছে চড়ে তড়িঘড়ি পাঁচ-ছয়টা কদম ছিঁড়ে দিয়ে বললো, চাচা আপনি কি চাচীকে প্রতি আষাঢ়েই এভাবে কদম দেন?
-- হ্যাঁ এখন পর্যন্ত কোন আষাঢ় বাদ যায়নি—
গেছো জসিম আবারও বিস্মিত হলো। বললো, চাচা আর ওই যুদ্ধের ব্যাপারটা?
-- বুঝিস নি। বেশি রাঁধলে কর্তার ভুরি বাড়ে। আর কর্তার ভুরি বাড়লেই গিন্নী যুদ্ধ বাঁধায়। হাঃ হাঃ হাঃ---
কদম হাতে বাড়িতে চুপিসারে ঢুকে বজলুল উদ্দিন কদমগুলো লুকিয়ে রেখে ব্যালকনিতে এসে দাঁড়ালেন। আষাঢ়ের আকাশ থেকে থেকে ঝংকৃত হতে লাগলো। বজলুল উদ্দিন গান ধরলেন, আষাঢ় সজলঘন আঁধারে, ভাবি বসি দুরাশার ধেয়ানে /আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে--
-- তিথি কে? শুভ্রকেশী বৃদ্ধা পাশে এসে দাঁড়ালেন।
-- কোন তিথি?
-- এই যে যার প্রেমডোরে তুমি বাঁধা পড়ে আছো?
-- হাঃ হাঃ হাঃ—
-- হাসছো কেনো?
-- ভাবছি তুমি এখনো সেই আগের মতোই আছো। চাঁদকে এখনো তোমার সতীন ভাবো।
-- তুমিও তো একটুও বদলাও নি। দাও আমার কদম কোথায়? শুভ্রকেশী বৃদ্ধা মিষ্টি হেসে উত্তর দেন--
-- দাঁড়াও নিয়ে আসছি--
বজলুল উদ্দিন লুকানো কদম ফুল এনে তাঁর বৃদ্ধা প্রেয়সীর শুভ্র কেশে পরিয়ে দিতে লাগলেন। বৃদ্ধা আনন্দে আত্মহারা হয়ে হাসতে লাগলেন কুটি কুটি। এমনসময় আষাঢ়ের আকাশ ফেটে রিমঝিম বৃষ্টি নামতে শুরু করলো। বৃদ্ধ বজলুল উদ্দিন প্রথম আষাঢ়-বৃষ্টি ভুলে মুগ্ধ দৃষ্টিতে তাঁর বৃদ্ধা প্রেয়সীর নীপশোভিত কেশদামের দিকে তাকাতে লাগলেন। আহ! কতো সুন্দর লাগছে। শুভ্র খোঁপাতেও যে কদম ফুল এতো সুন্দর লাগে এটা তিনি ছাড়া ভালো আর কে জানেন?

মন্তব্য ২৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৮

প্রামানিক বলেছেন: চমৎকার গল্প

২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৮

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।
শুভ সকাল ।।

২| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০৫

পুলহ বলেছেন: কল্পনায় দূর থেকে দৃশ্যটা দেখতে পেয়ে সত্যিই খুব ভালো লাগলো। এরকম পবিত্র অনুভূতি উপলব্ধি করতে পারাটাও আনন্দের!

ঘুমাবার আগে আপনার গল্প পড়ে চমৎকার একটা অনুভূতি নিয়ে ঘুমাতে যাব- সেজন্য ধন্যবাদ :)

২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৩

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।
শুভ সকাল ।।

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: খুব সাধারণী ঘটনা কিন্তু অতুলনীয় স্বাদ পেলাম গল্পে। ভালোবাসা দীর্ঘায়ু হোক। শুভ্রকেশ আর ভালোবাসার শুভ্রতা মিলে একাকার হয়ে যাক।

+

২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৩

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।।
ভালো থাকবেন।।

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৪

মনিরা সুলতানা বলেছেন: বাহ চমৎকার
ভালবাসার গল্পে ++++

২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।।
ভালো থাকবেন।।

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০২

কথাকাহন বলেছেন: নীপ অর্থ কদম জানতাম না। জ্ঞান অর্জনের সাথে আনন্দ পেলাম লেখাটা পড়ে।

২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০২

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।। ;)

৬| ২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৯

আহমেদ জী এস বলেছেন: তাহসিনুল ইসলাম ,



বাদল দিনের প্রথম কদম ফুলের ঘ্রান ছড়িয়ে গেল গতায়ু দুটি মানুষের প্রেম বন্ধনের এই গল্পে .................
ভালো লাগা ।

২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ অশেষ ।
ভালো থাকবেন।
শুভকামনা রইলো

৭| ২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০১

তাশমিন নূর বলেছেন: সুন্দর। তবে পড়ে মনে হল, কোন বড় গল্পের অংশবিশেষ।

২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২১

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।। গল্পটা অ্যাবসারডলি এবং কথোপকথোনের মাধ্যমে শুরু হওয়ায় হয়তো এমনটা মনে হয়েছে আপনার ;)

৮| ২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৮

হাসান মাহবুব বলেছেন: অণুগল্প হিসেবে ভালোই হয়েছে।

২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৬

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই ;)

৯| ২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫১

টোকাই রাজা বলেছেন: তাশমনি নুর আপুর সাথে সহমত, সুন্দর। তবে পড়ে মনে হল, কোন বড় গল্পের অংশবিশেষ।

২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৯

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।। গল্পটা অ্যাবসারডলি এবং কথোপকথোনের মাধ্যমে শুরু হওয়ায় হয়তো এমনটা মনে হয়েছে আপনার ;)

১০| ২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৯

অপর্ণা মম্ময় বলেছেন: নির্মল একটা দৃশ্য দেখলাম এটা পড়ে। শুভেচ্ছা রইলো

২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৯

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকবেন ।।

১১| ২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৫

ভ্রমরের ডানা বলেছেন: রোমান্স জাগানিয়া গল্প।

শুভকামনা গল্পকার।

২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৭

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকবেন ।।

১২| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৯

ফেরদৌসা রুহী বলেছেন: এমন ভালোবাসা সব দম্পতির মধ্যেই বিরাজ করুক

২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১২

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।

১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৬

রুদ্র জাহেদ বলেছেন: নির্মল ভালোবাসা...এভাবেই চিরকাল বেঁচে থাকুক।দারুণ লাগল

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩১

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।।
ভালো থাকবেন ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.