নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্পকে জাদু বানানোর প্রচেষ্টায় আছি। যে জাদুর মোহনীয়তায় মানুষ মুগ্ধ হবে, বুঁদ হয়ে ঘুম হারাবে, রাত কাটাবে নির্ঘুম।

তাহসিনুল ইসলাম

অরূপকথার জাদুকর আমি!!

তাহসিনুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

মাঝে মাঝে তব দেখা পাই (উপন্যাস)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৭



- সবিতা, বাহ! বেশ সুন্দর নামতো। কিন্তু সবিতা নামটা আপনার সাথে ঠিক মানায় না। সবিতা অর্থ তো সূর্য, আর সূর্য তো রুদ্রমূর্তিময়। সবিতা না হয়ে আপনার নাম কবিতা কিংবা চাঁদনী হলে ভালো হতো। কবিতার মতো মখমলে। চাঁদের মতো স্নিগ্ধ দীপ্তিময়।

-- ভালোই বলেছেন। কিন্তু কবিতা আমার ভালো লাগে না। কবিতার মধ্যে একটা মাদকতা আছে। কবিতা নেশা ধরিয়ে দেয়। আর চাঁদের কোন নিজস্বতা নেই। চাঁদ অন্যের আলো চুরি করে স্নিগ্ধতা বিলায়। অন্যদিকে সূর্য আপন মহিমায় ভাস্বর। সূর্য স্বকীয়। সূর্যের মধ্যে আছে একটা জ্বালাময়ী সৌন্দর্য। চাঁদকে চোখ দিয়ে চাটা যায়, কিন্তু সূর্যের দিকে চোখ তুলে তাকালে আপনার চোখ ঝলসে যাবে।

মাঝে মাঝে তব দেখা পাই (উপন্যাস)
ঘাসফুল প্রকাশনী ( স্টল নং- ১৩৭)
লিটল ম্যাগ চত্বর ( স্টল নং- ২৩)
মূল্যঃ ১৫০ টাকা ।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৩

মাহবুবুল আজাদ বলেছেন: শুভ কামনা রইল

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৯

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৬

পথে-ঘাটে বলেছেন: শুভ হোক "মাঝে মাঝে তব দেখা পাই" এর পথ চলা

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৩

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ।।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০০

এহসান সাবির বলেছেন: কিন্তু কবিতা আমার ভালো লাগে না। কবিতার মধ্যে একটা মাদকতা আছে। কবিতা নেশা ধরিয়ে দেয়। আর চাঁদের কোন নিজস্বতা নেই। চাঁদ অন্যের আলো চুরি করে স্নিগ্ধতা বিলায়। অন্যদিকে সূর্য আপন মহিমায় ভাস্বর। সূর্য স্বকীয়। সূর্যের মধ্যে আছে একটা জ্বালাময়ী সৌন্দর্য। চাঁদকে চোখ দিয়ে চাটা যায়, কিন্তু সূর্যের দিকে চোখ তুলে তাকালে আপনার চোখ ঝলসে যাবে।

দারুন।

শুভ কামনা সব সময়।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০০

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ অশেষ !!!!!!!
শুভ সকাল !!!!!!!

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৫

হাসান মাহবুব বলেছেন: সভিতা ভাবীরে ভালা পাইলাম।

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৯

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ।চমৎকার লাগল অংশটা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.