নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্পকে জাদু বানানোর প্রচেষ্টায় আছি। যে জাদুর মোহনীয়তায় মানুষ মুগ্ধ হবে, বুঁদ হয়ে ঘুম হারাবে, রাত কাটাবে নির্ঘুম।

তাহসিনুল ইসলাম

অরূপকথার জাদুকর আমি!!

তাহসিনুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

পাঠ-প্রতিক্রিয়া ( মাঝে মাঝে তব দেখা পাই )

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৩



'...মানু‌ষের মন‌কে য‌দি পরীক্ষাগা‌রে নি‌য়ে ব্যব‌চ্ছেদ ক‌রে পুঙ্খানুপুঙ্খরূ‌পে পর্য‌বেক্ষণ করা হয় তারপরও তার কিছু উপাদান চো‌খের অাড়া‌লেই র‌য়ে যা‌বে। অামরা অাসলে কেউ কাউ‌কে চিন‌তে পা‌রি না পু‌রোপু‌রি।'

স‌ত্যিই তো কী ক‌রে চেনা যায়? মানস-সরোবর বড্ড জ‌টিল, বড্ড বেয়ারা, বৈপ‌রি‌ত্যের রেণু যত্রতত্র ভয়ংকরভাবে ছড়া‌নো, কেউ কা‌রো মুখা‌পেক্ষী নয়...এই স‌রোব‌রে তৈরী হয় হাওয়াকুঠু‌রি, এই কুঠু‌রি কখ‌নো কয়েদখানা, কখ‌নো কাঁচামি‌ঠে অাকাঙ্ক্ষার টিলারূপ ধারণ ক‌রে, নেই কোন স্থায়ী প‌রিকল্পনা। প্রণয় ও অপ্রণয় চ‌লে হাত ধরাধ‌রি ক‌রে, কেউ জে‌তে না, কেউ হা‌রে না...বাস্তবতার নির্জলা ঘুণ‌পোকা‌টি শুধু ট্রা‌জি-ক‌মে‌ডির মঞ্চে ছড়ায় সব্যসাচী গুঞ্জন...যেখা‌নে নিরন্তর মঞ্চস্থ হয় জ্ঞাতকুলশীল অার অজ্ঞাত দিবারা‌ত্রির পক্ষধ্ব‌নি...না‌চে রহ‌স্যের র‌ক্তিম অথচ উত‌রোল গ‌ণিকা।

তরুণ কথা‌শিল্পী তাহ‌সিনুল ইসলা‌মের নব্য উপন্যাস 'মা‌ঝে মা‌ঝে তব দেখা পাই' সাক্ষ্য বহন ক‌রে অামা‌দের প‌রি‌চিত সমাজব্যবস্থার। মা‌ঝে মা‌ঝে চ‌রিত্রগু‌লো ভাব‌বি‌নিম‌য়ের সং‌বেদী নক্ষ‌ত্রের মত ভা‌লোবাসায় জ্বলজ্বল ক‌রে, অাবার মা‌ঝে মা‌ঝে দেখা যায়, চ‌রিত্রগুলো দা‌য়ি‌ত্বের সম্পর্ক মোচন ক‌রে ব্য‌ক্তি-অাত্ম‌কে‌ন্দ্রিকতায় ড‌ু‌বে গি‌য়ে অলীক খড়কু‌টো অর্জ‌নে ক্ষয় হয় সাবলীলভা‌বে। অর্থাৎ, প্রণয় ও অপ্রণয় চলে হাত ধরাধরি ক‌রে, তারা কেউ কা‌রো গোলাম হ‌তে চায় না, তারা স্বকীয়তা বজায় ‌রে‌খে সমান্তরা‌লে চ‌লে।

তাহ‌সিনুল ইসলা‌মের উপন্যাসে ঠিক এভা‌বেই অ‌ঙ্কিত হ‌য়ে‌ছে প্রণয় ও অপ্রণ‌য়ের নির্জলা চিত্রকল্প। তাঁর ভাষা ঝকঝ‌কে, বর্ণনার ভ‌ঙ্গি, প্লট, স্থান, কাল, পাত্র সব মি‌লে‌মি‌শে হ‌য়ে উ‌ঠে‌ছে ট্রা‌জি-ক‌মে‌ডির রক্তাক্ত অথচ অপূর্ব রমণ। মু‌হিব, ছোটচা‌চি, শায়লা, নিলয় প্রমুখ চ‌রি‌ত্রের স্বচ্ছ বুন‌নে তাহ‌সিনুল ইসলা‌মের কুশলতারই ঋজু প্রদর্শন ধরা প‌ড়ে পু‌রো উপন্যা‌সে। পাঠকের অাদরপ্রা‌প্তির ব্যাপারটা পাঠ‌কের হাতেই রই‌লো...

----------------------------------------------------------------------------------------- মিজানুর রহমান

‘’ অসম্ভব সুন্দর একটা জার্নি করলাম,সুন্দর একটা বইয়ের সাথে।রবীন্দ্রনাথের ছোঁয়া আছে বইটাতে তাই রবীন্দ্র সংঙ্গীতের সাথে আরও মন্ত্রমুগ্ধের মতো বইটা আকৃষ্ট করেছে আমাকে।
সত্যি বলছি ভেবেছিলাম নতুন লেখক টুকরো গল্পের জন্যই বেশি ভাল বোধেহয়,উপন্যাস হয়ত অতটাও ভাল হবে না।লেখক আমাকে টিক্কা দিয়ে প্রিয় লেখকদের একজনে পরিণত হয়েছেন।আমার ভাললাগার তালিকায় নতুন একটা বই যুক্ত হয়েছে,হারিয়ে গেছি বইট ডলি

........................................................................................................ডলি সুলতানা

‘’ মাঝে মাঝে তব দেখা পাই উপন্যাসটা পড়ে ফেললাম। উপন্যাসটা সত্যি মুগ্ধকর। পুরো উপন্যাসে বুদ হয়ে ছিলাম। তরুণ প্রজন্মের একজন লেখকের ভাষা এবং কাহিনীর বর্ণনা এতো শক্তিশালী হতে পারে এটা ভাবতেই পারিনি। মাঝে মাঝে তব দেখা পাই পড়তে গিয়ে তাই মাঝে মাঝে মনে হয়েছে বিখ্যাত কোন শক্তিধর লেখকের বই পড়ছি। উপন্যাসের ভাষা মুগ্ধকর, উপন্যাসের কাহিনী বিস্মিত করে দেয়ার মতো এবং উপন্যাসের চরিত্রদের রোম্যান্টিক কথোপকথন আরও মুগ্ধকর। ‘’

---------------------------------------------------------------রেজা মাহফুজ

‘মাঝে মাঝে তব দেখা পাই’ নিয়ে অনেক পাঠকই ফেসবুকে বিভিন্ন গ্রুপে তাদের মুগ্ধতার কথা শেয়ার করছেন। তাদের মুগ্ধতা দেখে আমি নিজেও মুগ্ধ হয়ে যাচ্ছি। ইতোমধ্যে অনেকেরই পাঠ প্রতিক্রিয়া চোখে পড়েছে গ্রুপে। অনেকেরটা হয়তো আড়াল পড়ে গেছে। দু’ একজনের পাঠ-প্রতিক্রিয়া বেশ ভালো লাগায় সেখান থেকে কিছু অংশ শেয়ার করলাম।

'মাঝে মাঝে তব দেখা পাই পাওয়া যাবে' ঘাসফুল প্রকাশনীর স্টলে-- স্টল নং-- ১৩৭ -- মূল্য -- ১৩৫ টাকা --

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৬

হাসান মাহবুব বলেছেন: বেশ!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩১

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই ।।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪০

নেক্সাস বলেছেন: বেশ লাগলো। কোন প্রকাশনী ভাই

১০ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৬

তাহসিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ। ঘাসফুল প্রকাশনী !!!!!!!!!!

৩| ১০ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৩

প্রামানিক বলেছেন: বইয়ের সাফল্য কামনা করি। ধন্যবাদ

৪| ২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৮

এহসান সাবির বলেছেন: দেরিতে হলেও বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.