নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনি এখন এমন একজন \"সাহসী\" মানুষের প্রোফাইলে ঢুকেছেন,যে কিনা ভাগ্যের কাছে সব সময়ই পরাজিত।

টি-ভাইরাস

জীবনে সফল হতে না পারি দুঃখ নেই...একজন ভাল মানুষ হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে চাই...

টি-ভাইরাস › বিস্তারিত পোস্টঃ

গোপালগঞ্জ-বন্দনার জবাব

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৯

ডিএমপি কমিশনার বেনজির আহমেদ [৫ মে-তে শাপলা চত্বর অভিযানের অন্যতম মাস্টারমাইন্ড]-সহ বহু গোপালগঞ্জী পুলিশ কর্মকর্তার বাড়াবাড়ির শিকার খালেদা জিয়া বলেছিলেন, "গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। আল্লাহর গজব পড়বে, আপনারা যা শুরু করে দিয়েছেন।

http://www.youtube.com/watch?v=HJjxC8xN8cs



এর পরই শুরু হয়েছে শাসক দলের গোপালগঞ্জ-বন্দনা:



নৌ-পরিবহন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী শাজাহান খান বলেছেন, "গোপালগঞ্জ হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান। এটি বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষের কাছে তীর্থস্থান।"



Click This Link





সাবেক পররাষ্ট্রচারী মন্ত্রী দিপু মনি বলেছেন, "প্রকৃতঅর্থে বেগম খালেদা জিয়া গোপালগঞ্জ ও তার অধিবাসীদের লক্ষ্য করে কটাক্ষপূর্ণ উক্তির মধ্য দিয়ে আরেকবার প্রমাণ করেছেন তিনি পাকিস্তানিদের পদলেহী ও পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর।"



Click This Link





তরিকত চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী বলেছেন, "গোপালগঞ্জ না হলে বাংলাদেশই হতো না। গোপালগঞ্জ, বঙ্গবন্ধু আর স্বাধীনতা একই সূত্রে গাথা।"



Click This Link





যথারীতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শামিল হয়েছেন এই বন্দনায়:



"গোপালগঞ্জে জাতির পিতার জন্ম। তার নেতৃত্বে যুদ্ধ করেছি। গোপালগঞ্জ স্বাধীনতা দিয়েছে।"



Click This Link





সত্যিকার অর্থে, ইসলামিক আইনবিজ্ঞান (ফিকহ)-এর দৃষ্টিকোণ থেকে "গোপালগঞ্জ না হলে বাংলাদেশই হতো না" বা "গোপালগঞ্জ স্বাধীনতা দিয়েছে" এই জাতীয় বক্তব্য পরিষ্কার শিরক ও কুফরী।





রাজনৈতিক দিক থেকে বিবেচনা করলে বিষয়টি অতি সংকীর্ণ আঞ্চলিকতা ছাড়া আর কিছুই নয়।



খালেদার বক্তব্যটি ছিল, অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারিতের আর্তি। লক্ষ্য করুন, গোপালগঞ্জের নামসংক্রান্ত বাক্যের পরই তিনি বলেছেন, আল্লাহর গজব পড়বে, আপনারা [গোপালগঞ্জী পুলিশ] যা শুরু করে দিয়েছেন।



তাই খালেদার বক্তব্যটি হলো, একটি অত্যাচারী [গোপালগঞ্জী পুলিশ] শ্রেণির বিরুদ্ধে আল্লাহ ও জনগণের উদ্দেশে একজন গৃহবন্দীর বিক্ষুব্ধ মনের বহিঃপ্রকাশ।





তবে যদি কেউ খালেদার বক্তব্যকে আক্ষরিক অর্থে "গোপালগঞ্জের নাম পরিবর্তনের পরিকল্পনা" হিসেবে দেখতে চান, তাহলে বলতে হয়, ওই নাম পরিবর্তন করতে চাওয়াও এমন কোনো নজিরবিহীন ঘটনা নয়।



ভারতমাতাই তো বোম্বে, মাদ্রাজ-সহ বহু শহরের নাম বদলিয়েছে:



Click This Link





সারা পৃথিবীতেই ঐতিহাসিক, ভৌগোলিক ও রাজনৈতিক কারণে নাম পরিবর্তনের উদাহরণ আছে:



Click This Link





লেনিনগ্রাদ, স্তালিনগ্রাদের নামও রাজনৈতিক পটপরিবর্তনের পর বদলেছে।





বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মোহাম্মদ আলী জিন্নাহর নামের স্থাপনাগুলোতে এমন পাইকারিভাবে শেখ মুজিবের নাম বসানো হয়েছিল যে, অনেকে ঠাট্টা করে বলত, "ভাগ্যিস, জিন্নাহর কবরটি পূর্ব পাকিস্তানে ছিল না! নইলে ওটাকেও শেখ মুজিবের কবর নাম দেয়া হতো!"



আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় গুলিস্তানের যে বঙ্গবন্ধু এভিনিউতে, সেটার নামই ছিল "জিন্নাহ এভিনিউ"।





এই গোপালগঞ্জেরও পূর্বনাম ছিল রাজগঞ্জ!



সরকারি ওয়েব সাইটে দেয়া তথ্যমতে:



http://sadar.gopalganj.gov.bd/node/427456



সেখানে বসতি বলতে ছিল নিম্নবর্ণের জেলে, মাঝি, বেদে আর কুমোর। প্রায় সবাই নম:শুদ্র হিন্দু। দেড়শ বছর আগে এখানে একঘর মুসলমানের বসতির কোন সন্ধান পাওয়া যায় না।



ব্রিটিশদের দালাল হিন্দু নারী রাসমনি ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের সময় এক উচ্চপদস্থ ইংরেজ সাহেবের প্রাণ রক্ষা করেছিলেন। পরবর্তীতে তারই পুরস্কার হিসাবে বৃটিশ সরকার রাসমনিকে মকিমপুর স্টেটের জমিদারী প্রদান করেন এবং তাঁকে রাণী উপাধিতে ভুষিত করেন। সেই কলকাতাবাসিনী রাসমনির নাতি গোপালের নাম অনুসারে রাজগঞ্জের নামকরণ করা হয় "গোপালগঞ্জ"।



ব্রিটিশদের রাজাকার এক জমিদারনীর নাতির নামটি পরিবর্তন খুবই স্বাভাবিক একটি দাবিই হতে পারে! পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের নাম তো হয়েছে বাহাদুর শাহ পার্ক।



তাই ওই জেলার কৃতি সন্তান, ১৫ আগস্ট ১৯২৬ সালে জন্ম নেয়া ব্রিটিশবিরোধী বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের নামে ওই জেলার নাম "সুকান্তগঞ্জ" রাখা যেতে পারে।



প্রতি বছর ১৫ আগস্টে ধুমধাম করে "সুকান্তগঞ্জ" জেলায় পালন হবে কিশোর-কবির জন্মউৎসব ! :-P

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৯

নবীউল করিম বলেছেন: লেখাটা পক্ষপাত দুষ্ট না, এই কথা না বললেও অত্যন্ত চমৎকার বিশ্লেষণ এবং উপস্থাপন বলতেই হয়!

২| ০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২১

একজন বাংলার ছেলে বলেছেন: :P =p~

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৭

টি-ভাইরাস বলেছেন: :P

৩| ০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩০

মোঃ আনারুল ইসলাম বলেছেন: বিশ্লেষণ ভালই লাগল তবে ভক্তরা এই যুক্তি মানবে না।

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৬

টি-ভাইরাস বলেছেন: ভক্তরা সব সময় তাল গাছ আমার এই সিস্টেমে চলে

৪| ০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৬

শাহ আজিজ বলেছেন: বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মোহাম্মদ আলী জিন্নাহর নামের স্থাপনাগুলোতে এমন পাইকারিভাবে শেখ মুজিবের নাম বসানো হয়েছিল যে, অনেকে ঠাট্টা করে বলত, "ভাগ্যিস, জিন্নাহর কবরটি পূর্ব পাকিস্তানে ছিল না! নইলে ওটাকেও শেখ মুজিবের কবর নাম দেয়া হতো!"[/sb
=p~

প্রতি বছর ১৫ আগস্টে ধুমধাম করে "সুকান্তগঞ্জ" জেলায় পালন হবে কিশোর-কবির জন্মউৎসব
X((

কিন্তু শেখ পরিবার আরব হতে এই চরে কবে আমদানি হইছিল ??

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৮

টি-ভাইরাস বলেছেন: সেটা না হয় অনন্য কোন দিন বলব :)

৫| ০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৮

উপপাদ্য বলেছেন: অসাধারন একটা পোস্ট। গোপালগঞ্জি গোপালীদের বাড়াবাড়ির একটা প্রমান থাকলো।

ওয়েলডান টি-ভাইরাস।

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৯

টি-ভাইরাস বলেছেন: ধন্যবাদ উপপাদ্য

৬| ০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১২

ক্যাচালবাজ বলেছেন: 'প্রতি বছর ১৫ আগস্টে ধুমধাম করে "সুকান্তগঞ্জ" জেলায় পালন হবে কিশোর-কবির জন্মউৎসব '

কিছু বলার রুচি রইলো না!!

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২২

টি-ভাইরাস বলেছেন: আমলকী খান ... আমলকী খাইছে রুচি ভালো হয়

৭| ০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৫

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: জটিল লিখেছেন ভাই

০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

টি-ভাইরাস বলেছেন: ধন্যবাদ

৮| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৩

আকাশপানে বলেছেন: খালেদা জিয়া গোপালগন্জ নামের জন্য নয়, গোপালগন্জী পুলিশের অত্যাচারের কারণে এই মন্তব্য করেছেন বলে আমি মনে করি।
গোপালগন্জ রাজগন্জ হলেই কি আর হাসিনাগন্জ হলেই কি, তাতে বাংলার মানুষের কিছু যায় আসেনা।

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৯

টি-ভাইরাস বলেছেন: খালেদা জিয়া কে এই বার যে ভাবে অত্যাচার করা হয়ছে আমার মনে হয় না কোন দেশের সাবেক প্রধান মন্ত্রি কে এই ভাবে অত্যাচার করা হয়

৯| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: শাহ আজিজ বলেছেন: বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মোহাম্মদ আলী জিন্নাহর নামের স্থাপনাগুলোতে এমন পাইকারিভাবে শেখ মুজিবের নাম বসানো হয়েছিল যে, অনেকে ঠাট্টা করে বলত, "ভাগ্যিস, জিন্নাহর কবরটি পূর্ব পাকিস্তানে ছিল না! নইলে ওটাকেও শেখ মুজিবের কবর নাম দেয়া হতো!"[/sb
=p~

প্রতি বছর ১৫ আগস্টে ধুমধাম করে "সুকান্তগঞ্জ" জেলায় পালন হবে কিশোর-কবির জন্মউৎসব
X((

কিন্তু শেখ পরিবার আরব হতে এই চরে কবে আমদানি হইছিল ?? =p~ =p~ =p~

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৯

টি-ভাইরাস বলেছেন: খালেদা জিয়া কে এই বার যে ভাবে অত্যাচার করা হয়ছে আমার মনে হয় না কোন দেশের সাবেক প্রধান মন্ত্রি কে এই ভাবে অত্যাচার করা হয়

১০| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৫

ভোরের সূর্য বলেছেন: ধন্যবাদ ভাই অনেক রেফারেন্স দিয়ে লেখাটি লেখার জন্য।আশা করবো শুধু দলকানা বাদে যাদের মিনিমাম বিবেক বলে কিছু আছে তারাই আপনার সাথে সহমত হবেন।
আমি ধরেই নিয়েছি যে খালেদা জিয়া খুবই রাগ হয়ে গোপালগঞ্জ নিয়ে কথা বলেছেন।কিন্তু আমি বলবো এটা তিনি ভুল করেছেন। একজন প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বর্তমান বিরোধী দলীয় নেত্রী হিসাবে তাকে আরো দ্বায়ীত্বশীল এবং সংযত আচরণ করা উচিৎ ছিল।

কিন্তু এর পরিপ্রেক্ষিতে আওয়ামীলীগ যেসব আচরণ বা বিবৃতি দিয়েছে সেটা অনেক কিছুর সীমা হারিয়ে ফেলেছে।
বলতে বাধ্য হচ্ছি যে আওয়ামীলীগ এবং শেখ হাসিনা তার পিতা শেখ মুজিব কে নিয়ে মাঝে মাঝে এমন বন্দনা করেন যে মনে হয় আল্লাহ্‌র শেখ মুজিবের অবস্থান।

মানুষ কে ভালবেসে তার গুনগান গাওয়া আর তোষামোদ করা সম্পূর্ণ ভিন্ন জিনিস কিন্তু আওয়ামীলীগের নেতারা তোষামোদ করতেই বেশি ভালবাসেন এবং শেখ হাসিনাও তোষামোদ পেতে ভালবাসেন। কিন্তু সেটা মাঝে মাঝে মাত্রা ছেড়ে যায় যেমন কিছুদিন আগে সাহারা খাতুন বলেছিলেন যে ৩জি ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন!!!!!!
এছাড়াও মাঝে মাঝে আওয়ামীলীগের নেতারা লাগাম ছাড়া কথা বলেন।

রোজ কেয়ামত হলেও নির্বাচন হবে-আওয়ামীলীগ নেতা নাসিম।
পৃথিবীর এমন কোন শক্তি নাই যে ৫ই ফেব্রুয়ারীর নির্বাচন বাতিল করবে-আওয়ামীলীগ নেতা নাসিম।

এসব দেখে কেন জানি ১৯৯৬ সালের কথা মনে পড়ে যাচ্ছে এবং পরে ২০০৬ সালের কথা। বিএনপিও এমন বাগারম্বর করতো কিন্তু সেটার ফল সবাই জানে।

এসব দেখে একটাই কথা মনে পড়ে যাচ্ছে।পিপীলিকার পাখা গজায় মড়িবার তরে.........

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৭

টি-ভাইরাস বলেছেন: গত পাঁচ বছরে নিয়োগ দেওয়া হয়েছে ৩২০০০ পুলিশ । এর মাঝে ৮০০০ ছিলো গোপালগঞ্জের । ৭০০০ কিশোরগঞ্জের । পুলিশের গুরুতবপূর্ণ সব পোষ্টে এই দুই জেলারই আধিপত্য দেখা যায় । গোপালগঞ্জের লোকেরা শোনা যায় মুজিব ধর্মের অনুসারী । জয় বাংলা তাদের কাছে কালেমা থেকেও গুরুতবপূর্ণ । তাদের কাছে শেখ মুজিব নাকি প্রেরিত পুরুষের মতো সম্মানিত

১১| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৪

পার্থরূপ বলেছেন: ভারতীয় মালুর নামে নাম চায় না ইসলামপ্রিয় দেশবাসি

০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৪৭

টি-ভাইরাস বলেছেন: ব্লগ করেন কিন্তু আপনে আমার কথা বুঝেন নাই কিছু হাহাহা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.