নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনি এখন এমন একজন \"সাহসী\" মানুষের প্রোফাইলে ঢুকেছেন,যে কিনা ভাগ্যের কাছে সব সময়ই পরাজিত।

টি-ভাইরাস

জীবনে সফল হতে না পারি দুঃখ নেই...একজন ভাল মানুষ হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে চাই...

টি-ভাইরাস › বিস্তারিত পোস্টঃ

ফেলানী এবং কিছু ফালতু কথা

০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৯





আজ ৭ জানুয়ারী " ফেলানী দিবস " ।

২০১১ সালের ৭ জানুয়ারি এমন এক কনকনে ঠান্ডা শীতের রাতে কুড়িগ্রাম সীমান্তে কুকুরের মতো গুলি করে ফেলানীকে হত্যা করে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী(বিএসএফ) ।

ফেলানী হত্যার বিচারের নামে ভারত ফেলানীকে হত্যাকারী খুনি বিএসএফ সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাস এবং "জাতীয় বীর" হিসেবে অভিহিত করে!



# আমাদের " সরকার যন্ত্রটি " অনেক আগেই ভারত নামের এই রাষ্ট্রটির কাছে আত্মসমর্পন করে বসে আছে । আমাদের সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিজিবি) গত পাঁচ বছরে একটা বুলেটও খরচ করেনি! এ সিঙ্গেল বুলেট!

# আর মা-খালা-চাচীরা আত্মসমর্পন করে বসে আছে স্টার জলসা/স্টার প্লাস/জি বাংলা চ্যানেলে! ওপার বাংলায় আমাদের চ্যানেল নিষিদ্ধ ।

# ভারতীয় শিল্পী ছাড়া বিজয় দিবসের অনুষ্ঠান পূর্নতা পায় না আমাদের ।

# দেশের মানুষ জাতীয় মাছ ইলিশ চোখে না দেখলেও, দাদা-কাকা বাবুরা সকাল বিকেলের নাস্তায় ইলিশ ভাজা খেয়ে তৃপ্তির ঢেকুর তোলে ঠিকই!

# নিজেদের পেছনে বাঁশ না পুরা বাশবাগান নিয়েই আমরা ভারতকে বাগেরহাটের রামপালে বিদ্যুৎ কেন্দ্র করার অনুমতি দিয়েছি । কৃত্রিম সুন্দরবন গড়বো বলে!

# তিতাস নদীর স্রোত বন্ধ করে, রাস্তা বানিয়ে দিয়ে ভারতকে বিনামূল্যে ট্রানজিট দিয়েছি ।

# ছিটমহল চুক্তি করে ভারতকে ছিটমহল ফিরিয়ে দিয়েছি, কিন্তু নিজেদের গুলো এখনো উদ্ধার করতে পারিনি ভারতের হাত থেকে ।

# টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর আজও আমাদের ক্রিকেট টিমকে ভারত নিজের দেশের মাটিতে খেলতে আমন্ত্রন জানায়নি ।



আরো অনেক কিছুই আছে লেখার মতো ।

ভারত-বাংলাদেশ সীমান্ত বিশ্বের অন্যতম ঝুকিপূর্ন সীমান্ত ।

অথচ ভারত দাবী করে তারা নাকি আমাদের সবচেয়ে ভাল বন্ধু!

প্রতিদিনই সীমান্তে হত্যাকান্ড চলছে ।

কতশত ফেলানী নিপীড়িত হচ্ছে সীমান্তে ।

কিন্ত আমরা নির্বিকার ।

সীমান্তে হত্যার কথা শুনে দুইটা গালি দেয়ার পর কানে হেডফোন লাগিয়ে হিন্দি গান শুনি ।

মা-খালা-চাচীরা রিমোট নিয়ে স্টার জলসায় মেতে উঠেন!

এভাবেই চলছে...চলবে হয়তো...

বছর ঘুরলে হয়তো আবার এমন একটি স্ট্যাটাসের জন্ম হবে!



( বীর বিএসএফ বাহিনী, সাহস থাকলে চীন-পাকিস্তান সীমান্তে একটা গুলি করে দ্যাখা...পারবি ?? )

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫০

আছিফুর রহমান বলেছেন: চিন্তায় আছি কোন দিন জানি ভারত শেখ হাসিনাকে বাংলাদেশ এর মুখ্য মন্ত্রী ঘোষণা করে।

০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৬

টি-ভাইরাস বলেছেন: হতে পারে ... এইটা ও স্বাভাবিক না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.