নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনি এখন এমন একজন \"সাহসী\" মানুষের প্রোফাইলে ঢুকেছেন,যে কিনা ভাগ্যের কাছে সব সময়ই পরাজিত।

টি-ভাইরাস

জীবনে সফল হতে না পারি দুঃখ নেই...একজন ভাল মানুষ হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে চাই...

টি-ভাইরাস › বিস্তারিত পোস্টঃ

মিথ্যা বীরত্বের খবর

০২ রা জুন, ২০১৪ রাত ৮:১২





এয়ার ভাইস মার্শাল জাফর ইকবালের নেত্রীত্বে এক দুর্ধর্ষ ড্রোন হামলায় বার্মার রাজধানী রেঙ্গুন ধ্বংসস্তূপে পরিণত... : :-P



অং সান সু কি-সহ ১০০০ নিহত...

অভিযানে আরো অংশ নেন তিন এয়ার কমোড - সর্বজনাব ইমরান এইচ সরকার, অমি পিয়াল, শাহরিয়ার কবির।

মুসা ইব্রাহিম একটি সাব-মেরিন পকেটে নিয়ে কাওরানবাজার থেকে বুড়িগঙ্গার উদ্দেশে ডুব মেরেছেন। শিগগিরই তিনি বঙ্গোপসাগরে সকল বার্মিজ রণতরী উড়িয়ে দেবেন।

তখন হতাহতের সংখ্যা আরো বাড়বে বলে প্রবল আশংকা প্রকাশ করেছেন সিকিউরিটি এক্সপার্ট আনিসুল হক। B:-/



আসল কথা হল এইটা



এই ভুয়া ছবিটি দেখিয়ে কিছু নপুংশক লোক নিজেদেরকে বীরপুরুষ প্রমাণ করার চেষ্টা করছে।



তারা দাবি করছে, বিজিবি নাকি বার্মার ৬ সেনাকে হত্যা করেছে!



আসলে এটি বার্মার স্বাধীনতাকামী গ্রুপ Kachin Independence Army-এর একটি অপারেশনের ছবি:



Click This Link



মিথ্যা বীরত্বের খবর রটিয়ে বাহাদুরি করার দিন শেষ

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৪ রাত ৮:২১

ফিরেদেখা বলেছেন: =p~

২| ০২ রা জুন, ২০১৪ রাত ৮:২৭

একজন ঘূণপোকা বলেছেন: :P :P :P

৩| ০২ রা জুন, ২০১৪ রাত ৮:৩৩

ভোরের সূর্য বলেছেন: মিথ্যা তথ্য,ছল চাতুরি এবং বাগাড়ম্বর করে যে নিজের দেশ এবং জাতী কেই হেয় করা হয় সেটা অনেকেই জানেন না এবং বুঝেন না।

৪| ০২ রা জুন, ২০১৪ রাত ৯:০৬

আমি সাজিদ বলেছেন: বিজিবি অফিশিয়ালি কিছু বলছে? প্রধান প্রধান পত্রিকা গুলোতে কিছু আসছে?

তো এতো লাফান ক্যান আপনি? আজেবাজে সোরসের নিউজ বিশ্বাস করে নাচার তো কোন মানে বুঝি না!

আর জাফর ইকবালকে নিয়ে কই সমস্যা? আপনার ঘরের ভাত খেয়ে গিয়েছিলো চুরি করে?

০৩ রা জুন, ২০১৪ ভোর ৬:১০

টি-ভাইরাস বলেছেন: আমার কথা আপনে বুঝেন নাই , পানি খান

৫| ০৩ রা জুন, ২০১৪ রাত ১২:১০

ইসপাত কঠিন বলেছেন: পড়ুন বার্মীজ পত্রিকায়

০৩ রা জুন, ২০১৪ ভোর ৬:১২

টি-ভাইরাস বলেছেন: এইটা একটা কট্টর পন্থি পত্রিকা , এইটার খবর যে ভুয়া এইটা ১০০ ভাগ সত্যি

৬| ০৩ রা জুন, ২০১৪ রাত ১২:১১

ইসপাত কঠিন বলেছেন: তবে নিহত বার্মীজ সেনাদের ছবিটা ভূয়া। আপনি যেটা বলেছেন সেটা ঠিক।

৭| ০৩ রা জুন, ২০১৪ সকাল ৭:২৯

ঢাকাবাসী বলেছেন: মজাই পেলুম!

৮| ০৩ রা জুন, ২০১৪ সকাল ১১:৩৫

ইসপাত কঠিন বলেছেন: প্রোপাগান্ডা হলো মনস্তাস্তিক যুদ্ধের একটি উপাদান। আর মনস্তাস্তিক যুদ্ধে যুদ্ধের একটি উপাদান। অনেক সময় মনস্তাস্তিক যুদ্ধ একটি আসল যুদ্ধকে দুরে সরিয়ে রাখে। মনস্তাস্তিক যুদ্ধ নিজ সৈন্যদলের মনোবল উচু রাখে এবং শত্রু সেনাদলের মনোবলে চিড় ধরায়। কারন, শত্রু-মিত্র উভয়পক্ষেই কিছু লোক প্রোপাগান্ডায় বিশ্বাস করে এবং এতে তাদের মনোবলের উপর ধনাত্মক বা ঋণাত্মক প্রভাব ফেলে।

ধরেন ঘটনাটা আসলেই মিথ্যা। কিন্তু এই মিথ্যা বিশ্বাস করবে আমাদের ও মায়ানমারের বেশ কিছু সৈনিক। আমাদের মাঝে যেসব সৈনিক বিশ্বাস করবে, তাদের মনোবল উচু হবে এবং তারা ভাববে, "আমাদের একজন মেরেছে, আমরা বিনিময়ে ৪ জনকে জাহান্নামে পাঠিয়েছি। আবার আসুক, দেখে নিব।" আর শত্রুপক্ষের একদল ভাববে, "একজনের জায়গায় ৪ জন হারিয়েছি, কি দরকার ঝামেলায় জড়ানোর" এবং আরেকদল ভাববে, " আমাদের ৪ জনের বদলা নিবো, তা বলে তাদের হালকা করে দেখা যাবে না"। এছাড়াও অন্যান্যরা অনেক কিছু ভাবতে পারে যা বিবেচনায় নিচ্ছি না।

একটা দেশের মনস্তাস্তিক যুদ্ধে সেদেশের গোয়েন্দা সংস্থা, সেনাদল ছাড়াও দেশের জনগণও অংশ নিয়ে থাকে। বুঝে হোক, আর না বুঝে হোক, এই মনস্তাস্তিক যুদ্ধে আপনি অবদান রাখলেন দেশের বিরুদ্ধে।

৯| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ২:৫১

আমি সাজিদ বলেছেন: আমি বললাম, আমাদের দেশের মেইন স্ট্রিম কোন পত্রিকা বা নিউজ চ্যানেল বীরত্ব দাবী করে নি কোন বার্মিজ সেনাকে মেরে, এই ভুল ছবি এসেছে বার্মিজ নিউজ নামের একটা অনলাইন পোর্টালে যেটা চালায় জার্মানী থাকা এক বাংলাদেশী।মিথ্যা বীরত্ব না নিচ্ছে বিজিবি না সরকার।

কাজেই আপনার লাফানোর কিছু তো দেখি না !

এর পরেও যদি আমার কথা মাথায় না ঢুকে তবে ভাতের সাথে বেশী করে লবন খাবেন ( আয়োডিন যুক্ত )।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.