নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনি এখন এমন একজন \"সাহসী\" মানুষের প্রোফাইলে ঢুকেছেন,যে কিনা ভাগ্যের কাছে সব সময়ই পরাজিত।

টি-ভাইরাস

জীবনে সফল হতে না পারি দুঃখ নেই...একজন ভাল মানুষ হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে চাই...

টি-ভাইরাস › বিস্তারিত পোস্টঃ

চল সবাই মিলে করি ঈদ

২৮ শে জুন, ২০১৪ সকাল ১০:৫০



গতবারের মত এবারও আমরা EID FEST 2014 হাতে নিয়েছি। আমাদের উদ্দেশ্য ঢাকা এবং চট্টগ্রামে যে সকল সুবিধা বঞ্চিত শিশু রয়েছে তাঁদের হাতে ঈদের নতুন পোশাক তুলে দেয়া। আমরা যত বেশি ফান্ড সংগ্রহ করতে পারব তত বেশি বাচ্চাদের মুখে হাঁসি ফুটাতে পারব। এছাড়াও এবার আমাদের একটি মেহেদী উৎসব করার পরিকল্পণা রয়েছে।



আমাদের এবারের EID FEST 2014 এর স্লোগান “share happiness, make dreams come true”।



আমাদের এই কার্যক্রম বৃহৎ পরিসরে করার লক্ষ্য নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি। শুধুমাত্র আমাদের একার প্রচেষ্টা কখনোই কার্যক্রমকে শতভাগ সফল করতে পারবে না, তাই সকলের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।



আপনি যেভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেনঃ

* ভলান্টিয়ার হিসেবে আমাদের এই কার্যক্রমের সাথে নিজেদের যুক্ত করতে পারেন।

* নিজের সামর্থ্য মত আর্থিক সহযোগিতা আমাদের নিকট বিকাশ করে পাঠাতে পারেন।

* নিজের বন্ধু-বান্ধব, সহপাঠী, আত্মীয়স্বজন হতে ফান্ড সংগ্রহ করে এই কাজের জন্য দিতে পারেন। বিভিন্ন এলাকায় আমাদের ফান্ড কালেক্টর রয়েছে। তাদের কাছে আপনার সংগৃহীত অর্থ জমা দিতে পারবেন।

ফান্ড কালেক্টর লিস্টঃ http://goo.gl/DH0094

* ইভেন্টে জয়েন করে বন্ধুদের ইনভাইট করুন। ( http://goo.gl/1ORI7m )

* এছাড়া “EID FEST 2014” ইভেন্টের কভার ফটো ও প্রোফাইল পিকচার নিজেরা ব্যবহার করে প্রচারণায় সহযোগিতা করতে পারেন।

EID FEST 2014 সর্ম্পকে নিয়মিত আপডেট জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ়ে।

https://www.facebook.com/shopnobuzzbd

আমাদের একার উদ্যোগ হয়ত কিছু শিশুর ঈদকে আনন্দে রাঙিয়ে দিবে। কিন্তু আপনাদের সকলের অংশগ্রহণই পারে আরো অনেক বেশি সুবিধাবঞ্চিত শিশুর ঈদকে উৎসবে রুপান্তরিত করতে।

ঈদের জন্য তো অনেক টাকার কেনাকাটা করব সবাই, সেখান থেকে কি কিছু টাকা এই শিশুদের জন্য দিতে পারি না???



আমাদের বিকাশ অ্যাকাউন্টঃ 0183 63 63 123 (পার্সোনাল)



আমাদের ব্যাংক অ্যাকাউন্টঃ

Md. Iftear Rahman

A/C: 0200001208481

Agrani Bank Limited, WASA Corporate Branch, Dhaka



welfare partner: Manchester United Supporters Club BD

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.