নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনি এখন এমন একজন \"সাহসী\" মানুষের প্রোফাইলে ঢুকেছেন,যে কিনা ভাগ্যের কাছে সব সময়ই পরাজিত।

টি-ভাইরাস

জীবনে সফল হতে না পারি দুঃখ নেই...একজন ভাল মানুষ হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে চাই...

টি-ভাইরাস › বিস্তারিত পোস্টঃ

হলুদ সাংবাদিক - নষ্ট তোরা

০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৫:২৮

"বিজয়নগরে দুই গাড়িতে পেট্রোল বোমা" এই শিরোনামে বাংলানিউজটোয়েন্টিফোর.কম একটা নিউজ করেছে । শিরোনামটা সত্যি বাকি যা কিছু তারা লিখেছে সব কিছু মিথ্যা । বাংলানিউজটোয়েন্টিফোর.কম বলছে " পেট্রোল বোমা নিক্ষেপ " আসলে কোন বোমা মারা হয় নাই তারা গাড়িতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে দেয় ।
"দুটি চলন্ত প্রাইভেট কারে আকস্মিকভাবে পেট্রোল বোমা নিক্ষেপ" আসলে গাড়ি ২টি কে থামান হয়ছে সেটাও রাস্তাই বেরিকেট দিয়ে কারন ঐ এলাকাতে কোন পুলিশ ছিলনা তখন ( কেন ছিল না সেটা তারাই ভালো বলতে পারবে ) । "খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়" সব থেকে মজার কথা হচ্ছে এইটা, কারন আগুন লাগানোর ৩ মিনিট পরে আসে পুলিশ আর আগুন নিভানোর ৫ মিনিট পরে আসে ফায়ার সার্ভিসের একটি ইউনিট , তারা আসতে আসতে আসে পাশের মানুষ আগুন নিভাই দেয় এবং তাঁদের সরকারি কোন প্রতিষ্ঠান সাহায্য করে নাই।
আমার কথা হচ্ছে এই ৩-৪ লাইয়েন একটা খবরে যদি তারা এত গুলা মিথ্যা কথা প্রকাশ করে তাহলে তারা সারা দিন যে খবর প্রকাশ করছে সে গুলাতে কি পরিমাণ মিথ্যা কথা আছে। ২টা কথা খুব মনে পরছে " রেখেগেছো বাঙালি মানুষ করনি " আর " সবাই পায় সোনার খনি আমি পাইছি চোরের খনি "

খবরের লিঙ্ক ঃ Click This Link

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হলুদ না তারা লাল মানে বিপদজনক বহু আগে থেকেই!!!!

এইবারের তারা দেশ এবং জনতার বিরুদ্ধে শুধু টাকা আর দলান্ধতায় যে রোল প্লে করল সময়ে তার বিচার হবে!!!

আর অনলাইন হবার পরতো বানের জলের মতো সবাই কপি পেষ্টে ধুম মাচালে চালাচ্চে!!!!!!! ফলে যা হবার তাই- একই ভুল বা একই জিনিষ বহু নামে প্রকাশ হচ্ছে!!!!!!!!!!!!!

শেইম ম্যান শেইম!

০২ রা মার্চ, ২০১৫ রাত ৮:১১

টি-ভাইরাস বলেছেন: সম্পূর্ণ ঘটনা আমার অফিস থেকে দেখছি একটু পরে এদের নিউজ দেখে আমি অবাক হয়ে গেলাম এরা নাকি সাংবাদিক

শেইম ম্যান শেইম!

২| ০২ রা মার্চ, ২০১৫ রাত ৮:৩৩

আরণ্যক রাখাল বলেছেন: আমার বাড়ির পাশে একটা সাংবাদিক থাকে| ওর ফোনালাপ শুনতে পাই| সেদিন কাকে যেন বলছিলেন, "টাকা না পাইলে ছাপে দিব"

০২ রা মার্চ, ২০১৫ রাত ৯:৫৮

টি-ভাইরাস বলেছেন: সাংবাদিক বাংলাদেশের আরেক সন্ত্রাসীর নাম

৩| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১১:৫৫

চাঁদগাজী বলেছেন:


চাকুরী না পেলে সাংবাদিকের চাকুরী ধরে।

৪| ১১ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

সফেদ জাজিরা বলেছেন: আজ বাংলাদেশ সবদিক দিয়ে দূর্ভাগা।সাংবাদিকরা জাতির উন্নয়নের কর্ণদ্বার।কিন্তু আমাদের দেশে বর্তমানে কর্মরত সাংবাদিকদের বেশির ভাগ জাতির অবনতির কর্ণদ্বার।তবে এখনো কিছু সাংবাদিক আছে যারা সত্যের পথে আপোষহীন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.