নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উৎকর্ণ

সৌমেন ধর

সৌমেন ধর

সৌমেন ধর › বিস্তারিত পোস্টঃ

তুমি এবং সে

১৩ ই জুন, ২০১৩ রাত ১২:৫৯



সৌমেন ধর..........................

তুমি বা তুই যা পারিসনি দিতে

কনাটুকু তার কাছে পেয়েছি ফেরিতে

আমি তাকে ঘৃণা করি-ভালোবাসি তোকে

ভালোবাসা দেখতে- দেখাতে সহেনি দেরিতে

তোর দেয়া কষ্টটাই বুকে লাগে বেশি

নিসঙ্গগতা তবু যেন চির প্রতিবেশি।



অপার্থিব প্রেম নয়-পর প্রতিবেশি তোকেই কাঁদালো।

আমি তো ধুয়েছি লোনাজলে মুখ-

চোখের পিচুটি-তমসার ঘোর-সুদীর্ঘ না দেখা ভোর

আর যতো ঘৃণা তোর। বেকুব শালিক তুই

নীড়ে তোর ধানের কদর ছাড়া মনিমুক্তো কই



যে টুকু হারাতে বুকে লাগে বেশি সেটুকু করলি চুরি

না পাওয়ার ছকে অথবা পেয়েও হারানোর ঘরে পাবে

শীর্ষস্থানে তোর নাম-চুরি যাওয়া সম্পদের কথা



যা আমাকে এখনো তুমুল টানে। বুকে নিলে তাকে

কষ্ট পাই, তোর কথা ভেবে। তার দেশে বর্ণময় মেলা

মন পড়ে থাকে তোর পুরনো প্রদেশে

ভালোবাসি-নিজের চেয়েও বেশি ভুলের বালিকা তোকে



তোর থেকে দুরে গিয়ে ফিরি যার কাছে

সে কখনো বোঝেনি ভুল-শব্দহীন তার সমুদ্রের ঢেউ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.