নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমার পল্লবে বসে আমাকে প্রসারিত করতে চাই।

নারী নির্যাতন বন্ধ করুন। যৌতুককে না বলুন। বাল্যবিবাহ থেকে সমাজকে রক্ষা করুন।

ভিটামিন সি

ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।

ভিটামিন সি › বিস্তারিত পোস্টঃ

ফকির লালের নতুন প্যারোডি গান। দ্যা নিউ ঢাকা উইথ ফকির লাল।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২



এই গান গাওয়ার জন্য অনেক আগেই ফকির লালকে বুক করা হয়েছিলো। কিন্তু ফকির লালের আসতে দেরি হচ্ছিল, কারণ ঢাকার অদুরে রেল লাইন ডুবে গেছে পানিতে। তাই আমরা ব্লু-টুথ পদ্ধতিতে হ্যারিকেন জ্বালিয়ে ফকির লালকে খোজঁতে বের হই একটা আমড়া কাঠের নৌকা নিয়ে। ফকির লালের আসতে দেরী দেখে নিচের কবিতার সুরে ফকির লালকে ডাকতে থাকিঃ-

"ফকির ফকির ডাক পাড়ি,
ফকির মোদের কার বাড়ি,
আয় ফকির মঞ্চে আয়,
গান গেয়ে তুই বাড়ি যা।"

এই কবিতা শোনার পর বিমানবন্দর স্টেশন পেরিয়েই ট্রেনের জানলা দিয়া মাথা বাইর কইরা ফকির লাল গাওয়া শুরু করলেন নিন্মরুপে:-
(এইখান থেকে কিন্তু ফকির লালের সুরে পড়তে হবে কইয়া দিলাম। )

চক্ষু দুইটা রাখছে খুইল্যা
তবুও কিছু দেহে না,
সারাদেশ ভাইস্যা গেছে
তাদের কিছু যায় আসে না।
জনগনের এত দুর্ভোগ
তবুও জাগে না তাদের চেতনা।
এই যে আমি ফকির লাল
আমার কি মন কাঁদে না??

কথায় কথায় বলে তারা
জনগনের সরকার,
জনগনের কল্যাণে যদি না লাগে
তাইলে তাদের কি দরকার??
আরো বলে তারা নাকি
ঘনতন্ত্রের ঝাড়ুদার,
গনেই যদি তন্ত্র না পায়
এমন গনতন্ত্রে কি দরকার??
৫% ভোট নিয়া
হইছে তারা সরকার,
চুরি, জারি, দখলদারি
করে ক্ষমতার অপব্যবহার।
চাইপ্যা ধইরে মুখ বন্ধ রাখছে
তোমার আর আমার।

দুই-দুইটা মেয়র আছে
এই ঢাকা শহরে,
সবগুলা কমিশনারই
এখন তাদের বহরে,
দেশ এখন ভাসতেছে
উন্নয়নের জোয়ারে!!
মানুষ কেন গালি পাড়ে
এমন সোনার দেশটারে!!

ছেলে বুড়া সবাই বলে
কি করলো সখিনা,
এইডাই তাইলে হেগোর লাইগ্যা
উন্নয়নের নমুনা,
বৃষ্টির পানিতে ভাইস্যা গিয়া
ঢাকা হইল যমুনা।

এই ব্যাটা ফকির লাল
অল্প কথায় মজে না,
ভালো কইরা দেশ চালা,
নাইলে তগোরে কেউ ছাড়তাম না।


[ছবিঃ ফ্রম গুগল। আর লেখার বিষয়বস্তুসহ, শিল্পীও কাল্পনিক। লেখায় সাধু, চলিত ও আঞ্চলিক ভাষার মিশ্রণ আছে। যদিও সাধু ও চলিত ভাষার মিশ্রণ দুষনীয়। কি করবো, ভিটামিন সি তো, না মিশে থাকতে পারি না। ]

মন্তব্য ১৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৯

শায়মা বলেছেন: ফকির নীলের ভুত ধরেছে তোমার ব্লগ ভাইয়ু! :P

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

ভিটামিন সি বলেছেন: এইডা কিন্তু কইলাম আমি যেন তেন ফকির না
ভুত ছাড়ানোর মন্ত্র জানি, কাম করি ষোল আনা।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৬

জেন রসি বলেছেন: ফকির লাল মনে হয় প্রশাসনের দৃষ্টিতে কালো হইয়া গেছে!!!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

ভিটামিন সি বলেছেন: কালো হইলেও আসবো আবার ফিরে এই বাংলাতে
তারা তখন কুল পাইবো না লেজ গুটায়া পলাইতে।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৪

প্রামানিক বলেছেন: এই ব্যাটা ফকির লাল
অল্প কথায় মজে না,
ভালো কইরা দেশ চালা,
নাইলে তগোরে কেউ ছাড়তাম না।

ভাই ভিটামিন সি সরকাররে ক্ষেপাইয়েন না সাবধান!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:০৪

ভিটামিন সি বলেছেন: ক্ষেপাইনা সুড়সুড়ি দিলাম।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৫৮

রাসেলহাসান বলেছেন: পুরাই ফাটাইয়ালাইছেন!
ভাই, ফেসবুকে আমার একটা পেইজ আছে অনেক আগে খুলছিলাম।
"পকেটে পইসা নাই ফকির লালের ঘুম নাই"
:) ;)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:০৪

ভিটামিন সি বলেছেন:
ফাইট্যা যদি গিয়া থাকে সুপার-গ্লু মাইরা দেন,
বান্ডিলের এই যুগে পয়সার চিন্তা করেন কেন?
পুরান কালের চিন্তাগুলি এই যুগে বাদ দেন,
১০/১২ নৌকা কিইন্যা সড়ক পরিবহনের লাইসেন্স নেন। :):):)

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

Blogger Zubair বলেছেন: ৬ নং বিপদ সংকেত Album এর প্রতিটি গান আমার প্রিয় ছিল...তবে কালাসাধক এক্সপ্রেসটা অতটা ভাল লাগেনি

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:২৪

ভিটামিন সি বলেছেন: কি জানি ভাই, এ্যালবাম হিসেবে কিনি নাই বা পুরোটা ডাউনলোডাইও নাই। ইউটিউব ঘাটতে ঘাটতে যদি সামনে চলে আসে তখন একটু চালাই, বাজাই, দেখি আর কি।

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩৮

জুন বলেছেন: ফকির আলমগীরকে এলাকার লোকজন লাল ভাই নামে ডাকে #:-S
উনি এক সময় ঘোরতর কমিউনিষ্ট (চীন) পনথি ছিলেন এবং মাথায় লাল রুমাল বেধে রাস্তায় ২ গন সঙ্গীত গাইতেন । এই লাল রুমালের জন্য তার নাম হয়ে যায় লাল ভাই ।
আপনার ফকির লালকেও ভালোলাগলো ভিটামিন সি :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৯

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ জানবেন আপনাকে ফকির আলমগীর সম্পর্কে তথ্য সরবরাহ করার জন্য। আমি জানতাম না এটা। আমার লেখাটা সিলডি ফকির লালের সুর দিয়া।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৮

কিরমানী লিটন বলেছেন: অনেক ভালোলাগলো ফকির লালের বর্ণন -সত্যিই অসাধারন

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৭

ভিটামিন সি বলেছেন: আপনাকে কি দেবো? সব ধন্যবাদ তো যারা আগে মন্তব্য করেছে তারাই ভাগাভাগি করে নিয়ে গিয়েছে। যাক, আপনি শুভেচ্ছা নিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.