নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমার পল্লবে বসে আমাকে প্রসারিত করতে চাই।

নারী নির্যাতন বন্ধ করুন। যৌতুককে না বলুন। বাল্যবিবাহ থেকে সমাজকে রক্ষা করুন।

ভিটামিন সি

ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।

ভিটামিন সি › বিস্তারিত পোস্টঃ

আমি যে ভাই ব্যাংকার!! অবশেষে ব্যাংকার হয়ে গেলাম।

০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৬

প্রথমেই মিষ্টি খান সবাই। আমার ব্যাংকার হওয়ার খুশিটা আপনাদের সাথে শেয়ার করতে এই মিষ্টি বিতরণ। এই মিষ্টিতে কোন মাছি বা তেলাপোকা নেই।


অবশেষে ব্যাংকার হয়ে গেলাম। আমার ব্যাংকার হওয়ার খবরটা পেয়েছি প্রবাসে বসে। প্রবাসের জবে রিজাইনও দিলাম গতকাল। জবটার জন্য আগষ্ট / ২০১৪ তে রিটেন টেষ্ট দিয়েছিলাম। প্রবাসে থেকে কিছুই স্টাডি করতে পারি নাই। শুধু টেষ্টের ৫ দিন আগে দেশে গিয়ে একটু বই পত্র ওল্টিয়েছিলাম। তাছাড়া বউ থাকলে কি আর ইচ্ছা করলেই রাত জেগে স্টাডি করা যায়!! রিটেন টেষ্ট বেশ ভালোই হয়েছিলো। তারপর আবার প্রবাসে চলে আসি। ২রা নভেম্বর/ ২০১৪ তে রিটেন টেষ্টের রেজাল্ট হয়। সেখানে আমি আমার নাম দেখে অফিসে জানাই। অফিস আমার আর্জেন্ট ছুটি এপ্রুভ করে। সেদিনই বাংলাদেশে ফিরে আসি। এবার ৭ দিন পর ভাইবা। যথাসময়ে ভাইবা বোর্ডে গেলাম। সেদিনের মতো আমিই সর্বশেষ প্রার্থী। মাগরিবের নামাজের পর আমার ভাইবা নিল। ৬টা প্রশ্ন করল। ৩ টা পারলাম। ৩টা পারি নাই। তবে আমার বেশ-ভুষা ভালো ছিল। একদম ফইন্নির লাহান। তারপর আবারও চলে আসলাম প্রবাসে। কিছুদিন অপেক্ষা করে যখন রেজাল্ট দিল তখন আর আমার নাম খুজে পাই না।

এরপর এক বছর গত হলো। ওই জবের আশা তো কবেই ছেড়ে দিলাম। সময়ও অনেক গড়াল। এ বছর ৫ই নভেম্বর আবার দেশে গেলাম। ২৮শে ডিসেম্বর আবার প্রবাসের বিমান ধরি। ২৯শে ডিসেম্বর সকালে পাসপোর্টটি প্রবাসের কোম্পানীর এইচআর ডি.তে জমা দিয়ে কাজ শুরু করি। ৩০ শে ডিসেম্বর দুপুরে বউ ফোন দিয়ে জানায় তোমার ব্যাংকে জব হয়েছে। তুমি চলে আসো। আমি ভাবলাম বউ দুষ্টুমি করে। ভালো করে জিজ্ঞেস করলাম, ও বলে "ব্যাংকের হেড অফিস থেকে তাকে কল দিয়ে তার পরিচয় জেনে তাকে বলেছে যে আপনার স্বামীর চাকুরি হয়েছে।" আমার বিশ্বাস হয় না। বউ এর কাছ থেকে ওই নাম্বারটা নিয়ে আমার এক ফ্রেন্ডকে জানালাম এবং বললাম তুমি ওই ব্যাংকে গিয়ে একটু খোজ নাও তো বিষয়টা কি। ফ্রেন্ড ওই নাম্বারে কল দিয়ে জানলো যে ওই নাম্বারটি ব্যাংকের এইচআর ডিপার্টমেন্টের ডিজিএম এর। তারপর ব্যাংকে সশরীরে গিয়ে জেনে আসে যে সত্যিই আমার জবটা হয়েছে। তারপর খোজ নিলাম যারা (আমার পরিচিত) আমার সাথে এই পরীক্ষাটা দিয়েছিলো তাদের কি খবর। তাদের দুইজন জানালো তাদেরকেও কল দিয়ে জানিয়েছে যে জব হয়েছে। তারপর আর আমার সন্দেহ রইল না যে জবটা হয়েছে। তবুও নিশ্চিত হতে বউকে জামালপুর থেকে ঢাকা ব্যাংকের হেড অফিসে খোজ নিতে পাঠালাম। সে গিয়ে জেনে আসলো আসলেই জব হয়েছে। জয়েন করার ডেড লাইন ০০০০০। শালার বেটারা, খবরটা দিবি দুইদিন আগে দিতিস, বিমানের জানলা ভাইঙ্গা লাফ দিয়া আইসা পড়তাম। তাইলে কি আর আমার এত অপেক্ষা করতে হহতো!!

এবার তো তাহলে প্রবাসের লোটা-কম্বল গুটাতে হয়। অফিসে জানালাম ০৪/০১/২০১৬ তারিখে, তখনই রিজাইন দিলাম। অফিস আমাকে কনগ্রেচুলেট জানিয়ে রিজাইন পেপার গ্রহন করলো আর আমি আছি ফ্লাইটের তারিখের অপেক্ষায়। আমি ঢাকা শহরকে ভালোবাসি না, ঢাকাই আমাকে টেনে ঢাকা নিয়ে আসলো। ওহ আমার পোষ্টিং ঢাকাতে দিয়েছে।

পড়ালেখা করেছিলাম কমিপউটার ইণ্জিনিয়ারিং এ। ভেবেছিলাম বড় কিছু প্রোগ্রাম করে দেশকে এগিয়ে নিয়ে যাবো। কিন্তু জীবনের প্রথম জব (প্রাইভেট কোম্পানীতে) পেলাম এসিস্টেন্ট ইণ্জিনিয়ার - ইলেকট্রিক্যাল পদে। করলাম ৬ মাস। তারপর চলে আসলাম প্রবাসে - ৭.৬ বছর কাজ করলাম মেরিন সেক্টরে - কর্মাশিয়াল এসিস্টেন্ট হিসেবে। একবার দেশে গিয়ে জব নিলাম টেক্সটাইলে - পদঃ এক্সিকিউটিভ - ফেব্রিক্স. ১৩ দিন জব করে ছেড়ে দিলাম, ভালো লাগলো না। ফিরে এলাম প্রবাসের জবে। এইবার পেলাম ব্যাংকে। হালার কম্পিউটার, তুমি এতদিন পরে আমাকে ধরা দিলা। একটা সুখের খবর হলো: পাশ করার পর আমি ৩ মাসও বেকার থাকি নাই। এইবার যেদিন দেশে যাবো তার পরের দিনই ব্যাংকে জয়েন করবো। সবাই দোয়া করবেন যেন সোনার বাংলায়, প্রাণের বাংলায় মা-বাবা-বোন-বউ নিয়ে ভালো থাকতে পারি।

মন্তব্য ৮৭ টি রেটিং +৯/-০

মন্তব্য (৮৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৭

হানিফঢাকা বলেছেন: আপনাকে অনেক অভিনন্দন।

০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১০

ভিটামিন সি বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই হানিফ।

২| ০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১০

কাবিল বলেছেন: ভাই সব কটাই খাবো, কাউকে দিব না। :)

আপনার কর্ম জীবন সুন্দর হোক।
ভাল থাকুন, সুস্থ থাকুন সব সময়।

০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১১

ভিটামিন সি বলেছেন: খান ভাই খান। দেশে আসলে যোগাযোগ করবেন, ভরপেট খাওয়াব। ধন্যবাদ।

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: কনগ্রাচুলেশন!

এইবার বাংলা ষ্টাইলে কমেন্টাই..
ব্যাংকার ভাই...ব্লগার হিসেবে লোনে সুবিধা চাই :P ;) =p~ =p~ =p~

০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৬

ভিটামিন সি বলেছেন: হ হ হ
সব ব্লগারগো কইয়া যাই,
ব্লগারগো কুনু সুদ নাই,
সুদ ছাড়া লোন চাই।

কমেন্টের জন্য ধন্যবাদ দাদাভাই।

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৫

আজিজার বলেছেন: কনগ্রাচুলেশন!

০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৯

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ আপনাকে। মনে হচ্ছে আমার পোষ্টে এই প্রথম কমেন্ট করলেন। ভালো থাকবেন।

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪০

নুর ইসলাম রফিক বলেছেন: আবারো আপনাকে আপনার আমার বাংলাদেশে আপনাকে স্বাগতম
অভিনন্দন প্রিয় জনাব ভিটামিন সি
অনেক খুসি হলাম আপনার নতুন চাকুরীর সংবাদে।
অহে একা ভাল থাকলে চলবে না পুরো দেশটাকে ভাল রাখার চেষ্টা করবেন।
সঙ্গে আমাকেও কিন্তু ভাল রাখতে হবে হাহাহাহাহাহা।

০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১৩

ভিটামিন সি বলেছেন: আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ভাই ভালো থাকার চেষ্টা করবো, আশে পাশের লোকজনকে ভালো রাখার চেষ্টা করবো।

৬| ০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০০

সাদী ফেরদৌস বলেছেন: ভালো , আপনার ভালোই প্রমোশন হইসে :) :)

ভূমিকম্পের শহরে স্বাগতম ।

০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১২

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ, কিন্তু প্রমোশন টা বোঝলাম না। সিংগাপুর টু ঢাকা, ইজ ইট প্রমোশন?
আমার ভুমিকম্পের শহর ভালো লাগে না। যত্ত তাড়াতাড়ি সম্ভব আমি এই শহর ত্যাগ করবো।

৭| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

মিথুন আহমেদ বলেছেন: আপনাকে অভিনন্দন। প্রবাসের অভিশপ্ত জীবন থেকে তো মুক্তি পেলেন।

০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১০

ভিটামিন সি বলেছেন: হুম ভাই, এটাই। ভোর ৫টা জায়গায় এখন সকাল ৮টায় ঘুম থেকে উঠলেও সমস্যা নেই। সমস্যা শুধু আমার ঢাকা শহর। আমি ঢাকাকে অপছন্দ করি।

৮| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৯

সুমন কর বলেছেন: শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।

০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০৯

ভিটামিন সি বলেছেন: আপনাকে ধন্যবাদ এবং শুভ কামনা।

৯| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৯

আজমান আন্দালিব বলেছেন: ব্যাংক শুনলেই গায়ে জ্বর আসে ..

০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০৯

ভিটামিন সি বলেছেন: আপনার জন্য একবাটি কুইনাইন রাখছি। আমার বাসায় আইসেন, খাওয়ায়ে দিমুনে।

১০| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৮

কালীদাস বলেছেন: বেনে। ওয়েলকাম। কংগ্রাচুলেশনস :)

০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০৭

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ স্কয়ার আপনার জন্য কালিদাস দাদা। আমি বেনে নই। কস্মিনকালেও চিন্তা করি নাই যে আমাকে ব্যাংকে জব করতে হবে। আমি যে ব্যাংকে জব পাবো এটাই তো ভাবি নাই। জীবনের ৫ম ইন্টারভিউ আর ৪র্থ জব এইটা। ব্যাংকে প্রথম ইন্টারভিউ আর প্রথম জব।

১১| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৪

প্রণব দেবনাথ বলেছেন: শুভকামনা রইলো.....

০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০৫

ভিটামিন সি বলেছেন: দাদা, ধন্যবাদ জানিয়ে গেলাম।

১২| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:১০

অন্ধবিন্দু বলেছেন:
খুশির খবরটি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ, ভিটামিন সি। অনেক অনেক শুভ কামনা জানাই। দোয়া করি আপনি সফল হোন ও সৎ থাকুন।

০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০৫

ভিটামিন সি বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই অন্ধবিন্দু। আর সৎ তো থাকতেই হবে, প্রাইভেট ব্যাংক যেহেতু।

১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৫

নতুন বলেছেন: কনগ্রাচুলেশন :)

ব্যংকে মেলা টেকা সেইগুলান আমাগো ইমেইল কইরা পাঠাইয়া দিয়েন.. :)

০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০৩

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ আপনাকে। আগে আমার ঝুড়ি ভইরা লই, পরে যদি কিছু থাকে ইমেইল করুমনে, কেমন? :)

১৪| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:১২

দুঃখ হীন পৃথিবী বলেছেন: শুভ কামনা থাকল আপনার জন্য, দেশে আসলে মিষ্টিটা পাওনা থাকলাম।
শেষ পর্যন্ত আমাদের ছেড়ে চলেই গেলেন।

আশা করি মোবাইল, ইমেইল এবং ফেবুতে যোগাযোগ থাকবে।

০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৪১

ভিটামিন সি বলেছেন: এখনো যাই নাই, সিংগাপুরে আছি এখনো। ১৬-১৭ তারিখে দেশে যাবো। আপনার সাথে পরিচয় ২-৩ বছর হয়ে গেল কিন্তু দেখা আর হলো না। আফসোস।

১৫| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২৪

দুঃখ হীন পৃথিবী বলেছেন: আসেন তাখলে রবিবারে দেখাটা করেই ফেলি...............

০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫২

ভিটামিন সি বলেছেন: আচ্ছা, মোস্তফায় আসবো রবিবারে। যদি ও আমার প্ল্যান ছিল শনিবারে যাবার, কারণ রবিবারে আমি বাইরে যাই না। কারণ বাইরে গেলেই সস্তা লাইলী-মজনুর জন্য কোথাও যাওয়া যায় না। ওরা সবখানে হানা দেয়।

১৬| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫০

কয়েস সামী বলেছেন: ভাই বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের অবস্থা খুব একটা ভাল না। তবু দেশে আসতে পারছেণ এটাই বড় কথা। কনগ্রেট্স।

০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৭

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনিও কোন ব্যাংকে আছেন। আমার নাম্বারে মিস দেন। কল দিই। কথা বলি। +৬৫৮৫৪৫৩০৩১

১৭| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫২

কয়েস সামী বলেছেন: ভাই কোন ব্যাংকে জয়েন করণলন জানাইয়েন।

০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৫

ভিটামিন সি বলেছেন: আগে তো জয়েন করি। এখন আবার অন্য একটা ব্যাংকে ইন্টারভিউর ডেট দিছে। আজকে দেখলাম মেইল আসলো আমার এড্রেসে। গত এপ্রিল এপ্লাই করেছিলাম।

১৮| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৩

আমি আবুলের বাপ বলেছেন: বিদেশে সেটেল হওয়ার চেষ্টা না করে,দেশে আসার জন্য অভিনন্দন।

০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৩

ভিটামিন সি বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমি বিদেশে থাকতে আসিনি। আসার সময়ই সিদ্ধান্ত নিয়ে এসেছি চলে যাব।

১৯| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৩

টোকাই রাজা বলেছেন: ডায়বেটিস মিষ্টি খাইতে পারুম না, :((
স্বাগতম।

০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৩

ভিটামিন সি বলেছেন: তো তেতুল খান, না থাক করলা খান। ধন্যবাদ আপনার জন্যও।

২০| ০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৬

মশিকুর বলেছেন:

অভিনন্দন :)

০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২১

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২১| ০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৬

কঙ্কাল দ্বীপ বলেছেন: আপনার খুশী দেখে ভালো লাগলো। কিন্তু কোন বর্তমান ব্যাংকারের সাথে কথা বলে নিয়েন। বাংলাদেশের এই সেক্টরটির ভবিষ্যত খুব ভালো, এমনটা কেউ বলছে না। উপরন্তু আমার পরিচিত সব ব্যাংকারই হা হুতাশ করছে- তাদের মধ্যে যাদের সুযোগ আছে বাইরে চলে যাচ্ছে কিংবা প্রক্রিয়া শুরু করেছে। এখনও সুযোগ থাকলে সিঙ্গাপুরে ভাবীকে নিয়ে যান। ব্যাংকের চাকরীতে মোটা অঙ্কের বেতনের হাতছানি থাকলেও ক্যারিয়ার গ্রোথ খুব ভালো না ।। এমনকি আপনার নিজেকে প্রমাণেরও বেশী কিছু সুযোগ পাবেন বলে মনে হয় না কেননা, এখানে এমন বিশাল কিছু ক্রিয়েটিভ কাজ করবার অপশন নাই। তবে, যদি পরিচিতজনদের মধ্যে বড় পয়সা ওয়ালা ব্যাবসায়ী থাকে তাহলে হয়তো মার্কেটিং এর জন্য নিজের কিছু ভ্যালু অ্যাড করতে পারবেন। যা্ হোক, সিদ্ধান্ত আপনার, প্রবাস জীবনের চেয়ে যদি দেশের জীবন যাপন করা যায় , সেটাও কম বড় অর্জন নয়। উইশ ইউ গুড লাক।

০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২০

ভিটামিন সি বলেছেন: আপনার মুল্যবান মন্তব্য মনোযোগ দিয়ে পড়েছি। আপনার শেষের লাইনটি ই আমার পুজি। তাছাড়া আমার যেখানে জব হয়েছে সেই ব্যাংকের এক ব্রাঞ্চ ম্যানেজারের সাথে গতরাতে মোবাইলে কথা বলেছি। উনি আমার শ্বশুরের বন্ধু স্থানীয়। তিনি বললেন যত তাড়াতাড়ি পারি যেন জয়েন করি। তাছাড়া জীবনে মাত্র একটা ব্যাংক জবের ইন্টারভিউ দিলাম সেটাই হয়ে গেল, একটু দেখব না ভাই, কি বলেন? বিদেশে তো থাকলাম, দেখলাম - কি রকম দৌড়ের জীবন এখানে। দেশে থেকে ভাবা যায় আহ. বিদেশে কি সুখ!! একবার যদি ঘুরে যান, তাহলে বলবেন যে আপনি তো না-ই, আপনার পরবর্তী তিন প্রজন্মের কেউ যেন প্রবাসে কাজের জন্য না যায়। এই জবে অন্তত আমাকে ভোর ৫টায় তো উঠতে হবে না ঘুম থেকে, এই টুকুই শান্তি। বেতন হয়তো কম পাবো, প্রবাসের বেতনের ৪ ভাগের একভাগ। তারপরও আমি দেশেই থাকবো।

সবচেয়ে বড় কথা, আমি এখানে রাতের চাঁদের আলো উপভোগ করতে পারি না, ঝিঁঝিঁ পোকার ডাক শুনতে পাই না, ধানক্ষেতের বাতাসের দোল খাওয়া দেখি না, লক্ষী পেঁচার ডাক শুনি না, ধানের শীষের উপর ফড়িং বসার দৃশ্য দেখতে পারি না, সারাদিন বাংলায় কথা বলতে পারি না - ইংরেজীতে বকর বকর করতে হয়। আমি গ্রামের ছেলে। এগুলাতো আমার প্রাণের চাওয়া। দেশের জবে যদি আমি এসব দেখতে, শুনতে না পাই কথা দিলাম ব্যাংকের জব ছেড়ে দিয়ে বাড়ি চলে যাবো।

আমার লেখায় যদি আপনি আহত হন তাহলে ক্ষমা করবেন। আর যদি পাগল ভাবেন, কিছুই করার নেই আমার। ধন্যবাদ।

২২| ০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:


অভিনন্দন ও শুভকামনা রইলো।

০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১০

ভিটামিন সি বলেছেন: আপনাকেও অভিনন্দন আমার এই পোষ্টটি সময় করে পড়ার জন্য।

২৩| ০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৬

নিমগ্ন বলেছেন: কনগ্রাচুলেশনস!!

০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৯

ভিটামিন সি বলেছেন: শুধু এই টুকুই!! তাহলে আপনাকে ধন্যবাদ।

২৪| ০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দোআ রইলো। আমি মতিঝিলেই আছি। হয়তো কোন দিন দেখা হবে। আশায় রইলাম,।

০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৮

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ। আমি তো আপনাকেই খুঁজছি। আমার মেস বা বাসা ঠিক করে দিতে হবে আপনাকে। একটু অপেক্ষা করুন আমি আসছি। পারলে আমার উপরের নাম্বারে কল, মেসেজ, ভাইবার, হোয়াটস এপ কল দিন।

২৫| ০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৯

আঁধার রাত বলেছেন: ব্যাংকের চাকুরীর বেতনের টাকা হারাম হারাম লাগে।

০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৭

ভিটামিন সি বলেছেন: তাই নাকি?? প্রাইভেট ব্যাংকের টাকাও?? হুইল, চাকা, ফেব, সার্ফ এক্সেল, তিব্বত ওয়াশিং পাউডার দিয়ে ধুয়ে নিমু। তারপর সাদা টাকা হবে। ধন্যবাদ আপনাকে।

২৬| ০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৭

রানা আমান বলেছেন: ভাই, আপনার প্রতি আমার আন্তরিক সহানুভুতি রইলো । একজন ব্যাংকার হিসেবে আমি জানি কি কঠিন জীবনে আপনি প্রবেশ করতে চলেছেন । ঈশ্বর আপনার সহায় হোন ।

০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৫

ভিটামিন সি বলেছেন: আপনার সহানুভুতি আমি জমা রাখলাম। প্রবেশের আগেই দরজা থেকে খেদায়া দিবার চাইতেছেন কেরে? আগে তো হান্দাই। আর আমার পোষ্ট তো আইটি তে রিজিওনাল অফিসে। মনে হয় না তেমন ঝামেলা হবে। তেমন দেখলে রিজাইন পেপার জমা দেব। এই পর্যন্ত ৪টা জব ছেড়েছি। যেখানেই ইন্টারভিউ দেই জব হয়ে যায়। কেমনে হয় বুঝি না, বসে থাকতে হয় না। তাই ভয়ও পাই না। ধন্যবাদ জানবেন।

২৭| ০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫১

সঞ্জয় কুমার সাহা বলেছেন: শুভ কামনা দাদা

০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:০২

ভিটামিন সি বলেছেন: আপনার জন্যও শুভ্র শুভকামনা রইল।

২৮| ০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২০

টি এম মাজাহর বলেছেন: রবিদাই জেনেশুনে বিষ পান করেছেন আর আমরা তো আমজনতা। যাই হোক, জেনেশুনে বিষ পান করলে তাও মইরা রেহাই আছে, কিন্তু জেনেশুনে "হাগু" খাইলে রেহাই পাওয়ার উপায় নাই। গতমাস পর্যন্ত মানুষ ছিলেন, এই মাস থেকে ব্যাংকার!!!

আপনার নতুন জীবন নিয়ে মাস ছয়েক পর আর একটি লেখা চাই। শুভকামনায়।

০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:১১

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ উদৃত বাক্যবানী সহ কমেন্ট করার জন্য। কি করবো বলুন তো, দেশে গিয়েছিলাম এইবার যে নিজে উদ্যোক্তা হয়ে একটা কিছু করব। ফিশারী তৈরী করবো, মুরগির খামার করবো, কবুতরের খামার করবো। কিন্তু পরিবেশ, যোগাযোগ আর মার্কেট ব্যবস্থা দেখে আর ইচ্ছে হলো না কিছু করার। ভাবলাম হাই স্কুলে বা কলেজে জব নেব (সহকারী শিক্ষক হিসেবে নিবন্ধন দেয়া আছে, কলেজেরটা দিয়ে নেবো), স্কুলে জবের জন্য ৭ লাখ টাকা চায়, তারউপর বেতন কখন হবে তার নাই নিশ্চয়তা, নিয়োগ নাকি চলে গেলে জেলা শিক্ষা অফিসার বা ডিসি এর কাছে। ছোট বেলা থেকে পণ করেছিলাম জীবনে ঘুষ খাবো না, দেবো ও না। তাই আমার কষ্টের উপার্জিত ৭ লাখ টাকা অন্যকে দিয়ে দিতে মন চাইলো না।

আর এই জবটা তো বিনা বাক্য ব্যায়ে হয়ে গেল। খরচ হলো শুধু দুইবার সিঙ্গাপুর থেকে দেশে গিয়ে টেষ্ট দিয়ে আসা। তাই আমি এই জবটা করবো। দেখি না কি হয়।

২৯| ০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৪

কঙ্কাল দ্বীপ বলেছেন: আপনার সাহস আছে বলতে হবে। গুড লাক।
তবে বাংলাদেশে এই খাতে যে কি পরিমাণ শ্রমশোষণ আর অমানবিকতা চলছে, তা ভুক্তভোগী ছাড়া কেউ বলতে পারবে না। বাইরের লোক শুধু হ্যান্ডসাম স্যালারীর কথা জানে, কিন্তু যে এই পেশার যে কারও সাথে কথা বলে দেখতে পারেন, - সবাই কিন্তু একটা কমন কথাই বলবে, "দিনশেষে টাকাই শেষ কথা না।" আর প্রাইভেট হলে তো আরও খারাপ অবস্থা। এটা এমন একটা পেশা যেখানে কোন বাপ তার সন্তানকে কখনও উতসাহ দিয়ে ঢোকাবে না। আপনাকে নিরুতসাহিত করবার জন্যে বলা না, দীর্ঘনিঃশ্বাস ফেলবার জন্যেই একটু করে বলছে সবাই। আপনার লেখার ভঙ্গি খুব সুন্দর পড়তে বেশ ভালো লাগে।

০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:২৩

ভিটামিন সি বলেছেন: আপনি যে আবার এসে পড়েছেন, কমেন্ট করেছেন এতেই আামার খুব ভালো লাগছে। সত্যি কথা কি জানেন, আমার আরো ৯ জন ফ্রেন্ড ব্যাংকে জব করে। একজন বাংলাদেশ ব্যাংকে, একজন প্রাইম ব্যাংকে, একজন সোনালী ব্যাংকে, ৩ জন পূবালী ব্যাংকে, একজন ডাচ বাংলা ব্যাংকে, একজন অগ্রণী ব্যাংকে আর একজন সাউথ-ইষ্ট না কি যেন একটাতে। এইবার চান্স হলো আমিসহ আরও একজনের। যাই হউক ওরা সবাই বলতেছে জয়েন করতে। তাছাড়া ফেসবুকে যখন ওদের স্যাুট টাই পরা ছবি দেখি তখন নিজেরই কেমন যেন আফসোস লাগে। মনে হয় আমি কি করলাম! ওরা কত ভালো আছে!! তাই মনে মনে আফসুস হতো। এইজন্য জিদ করে আমি এই পেশায় আসবো। এখন যেখানে জব করি সেখানে কোন ড্রেস কোড নেই - প্যান্ট + শার্ট হলেই হলো। হউক লাল রঙ্গের বা হাফ হাতা। কোন সমস্যা নেই।
এখন আমাকে স্যু পায়ে অফিসে যেতে হবে। এটাই আমার যত বিরক্তি। আমার স্যু পরতে ভালো লাগে না। নরমাল ফুটওয়্যারে আমি অভ্যস্ত।
আর বললেন যে আমার লেখার ভঙ্গি সুন্দর!! আমি তো গেরাইম্যা, আমার লেখার ভঙ্গি তো ভালো না, গুছিয়ে লিখতে পারি না। সহজ সরলভাবে উপস্থাপন করতে চেষ্টা করি। বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের "রচনার শিল্পগুনে" পড়েছিলাম অল্প কথায় কাজ হলে বেশি কথার প্রয়োজন কি আর যে কথা সহজ শব্দে বুঝিয়ে দেয়া যায় তার জন্য কর্কট শব্দ ব্যবহারের কোন মানে হয় না। যেমন: আগুন সবকিছু পুড়িয়ে ফেলে, এখানে আগুনের পরিবর্তে হুতাশুন বা অগ্নি বা হুতভুক, শিখা শব্দ ব্যবহারের কোন মানে হয় না। আমি এটাই মেনে চলি।
যাই হউক অনেক কথা বলে ফেলালাম। ভালো থাকবেন নিরন্তর। ধন্যবাদ।

৩০| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভাই, চাকরী তো সব আপনিই নিয়া রাখছেন। আমরা কি কত্তাম। :-&

শুভেচ্ছা ও অভিনন্দন।

০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:২৬

ভিটামিন সি বলেছেন: নারে ভাই, রাখি নাই। ছেড়ে দিয়েছি। কি কত্তাম রে ভাই, যেখানেই ইন্টারভিউ দেই, ওরা আমায় ডাকে। কেন ডাকে জানি না। আমার শিক্ষাগত যোগ্যতা ও ভালো মানের না। মানে কোন প্লাস টাস নেই। ভাইবা বোর্ডে নো টেনশন নিয়ে হাবলার মতো একটা হাসি দেই, সব পানি হয়ে যায়। তারপরই ডাকে।

আপনাকেও অভিনন্দন। খুব তাড়াতাড়ি নৌকা পেয়ে যাবেন দোয়া করি।

৩১| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

রাবার বলেছেন: অভিনন্দন নিয়েন ভাই ।
রসগোল্লা একটা চিপায় পইড়া আছিল।
খাইয়া গেলাম তাত্তাড়ি কইরা :P

০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:২৮

ভিটামিন সি বলেছেন: দেখেন তো রসগোল্লার রস এখনো বাক্সের গায়ে লেগে আছে, ওইটুকুও খেয়ে নিয়েন!! মজা করলাম।
ধন্যবাদ আপনাকে এমন মজার কমেন্ট করার জন্য।

৩২| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

অভ্রনীল হৃদয় বলেছেন: অভিনন্দন ভাই। খুশীর খবর শুনে বেশ প্রীত হলাম। বিদেশ ছেড়ে আবার নিজ মাতৃভূমিতে ফিরে আসছেন জেনে আরো প্রীত হলাম। আগামী দিনগুলো ভালো কাটুক এই কামনাই রইলো।

০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:২৯

ভিটামিন সি বলেছেন: আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানালাম। বিদেশে আমার মন বসে না। তবুও যে কিভাবে সাড়ে সাত বছর পার করলাম জানি না। এইবার দেশেই থাকবো।

৩৩| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

মনিরা সুলতানা বলেছেন: অভিনন্দন সি ভাই
শুভ কামনা :)

০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৩০

ভিটামিন সি বলেছেন: মনিরা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৩৪| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৭

অদ্ভুত_আমি বলেছেন: একজন ব্যাংকার হিসেবে কঙ্কাল দ্বীপ এর মন্তব্যের সাথে সহমত প্রকাশ করছি ।

০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৪

ভিটামিন সি বলেছেন: আপনিও ব্যাংকার!!! কেউ আমারে মাইরালা। না ভাই, আমি জয়েন করবোই। কারণ আমার বয়স ওভার হয়ে যাচ্ছে। আর কোন জব এ এপ্লাই করতে পারবো না। এটাই আমার দেশে সেটল হওয়ার শেষ চান্স। ডিউটিকে ভয় পাই না। কারণ ভোর ৫টা থেকেই আমার এখানে ডিউটি শুরু কোন কোন দিন রাত ১০টা পর্যন্ত ডিউটি করে সাড়ে দশটায় বাসায় যাই। আবার পরের দিন ভোর ৫টায় দৌড় দেই। তাই এসব ভয় পাই না। আর আমি তো আইটিতে, আইটি অফিসার। টাকা পয়সার ঝামেলা আমার নেই। আমি ক্যারাম নাটকে মোশারফ করিমের মতো টাকা গুনতেও পারি না। ওই কাজ আমার দ্বারা হবে না আগেই ম্যানেজারকে বলে দেবো্।

ধন্যবাদ ও শুভকামনা রইল।।

৩৫| ০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩০

এহসান সাবির বলেছেন: শুভ কামনা রইল।

০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৯

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদও দিয়ে গেলাম আপনাকে।

৩৬| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

গেম চেঞ্জার বলেছেন: অভিনন্দন ভিটামিন সি :)

১১ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৩৮

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ ভাই আমার।

৩৭| ১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৯

শ।মসীর বলেছেন: শুভকামনা রইল । ।

১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০১

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদও রেখে গেলাম আপনার জন্য।

৩৮| ২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৬

ইলুসন বলেছেন: আপনার সাফল্যের খবর শুনে ভালো লাগলো।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৪

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অসংখ্য দোয়া রইল।

৩৯| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৮

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: বেতন পাওনের সময়ও তো আসি যাচ্ছে। :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৫

ভিটামিন সি বলেছেন: হুম, ভাংগা মাসের বেতন পাইলাম আজকে। কে কে চিনি খেতে চান চলে আসুন শাহবাগ। আর মাত্র একঘন্টা শাহবাগে আছি।তার পর ময়মনসিংহে দৌড়াবো।

৪০| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১০

এম এ কাশেম বলেছেন: অভিনন্দন আর শুভ কামনা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৫

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ এম এ কাশেম ভাই আপনাকে।

৪১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অভিনন্দন ভ্রাতা, শুভকামনা থাকলো।

অনটপিকঃ আমি একটু দেরীতে আসছি তো, মিষ্টিগুলো একটু টক হয়ে গেছে, পাল্টে দেবেন প্লিজ!!! ;)

০৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

ভিটামিন সি বলেছেন: ওক্কে ব্রাদার, আপনার জন্য জাফরান মিষ্টি কিইন্না আনছি।

৪২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ব্যাংকার লাইফ কিন্তু কঠিন লাইফ- নিজ অভিজ্ঞতা থেকে বলছি ভাই। তবে দেশে আসছেন, নিজ পরিবারের সাথে থাকতে পারবেন ব্যাপারটা নিঃসন্দেহে আনন্দের। শুভেচ্ছা রইলো।

০৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

ভিটামিন সি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। আসলেই মনে হচ্ছে কঠিন জায়গায় এসে পড়লাম আপু। চেষ্টা করতেছি অন্য কোন জব এ সুইচ করার জন্য।

১৪ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২১

ভিটামিন সি বলেছেন: হ গো ভাই। আগে জানলে প্রবাসের আরামের চাকুরি ছেড়ে দেশে কামলা দিতে আসতাম না। সারাদিন কাম করতেই থাকি, করতেই থাকি। ৩ টা ডেস্কে এক সাথে কাজ করি। আইটি সার্পোট ফর ৫ ব্রাঞ্চ, নেট ওয়ার্ক, একটি ব্রাঞ্চের ফরেইন রেমিটেন্স,২টি এটিএম বুথ, চেক বই প্রদান, একাউন্ট ওপেনিং, আপডেট, মোবাইলে মেসেজ না যাওয়া প্রবলেম, একাউন্ট স্টেটমেন্ট, সারাদিন কাজ আর কাজ। আমি মিয়াভাই শেষ।

৪৩| ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ২:০৬

ভ্রমরের ডানা বলেছেন: বাহ!

১৪ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২২

ভিটামিন সি বলেছেন: গুড

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.