নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমার পল্লবে বসে আমাকে প্রসারিত করতে চাই।

নারী নির্যাতন বন্ধ করুন। যৌতুককে না বলুন। বাল্যবিবাহ থেকে সমাজকে রক্ষা করুন।

ভিটামিন সি

ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।

ভিটামিন সি › বিস্তারিত পোস্টঃ

পূত্র সন্তানের বাবা হলাম। একটা সুন্দর নাম সাজষ্টে করুন।

২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৩


অনেকদিন পর ব্লগে আসলাম। গত ১৬ই জানুয়ারী সন্ধ্যায় আল্লাহর অশেষ রহমতে এক ফুটফুটে পূত্র সন্তানের বাবা হলাম। আল্লাহর কৃপায় বাচ্চা ও তার মা সুস্থ্য ও ভালো আছেন।

সবাই আমার বেবীটার জন্য দোয়া করবেন। আর একটা সুন্দর নাম সাজেষ্ট করেন।
আমার নাম: আহসান হাবীব।
বেবীর মায়ের নাম: সুলতানা রাজিয়া মৌসুমী।

চারিদিকে ডায়াবেটিসের যে পরিমান ছড়াছড়ি, আপনাদেরকে মিষ্টি খাইয়ে আর বিব্রত করতে চাই্ না।

সব্বাই ভালো থাকবেন।

মন্তব্য ৬৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: উপরের মন্তব্যটা কেটে দিবেন।

আহম্মদ বা মোহাম্মদ রাখতে পারেন নতুবা আব্দুল্লাহ রাখবেন।

২৪ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০১

ভিটামিন সি বলেছেন: নামগুলি সুন্দর। মোহাম্মদ তো নামের শুরুতে থাকবেই। আর একটু আধুনিক নাম চায় যে সবাই্।

২| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০০

অগ্নি সারথি বলেছেন: শুভকামনা!
মিনারেল রাখা যায় কিনা ভেবে দেখবেন। :)

২৪ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

ভিটামিন সি বলেছেন: রাখা যাবে। কিন্তু সমস্যা হলো, নামটি ভিটামিনের মধ্যেই থাকতে হবে।

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

মোটা ফ্রেমের চশমা বলেছেন: মাশাআল্লাহ! অনেক সুন্দর হয়েছে তো!! 'Ayaaz' রাখতে পারেন।

২৪ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

ভিটামিন সি বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ। এই নামটি আমার ক্লোজ ফ্রেন্ডের ছেলের নাম।

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

খায়রুল আহসান বলেছেন: মা শা আল্লাহ, কিউট বেবী! বেবীকে সুস্বাগতম, তার গর্বিত মাতাপিতাকে অভিনন্দন!

২৫ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪২

ভিটামিন সি বলেছেন: অফুরন্ত ধন্যবাদ আপনাকে। আপনি ও ভালো থাকুন নিরন্তর।

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

ধ্রুবক আলো বলেছেন: মিষ্টি ছাড়া সুসংবাদ !! যাই হোক মাশাআল্লাহ্ পুত্র সন্তানের বাবা হয়েছেন অভিনন্দন। ভালো থাকবেন।
দোয়া রইলো অনেক।

২৫ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৮

ভিটামিন সি বলেছেন: আপনাকে না ডাক্তার মিষ্টি বা চিনি খাইতে নিষেধ করেছেন। এতো বেশী মিষ্টি খাই খাই করেন কেন, হুম? বাসায় আসেন এক কেজি চিনি কিইন্না রাখছি, এক চিমটি দিমুনে খাইতে।

মজা করলাম। ভালো থাকবেন সবসময়।

৬| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

বাকরখানি বলেছেন: আপনে অনেকদিন সিঙাপুরে আছিলেন। কাজেই নাম রাখার সময় সারা দুনিয়াতে যেমনে রাখে সেইটা মাথায় রাইখেন। বুচছেন আমার কথা? পুলার নাম রাখবেন **** হাবীব। এখন **** এর জায়গায় মুহাম্মদ রাখবেন না শফিউর রাখবেন সেইটা আপনার ইচ্ছা। আমরা বিদঘুইটা নামের লিগা যে সাফার করছি পুলাপানডিরে সেই আপদে ফালায়েন না।

২৫ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৩

ভিটামিন সি বলেছেন: আপনি অবশ্য ঠিকই বলেছেন। দেখি কি করা যায়। স্পেসিফিক নাম তো সাজেষ্ট করেন নাই্। ধন্যবাদ ভালো পরামর্শ দেয়ার জন্য।

৭| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

শেয়াল বলেছেন: লাবিব :)

২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২০

ভিটামিন সি বলেছেন: থেংকু। আপনার দেয়া সুন্দর নামটা ডায়েরীতে লিখে রাখলাম।

৮| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আলহামদুিলল্লাহ!

অভিনন্দন:)

২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২০

ভিটামিন সি বলেছেন: এত্তগুলা ধন্যবাদ এবং শুভকামনা।

৯| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

সুমন কর বলেছেন: শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।

২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২১

ভিটামিন সি বলেছেন: এত্তগুলা ধন্যবাদ এবং শুভকামনা।

১০| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

চকমল বলেছেন: মাশা আল্লাহ অনেক সুন্দর বেবী আপনার। তবে নাম অবশ্যই সপ্তম দিনে রাখবেন এবং সপ্তম দিনেই আকীকা করবেন। যেহেতু ছেলে সন্তান তাই সম্ভব হলে ২টা ছাগল, আর সম্ভব না হলে ১টা ছাগল আকীকা করবেন। আমাদের দেশে আকীকা নিয়ে অনেক মতভেদ পাওয়া যায়। তবে মুল কথা হল রাসুলুল্লাহ সাঃ ও সাহাবীদের আমল দ্বারা সপ্তম দিনেই করা উচিত। এবং অবশ্যই ছাগল ছাড়া অন্য কোন প্রানী নয়। কারন ছাগল ব্যতীত অন্য কোন প্রানী দিয়ে রাসুলুল্লাহ সাঃ অথবা কোন সাহাবী আকীকা করেছেন বলে প্রমানীত নয়।

২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৫

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে। এত সুন্দর ও ধর্মীয় নিয়মে বোঝানোর জন্য। কিন্তু এই কর্পোরেট চাকুরী জীবনে চাইলেও সেটি মানা সম্ভব হয় না। তাই ৭ম দিনে করতে পারি নি। একটা বা দুইটা ছাগল সেটা সমস্যা নয়। দুইটাই দেবো। তবে এই শুক্রবারেই করবো ইনশাহল্লাহ।

১১| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

চকমল বলেছেন: আর নামের আগে/পরে মুহাম্মদ লাগাতে হবে এমন কোন কথা নয়। আপনি চাইলে তার নাম শুধু মুহাম্মদ রাখতে পারেন। আর আল্লাহ তাআলার কাছে প্রিয় দুটি নাম হল "আব্দুর রহমান" এবং "আব্দুল্লাহ"।

২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৭

ভিটামিন সি বলেছেন: আমি তো শুনেছি মুসলমানদের নামের আগে মুহম্মদ বা মো: লাগাতে হয়। আমি অবশ্য সঠিক জানি না। ধর্ম সম্পর্কে আমার জ্ঞান খুব সীমিত। তবে আপনাকে ধন্যবাদ।

১২| ২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৭

প্রশ্নবোধক (?) বলেছেন: নামের আগে মুহম্মদ লাগানো কোন আবশ্যিক বিষয় নয়। ইন্ডিয়ান সাব কন্টিনেন্টে অনেক কমন নামের ভীড়ে হিন্দু মুসলিম আলাদা করার জন্য মুসলমানদের নামের আগে মুহম্মদ লাগানো হত।
১। ইফতেখার
২। জুলফিকার
৩। তাহসান হাবীব
৪। ভিটামিন টি

২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৭

ভিটামিন সি বলেছেন: আপনার সাজেস্টেড সব কয়টি নামই সুন্দর। তুলে রাখলাম। ধইন্যা লন।

১৩| ২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাপনার নাম অথবা ভাবির নাম জানা থাকলে বলতে সুবিধা হতো।

যে নাম এসেছে এগুলো সুন্দর নাম

২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৮

ভিটামিন সি বলেছেন: দুইজনের নামই তো পোষ্টে লিখে দিলাম। আপনি মনে হয় খেয়াল করেননি। ধন্যবাদ আপনাকে।

১৪| ২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৬

করুণাধারা বলেছেন:
মাশাল্লাহ! আল্লাহ আপনার এই শিশুকে আপনার জন্য ইহকাল আর পরকালে আনন্দের উৎস করে গড়ে তুলুন।

muslim baby boy name দিয়ে খুঁজলে কেমন হয়?

শুভকামনা শিশুর জন্য।

২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৯

ভিটামিন সি বলেছেন: সেখানে খুজেছি আবার আপনাদের সহায়তাও কামনা করছি। এই আর কি। ধন্যবাদ অফুরান।

১৫| ২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৪

ঢাকাবাসী বলেছেন: ছোট নাম রাখুন কারণ আমরা আড়াই গজী নাম নিয়ে বিদেশে এয়ারপোর্টে বা ফর্ম ফিল আপের সময় ম্যালা ঝামেলায় পড়েছি।

২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩০

ভিটামিন সি বলেছেন: হ্যাঁ, ঠকি বলছেন। তবে আমি সমস্যায় পড়িনি দেড়হাতি নাম নিয়েও। নাম দুই শব্দে রাখবো।

১৬| ২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৬

জুন বলেছেন: শুভকামনা রইলো বাবু আর তার মা বাবার জন্য

২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩১

ভিটামিন সি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপা আপনাকে।

১৭| ২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৪

চাঁদগাজী বলেছেন:



অভিনন্দন, বাবু ও বাবুর মায়ের সুস্বাস্হ্য কামনা করছি।

২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩১

ভিটামিন সি বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

১৮| ২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৭

খায়রুল আহসান বলেছেন: ১। আবরার আহসান
২। আহনাফ আহসান
৩। আহবাব আহসান
৪। আদনান আহসান
৫। আয়মান আহসান
৬। আরমান আহসান
৭। আফনান আহসান

২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩২

ভিটামিন সি বলেছেন: আপনার নামগুলিও তো খুব সুন্দর। ডায়েরীতে লিখে রাখলাম। পছন্দমত একটা সিলেক্ট করবো।

১৯| ২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৭

কালীদাস বলেছেন: বাকরখানির সাথে সহমত। আমাদের দেশে নাম কিভাবে রাখতে হয় এটা অনেকেই জানেনা, পাসপোর্ট করার সময় থেকে সমস্যা শুরু হয়। ফার্স্ট নেম যে সবার ডাকনাম আর সেকেন্ড নেম যে বংশগত পরিচয়, এটা অন্তত আপনার ছেলে থেকেই চালু করুন। ফ্যান্সি নামের চেয়ে প্রোপার নিয়মে নাম রাখাটা বেশি জরুরি।

২৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

ভিটামিন সি বলেছেন: গুড. আমার বড় বোন নাম রেখেছেন সাফফাত বিন আহসান।

২০| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪৮

রায়হানুল এফ রাজ বলেছেন: আলহামদুলিল্লাহ্‌। বাবুটার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা।

২৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ উইথ থেংকু।

২১| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:১০

প্রবাসী দেশী বলেছেন: মাশাল্লাহ! অনেক ভালোবাসা ও শুভকামনা।ভাই , শুধু মাত্র বিদেশে যাবার আর পাসপোর্ট বানানোর জন্য নাম ছোট করবেন না। ইসলামিক যেকোনো নাম রাখুন। নামের থেকে আরো অনেক গুরুত্বপূর্ণ আছে সে ব্যাপারে ছেলের দিকে খেয়াল রাখুন। ভালো থাকুন সুস্থ থাকুন।

২৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

ভিটামিন সি বলেছেন: হ্যঁ ভাই ছোট এবং ইসলামিক নামই রেখেছি। সাফফাত বিন আহসান।

২২| ২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২২

নতুন নকিব বলেছেন:



Ammar (ammaar-great builder)

উপরের নামটি একটু গুছিয়ে আপনার নামের সাথে মিলিয়ে এভাবে রাখা যায় কি না ভেবে দেখতে পারেন-

আম্মার বিন হাবিব (হাবিবের পুত্র আম্মার)।

একটু পিছনে ফিরে দেখা-
আম্মার বিখ্যাত সাহাবীর নাম। তার সম্মানিতা মাতা হযরত সুমাইয়া রাদিআল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শহীদ। বাবা ইয়াছির রাদিআল্লাহু আনহু ইসলামের পথে দ্বিতীয় শহীদ। অার ইসলামের প্রথম এবং দ্বিতীয় গর্বিত এই দুই শহীদ মাতা-পিতার মহান সন্তান হযরত আম্মার রাদিআল্লাহু আনহু নিজেও শহীদের কাতারে শামিল হন পরবর্তীতে ৬৫৭ খ্রিষ্টাব্দে সিফফিনের যুদ্ধে।

মূলত: অনেকেই অনেকগুলো সুন্দর নাম প্রস্তাব করেছেন। ভাল লাগল। নাম নির্বাচনের ক্ষেত্রে আল্লাহর পবিত্র নাম আসমাউল হুসনার সাথে (পূর্বে) আবদ যোগ করে রাখা উত্তম। এরপরে সম্মানিত নবীগনের নাম কিংবা সাহাবীদের বরকতপূর্ন নাম রাখা উত্তম।

মনে রাখতে হবে, নাম অনেক বড় গুরুত্বপূর্ন বিষয়। কিয়ামতের কঠিন দিনে শুধুমাত্র সুন্দর নামের কারনেও কেউ কেউ অাল্লাহ পাকের দয়ার নজরে পড়ে যাবেন বলে জানা যায়। সুতরাং মুসলিম নামের কারনে অমুসলিম দেশে যাতায়াত ইত্যাদিতে সমস্যা হতে পারে মনে করে তাদের পছন্দসই কৌশলী কিংবা শর্টকাট নাম রাখার খেয়াল কোন মুসলিম করতে পারে- বিশ্বাস করতে কষ্ট হয়।

@শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন-
আহম্মদ বা মোহাম্মদ রাখতে পারেন নতুবা আব্দুল্লাহ রাখবেন।


-এখানে সত্যের ছায়া প্রস্তাবিত প্রথম নামটি সঠিকভাবে লেখা হয়নি। শব্দটি হবে- 'আহমাদ'। অর্থ- অতি প্রশংসিত। অনেককেই দেখি না জেনে এই নামটি বিকৃত করে আহমেদ, আহম্মদ, আহম্মেদ ইত্যাদি লিখে থাকেন। যা নিতান্তই ভুল। যেহেতু এটি রাসূলে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম। তাই সকলের প্রতি বিনীত আর্জি- এই নামটি সঠিকভাবে লিখুন এবং বলার ক্ষেত্রেও ঠিকভাবে বলুন।

ভাল থাকবেন।

২৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

ভিটামিন সি বলেছেন: সাফফাত বিন আহসান।

২৩| ২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৫

বাকরখানি বলেছেন: নতুন নকিব @: আপনে কি কইছেন নিজে বুচছেন? কুন জায়গায় কে বলসে অমুসলিম দেশে যাওয়ার জন্য মুসলিম নাম রাখতে না করা হইসে? আপনে নিজেই তো নাম দিসেন নাম রাখার ইন্টারন্যাশনাল নিয়ম ঠিক রাইখা। আম্মার বিন হাবীব; এইখানে "আম্মার" হইল পুলার নাম (ফাস্ট নেম/গিভেন নেম) আর "হাবীব" হইল বংশগত নাম (সার নেম/সেকেন্ড নেম)। পাসপুট আছে আপনের? বাংলাদেশেও একই নিয়ম মাইনা নাম রেজিস্ট্রি করা হয়। এখন কন বাংলাদেশও অমুসলিম দেশ?

লেখক @: আমি নাম রাখার ব্যাপারে খুবই কাঁচা। আমার পুলার নাম আমি বাকিগর হাতে ছাইড়া দিছিলাম খালি শর্ত দিছিলাম আপনেরে বলাটা।

২৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

ভিটামিন সি বলেছেন: আমি কিন্তু সবই দেখতাছি। কিছ্ছু কমু না।

২৪| ২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫১

মোজাহিদুর রহমান ব বলেছেন: মাশাআল্লাহ্ পুত্র সন্তানের বাবা হয়েছেন অভিনন্দন।
আকিকা করে দাওয়াত করেন নাম প্যাকেট করে নিয়ে আসব ।

২৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২২

ভিটামিন সি বলেছেন: আকিকা এখনও করিনি। শীত চলে যাক, পিচ্চি তার নানা বাড়ি থেকে আমার বাড়িতে আসুক। তারপর আকিকা করবো।

২৫| ২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০০

নতুন নকিব বলেছেন:



@বাকরখানি, আর কারও লাগল না শুধু আপনার একারই লাগল কেন বুঝলাম না। আমার বিশ্বাস, আপনি যদি আমার মন্তব্যটি আরও মনযোগ দিয়ে দেখতেন তাহলে হয়তো মুখ ফসকে বলে বসতেন না- "আপনে কি কইছেন নিজে বুচছেন? কুন জায়গায় কে বলসে অমুসলিম দেশে যাওয়ার জন্য মুসলিম নাম রাখতে না করা হইসে?"

আমার মন্তব্যে কাউকে কটাক্ষ্য করে আমি কথা বলিনি। হয়তো, এটা অস্বাভাবিক নয় যে আপনার মন্তব্যে প্রতিফলিত বিষয় আমার মন্তব্যের মধ্যেও এসে গেছে। যা বলেছি ইন জেনারেল, সকলকে উদ্দেশ্য করেই বলেছি। আপনি হয়তো এরকম নন, কিন্তু কিছু লোক পাবেন তারা বৈধ-অবৈধ হিসাব কিতাব দূরে ঠেলে দিয়ে দুনিয়ার মজা লোটায় যেমন ফার্ষ্ট হতে চায়, তেমনি পরকালেও শ্রেষ্ঠ জান্নাত এখান থেকেই বরাদ্দ করে নিতে চায়।

যাই হোক, এরপরেও যদি আপনার মনে হয়ে থাকে আপনাকে কষ্ট দেয়ার জন্য আমি কথা বলেছি, তাহলে ক্ষমাপ্রার্থী।

ভাল থাকবেন।

২৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২১

ভিটামিন সি বলেছেন: আমি ভাই এত কিছু বুঝি না। আপনাদের দুজনকেই ধন্যবাদ।

২৬| ২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৩

বিজন রয় বলেছেন: শুভকামনা রইল।

ভাল একটি নাম রাখুন।

২৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো নাম রাখার জন্যই আপনাদের দ্বারস্থ হয়েছিলাম আর কি।

২৭| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পোলার জন্য শুভ কামনা।
ভিটামিনের পুত্রের মান হোক মিনারেল। =p~

২৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

ভিটামিন সি বলেছেন: হুম ভালাই কইচুইন। নামটা তাইলে মিনারেল কে রাখি, কিতা কন?

২৮| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

সাদা মনের মানুষ বলেছেন: নামটা নিজেই সিলেক্ট করলে ভালো, শুভেচ্ছা পুত্র সন্তানের বাবাকে।

২৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমরা তো চেষ্টা করছি। কিন্তু কোন নামই তো মানানসই হচে্ছ না।

২৯| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বেবীর জন্য দোয়া রইল।
নাম সাজেষ্ট করতে পারি রাজিয়ার =রা নিয়ে , হাবিব থেকে = হা রাইহান রাখতে পারনে।

২৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি নাম সাজেস্ট করে মন্তব্য করার জন্য। বেবীর মা'কে বলবো এই নামটির কথা। ভালো থাকবেন।

৩০| ১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৮

ভিটামিন সি বলেছেন: বেবীটার নাম রেখেছি "এহসান মাহবীর জিসান"

৩১| ৩০ শে জুন, ২০১৭ সকাল ৯:১৮

সোহানী বলেছেন: অভিনন্দন.... নামটা সুন্দর হয়েছে.........."এহসান মাহবীর জিসান"... বেবীটা ও মাশাল্লাহ বহুত কিউট....

০২ রা জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৩

ভিটামিন সি বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ নামটা পছন্দ করার জন্য। শুধু কিউট না, পুরাই কিউটের ডিব্বা।

৩২| ১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: "এহসান মাহবীর জিসান".

মাশাআল্লাহ সুন্দর নাম
আমার ছেলেদের ডাক নাম তা-সীন তা-মীম

১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৫

ভিটামিন সি বলেছেন: তা-সীন আমার চাচাতো ভাইয়ের মেয়ের নাম আর তা-মীম আমার বউয়ের কাজিনের ছেলের নাম। খুব ভালো, শ্রুতিমধুর এবং অর্থপূর্ণ নাম।

৩৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৭

ভ্রমরের ডানা বলেছেন: অভিনন্দন



বাবুটিও সি ভিটামিনের মতই! মাশায়াল্লাহ!

৩৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৭

নাসির ইয়ামান বলেছেন: ব্লগে ইদানিং ফেবুমার্কা পোস্টের ছড়াছড়ি.।

নামের সাথে যায় আসে না… একটা নাম রাখলেই হয়।
আচ্ছা আপনি যে নাম জানতে চেয়েছেন, এতে করে অনেকেই একটা করে নাম বলবে; আপনি সন্তানের নাম যেকোন একটা বেছে নিবেন, এটাই স্বাভাবিক।

আর যাদের দেয়া নাম রাখলেন না, তারা কী মনে করবে, আপনি তো তাদের কাছেও একটা নাম চেয়েছিলেন:!

আর এগুলো কোন পোস্টের বিষয় হলো!!
আমি প্রশাসনকে অনুরোধ করবো, তারা যেন পোস্টের মত "পোস্ট" এগরী করে.

৩৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৭

নাসির ইয়ামান বলেছেন: ব্লগে ইদানিং ফেবুমার্কা পোস্টের ছড়াছড়ি.।

নামের সাথে যায় আসে না… একটা নাম রাখলেই হয়।
আচ্ছা আপনি যে নাম জানতে চেয়েছেন, এতে করে অনেকেই একটা করে নাম বলবে; আপনি সন্তানের নাম যেকোন একটা বেছে নিবেন, এটাই স্বাভাবিক।

আর যাদের দেয়া নাম রাখলেন না, তারা কী মনে করবে, আপনি তো তাদের কাছেও একটা নাম চেয়েছিলেন:!

আর এগুলো কোন পোস্টের বিষয় হলো!!
আমি প্রশাসনকে অনুরোধ করবো, তারা যেন পোস্টের মত "পোস্ট" এগরী করে.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.