নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমার পল্লবে বসে আমাকে প্রসারিত করতে চাই।

নারী নির্যাতন বন্ধ করুন। যৌতুককে না বলুন। বাল্যবিবাহ থেকে সমাজকে রক্ষা করুন।

ভিটামিন সি

ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।

ভিটামিন সি › বিস্তারিত পোস্টঃ

স্মার্ট ফোনটা চুরি হয়ে গেছে। নতুন একটা ফোন কিনবো। বলেন তো কোন ব্র্যান্ড এবং কোন মডেল কিনি?

২৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:২৮

আমার একটা পুরাতন ভাঙ্গাচোরা মোবাইল ছিল। ওইটা দিয়ে আমি ফেসবুক, মেসেন্জার, ইউটিউব, হোয়াটসএপ, ভাইভার, ইমু ই্উজ করতাম। বেশি ইউজ করতাম গান শোনার জন্য। যখনই ঢাকা থেকে টাঙ্গাইল এ যাই বাসে বা ট্রেনে, ঢাকা থেকে ময়মনসিংহ যাই, তখনই হেডফোনে গান শুনতাম। ফোন দেয়ার জন্য খুব বেশি ওইটা ইউজ করতাম না।
কোন বেরসিক হিউম্যানের মনে হয় এটা ভালো লাগে নাই। আমার চেয়ে গান শোনার শখ তার বেশী। তাই তিনি স্বহস্তে, দিনে-সকালে, ডাবল ডেকার ভর্তি মানুষের মধ্যে থেকে আমার পকেট সাফাই করে আমার শখের স্যামসাং গ্যালাক্সি এস৫ মোবাইলটি হাতিয়ে নিয়েছে গত বৃহষ্পতিবার (২২/০৬/২০১৭)।
সকাল ৯.১০ এ বাংলামোটর থেকে ডাবল ডেকার বাসে উঠলাম শাহবাগের উদ্দেশ্যে। চাপাচাপি করে উঠার পর দেখি বাসের ভেতরে সিট ফাঁকা আছে। বসে গেলাম। শাহবাগ আসলো। সেই চাপাচাপি করে বাস থেকে নামলাম। আমি যেখানে বসেছিলাম সেখানে আমার পাশে এক ভদ্রলোক এবং এক ভদ্রমহিলা বসে ছিলেন। আমি ছিলাম মাঝখানে। সিটে বসা অবস্থায় পকেট থেকে বের হয়ে পড়েও যেতে পারে। সেই ক্ষেত্রে ভদ্রমহিলাটি সেটটি পেয়ে নিয়ে গেছে। আর যদি নামার সময় নিয়ে থাকে, তাহলে কোন ভদ্র লোক ভিড়ের মধ্যে হাত সাফাই প্র্যাকটিশ করেছে।
মোবাইল গেছে সমস্যা নাই। কিন্তু ৩২জিবি মেমোরি কার্ডে অনেক অনেক ছবি, ভিডিও ছিল। সিংগাপুর থেকে নিয়ে আসা একটা কভার লাগানো ছিল। যে ডিজাইনের কভার এখনো দেশে কারো মোবাইলে দেখি নাই।
গুগলে অনেক চেষ্টা করেও কোন হদিশ পেলাম না। মনে হয় সেট নিয়েই ফ্যাক্টরী রিসেট দিয়েছে। অথবা অফ করে রেখেছে। আমার কাছে আইএমই নাম্বারও সেভ করা নেই। সুতরাং, হারিয়ে যাওয়া মোবাইলের আশা বাদ দিলাম। গতকাল অবশ্য শাহবাগ থানার এক অফিসারের সাথে কথা হলো রাস্তায়। তিনি থানায় কমপ্লেইন দিতে বললেন। কিন্তু মনে হচ্ছে কমপ্লেইন দিয়েও কিছু হবে না।

তাই একটা নতুন মোবাইল কিনবো। তবে বাজেট খুবই সীমিত। ১২০০০-১৩০০০ টাকার মধ্যে। ডিসপ্লে অবশ্যই ৫" হতে হবে। র্যাম ২/৩ জিবি, রম ১৬/৩২ জিবি হতে পারে।

যারা ব্লগে মোবাইল বিশেষজ্ঞ আছেন, দয়া করে কমেন্ট করে হেল্পান।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:৪৫

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: ফ্রিতে বুদ্ধি দিতে রাজি না ! :-P

২৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:৪৭

ভিটামিন সি বলেছেন: ১ মুঠো স্বপ্নের বিনিময়ে দেন। স্বপ্নটা আজ রাতে দেখে নিয়েন।

২| ২৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:৫৯

পদ্মপুকুর বলেছেন: আমার অফিসের একজন আই ফোন ৫ প্লাস বিক্রি করবে, ট্রাই মারবেন নাকি?

২৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ ভাই। না, নেবো না। আইফোন আমি দুইচোখে দেখতে পারি না। ওগুলা বড়লোকের জিনিস। আমি গরীবের ফোন নেবো।

৩| ২৯ শে জুন, ২০১৭ রাত ৮:১৯

সুমন কর বলেছেন: র্যাম ২/৩ জিবি, রম ১৬/৩২ জিবি, ১২০০০-১৩০০০ টাকার মধ্যে !!! হবে কি? বাজেট বাড়াতে হবে।

দেখি, বাকিরা কি বলে?

০২ রা জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৭

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ সুমন কর ভাই। বাজেট বাড়ালে লাভ কি ভাই। মাস ছয়েক বা বড়জোর বছর পরেই আবার এমন পোষ্ট আপনারা পড়বেন। তাই আমিও তেমন দামী কোন কিছুতে যেতে চাচ্ছি না। সবার হাতে আছে, তাই আমারো থাকা লাগবে এই জন্যই কিনবো। কথা বলার জন্য ফিচার ফোনই তো ইউজ করি।

৪| ২৯ শে জুন, ২০১৭ রাত ৮:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: শাওমি /জাওমি প্রো-৩ আপনার কনফিগ + রেটে মেলে.. (হয়তো ২/৩ এড করতে হবে) ১৫+
ট্রাই করতে পারেন... ৩ জিবি+৩২ জিবি+ ব্যাটারী

ফ্রি মার্কেটিং-
দেখে নিন পুেরা তথ্য..
http://www.gsmarena.com/xiaomi_redmi_note_3-7863.php

আমিতো ভালই পাচ্ছি- রেন্ডম ইউজেও

০২ রা জুলাই, ২০১৭ বিকাল ৩:৫২

ভিটামিন সি বলেছেন: শাওমি নেয়া যায়, ভাবতেছি এটাই নেবো। আরো একটা ফোন পছন্দ হয়েছে। নকিয়া ৩। এটাও মোটামুটি খারাপ আছে।

৫| ২৯ শে জুন, ২০১৭ রাত ৮:৫৭

সোহানী বলেছেন: যাক মোবাইল চুরির বদৈালতে আপনাকে ব্লগে দেখা গেল!!! দেশে মনে হয়............

স্যামসাং ৮+ কিনেন... ফাটাফাটি। আমি কিনার প্লান এ আছি...........

০২ রা জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৫

ভিটামিন সি বলেছেন: দেশেই আছি ১ বছর ৬ মাস ধরে। জব করতেছি। বিদেশের জবের চেয়ে দেশে জব করা যে কি পেইনফুল তা হাড়ে হাড়ে টের পাচ্ছি।
যাই হউক, দামী ফোন আর কিনবো না। কানে ধরেছি। দামী ফোন হয় বন্ধুরা খেয়ে ফেলে অথবা মামুর বেটারা নিয়ে যায়। তাই কমদামীর দিকে নজর দিয়েছি।

শাহবাগে এসে ভিটামিন সি বলে চিল্লানি দিয়েন। আশে পাশে ই পাবেন আমাকে সকাল-সন্ধ্যা।

৬| ৩০ শে জুন, ২০১৭ সকাল ১১:০৮

ঢাকাবাসী বলেছেন: স্যামসাং ৮ কিনেন। দুর্দান্ত মাল!

০২ রা জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৮

ভিটামিন সি বলেছেন: ভাই ভালো নেই। আপনাদের দেশে এসে খারাপ অবস্থায় পড়ে গেছি। সব মানুষ ঠকায়। তাই আর ঠকবো না। কম দামী ফোন কিনে ইউজ করবো। মনে হচ্ছে শাওমি বা নকিয়া ৩ কিনবো। নিরন্তর ধন্যবাদ, ভালো থাকবেন।

৭| ০৫ ই জুলাই, ২০১৭ সকাল ১০:০৮

রাজীব বলেছেন: আমি কম দামে ওয়ালটন বা সিম্ফোনি ব্যবহার করি। ৬০০০ এর মধ্যে ৫" পাওয়া যায়। যেহেতু মোবাইল হাত থেকে পড়ে যায়, কখনো হারিয়ে যায়, তাই কম দামী ফোনই ভালো।

০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

ভিটামিন সি বলেছেন: অতি উত্তম এবং যুক্তিসংগত প্রস্তাব। গ্রহন করলাম ধন্যবাদযুক্ত চিত্তে।

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৯

রাসেলহাসান বলেছেন: ফোন কি কেনা হয়েছে? অনেকদিন তো পোস্ট দেখি না আপনার। যায় হোক আমি গরীব মানুষ 'ওয়ালটন' এর কম দামী ফোন ব্যবহার করি। আমি আর কি টিপস দেই... :(

১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

ভিটামিন সি বলেছেন: হ্যাঁ ভাই। কিনেছি একটা। দেখতে একেবারে কাউয়া কালার। হুয়াই অর হুয়াওয়ে... পি ৮ ২০১৭ ভার্সণ। ধন্যবাদ আপনাকে।

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৭

সেয়ানা পাগল বলেছেন: এটা কি ফেসবুক ??

১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

ভিটামিন সি বলেছেন: আপনার কি মনে হয়? ব্যাকবুক? হাত দিয়ে দেখেন তো??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.