নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমার পল্লবে বসে আমাকে প্রসারিত করতে চাই।

নারী নির্যাতন বন্ধ করুন। যৌতুককে না বলুন। বাল্যবিবাহ থেকে সমাজকে রক্ষা করুন।

ভিটামিন সি

ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।

ভিটামিন সি › বিস্তারিত পোস্টঃ

রাত ১০.২৫ মিনিট, এখনো ব্যাংকে বসে আছি। আর ভাল্লাগছে না।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩২

আজ ২৮শে ডিসেম্বর, সব ব্যাংকের প্রায় তিন-চতুর্থাংশের বেশি শাখার বার্ষিক ক্লোজিং আজকে। সেইমতে আমাদেরও ক্লোজিং এখন। কিন্তু হেড অফিসের সামান্য ভুলের কারনে আমাদের ক্লোজিং এখন হবার নাম গন্ধও নেই। বসে আছি তো আছিই।
.
.
.
.
.
.
আর ভালো লাগছে না। বাসায় যেতে ইচ্ছে করছে। আগামীকাল ভোরেই আবার মিডিয়াম জার্ণি করতে হবে। ঢাকা টু মুক্তাগাছা ভায়া ময়মনসিংহ। ছেলেকে দেখি না এক সপ্তাহ। দুর কি লিখছি।
আচ্ছা, এটাই এ বছরের শেষ পোষ্ট।
সবাইকে অগ্রীম নতুন বছরের শুভেচ্ছা। ভালো থাকা হয় যেন।


- ছন্ন ছাড়া একটা।

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: পাসপোর্ট বা ভোটার আইডি কার্ডে ভুল হলে সেই জনগণেরই দৌড়াতে হয়। যার কারণে ভুল হল সে আরামেই থাকে।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৫

ভিটামিন সি বলেছেন: হ ভাই, হাচা কতাডাই কইচুইন। বুকে আহেন ভাই।

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন:

আইলাম ভাই। :)

০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৩

ভিটামিন সি বলেছেন: আইছুইন। বইন যে, চা লইয়া আইতাছি। সাথে কি সিংগাড়া চলবে?

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৬

সুমন কর বলেছেন: অতি দ্রুত ছেলের সাথে দেখা হোক......এই কামনা রইলো।

ছন্ন ছাড়া পোস্ট হলেও কথাগুলো কিন্তু ছন্ন ছাড়া নয়।

অগ্রীম নতুন বছরের শুভেচ্ছা....

০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৪

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ আপনাকে সুমন দা। কথাগুলো ভিতর থেকে এসেছিল। তাই কোন বাক্যগুলি ছন্নছাড়া গুনে গুনাবিষ্ট।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:২২

সচেতনহ্যাপী বলেছেন: বড়দের ভুল, ভুল না!!
তারা কি আমাদের সন্তানদের কথা ভাবে??

০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৬

ভিটামিন সি বলেছেন: সহমত ভ্রাতা / ভগিনী। আমি যে পাপ করেছি তাহলে আপনিও সেই পাপ আগে থেকেই করছেন??

ভালো থাকুন আপনার সন্তানদের নিয়ে।

৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৫

জাহিদ অনিক বলেছেন:
ব্যাংকারদের নিয়ে তাহলে যে রিউমারটা প্রচলিত আছে সেটা সঠিক!

আহসান হাবীব ভাই?
কেমন আছেন ? ছেলে কেমন আছে?

০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫০

ভিটামিন সি বলেছেন: ভাই ভালোই আছি। আলহামদুলিল্লাহ। আমরা সব ব্যাংকের প্রফিট র্যাংকিং এর ৩য় হয়েছি।
ভাই, রিউমারটা কি?

এক মাতাল আর এক মাতালকে প্রশ্ন করে,
ওই দেখ এখন রাত ১০টা বাজে না?
হ বাজে।
তাহলে এত রাতে অফিস ব্যাগ হাতে কে যায় রে শাহবাগ দিয়ে?
তাতে তোর কি? যার অফিস এখন শেষ, সে ই যায়। হয় সে আমাদের মতো ড্রিংকার, নয় কোন ব্যাংকার হবে।
যদি ব্যাংকার হয়, তাহলে ওদের কি বাসায় বউ বাচ্চা নেই?
সবার ই কি তোর আর আমার মতো ঘর-সংসার আছে রে পাগলা??

৬| ০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: চা বাদ দিয়া সিংগাড়া দেন। এটা আমার খুব পছন্দের।

০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৪

ভিটামিন সি বলেছেন: শাহবাগে এসে জোর গলায় হাঁক দেন, ভিটামিন সি ...... ই ........... ই.......... ই .......... বলে। ভিটামিন হাজির হয়ে যাবে।

৭| ০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০১

বিজন রয় বলেছেন: মন দিয়ে চাকরি করেন।
মন না বসলে চাকরি ছেড়ে দেন।

শুভকামনা রইল।

০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৯

ভিটামিন সি বলেছেন: ছাইড়াই দিমু ভাবতাছি। ভাল্লাগে না। দেশে গিয়ে ছোট খাটো উৎপাদনমুখী বিজনেস শুরু করবো।
এটা ছাড়লে ৫টা ছাড়া হবে। আর্শীবাদ দিয়েন দাদা।

৮| ০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৪

বিজন রয় বলেছেন: বললাম এজন্য যে, অামি গত একবছর হলো চাকরি ছেড়ে দিয়েছি।
এখন অায় কম কিন্তু অনেক শান্তিতে অাছি।

অামার মন এখন সবসময় ফুরফুরে থাকে।
অামি এখন অনেক সুখি।

তবে অাপনি যা করবেন ভেবে চিন্তে করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.