নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

ক্রীতদাস-৯ঃ আকাশের রং

১৩ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৪১



তুমি হারিয়ে গেছ নদীর বাঁকে কঠিন তরী বেঁয়ে
চলে গেছ আকাশের নীল ছুঁয়ে।

তবুও জেনে রেখো কবিতা
তুমি ডায়েরীর কারাবাসে বন্দিনী নও।
ডানার ভরে মুক্ত পাখি উড়তে দেখে,
খুজে পেয়েছি আমার ভালবাসার ঘর ওই নীলে।


বৃত্তের কেন্দ্র থেকে সরে যে শূন্য রচনা করেছিলে,
তার জন্যে আদালতে কোন নালিশ নেই,
নিঃশ্বাসে মিশে প্রতিটি বায়ুর সাক্ষী,
কোন অনুযোগ নেই, নেই অভিমানের ওজর।

যে জলে তোমার ছবি দেখতাম,
আজকাল তাতে নীল আকাশের আঁচল দেখি,
টলমল টলমল মেঘের ভেলায়,
পাড়ি দিতে চাই প্রতিটি শেষ বিকেল।

কখনো সেই আকাশ দেখো কবিতা,
তোমার প্রতিটি পয়সা উসুল হবে গ্যারান্টি দিলাম।
আর হ্যাঁ, রাজপুত্রের হাতে হাত রেখেই দেখ,
কোন আপত্তি নেই আমার।

শুধু খুলে ফেলো ওই খোঁপার লাল জবা,
হাতের প্রতিটি লাল চুড়ি,
পায়ের আলতা, নুপুর।
নয়ত, জলের বুকের নীল ওদের রঙে ভেসে যেতে পারে।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৫৪

সুমন কর বলেছেন: সুন্দর। ভালো লাগা।

১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০৩

ভ্রমরের ডানা বলেছেন: এই পর্বের ইতি টানব সুমন কর ভাই। আর ভাল লাগে না এসব। ভাল লাগায় কৃতজ্ঞ। ভাল থাকবেন ভাই।

২| ১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুন লাগল।
আর হ্যাঁ, রাজপুত্রের হাতে হাত রেখেই দেখ
কোন আপত্তি নেই আমার।
ধন্যবাদ ভাই সম্মতির জন্য। :)

কিছু টাইপো আছে। ঠিক করে নেবেন।

১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:১১

ভ্রমরের ডানা বলেছেন: আসলেই কি দরকার ভাই, সুখে থাক ছেঁড়া ঘুড়ি
খুজে নিক বাতাসে তার আপন গতিপথ নিজ পায়ে

টাইপো গুলা ঠিক করলেই ওটা হারিয়ে যাচ্ছে প্রথম পাতা থেকে :( :(

কি করব বুঝছতে পারছি না

৩| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ৯:২৫

আরণ্যক রাখাল বলেছেন: শুধু খুলে ফেলো ওই খোঁপার লাল জবা
হাতের প্রতিটি লাল চুড়ি
পায়ের আলতা, নুপুর
নয়ত, জলের বুকের নীল ওদের রঙে ভেসে যেতে পারে।
- এই অংশটুকু ভালো লেগেছে।

১৩ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩১

ভ্রমরের ডানা বলেছেন: এই প্যারাটি কবিতার যবনিকা অংশ। তামাম কবিতায় শেষ টুকু আমি প্রাণপণ ভাল লেখতে চাই। যাক সেটা আপনার ভাল লেগেছে। শুভেচ্ছা নিবেন ।

৪| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১০:৪৪

শতদ্রু একটি নদী... বলেছেন: ভালোলাগলো ডানা ভাই। জলের উপর থেকে আবার নীল আকাশের আচল আলতো কইরা সরাইয়া উনার মুখ দেখার প্রচেস্টা নেন। সফল হবেনই। :)

১৩ ই জুলাই, ২০১৫ রাত ১০:৫২

ভ্রমরের ডানা বলেছেন: শতদ্রু ভাইয়ু অসংখ্য ধন্যবাদ। আপনার ভাল লেগেছে জেনে খুশী হলাম। জলের নীল সরিয়ে ফেললে পিছিয়ে যেতে হবে। নীল কে যে কখন ভালবেসে ফেলেছি তা নিজেও জানি না। সেই নীলের মাঝে দু একটা পদ্ম ফোঁটার বাকি শুধু। উনার মুখ দেখতে চাই না আর ভাইয়ু। সাধ মিটে গেছে :P

৫| ১৪ ই জুলাই, ২০১৫ রাত ১২:৫৯

রোদেলা বলেছেন: যে জলে তোমার ছবি দেখতাম
আজকাল তাতে নীল আকাশের আঁচল দেখি,
টলমল টলমল মেঘের ভেলায়
পাড়ি দিতে চাই প্রতিটি শেষ বিকেল।-----------------

১৪ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৫৫

ভ্রমরের ডানা বলেছেন: বহু দিন পর এলেন আপু। আপনাকে খুব মিস করছিলাম। আপনার কবিতা গুলা বারবার পড়ি। অসাধারণ সব কবিতা! একবার পড়ার পর আরও দুই তিন বার পড়ি।

অনেক সুন্দর লেখেন আপনি। আপনার মত যদি লেখতে পারতাম!!!

৬| ১৪ ই জুলাই, ২০১৫ রাত ৩:৫৮

উর্বি বলেছেন: কি জানি?? সেই নীল আচল সরানোর সময় পাবেন কিনা!

১৪ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৫৬

ভ্রমরের ডানা বলেছেন: কবিতায় অসম্ভব বলে কিছু নেই চিত্রকর। দেখবেন একদিন আপসে আপ সরে গেছে সব বাধা।

৭| ১৪ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৪

উর্বি বলেছেন: কবিতার ভিত্রে ই থাকেন। আর আচল সরাইতে হবে না। হুহ

১৫ ই জুলাই, ২০১৫ রাত ১২:১৯

ভ্রমরের ডানা বলেছেন: কবর দেখতে চান তাই না। ওকে। ক্রিতদাসের কবর দেখবেন দ্রুত। মুছে ফেলব ওকে সকল মনের গলি থেকে। কবর দিয়ে দেব, কবর।

৮| ১৫ ই জুলাই, ২০১৫ ভোর ৫:১১

উর্বি বলেছেন: আমি তাই কইসি? আজীব :/

১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:১৫

ভ্রমরের ডানা বলেছেন: ক্রীতদাসের মৃত্যু হইছে গতকাল। খেয়ালি মুনিবের যাত্রা শুরু :P :P

সামনেই

৯| ২১ শে জুলাই, ২০১৫ রাত ৯:০৫

উর্বি বলেছেন: কই মরসে সব?

২৫ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

ভ্রমরের ডানা বলেছেন: আগেই কইছি, ক্রিতদাস জীবন্ত ফসিল চিত্রকর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.