নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

ক্রীতদাস-১০ জমজ স্বপ্ন ও একটি ঝোলার কষ্ট

১৪ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:২০



আমি যাযাবর ছিলাম সেই পুরনো কাল হতে আজ অবধি,
কাঁধে বয়ে নিয়ে চলেছি একঝোলা জমজ স্বপ্ন,
হাসি হাসি, খুশী খুশী, অভিমানী, চঞ্চল
দুষ্ট লাজুক স্বপ্ন, আমাদের সেই জমজ স্বপ্ন।

সেই সহোদর জন্মেছিল ফাল্গুনের বনে,
তারপর ঝরে গেছে টুপ করে কোন এক ঝড়ে অকালে, বড়ই অকালে।
সেখান থেকেই কুড়িয়ে এনেছি এতিম স্বপ্ন জোড়া,
বিশ্বাস করবে কিনা জানিনা সেগুলো জীবিত প্রানের মত কথা বলে, নৃত্য করে।

স্বপ্ন যুগল এতোই বেয়াড়া যে আজকাল ঝোলা থেকে বেরিয়ে পড়ে,
মাঝে মাঝেই ধ্রুপদী মুদ্রায় নৃত্য করে বাঁকা চোখে ইশারায়।
তবুও ওদের চোখে দেখি চেনা রঙের কষ্ট,
ঠোঁটে বাঁকা উপহাসের হাসির খঞ্জর।

একদিন হেসে হেসে দিয়েছিলে বুকের অমূলে,
যে খঞ্জরের দাগ একটি যুগের কালে মুছে আজ তোমার কাছে তা মিথ্যে হয়ে গেছে।
শুধু মিথ্যে হয়ে যায়নি সেই জমজ স্বপ্ন,
প্রতিদিন তাদের হাসির খঞ্জরে রক্তাক্ত হয় আমার জমিন।

সেই রক্ত ধারায় জমিন লবনাক্ত খর,
শত চাষেও ফলাতে পারিনি একটি দূর্বা ঘাস।
তুমি তো জানোই একদিন সেখানে বন ছিল,
ঘন বনে হারিয়েছ কতশত খোঁপার ফুল,কানের দুল।

আমার সখ হয়েছে আবার বাগান করব,
বাতাসে ছন্দ্রমল্লিকা, হাসনাহেনাদের স্নিগ্ধ নৃত্তের স্বাদ নেব,
ঠোঁটের কোণে চুরুট জ্বালিয়ে তাতিয়ে নিব জংধরা স্নায়ু,
তাই কিছুকালের জন্য ফিরিয়ে নাও এই জমজ স্বপ্ন!!

মন্তব্য ২৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৮

শতদ্রু একটি নদী... বলেছেন: দারুন লাগলো ডানা ভাই। আর এইটা আপনার অন্যগুলার চেয়ে একটু আলাদা হইছে, এইটা ভালো ব্যাপার। :)

১৫ ই জুলাই, ২০১৫ রাত ১২:১৫

ভ্রমরের ডানা বলেছেন: শতদ্রু ভাই, আপনার উৎসাহে বেগ পেলাম। একটু আয়েশের দরকার। জীবনের সেই বৃত্ত থেকে বেরিয়ে আসার সময় হয়েছে। এই সিরিজের এখানেই সমাপ্তি দিলাম। B-) B-)

খুব ভাল লাগছে!!

২| ১৫ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৩৪

প্রামানিক বলেছেন: চমৎকার ভাবনা। ভাল লাগল। ধন্যবাদ

১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:১৪

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই। চলবে :P

৩| ১৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১৬ ই জুলাই, ২০১৫ রাত ১:২৮

ভ্রমরের ডানা বলেছেন: বহুদিন পর কবি ভাই এলেন আমার ব্লগে। ভুলত্রুটি শুধরে দিয়েন। শুভেচ্ছা নিবেন কবি ভাই

অসংখ্য ধন্যবাদ ।

৪| ২১ শে জুলাই, ২০১৫ রাত ৯:০৬

উর্বি বলেছেন: এলিটা :)

১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৩

ভ্রমরের ডানা বলেছেন: এলিটারা বিষাদগ্রস্ত বাতিকে ভুলে ফেলে যায় সোনালি সপ্ন, কুড়িয়ে পাওয়া সেই যমজ সপ্নের বোঝা তুমি কি বুঝতে পারছ চিত্রকর। অনেক ভারের নিছে চাপা পড়েছি

৫| ০৬ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:১৬

খেয়ালি দুপুর বলেছেন: মুগ্ধ হয়ে গেলাম কবিতা পড়ে। ভিষণ ভাল হয়েছে।

১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৬

ভ্রমরের ডানা বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল। শুভেচ্ছা রইল। ভাল থাকবেন।

৬| ১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:০২

শায়মা বলেছেন: আমিও মুগ্ধ!

১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১০

ভ্রমরের ডানা বলেছেন: অনেক খুশি লাগছে। আপনার মুগ্ধতায় রোমাঞ্চ অনুভব করছি আপু

৭| ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ৯:১৩

উর্বি বলেছেন: আরেকজন তো কফি খাওয়ানোর ভয়ে ব্লগই বাদ দিল। হুহ!

১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৩

ভ্রমরের ডানা বলেছেন: চিত্রকর, এত কফি কফি করবেন না।শুধু শুধু লোভ দেখাবেন না। কফি কফি করে কফি আনান বানায় দিলেন। লোল!

৮| ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ৯:২৬

মনিরা সুলতানা বলেছেন: অনেকদিন পর পড়লাম আপনার লেখা ।
খুব ভালো লাগছে :)

১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৯

ভ্রমরের ডানা বলেছেন: খুব ই খুশি হলাম।পাঠে ও মন্তব্য করে কৃতজ্ঞ করে গেলেন

৯| ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৫১

লেখোয়াড়. বলেছেন:
আপনার লেখা আগে পড়া হয়নি।
আজ পড়লাম বেশ কয়েকটি।

আপনার লেখায় বিষয় বৈচিত্র অনেক, এই ব্যাপারটি আমার খুব ভাল লাগল।
আর আপনার লেখায় একটি সাবলিল ধাবমান গতি আমাকে দারুন আকর্ষণ করেছে।
মনে হচ্ছে বার বার ফিরে আসতে হবে এখানে।

টাইপোগুলো দেখে নিয়েন, আপনি কি পুরানো কেউ নতুন করে এসেছেন?

১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩২

ভ্রমরের ডানা বলেছেন: আমি পুরনো কেউ নই।নবাগত কবিতাবাজ।তবে পানেচুন পোড়খাওয়া পাপিষ্ঠ। নিজের অনুভুতির প্রকাশ করেছি মাত্র। আপনার প্রশংসাবাদ পেয়ে অসাধারণ ভাল লাগা কাজ করছে। সাথে থাকুন।সামনে আরও বেশ কয়েক সিরিজ কবিতা লেখব।শুভেচ্ছা নিবেন।

১০| ১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৯

ভ্রমরের ডানা বলেছেন: সুন্দর কমেন্ট করে বাধিত করলেন

১১| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৫৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার কবিতা। +++

আর আপনিও কিন্তু সুন্দর এবং সাবলীল প্রতিত্তর দিয়ে পাঠকদের মুগ্ধ করেছেন। :)

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৯

ভ্রমরের ডানা বলেছেন: আপনার আগমনে কবিতা আরো সার্থক হল বোকা ভাই। আচ্ছা আপনি কি বোকা জুনিওরস ফুটবল ক্লাবের সমর্থক নাকি ভাই। আপনার সুন্দর কমেন্টে ও নামে অসম্ভব মুগ্ধতা।

১২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বোকা জুনিয়রস!!! ইয়াক, সিনিয়রস হইলে একটা কথা ছিল :P

আমি রিয়েল... ;) মানে রিয়েল বোকা =p~ =p~

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪১

ভ্রমরের ডানা বলেছেন: এই অধম ও রিয়েল। আসেন কোলাকুলি হয়ে যাক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.