নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

একটি অমর বিকেল

১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৬

লিখে নাও শতকলম, আমি ফিরে ফিরে আসব
কবিতার বনে বনে ভ্রমর সেজে, গোপনে।
ফিরে আসব নেশাগ্রস্থ মাতাল হয়ে
শুষে নেব তোমার সকল সাজানো আফিম।

দেখে নিও, আমি ফিরে আসব
তোমার বনে, নটক ফিঙে হয়ে।
চঞ্চল চঞ্চু দিয়ে ছুয়ে দিব প্রতিটি পাতার
জমানো অপেক্ষারত শিশিরজল।

জেনে নিও একবিকেলে গান শুনাব,
টুংটাং চায়ের কাপে জমিয়ে দেব
তোমার শতমারি আকুল প্রশ্নবান,
জেনে নিও, জেনে নিও।

অভিশপ্ত শহুরের প্রতিটি জানালায়, ডানাভাঙা বাদুরের মত ঝুলব প্রতিটি নিয়নবাতির খুটিতে।
ফিরে আসব, ফিরে আসব
তোমারি আশ্রমে, সাজাব প্রতিটি কানন।

দেখে নিও, জেনে নিও,
ফিরে আসব একদিন সকালে, দুপুরে
কিংবা সাঝবেলা ফুলে ফুলে
গুনগুনিয়ে গান গেয়ে।

সেদিন তুমি চাইলে জল কিংবা পেস্টেলে
বন্দি হব অনায়াসে,
একটি বিকেলবেলা অমর হবে বনে
জেনে নিও, বুঝে নিও।


মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৫

জেন রসি বলেছেন: ফিরে ফিরে আসা মানে চক্রাকারে ঘুরপাক খাওয়া!!!

কবিতা চমৎকার হয়েছে।

+++

১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৮

ভ্রমরের ডানা বলেছেন: জেন রসি, বারবার ফিরে আসতে হয়। না আসে পারছি নাহ।নেশাগ্রস্ত হয়ে আছি।

২| ১৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

আরণ্যক রাখাল বলেছেন: চমতকার কবিতা

১৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে কৃতজ্ঞতা। শুভেচ্ছা নিবেন।

৩| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫২

শতদ্রু একটি নদী... বলেছেন: খানিক বোঝায় চেস্টায় আছি ডানা ভাই। ;)

যাইহোক, কবিতা অসাধারন হইছে ভাষাগত অল্প কিছু এদিক সেদিক বাদে। যেমন শুনাবো না হয়ে শোনাবো হবে হুতো, তোমারি না হয়ে তোমারই কিংবা বন্দি বানানটা কি বন্দী নাকি নিজেই ঠিক বুঝতেছিনা :(

যাইহোক, শুরুর দিকের কবিতাগুলো থেকে এখনকার কবিতাগুলো অনেক পরিনত। আরো শক্তিশালী করতে দৈর্ঘ্য অল্প কমিয়ে ফেলতে পারেন।

শুভকামনা রইলো। :)

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:২৬

ভ্রমরের ডানা বলেছেন: শতদ্রু ভাই, বানান গুলোর বিষয়ে আমিও কনফিউজড। আপনার সাজেশন ফলো করব। কবিতা সংক্ষিপ্ত করার ইচ্ছা আছে আমার ও। আপনার প্রশংসা আমাকে উজ্জিবিত করেছে। শুভকামনা জানবেন।

৪| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫৮

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:২৮

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই। পাঠে ও কমেন্টে সুভেচ্ছা জানবেন।

৫| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৩৪

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,



দেখে নিও, জেনে নিও ভ্রমরের ডানা যতোবার মেলে ধরবে তার কাজল কালো রূপ ; ততোবারই আমরা ফিরে ফিরে আসবো ।

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৪৫

ভ্রমরের ডানা বলেছেন: জী এস আহমেদ ভাই,
তবে আবার আসিব ফিরে, সেই বন বিটপীর নিড়ে
জুড়াইব মন শান্তিমমতন সেই বাটিতে ফিরে।

৬| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৪৩

সায়েদা সোহেলী বলেছেন: জেনে নিও একবিকেলে গান শুনাব,
টুংটাং চায়ের কাপে জমিয়ে দেব
তোমার শতমারি আকুল প্রশ্নবান,
জেনে নিও, জেনে নিও।

অভিশপ্ত শহুরের প্রতিটি জানালায়, ডানাভাঙা বাদুরের মত ঝুলব প্রতিটি নিয়নবাতির খুটিতে।
ফিরে আসব, ফিরে আসব
তোমারি আশ্রমে, সাজাব প্রতিটি কানন

সেদিন তুমি চাইলে জল কিংবা পেস্টেলে
বন্দি হব অনায়াসে,
একটি বিকেলবেলা অমর হবে বনে
জেনে নিও, বুঝে নিও।


ভালো লেগেছে ভ্রমর , নিকের সাথে কবিতার মিল আছে বেস :)

২০ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৪১

ভ্রমরের ডানা বলেছেন: নিকের সাথে কবিতার মিল ধরে ফেলেছেন দেখা যায়। আনার বিচারগুণ প্রখর। শুভেচ্ছা নিবেন।

৭| ২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৪২

মনিরা সুলতানা বলেছেন: বাহ
খুব সুন্দর লেখা :)

২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১৪

ভ্রমরের ডানা বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আপ্লুত হলাম । অশেষ শুভকামনা। ভাল থাকবেন।

৮| ২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৯

উর্বি বলেছেন: ফিরসে! যাক। ইচ্ছা করতেসে জেন রসি ও শতদ্রু ভাইয়ে কতগুলা প্রমাণ দেখাই । ;) কিন্তু ছাইড়া দিলাম।
নেক্সট টাইম ব্লগ ছাইড়া পালানোর চেষ্টা করলে এমন পোস্ট দিব তখন জেন রসি ও শতদ্রু ভাই রা নিজেরাই কিলায় ঘুষায়ে ব্লগে ফেরত আনবে । কথাটা মাথায় থাকে যেন ।
--------------
কবিতা ভাল হইসে

২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:২২

ভ্রমরের ডানা বলেছেন: ব্লগের গুন্ডি,


আমাকে হুমকি দেওয়া চলবে না। বুঝলেন!

আছেন তো সুখে তাই বসে বসে শুধু মুখে খই ফুটে নাহ। এই অধমের পেট বলে কিছু নেই নাহ।

৯| ২১ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:৩০

উর্বি বলেছেন: গলা চিপে মারা উচিত :-/ জল রং প্যাস্টেল রং দিয়া মাখায়ে ভুত বানানো উচিত
হুহ

২১ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:০৮

ভ্রমরের ডানা বলেছেন: মাস্তানি করেন নাহ, রংবাজ মেয়ে। কিলিয়ে পেয়াজবড়া বানাব :P

১০| ২১ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৪৪

উর্বি বলেছেন: আপনি তো সিগ্রেট খোর!
ইনবক্সে কে যেন গোল্ড লিফ ফুকে? :P

২১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:০৭

ভ্রমরের ডানা বলেছেন: চিত্রকর, ফান্ডা ফাস করে দিলেন। ইয়া খুদা, কি হবে আমার

১১| ২১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২৬

খেয়ালি দুপুর বলেছেন: অসাধারণ লেগেছে কবিতা! ভাল থাকা হোক অনেক ভাইয়া।

২১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৪২

ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে শুভেচ্ছা জানবেন। জগতজননীর আশ্রয়ে সুখি হক প্রতি টি প্রান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.