নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

ক্রিতদাস ফিরে এসেছে

২২ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১০

,

এলিটা, জানি তোমার রাজ্যপাটে
বদলে গেছে দুঃশাসনের নিয়মনীতি,
লাজুক নরম হাতে
নিয়েছ কঠোর চাবুক দন্ড।

তাই অত্যাচারে আজ ক্ষতবিক্ষত আমার জমিন
উষর থেকে হয়েছে আরও উষর,
পাথুরে জমিন চিরে ফলাতে পারিনি
একটি শস্যকণা, তোমারি দুঃশাসনে।

ভুলে গেছ গোলায় ভরা রাশিরাশি ধান শস্য,
বুকের জমিনে চাষ করা বাহারি সব আবাদ,
আবাদযোগ্য সেই জমিনে নেই
তোমার পদছায়া কিছু চাবুকের দাগ ছাড়া।

বেনিয়াদের মত লুটেছ আমার পানের বরজ,
হালের গরু, কাঁসার থালা।
তোমার অত্যাচারে আজ বাংলা বিহারে
অবরোধ, ধর্মঘট।

অবাধ্য ক্রিতদাস তাই ছুড়েছি এক চরমপত্র
এক এক করে জবাব দাও,
প্রতিটি প্রশ্নের, প্রতিটি গোলাপের,
প্রতিটি নির্মম চাবুকের।

নইলে পুড়িয়ে দেব জমিদারীর দেবালয়, দেবতা,
সাজব নকশাল হাতে নিয়ে রাইফেল।
তখন চোখ বুজে ক্রিতদাসের মাথার নামে তুলে দিও
শত সোনার মুদ্রা ইনাম।

সর্বস্বত্ব সংরক্ষিত



মন্তব্য ৬৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২০

প্রামানিক বলেছেন: নইলে পুড়িয়ে দেব জমিদারীর দেবালয়, দেবতা,
সাজব নকশাল হাতে নিয়ে রাইফেল।
তখন চোখ বুজে ক্রিতদাসের মাথার নামে তুলে দিও
শত সোনার মুদ্রা ইনাম।

চরম জ্বালাময়ী কবিতা। ধন্যবাদ

২২ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩৪

ভ্রমরের ডানা বলেছেন: সুন্দর মন্তব্য অশেষ ক্রিতজ্ঞতা জানবেন। ধন্যবাদ প্রামাণিক ভাই।

২| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩৩

জেন রসি বলেছেন: নইলে পুড়িয়ে দেব জমিদারীর দেবালয়, দেবতা,
সাজব নকশাল হাতে নিয়ে রাইফেল।
তখন চোখ বুজে ক্রিতদাসের মাথার নামে তুলে দিও
শত সোনার মুদ্রা ইনাম।


বিপ্লব দীর্ঘজীবী হোক! হুমকিতে কাজ হবে না! সরাসরি আক্রমনে যাইতে হবে!

চমৎকার কবিতা।


২২ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৪০

ভ্রমরের ডানা বলেছেন: যুদ্ধ যখন অনিবার্য, অস্ত্র ধারন করা তখন উচিত নয় কি?

জেন রসি আপনার কমেন্টে উদ্বুদ্ধ হলাম। পরে আবার দোষ দিয়েন না যেন।

৩| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩৯

ফুলফোটে বলেছেন: আসলেই জ্বালাময়ী কবিতা...।সুন্দর।

২২ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৪৩

ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে অনেক ধন্যবাদ ফুলফোটে। নিরন্তর শুভকামনা।

৪| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: অবাধ্য ক্রিতদাস তাই ছুড়েছি এক চরমপত্র
এক এক করে জবাব দাও,
প্রতিটি প্রশ্নের, প্রতিটি গোলাপের,
প্রতিটি নির্মম চাবুকের।
সুন্দর +

২২ শে আগস্ট, ২০১৫ রাত ১:০৬

ভ্রমরের ডানা বলেছেন: পাঠ করবার সময় করার জন্য অশেষ ক্রিতজ্ঞতা কবি ভাই। শুভেচ্ছা নিবেন।

৫| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১:১৯

শতদ্রু একটি নদী... বলেছেন: আসলে এলিটাই ফিরে এসেছে।

যাইহোক, ক্রীতদাস বানান মনে হয় ভুল হইছে। সত্যি হইলে ঠিক কইরা নিয়েন। নিজেই বানান নিয়া ব্যাপক ডাউটে থাকি। ইংরেজী বানান অনেক সোজা ডানা ভাই। এইজন্যই মনে হয় মধু আঙ্কেল সহজ পথে হাটতে গেছিলেন

২২ শে আগস্ট, ২০১৫ রাত ১:৩২

ভ্রমরের ডানা বলেছেন: শতদ্রু ভাই, নতুন মোবাইল তাই টাইপিং করতে বহুত সমস্যা হইতেছে। বানানের মাইরে বাপ হয়ে যাচ্ছে।

যাই হউক কবিতা কেমন লাগছে কইলেন না ত ;)

৬| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১:৩০

শতদ্রু একটি নদী... বলেছেন: কবিতা ভালো হইছে। আপনের কবিতা সুন্দর হইতাছে। আমি কিছু লিখতে না পাইরা কি করমু কিছু বুঝিনা। রাজনৈতিক ক্যাচালে মাইতা উঠার সময় হইছে আবার।

২২ শে আগস্ট, ২০১৫ রাত ১:৩৬

ভ্রমরের ডানা বলেছেন: ইয়া খুদা! অই দিকে যাইয়েন নাহ প্লিজ ভাই। আপনার কবিতা আমি বিশাল বড় ফ্যান। আমাদের কথা ভাইবেন ভাই।

৭| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ২:৪১

মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: বেশ ভাল লেখনী! আরও ভাল হোক দিনে দিনে। শুভ কামনা রইল।

২২ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে শুভেচ্ছা রইল।আমার ব্লগে সুস্বাগতম।

৮| ২২ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:১৮

খেয়ালি দুপুর বলেছেন: কবিতা ভাল লেগেছে ভীষণ। শুভকামনা ভাইয়া।

২২ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে ধন্যবাদ। আপনার ভাল লাগায় কবিতার সার্থকতা।

৯| ২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৮

উর্বি বলেছেন: ঝগড়া চলে তাই কমেন্ট করুম না ! হুউউউউউউম X((
(মনে মনেঃ কবিতা ভাল হইসে ) X(

২২ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০০

ভ্রমরের ডানা বলেছেন: চিত্রকর,

আপনি যে কি সেটা মাথায় ঢুকছে না। ইয়া খুদা, ইনারে কি জিনিস দিয়া বানাইছেন?

১০| ২২ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০১

উর্বি বলেছেন: জেন ভাই ও শতদ্রু ভাই.।।
প্রব্লেম মোবাইলে না। প্রব্লেম মনের ভিত্রে উনার । প্রমাণ গুলা দেখাইলে ভাল হইত হুহ X((

২২ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০৪

ভ্রমরের ডানা বলেছেন: হায়রে #:-S #:-S

কিচ্ছুক্ষণ শুতাশনে যান প্লিজ।

১১| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩৮

হাসান মাহবুব বলেছেন: ভালো লেগেছে কবিতা।

২২ শে আগস্ট, ২০১৫ রাত ৯:২৬

ভ্রমরের ডানা বলেছেন: অনেক ধন্যবাদ হাসান মাহবুব ভাই। আপনার ভাল লাগা কবিতাকে আরও সার্থক করেছে। ভাল থাকবেন

১২| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩৯

শতদ্রু একটি নদী... বলেছেন: প্রমান দেখতে চাই। হাতেনাতে ক্যাক কইরা ধরা হোক এইবার ডানা ভাইরে। ;)

২২ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৩১

ভ্রমরের ডানা বলেছেন: ব্লগে ফিরতে না ফিরতেই ধরপাকড় শুরু করলেন ভাই জান। ইয়া খুদা তুমি কই?ই

১৩| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪২

জেন রসি বলেছেন: উর্বি বলেছেন: জেন ভাই ও শতদ্রু ভাই.।।
প্রব্লেম মোবাইলে না। প্রব্লেম মনের ভিত্রে উনার । প্রমাণ গুলা দেখাইলে ভাল হইত হুহ X((

প্রমান দেখিতে চাই!!! ;)

২২ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৩৫

ভ্রমরের ডানা বলেছেন: শেষমেশ আপনি ও জেন ভাই। হায়রে কেও আমাকে বুঝল নাহ।

১৪| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: দ্রোহের আগুনে ঝলসে যাক জমিদার- স্বৈরাচার ;)


+++++++++++

২২ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৪৬

ভ্রমরের ডানা বলেছেন: বিদ্রোহী ভৃগু ভাই,
আমার ব্লগে আগমনে শুভেচ্ছা জানবেন।
আগুনের হলকায় জালিয়ে দেব পুঁজিবাদ প্রেম দুর্গ।

১৫| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ৯:১৩

নৈশ শিকারী বলেছেন:

২২ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৪৮

ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে শুভেচ্ছা জানবেন।

১৬| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৫১

শতদ্রু একটি নদী... বলেছেন: কাউরে ডাইকা লাভ নাই ডানা ভাই। উর্বির ইচ্ছা রাতে সকল স্ক্রিন শট, ডিএসএলআর শট, শ্লগ শট, হেন শট, তেন শট সব শট ফাস কইরা একটা পোষ্ট দিবে। আমাদের কানে কানে বলছে, সেই উত্তর বঙ্গ থেকে ;)

২২ শে আগস্ট, ২০১৫ রাত ১০:০০

ভ্রমরের ডানা বলেছেন: আকাশে উড়াল দিলাম ভাইজান।ভুলচুক মাফ করি দিয়েন।

১৭| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫৬

শতদ্রু একটি নদী... বলেছেন: জ্বালানী শেষ হইলে দুনিয়ায় নামতেই হবে। পালাইয়া আর কতক্ষন? ;)

২২ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৩১

ভ্রমরের ডানা বলেছেন: জেটপ্লেন নিয়া উড়ান মারছি ভাই। ট্যানকি ভইরা জালানি নিছি। নামতে ৭ দিন লাগবে। :D

১৮| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫৮

এস কাজী বলেছেন: "অবাধ্য ক্রিতদাস তাই ছুড়েছি এক চরমপত্র
এক এক করে জবাব দাও,
প্রতিটি প্রশ্নের, প্রতিটি গোলাপের,
প্রতিটি নির্মম চাবুকে"

সেই লেভেলের লাগসে। পুরাই বিদ্রোহী ভাব।

২২ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৩৯

ভ্রমরের ডানা বলেছেন: এস কাজি ভাই,

যুদ্ধই জীবন, বিদ্রোহ তার জ্বালানি, আর কবিতা তার খাবার।

চলবে যুদ্ধ।

পাঠে ও কমেন্টে শুভেচ্ছা নিবেন।

১৯| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১১:১৯

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,




এলিটা, জেনে রাখো তোমার রাজ্যপাটে
এখন নামিবে ঘোর অমানিশা
সব ব্লগার হয়েছে এক
পালিয়েও পাবে নাকো দিশা । :(

( অনেক মন্তব্যে যুদ্ধের আওয়াজ পেলুম মনে হয়, তাই এরকম কবিতা ।)

২২ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫৫

ভ্রমরের ডানা বলেছেন: আহমেদ জী এস ভাই,

দারুণ বলেছেন। পাশে থাকায় শক্তি পেলুম। পাঠে ও কমেন্টে শুভেচ্ছা।
বিদ্রোহ চলবে, জ্বলবে আগুন,
পুড়বে পুড়বে,
ধসবে পাষান দুর্গ।

২০| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৩৬

শতদ্রু একটি নদী... বলেছেন: ৭ দিন এন্ডিউরেন্স অলা জেট কই পাইলেন? কোন কোম্পানী করলো এই যুগান্তকারী জেট বিপ্লব। একটা ফটু দেন ভাই। দেখতে মুঞ্চায়। ;)

২২ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৪২

ভ্রমরের ডানা বলেছেন: গ্যাসোলিন ভরা জ্যাপোলিন ভাইয়ু

২১| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৪৩

জেন রসি বলেছেন: ডানা ভাই, আপনি পালাবেন কেন??

যুদ্ধের ময়দানে বীর প্রেমিকের মত যুদ্ধ চালাইয়া যান!!!!

এক প্রমানের ভয়েই যদি পালাইয়া যান তাহলে কেমনে হবে???? ;)

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০১

ভ্রমরের ডানা বলেছেন: আমি যুদ্ধ করছি এলিটার সাথে। ওর অনাচারের সাথে। একই সাথে কয়টা যুদ্ধ করব জেন রসি ভাই বলেন?

আমার প্রসেসর অনেক উইক, ডুয়াল কোর বা কোর আই সিরিজের নাহ। নাইলে চালিয়ে দেখতাম কত ধানে কত আটা। বু হা হা হা!!

২২| ২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৪১

সুমন কর বলেছেন: অবাধ্য ক্রিতদাস তাই ছুড়েছি এক চরমপত্র
এক এক করে জবাব দাও,
প্রতিটি প্রশ্নের, প্রতিটি গোলাপের,
প্রতিটি নির্মম চাবুকের।


৭+।

২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৪

ভ্রমরের ডানা বলেছেন: সুমন কর ভাই, এত্ত গুলা প্লাস দেবার জন্য অশেষ ধন্যবাদ। শুভেচ্ছা রইল

২৩| ২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অবাধ্য ক্রিতদাস তাই ছুড়েছি এক চরমপত্র
এক এক করে জবাব দাও,
প্রতিটি প্রশ্নের, প্রতিটি গোলাপের,
প্রতিটি নির্মম চাবুকের।


এক কথায় বিদ্রোহের আগুন !
ব্যবহৃত ছবিটাও অসাধারন !

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৩২

ভ্রমরের ডানা বলেছেন: আমার ব্লগে ওয়েলকাম।

পাঠে ও সুন্দর কমেন্টে ক্রিতজ্ঞতা জানবেন। আপনার প্রতি রইল অশেষ শুভকামনা।

২৪| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনেকদিন পরে একটি অসাধারন কবিতা পড়লাম।


শুভকামনা রইল।

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১০:২৭

ভ্রমরের ডানা বলেছেন: আমার সৌভাগ্য যে আপনার কবিতাটি ভাল লেগেছে। সত্যি বলতে কি, এই কবিতাটি লেখে আমার ও খুব ভাল লেগেছে। লেখার পর কমসেকম ১০ বার পড়েছি। প্রতিবার অসামান্য তৃপ্তি পেয়েছি।

আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম। শুভকামনা জানবেন।

২৫| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১০:২৩

তুষার কাব্য বলেছেন: ভাল লেগেছে ভীষণ। শুভকামনা ।

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৩৪

ভ্রমরের ডানা বলেছেন: কবিতায় ভাল লেগেছে জেনে প্রীত হলাম। ভাল থাকবেন ভাই। শুভকামনা রইল।

২৬| ২৪ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

উর্বি বলেছেন: ভাবতেসি কার ব্লগে প্রমাণ গুলা দিব? #জেন ভাই না #শতদ্রু ভাই। কারন #ডানা ব্লগে দিলে উহা বিলুপ্তির সম্ভাবনা শতভাগ

২৪ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

ভ্রমরের ডানা বলেছেন: নাহ! ফাইযলামি করেন ঠিকইই কিন্তু বুঝেন নাহ। আমি হতাশ।

২৭| ২৪ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

জেন রসি বলেছেন: ডানা ব্লগেই দিয়া দেন!!!!

আমরা দৃষ্টি প্রসারিত কইরা রাখতেছি!!! ;)

২৪ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

ভ্রমরের ডানা বলেছেন: আপনাদের উতসাহ দেখে ভিষন মজা পাচ্ছি জেনি ভাই।

২৮| ২৪ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

শতদ্রু একটি নদী... বলেছেন: এখন দেন, এক্ষনি দেন। এখন মনে হয় আসেপাশে নাই ;)

২৪ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

ভ্রমরের ডানা বলেছেন: ভাইজান আপনি কিন্তু চিত্রকর কে বেশি উতসাহ দিতেছেন। দেখবেন সে আপনাকে নিরাশ করবে। আমার হাসি পাচ্ছে। হু হু হা হা হা

২৯| ২৫ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩০

জুন বলেছেন: নকশালরা কি এখনো আছে ?
অত্যন্ত জ্বালাধরানো কবিতায় প্লাস ভ্রমরের ডানা
+

২৫ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

ভ্রমরের ডানা বলেছেন: আমার মনে হয়না যে নকশালরা আছে। তবে ওদের আদর্শ মনে হয় আজও বেচে আছে।

পাঠে ও কমেন্টে ধধন্যবাদ জুন। ভাল থাকবেন।

৩০| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১:১৭

রোদেলা বলেছেন: অবাধ্য ক্রিতদাস তাই ছুড়েছি এক চরমপত্র
এক এক করে জবাব দাও,
প্রতিটি প্রশ্নের, প্রতিটি গোলাপের,
প্রতিটি নির্মম চাবুকের------------------

দূর্দান্ত প্রকাশ .।

২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১১

ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে ধন্যবাদ আপু। শুভেচ্ছা নিবেন।

৩১| ১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৪

বনমহুয়া বলেছেন: অবাধ্য ক্রিতদাস তাই ছুড়েছি এক চরমপত্র
এক এক করে জবাব দাও,
প্রতিটি প্রশ্নের, প্রতিটি গোলাপের,
প্রতিটি নির্মম চাবুকের।


এ দেখি আরেকজন পার্থের মাথায় চাপা ভুতমানব।

১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৯

ভ্রমরের ডানা বলেছেন: হা হা হা। ভুত নয় অদ্ভুত। স্থির নয় সে অস্থির। তাই তো নাম দিয়েছি ডানা।

এবার বুঝলেন মহুয়া।

৩২| ১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৭

বনমহুয়া বলেছেন: একটু একটু বুঝতেছি।

১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৯

ভ্রমরের ডানা বলেছেন: :) হা হা হা।

৩৩| ১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩২

বনমহুয়া বলেছেন: :P

১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৩

ভ্রমরের ডানা বলেছেন: ফেবু নাকি বন্ধ করে দিছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.