নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

তোর অভিমানী বৃষ্টি

২৮ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৪



অভিমানী, নীলাকাশ যদি নাই চাস আজ তবে
ফিরিয়ে নে কিছু মেঘ, জল, শ্রাবণধারার সংসার।
ভিজে যাক কিছু কাগুজে স্মৃতির ফ্রেম,
আজ দ্রোহী মনেও নামুক কিছু বৃষ্টি।

রিমঝিমিয়ে নামুক কিছু জল তোর গোলাপ গালে,
বকুলের ডালে, মনের খালে বিলে।
ফিরে আসুক শ্রাবণধারা, ভিজে যাক চড়ুই পাখি,
নেমে যাক কিছু মেঘ,ধুয়ে যাক কিছু কষ্ট।

এর পর না হয় অভিমানের বিজলীবাতি
নিভিয়ে মুছে ফেলিস অশ্রুজল।
তখন শ্রাবণ ফুরিয়ে গেলেই তোর ঠোটে ঠোটে
রেখে তুলে দেব কিছু অবাক কাশফুল।

তুই চাইলে তখন সস্তায় ঘুরে আসব
নীলগিরি, নীলাচল।
মন চাইলে ফিরিয়ে দিস সে সময়,
তোর শরতের স্নিগ্ধ সংসার।

মন্তব্য ৩২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

শতদ্রু একটি নদী... বলেছেন: অভিমানী, চড়ুই পাখি, বিজলীবাতি কাঁশফুল বানানে ঘাপলা হইছে। উর্বি এর কারন ঠিকঠিক জানে। ;)

কবিতা দারুন হইছে। হ্যান্ডসাম গড়নের কবিতা, আর শব্দগুলো খানিকটা বুনো গন্ধমাখা। ++

২৮ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

ভ্রমরের ডানা বলেছেন: বানান গুলো ঠিক করে দিলাম। শতদ্রু ভাই শুধু শুধু সন্দেহ করতেছেন। উর্বি কিছুই জানে না। ওরে জিজ্ঞাস করেন। হা হা হা।

এই অধমের কবিতা পরার সময় ক্যামনে যে পান বুঝি না ভাই। প্রতিটি কবিতাই পরে দেখেন। আপনার মত সহ ব্লগার পাওয়া অসম্ভব।
কৃতজ্ঞতা রইল।

২| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১০

খেয়ালি দুপুর বলেছেন: কবিতা ভাল লেগেছে ভীষণ ডানা ভাইয়া। শুভকামনা রইলো নিরন্তর।

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১৮

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ও কমেন্টে অনেক অনেক থাঙ্কু খেয়ালি দুপুরগুলোয় কিছু উড়োচিঠি। শুভকামনা রইল। :D

৩| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১১:১৬

তানজির খান বলেছেন: খুব ভাল লাগলো কবিতা।

শ্রাবণ ফুরিয়ে গেলেই তোর ঠোটে ঠোট
রেখে তুলে দেব কিছু অবাক কাশফুল।

দুর্দান্ত ছিল সবগুলো লাইন। এটা বেশী মনে ধরলো।

শুভকামনা রইলো

২৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০১

ভ্রমরের ডানা বলেছেন: তানজির ভাই ধন্যবাদ। কমেন্টে আপনার রোমান্টিক মনের বহিঃপ্রকাশ বুঝলাম। আসেন কোলাকুলি করি।

৪| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৭

হিল্লো্ল বলেছেন: খুব ভাল হয়েছে

২৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৩

ভ্রমরের ডানা বলেছেন: সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ ভাই।

৫| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৪৮

প্রামানিক বলেছেন: এর পর না হয় অভিমানের বিজলীবাতি
নিভিয়ে মুছে ফেলিস অশ্রুজল।
তখন শ্রাবণ ফুরিয়ে গেলেই তোর ঠোটে ঠোটে
রেখে তুলে দেব কিছু অবাক কাশফুল।

চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ

২৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৫

ভ্রমরের ডানা বলেছেন: এতো সুন্দর প্রশংসা পেয়ে ধন্য হলুম। ভাল থাকবেন প্রামাণিক ভাই। শুভেচ্ছা রইল।

৬| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৫১

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

২৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৬

ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে ধন্যবাদ হাসান মাহাবুব ভাই।

৭| ২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

রুহুল আমিন রাজ বলেছেন: অনেক সুন্দর হয়েছে।অনেক দিন পর ভাল কিছু পরলাম

২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

ভ্রমরের ডানা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। সুন্দর কমেন্টে অনেক প্রীত হলুম। শুভ কামনা রইল।

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৩

উর্বি বলেছেন: যাক! অভিমান তো বোঝা গেছে।

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৩

ভ্রমরের ডানা বলেছেন: কাহি পে নিশানা কাহি পে নিগাহে। আব তেরা কিয়া হোগা ??????

৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০১

উর্বি বলেছেন: কিয়া কউন হেইগ্লা?

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:২৪

ভ্রমরের ডানা বলেছেন: জবাব নাই। কবি নীরব।

১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৯

উর্বি বলেছেন: ভাল হইসে :-/

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

ভ্রমরের ডানা বলেছেন: এক ডালি ধন্যবাদ বুঝে নিন।

১১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৫

রিকি বলেছেন: রিমঝিমিয়ে নামুক কিছু জল তোর গোলাপ গালে,
বকুলের ডালে, মনের খালে বিলে।
ফিরে আসুক শ্রাবণধারা, ভিজে যাক চড়ুই পাখি,
নেমে যাক কিছু মেঘ,ধুয়ে যাক কিছু কষ্ট।


++++++++++

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

ভ্রমরের ডানা বলেছেন: অনেক ধন্যবাদ রিকি ভাই। এত গুলো প্লাসে আমি বিমোহিত। ;)

১২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৫

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,




এই অবেলায়
ডানা মেলা জানালায়
কেন এসে বসে
অভিমানী এক চড়ুই !
ভাবনা বড়ই ....

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৩

ভ্রমরের ডানা বলেছেন: ঋতুর পরিবর্তন আসতেই পারে। প্রকৃতি জননী বড়ই অদ্ভুত। আপনার মত আমিও প্রায়ই সেটা ভাবি জী এস ভাই।

১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৭

উর্বি বলেছেন: মুড়ি খান... হুহ

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৫

ভ্রমরের ডানা বলেছেন: খেলুম। ভাল লেগেছে।

১৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

উর্বি বলেছেন: শাড়ি চুড়ি পড়েন, ভাল্লাগবে

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৯

ভ্রমরের ডানা বলেছেন: কয়েক টা শাড়ির নাম বলেন তো

১৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০১

উর্বি বলেছেন: হুহ ঢং

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৬

ভ্রমরের ডানা বলেছেন: বলেন না, এমুন করেন কেনু চিত্রকর :P

১৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০৯

উর্বি বলেছেন: আপনার সাথে কইষা আড়ি আড়ি আড়ি

১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫২

ভ্রমরের ডানা বলেছেন: আড়িপাতা ভাল নয়। আসুন আমরা আড়ি পাতার বিরুদ্ধবাদী হই। :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.