নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

খেয়ালী প্রেমিক-১ঃ আমি প্রেম

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৯


আমি প্রেম,
আমি বর্ষার মেঘ হয়ে ভিজিয়ে দেই
বাস্পিত বুক, জ্বলজ্বলে আঁখির লাভা।
আমি প্রেম, আঁকি গোলাপি গালে আভা।


আমি প্রেম,
আমি গর্জিত কামানে পুষ্পগোলার মত ছুটে যাই
প্রিয়ার অভেদ্য দুর্গে, ঝরে পড়ি হেলেদুলে,
প্রতিটি খোঁপায় আর আদুরে বেণী ফুলে।

আমি প্রেম,
আমার পরশে পুলকিত হয় তোমাদের প্রতিটি স্নায়ু,
আমিই রচিত করি তোমাদের শুদ্ধ আত্নার উত্থান,
জাগতিকতার গর্ভে রচি তোমাদের বীরত্ব জয়গান।

আমি প্রেম,
আমি ঝরে পড়ি সাত আসমান হতে
ফাল্গুধারা হয়ে ধরণীর মাঠে ঘাটে,
আমি উদ্দেশহীন ভিগু, তোমাদের পথে হাটে ।

আমি প্রেম,
আমি উল্লাস, আমি ছন্দ, আমি নিত্য,
আমি ফাল্গুন, আমি সবুজ শ্যামল ছায়া।
আমি ঊর্মি, আমি উর্বি, আমি কাজল আঁখির মায়া।

আমি প্রেম,
আমি সংকল্প, আমি দৃঢ়, আমি অটল,
আমি প্রেম, আমি সঙ্গী, করিতে জানিনা ছল।
দুঃখে আমায় বুকে রেখো, আমি, হ্যাঁ আমিই মনের বল।

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৬

আরণ্যক রাখাল বলেছেন: বাহ! নজরুল বিদ্রোহী, আপনি প্রেমী

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০২

ভ্রমরের ডানা বলেছেন: আধুনিক যুগে প্রেমী কে না ভাই বলেন? সেদিন পার্কে দেখেছি দুই জোড়া বুড়ো ঘুঘু। আজ সন্ধ্যায় দেখলাম আরেক অবাক করা প্রেম। সবখানেই প্রেম। নজরুলে ও প্রেম রবীন্দ্রে ও প্রেম। বিদ্রোহ কি জিনিস ভাই :|

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৬

আরণ্যক রাখাল বলেছেন: সেটা তো দেখি আমিও বুঝতেছি না| প্রেম! খালি প্রেম! নো বিদ্রোহ! প্রেম! হ্যা প্রেম! চারিদিকে প্রেম! পুবেউত্তরে পশ্চিমেদক্ষিণে, প্রেম! প্রেমে বোঝাই জগতের ফ্রেম!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৪

ভ্রমরের ডানা বলেছেন: এই বিষয়ে আমার কিছু বলার নাই। কারন যা বলার বস বলে গেছেন।

"When you trip over love, it is easy to get up. But when you fall in love, it is impossible to stand again." — Albert Einstein

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৮

প্রামানিক বলেছেন: আমি সংকল্প, আমি দৃঢ়, আমি অটল,
দুঃখে আমায় বুকে রেখো, আমি হ্যাঁ আমিই মনের বল।
চমৎকার কথামালা। ধন্যবাদ

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৫

ভ্রমরের ডানা বলেছেন: সুন্দর কমেন্টে কৃতজ্ঞতা প্রামানিক ভাই।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৬

সুমন কর বলেছেন: একটু অন্য রকম। ভালো লাগল।

১ম +।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩১

ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে কৃতজ্ঞতা সুমন ভাই। ভাল থাকুন। শুভকামনা।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৬

উর্বি বলেছেন: আপনি একটা কচু
আপনি একটা ঘেচু :-/
-------
কবিতা ভাল হইসে

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭

ভ্রমরের ডানা বলেছেন: থ্যাংকস । বাই দ্যা ওয়ে আমি যে কচু ও ঘেচু সেটাও বুঝে ফেলেছেন। আপনি অনেক মহান উর্বি। :D :D

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৩

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫১

ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে কৃতজ্ঞতা

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

উর্বি বলেছেন: কইষা আড়ি নিলাম X((

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫২

ভ্রমরের ডানা বলেছেন: প্লিয ডোন্ট ডু ডেট এগেইন

৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

শতদ্রু একটি নদী... বলেছেন: কবিতা ভালো হইছে ডানা ভাই। :)

উর্বি অনেক অনেক আড়ি জমাইয়া দড়ি বানাইয়া গলায় ফাস নেয়ার প্লান করতেছে নাকি?? ;)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫১

ভ্রমরের ডানা বলেছেন: শতদ্রু ভাই ধন্যবাদ। ভাবলাম অনেক দিন ছন্দ মিলাই না, আজ একটু মিলায়ে দেখি

৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০০

উর্বি বলেছেন: #শতদ্রু ভাই
হ। মইর‍্যাই যামু গা!

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩১

ভ্রমরের ডানা বলেছেন:

পাসি দিলে এই খানেই দিয়েন পিলিজ # উর্বিমালা :P

১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০৮

উর্বি বলেছেন: হুহ! কফি খাওয়ার ভয়ে আমারে মাইরা ফেলল :'(

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০০

ভ্রমরের ডানা বলেছেন: রাখে আল্লাহ মারে কে

১১| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৮:২৫

জুন বলেছেন: আমি প্রেম,
আমি উল্লাস, আমি ছন্দ, আমি নিত্য,
আমি ফাল্গুন, আমি সবুজ শ্যামল ছায়া।
আমি ঊর্মি, আমি উর্বি, আমি কাজল আঁখির মায়া।
অদ্ভুত সুন্দর এক কবিতায় প্লাস ভ্রমরের ডানা

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:১৭

ভ্রমরের ডানা বলেছেন: জুন ভাই, আপনার সুন্দর কমেন্টে আপ্লুত হলাম।

১২| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:২০

জে এম নাদিম হোসেন বলেছেন: প্রেম মানে বিদ্রোহ, প্রেম মানে সংগ্রাম

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:৩০

ভ্রমরের ডানা বলেছেন: হুম। নাইলে মজা কই। প্রেমেজর্জর করিব পাষান হিয়া।

১৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৪

রুদ্র জাহেদ বলেছেন: আমি প্রেম,
আমি উল্লাস, আমি ছন্দ, আমি নিত্য,
আমি ফাল্গুন, আমি সবুজ শ্যামল ছায়া।
আমি ঊর্মি, আমি উর্বি, আমি কাজল আঁখির মায়া।

কবিতা ভালো লাগছে ভাই

০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩২

ভ্রমরের ডানা বলেছেন: ব্লগে সুস্বাগতম জাহেদ ভাই। পাঠে ও কমেন্টে ক্রিতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.