নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

খেয়ালী প্রেমিক-৫ঃ শেষ অর্ঘ

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১১

বেখেয়ালি সব কবিতার পাতা
মুছে গেছে, অশ্রু জলে।
ফিরে গেছে ওরা আকাশ নীলে,
ধীরে বুকে ধোয়া তুলে।

আমি চেপে গেছি কঠিন বলে
ওরা তো বোঝেনি,
ছাপিয়ে গেছে দুর্গমগিরি
বাধা তো মানেনি।

বনের পাখিরে ডেকে ডেকে
আজ হাক ছেড়েছি খুব,
সেও কেঁদেছে লুকিয়ে ডালে
গান ভুলে গিয়ে চুপ।

তুই নেই, তাই হরতালে
আজ ৮৪ হাজার গ্রাম বাংলা।
ওরা তো আর আমি নই যে,
মাপবি দিয়ে পাল্লা।

ধানের শিস আর পানের বরজ
দিল অনশনে যাবার ঘোষনা,
আহত কিছু ঘাসফুল ও যাবে,
মিছিলে বাড়ির আঙিনা।

এই এক যুগ হাহাকারের বাধ
গলায় যেন ফাসি।
আশকারা দেবার নই কেউ আমি,
দিয়েছে তোমার হাসি।

ফাগুনের বনে চুপিচুপি
রোজ বলেছি ওরা উম্মাদ,
তুচ্ছরূপে হেসেছিলে সেক্ষণ,
আড়ালে কেঁদেছে ওই চাঁদ।

ফিরিয়ে আনতে ওরাই
যাবে, যারা ছিল প্রিয় তোর,
ওদের হাতেই গ্রহন করিস
শেষ কাব্য অর্ঘ মোর।

ছবিঃ ইন্টারনেট

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৮

প্রামানিক বলেছেন: ধানের শিস আর পানের বরজ
দিল অনশনে যাবার ঘোষনা,
আহত কিছু ঘাসফুল ও যাবে,
মিছিলে বাড়ির আঙিনা।


চমৎকার কথামালা। ধন্যবাদ

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৪

ভ্রমরের ডানা বলেছেন: এই যে প্রামানিক ভাই প্রথম হয়েছেন। কি খাবেন বলেন?

২| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৬

আরণ্যক রাখাল বলেছেন: খুব একটা ভাল লাগেনি| কবিতাটায় যেন বিচ্ছিন্নতা আছে, একবসায় লেখা কি? প্রথম দিকের সাথে মাঝে ও শেষে যোগাযোগের দারুন অভাব

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩২

ভ্রমরের ডানা বলেছেন: এই কবিতা ৩ দিন ধরে লেখা।
১ ম দিন থিম মাথায় এসেছে।
২ য় দিন লেখতে বসেছি। ১২ ঘন্টায় লেখা শেষ করেছি। অর্থ মিল, ছন্দ মিল জানিনা, কাব্যিক ভাষাবোধ ও পরিমিত। তাই হয়ত কোথাও ছন্দপাত হয়েছে বলে মনে হয়েছে। এই কবিতার একটা গূঢ়ার্থ রয়েছে। আমি নিজেও বারবার পড়ছি। বেশ ভালই লাগছে আমার। আপনি ও আর দু বার পড়ে দেখুন। আমি নিশ্চিত কিছু খুজে পাবেন। ভুল পেলে ভাল। জানিয়েন আরন্যক রাখাল ভাই।

৩| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৯

প্রামানিক বলেছেন: কি খাওয়াবেন ভাই? এখন তো ডিনার করার সময়।

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৪

ভ্রমরের ডানা বলেছেন: কি পছন্দ আপনার বলেন। বাসায় মৎস্য ভাজি, করলা ভাজি, ডিম ভুনা, রসুন ভরতা, সরিষা বাটা আছে। যা খুশি বলেন। অন্য কিছু আর খাওয়ানো সম্ভব নয়। ব্যাচেলর মানুষ ভাই।

৪| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৮

শতদ্রু একটি নদী... বলেছেন: ছন্দময় কবিতা ভালোলাগলো। কবিতার ব্যাপ্তী বেশ ভালো, গল্পটাও ভালো।

বুঝেনি না লিখে বোঝেনি লিখেন, পাখি রে উচ্চারনটায়ও এই কবিতায় ব্যবহার করা ভাহার পরিপ্রেক্ষিতে আঞ্চলিকতা চলে আসছে বলা যায়। মানি নি মানিনিই হবে, আলাদা করে লেখেনা কেউ। এর বাইরে আর কোন উজারভেশন খুঁজে পাচ্ছিনা।

শুভকামনা রইলো। :)

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১১

ভ্রমরের ডানা বলেছেন: এই ব্লগের Thomas Sterns Eliot আপনি। আপনার কমেন্ট পড়লে ওয়েস্ট ল্যান্ড, মাডার ইন কেথেড্রাল, দ্যা ফ্যামিলি রিইউনিয়ন এই সব লেখার কথা মনে পড়ে। অসাধারন ক্রিটিক আপনি। এত খুতিয়ে কেও পড়ে না আমার কবিতা।আমি আসলেই ভাগ্যবান।

৫| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৮

শতদ্রু একটি নদী... বলেছেন: উনি কে? এইসব কি??

সমালোচনা করিনা আসল, পড়তে গিয়ে মাথায় যা আসে তাই লিখে দেই। আমার মতে এইটাই করা উচিত। এইটা ফেসবুক না যে জাস্ট লাইক দিয়ে আর দারুন দারুন বলে কাজ শেষ। ব্লগের বড়ো ব্যাপার হচ্ছে ইনার‍্যাকশন, যা ব্লগারদের মহান না করলেও আরেকটূ পারফেকশনের দিকে নিয়ে যেতে সাহায্য করে। এর বাইরে কিছুই না।

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১৩

ভ্রমরের ডানা বলেছেন: উনি আমার প্রিয় একজন লেখক। উনার লেখা অনেক ধারালো। উনি অনেক নাটক, কবিতা, উপন্যাস লেখেছেন। উনার লেখার পরার সময় আমি সব ভুলে যাই। এমন লেখনি উনার। আর সমালোচনা নয়। এটা আমার নজরে সুআলোচনা। আপনি যেভাবে আমার প্রতিটি কবিতার যথার্থ বেবচ্ছেদ করেন এতে আমি ধন্য। আর কেউ করেনা দেখে কষ্ট লাগে। মনে হয়, এসব লেখা বাদ দেই। কিন্তু আপনি যখন কবিতা গুলো পরেন তখন নিজেকে সার্থক মনে হয়। ভুল ত্রুটি কোন বিষয় মনে হয় না। কেউ কবিতা ভাল করে পড়ে দেখলে তো ভুল বলবে। না পড়লে ভুল বুঝবে কি করে। এক জন পাঠক হওয়া সহজ কিন্তু ক্রিটিক হওয়া সহজ না। আমি অনেক চেষ্টা করেছি, করে যাচ্ছি। কিন্তু সময় লাগবে আরো।

আপনি যেভাবে উৎসাহ দিয়ে লেখেন সেটা ধারন করার চেষ্টায় আছি, প্রিয় শতদ্রু ভাইয়ু। ভুল বুঝবেন না প্লিজ। অনেক অনেক শুভকামনা।

৬| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫০

হাসান মাহবুব বলেছেন: ভালোই।

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২০

ভ্রমরের ডানা বলেছেন: মাহাবুব ভাই, অনেক ধন্যবাদ। অনেক অনেক শুভেচ্ছা।

৭| ১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৮

নেক্সাস বলেছেন: ভালো লেগেছে খুব

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২১

ভ্রমরের ডানা বলেছেন: ভাল লেগেছে জেনে খুশি হলাম। কবিতাপ্রেমী শুভেচ্ছা রইল।

৮| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৮

সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো।

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২৯

ভ্রমরের ডানা বলেছেন: আমার কবিতায় আপনার, শতদ্রু ভাই, হাসান ভাইয়ের ভাললাগা সবসময় থাকে। ক্রিতজ্ঞতা। জানি না এই কবিতা গুলো আসলেই ভাল লাগার যোগ্য কি না। যদি ভুল কিছু পান বা কোন কিছু বিভ্রান্তিকর মনে হয় তাহলে প্লিয জানিয়ে দিয়েন।

আপনাদের সুচিন্তিত মতামত আমাকে আরো উৎসাহিত করবে। অনেক ধন্যবাদ ভাই।

৯| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৮

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,




খেয়ালী প্রেমিক এত্তো বেখেয়ালী হলে চলে ?
তাই তো সব কবিতার পাতা মুছে গেছে, অশ্রু জলে।

ভালো লাগলো ।
শুভেচ্ছান্তে ।

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১১

ভ্রমরের ডানা বলেছেন: এই খেয়ালিপনাই যে তার প্রেমের কেন্দ্রবিন্দু। এইটা দিয়েই তো কবিতার মন জয় করেছিল। তাহলে আজ কবিতার কি হল। তাহলে কি প্রেম ধ্রুব নয়। সময়ের কাছে তুচ্ছ।

সময় কে হারানো কি সম্ভব না জি এস ভাই। আমি ফিরে যেতে চাই কবিতার কাছে।

কি যে আবোল তাবোল বলছি। ধুর।
পাঠে ও কমেন্টে ক্রিতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.