নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

আসিতেছে শীত

১৪ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৭


এবার শীতে,
এসো হয়ে যাই
আদুরে ভোরের গালে,
তুমি শিশির; আমি দুর্বা ঘাস।

এই হিমে
এসো সাজাই
বাহারি ফুলের বাগান,
তুমি গোলাপ; আমি উর্বরতম চাষ।

এই মাঘে,
এসো আদর বুনি;
চাদরে ফুল তুলি কিছুক্ষন;
তুমি রঙিন বুনন; আমি চঞ্চল ফাস।

এই বনে,
এসো উড়ে বেড়াই
ডালে ডালে লুকোচুরি মন,
শীতে সরিষাফুল তুমি; শরৎ বনের কাশ।

এই খাটে ,
এসো হাত পোহাই
সাজানো আগুন আয়োজন,
তুমি অগ্নিকনা; আমি উষ্ণতম শ্বাস।


এই গ্রামে,
এসো চুলোঘরে
পিঠাপুলি বনে উৎচ্ছাস,
গাঁথব মালা; প্রেম বালা; পৌষেই সর্বনাশ।

মন্তব্য ৩৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৪

প্রামানিক বলেছেন: মুই পেত্থম হইছি।

১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৬

ভ্রমরের ডানা বলেছেন: প্রামাণিক ভাই, আপনি কি ছোটবেলা থেকেই প্রথম হয়ে আসছেন নাকি? দুর্দান্ত নেশা। আহা!

২| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২০

নেক্সাস বলেছেন: সুন্দর। কবিতার ভাবনাগুলো সুন্দর। বাট উপমা ব্যাবহারে আরো বুদ্ধিদীপ্ত, আরও বৈচিত্রময় হলে ভাল হবে।

১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪১

ভ্রমরের ডানা বলেছেন: ইয়েস নেক্সাস ভাই, কবিতা টি কিছুটা খাপ ছাড়া হয়েছে। সামনেই তার বেবচ্ছেদ চলবে।আপনার মুল্যবান মন্তব্য খুব ভাল লেগেছে। আপনার নির্দেশনার জন্য ক্রিতজ্ঞতা।

৩| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৬

নেক্সাস বলেছেন: এটা স্বাভাবিক। সবাই শিখে শিখে আগায়। আমরাও এখনও চৌকস কবিতা লিখক হয়ে উঠতে পারিনি। এখনো শিখি মেঠাফোরের ব্যাবহার, যতি চিহ্ণের ব্যাবহার, উপমার ব্যাবহার, সময়ের ব্যাবহার ইত্যাদি। কবিতা হচ্ছে শব্দের মালা গেঁথে জীবন্ত (হোক সেটা অবাস্তব) দৃশ্যকল্প তৈরি করা। তাহলে কোন ফুলটার পরে কোন ফুলটা দিলে মালাটা সুন্দর হবে সেটা বুঝে নিতে হবে আপনার কবি মানস দিয়ে।
আকাশ, গগন, আসমান, অন্তরীক্ষ সবার অর্থ এক। কিন্তু কখন কোনটা কোথায় ব্যবহার হবে সেটা ঠিক করবে শব্দ শিল্পী তথা কবির মুন্ষিয়ানা।

ভাল থাকুন
লিখুন অবিরত

১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫০

ভ্রমরের ডানা বলেছেন: আপনি যথার্থ বলেছেন। আজকাল মেটাফোর বেশি চলছে। লিরিক কবিতা খুব একটা দেখি না। লিরিক ধারা টা খুব ভাল লাগত। যাই হউক আমিও মেটাফোর ঘরনার দুই এক খানা কবিতা লেখেছি। কবিতায় জানার কোন শেষ নেই। সুচারুতা কবির মানস এটা মানি। আপনার মন্তব্যে অনেক ভাল কিছু জানলাম। ধন্যবাদ প্রিয় নেক্সাস ভাই।

৪| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৯

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৮

ভ্রমরের ডানা বলেছেন: মাহাবুব ভাই আগের কমেন্টের জন্য লজ্জিত। আমি দেখি নাই যে সামনে "অ" লেখে ফেলেছি। সুভকামনা রইল।

৫| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শিতের আগেই এত্ত এত্ত পরিকল্পনা !?

১৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:১০

ভ্রমরের ডানা বলেছেন: সঠিক পরিকল্পনা না করলে যে হচ্ছে না ভাই। এলোমেলো হয়ে যাচ্ছে সব। এটা তো সামান্য অন্য কবিরা তো আরো কত কিছু নিয়ে প্রস্তুতি নেয়। হা হা হা সেই তুলনায় আমার টা চুনোপুঁটি পরিকল্পনা।

পাঠে ও কমেন্টে ক্রিতজ্ঞতা।

৬| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৯

জুন বলেছেন: শীতের আগমনী বার্তা পেয়ে ভীত হোলাম ভ্রমরের ডানা :-&
তবে কবিতা মাশাআল্লাহ চমৎকার :)
+

১৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:১২

ভ্রমরের ডানা বলেছেন: শীতে ভয় পান নাকি? অহো। শীতকাল বড্ড মজা লাগে আমার।কোনো কাজ নেই। শুধু শুয়ে বসে থাকা।

৭| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৪

গেম চেঞ্জার বলেছেন: সুন্দর লিখেছেন ভ্রমরের ডানা,
শীতের কয়েকটি স্মৃতি এলোমেলোভাবে মনের আয়নায় ভেসে ওঠল। আরো লেখা চাই সামনে।

১৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৪

ভ্রমরের ডানা বলেছেন: শীতের আগাম শুভেচ্ছা রইল।

পাঠে ও কমেন্টে ক্রিতজ্ঞতা গেম চেঞ্জার ভাই।

৮| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫১

স্পর্শিয়া বলেছেন: ভালো লাগলো।

১৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৫

ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা।

৯| ১৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩২

শতদ্রু একটি নদী... বলেছেন: খুব সুন্দর কবিতা। পড়তে ভালোলাগছিলো। ++

১৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৬

ভ্রমরের ডানা বলেছেন: ডাহামিথ্যে কথা। কবিতা পচা হইছে। ভুল ভ্রান্তি দেখেন ভাইয়ু প্লিজ। অগুলো শুধরে একখানা বই বের করব ভাবছি।

১০| ১৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪১

শতদ্রু একটি নদী... বলেছেন: ন্দবিন্দুগত ঝামেলা আছে কিছু, আমি নিজেই দেইনা, আলসেমী লাগে। এছাড়া ঠিকই আছে। আরো তিন চারবার ওলট পালট করতে পারেন ঠিক না মনে হইলে।

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৩

ভ্রমরের ডানা বলেছেন: নদী ভাই,
কবিতায় আগের মত ঝিলিক নাই। বুঝতেছি না কি করুম। কবিতার ফ্যাক্টরিতে পিপড়া লাগছে মনে হয়।

১১| ১৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

মাহমুদা আক্তার সুমা বলেছেন: আহা কত সুন্দর !

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৪

ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে শুভেচ্ছা রইল। সুভকামনা।

১২| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৯

সাহসী সন্তান বলেছেন: এতদিন হুশ ছিল না যে শীত আসতে চলেছে! আপনার কবিতা পড়ার পর থেকেই কেমন জানি শীত শীত লাগছে! ক্যামনে কি হইলো কনতো? :P

তবে কবিতা কিন্তু অনেক সুন্দর হয়েছে! খুবই ভাল লাগলো!

১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৪

ভ্রমরের ডানা বলেছেন: ভোরে ভোরে দেখিয়েন হালকা ঠান্ডা লাগে। আমি কবিতা লেখার আগের রাতে টের পাইছি। :D

সুন্দর কমেন্টে অনেক ভাল লাগা।

১৩| ১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০২

আলোরিকা বলেছেন: আপনি ----
'এই গ্রামে,
'এসো চুলোঘরে
পিঠাপুলি বনে উৎচ্ছাস,
গাঁথব মালা; প্রেম বালা; পৌষেই সর্বনাশ। '

রবি ঠাকুর ------
'প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস
তোমার চোখে দেখে ছিলেম আমার সর্বনাশ ! '

রবি ঠাকুরের চেয়ে দুমাস এগিয়ে আছেন - অভিনন্দন ! ;) কবিতা ভাল হয়েছে , শুভ কামনা :)

১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫২

ভ্রমরের ডানা বলেছেন: ওরে রবি ওরে আমার দাদু,
আমার কবিতা ও ছাড়লি না বেটা
করে দিলি কাবু।

এই কবিতা দেখি কিছুটা উনার সাথে মিলে গেছে। অদ্ভুত! একেই বলে সাব্যসাচী লেখক। বিংশ শতাব্দের এক চুনোপুটি লেখকের মগজেও বাস বেধেছে দেখছি।

ফাগুনমাসে কার সর্বনাশ করছে উনি জানি না তবে এই শীতে আমাদের সর্বনাশ আছে। এবার বরশা কম হয়েছে। আর উনো বরশায় দুনো শীত। তাই সর্বনাশ কনফার্ম।


অনেক সুন্দর কমেন্টের জন্য শুভেচ্ছা রইল আলোরিকা।

১৪| ২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৯

দ্যা ব্যাকডেটেড বলেছেন: শীতটা বুঝি এসেই গেল??????????

২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৬

ভ্রমরের ডানা বলেছেন: খুব শীত পরবে মনে হয়। লক্ষন ভাল ঠেকছেনা।

১৫| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৬

আহমাদ জাদীদ বলেছেন: শীতে আমার পরীক্ষা.....

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ২:১১

ভ্রমরের ডানা বলেছেন: শুভ কামনা রইল।

১৬| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৫

সুলতানা রহমান বলেছেন: অন্যরকম লাগ‌লো ৷ বি‌শেষ ক‌রে লাইন গু‌লো সাজা‌নো,ছন্দ ______ অনেক ভাল লে‌গে‌ছে

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৩

ভ্রমরের ডানা বলেছেন: ভাল লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম। মাঝে মাঝে নিরিক্ষা করতে ভালই লাগে। এ তেমন কিছু নয়। বলতে পারেন ডাকাবুকো কবিতা আর কি।

১৭| ২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: শীত বড্ড ভালা পাই, কবে আসবে শীত সেই আশায় পথ চেয়ে রই।

কবিতায় +++

২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৪

ভ্রমরের ডানা বলেছেন: বোকা ভাই,

শীত কেমন লাগছে শুনি? আজকাল ঘর ছেড়ে বের হওয়া মুস্কিল। যদিও আজকে কিছুটা রোদ পড়েছে। উপভোগ করুন। শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.