নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

কথোপকথন-১ঃ একদিন একটি পিপড়া ও ফলের সাথে

১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৪



জানালার পাশে,
কালের সাক্ষী আম্রকানন,
সেদিন ওদের ডালে চেয়ে দেখি,
অবাক আয়োজন, বনভোজ মনে হল।সারি সারি পিঁপড়েরা মার্চ করে এগিয়ে আসছে এদিকে
আমার ছায়া ছুয়ে ওরা বেয়ে উঠছে
আমার গায়ে,আমি সম্মোহিত।

একটি পিঁপড়ে,
আমার কানে এসে বসল,
আমি বাধা দিতে পারলাম না
কি এক অদ্ভুত খেয়ালে।ভেবেছিলাম কামড়ে দেবে, কিন্তু আমাকে অবাক করে সে চেঁচিয়ে
বলল, "যুবক তুমি পথভ্রষ্ট।"

আমি বিস্ফোরিত
চক্ষু মেলে অপলক চেয়ে
দেখছি আমার তিক্ত অতীতফল,
সাদা কদমের ফাংগাস ফুল ফুটেছে,
বুঝে নিলাম এই ক্ষুদ্রতা তার থেকেও ক্ষুদ্র
যা এতদিন চক্ষুমেলেও খুঁজে পাইনি,
নোনাজলে ডুবেছি।

লবনাক্ত জলে
ভেসে যাচ্ছে প্রতিটি শিরা
উপশিরা বেয়ে, বেইমানী মগজকে
অভিস্মপাত দিয়ে, খুবলে নিতে ইচ্ছা করছে একজোড়া অকেজো চক্ষুগোলা।এতদিন লুকোচুরি
খেলেছে ভিতু ইন্দ্রিয়,
আর নয়।

হঠাৎ তখন
চলমান ভাবনার জলে
কে যেন নাড়া দিল, বলল, " অনেক
বিকৃত করেছ আমায়।" আমার অন্তরাত্মা কেপে উঠল।পাপীর ইন্দ্রজালে কে যেন ধরা পরেছে,
মুক্তি চায়। আমি হয়েছি তখন
নিরুক্ত মরুর নির্জনতা।

চারিদিকে লোলুপ
মশাল,প্রেমিকার প্রেতাত্মা
হনন করতে চায় প্রতিটি স্নায়ুকলা,
তিলে তিলে গড়া প্রতিটি শহর আমার, দুমড়ে মুচড়ে পড়ে যাচ্ছে কোন এক পাপিষ্ঠ পরাশক্তির
পারমাণবিক আঘাতে।

ঝলসে যাচ্ছে,
আগরতলা থেকে পলাশীর
আম্রকানন, উমিচাঁদদের কামানের
গোলায় উড়ছে আহত জমিন, বারুদের তাজা গন্ধ, নিরস্ত্র আহত সৈনিকের রক্তেমাখা
বুকে বিঁধছে বাহাদুরি তরবারি,
অসহায় সিপাহিসালার।

ঠিক তখনি,
এই অভিশপ্ত ধ্বংসলীলায়,
একটি পিঁপড়ে এসে কানেকানে বলছে,
"যুবক তুমি পথভ্রষ্ট।" আমি নিস্পলক তখনো,
চেয়ে আছি তিক্ত ফলের দিকে, মীরজাফরের
মত নিরুত্তর বিশ্বাসঘাতক,
দেউলিয়া মগজ।

মন্তব্য ৪৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৯

গেম চেঞ্জার বলেছেন: ভালো লাগলো মুক্ত গদ্যখানি।

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০৭

ভ্রমরের ডানা বলেছেন: ভাই, চেষ্টা করেছি মাত্র। সাথে থাকা উতসাহিত করল। অশেষ শুভকামনা।

২| ১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা বিবিকের এই পিপড়েরা যদি রাজনীতিবিদদের ঘণ ঘন কামড়ে দিত ;)


++++

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০৫

ভ্রমরের ডানা বলেছেন: কিসের সাথে কি
পান্তাভাত আর ঘি :D

কোটি টাকার প্রশ্ন করেছেন ভিগু ভাই। সুভেচ্ছা নিবেন।

৩| ১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৭

শতদ্রু একটি নদী... বলেছেন: দারুন একটা মুক্তগদ্য। চমৎকার কন্সেপ্ট। তবে কিছু অংশ বাদ দিয়ে আরেকটু ছট হলে পুরো ব্যাপারটা আরো জোরাল হইতো মনে হয়।

শুভকামনা রইলো। :)

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১১

ভ্রমরের ডানা বলেছেন: শতদ্রু ভাই, এই ধারাই এখন চলবে। সংক্ষিপ্ত কবিতা লেখার মত লেখনী এখন ও ধারন করতে পারিনি। সামনে প্র‍য়াস থাকবে। অনেক অনেক ধন্যবাদান্তে

ভ্রমরের ডানা।

৪| ১৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১১

চাঁদগাজী বলেছেন:


পড়তে ভালো লাগলো, ২ বার পড়লাম।

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১২

ভ্রমরের ডানা বলেছেন: অশেষ ক্রিতজ্ঞতা চাদগাজি ভাই। শুভকামনা রইল।

৫| ১৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

কামরুন নাহার বীথি বলেছেন: ভাললাগা রেখে গেলাম!!! :)

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৩

ভ্রমরের ডানা বলেছেন: অনেক ধন্যবাদের ফুল উপহার রইল। শুভকামনা।

৬| ১৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

সুমন কর বলেছেন: চমৎকার !! ভালো লাগা রইলো।

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৬

ভ্রমরের ডানা বলেছেন: ক্রিতজ্ঞতা সুমন ভাই, পাঠ্য যদি সুখপাঠ্য না হয়, সরাসরি জানাবেন। এই অধমের কবিতা পাঠে অশেষ শুভকামনা।

৭| ১৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

সাহসী সন্তান বলেছেন: অনেক সুন্দর কবিতা! খুবই ভাল লাগলো!

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৭

ভ্রমরের ডানা বলেছেন: ভাই, পাঠে ক্রিতজ্ঞতা। ভাল লেগেছে জেনে আনন্দিত হলুম।

৮| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৭

কিরমানী লিটন বলেছেন: অনেক ভালোলাগায় অতলটা ছুঁয়ে গেলো ...
নিরন্তর অভিবাদন...

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৯

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ

৯| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৭

কিরমানী লিটন বলেছেন: অনেক ভালোলাগায় অতলটা ছুঁয়ে গেলো ...
নিরন্তর অভিবাদন...

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০০

ভ্রমরের ডানা বলেছেন: আবারও ধন্যবাদ। শুভেচ্ছা রইল কিরমানি ভাই।

১০| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০০

জেন রসি বলেছেন: পথভ্রষ্ট না হওয়ার জন্য সাথে সবসময় কম্পাস রাখা ভালো!! :P

কবিতা ভালো লেগেছে ডানা ভাই। :)

++

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০৭

ভ্রমরের ডানা বলেছেন: যে পথের দিক নেই,
নেই যে কোন দিশাবিশা
সে পথে কম্পাস কি চিজ,
অন্ধ নাবিক, অন্ধ নিশা।

পাঠে ও কমেন্টে অনেক সুভেচ্ছা।

১১| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০১

ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে শুভেচ্ছা প্রিয় কবি ভাই।

১২| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৫১

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা চমৎকার লেগেছে ।

১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৩

ভ্রমরের ডানা বলেছেন: ভাল লাগায় কবিতার সার্থকতা বেড়েছে। অশেষ শুভকামনা।

১৩| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৫

কাজী নজরুলের ছাত্র বলেছেন: ভাল লাগলো।

১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৪

ভ্রমরের ডানা বলেছেন: উৎসাহিত হলাম। অশেষ শুভকামনা।

১৪| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৩১

মামুন ইসলাম বলেছেন: চমৎকার লেখছেন !:#P

১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৫

ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে অশেষ ধন্যবাদ। শুভ বিকেল।

১৫| ১৯ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:৩৬

আমিনুর রহমান বলেছেন:


চমৎকার কবিতা +

১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৭

ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে অশেষ কৃতজ্ঞতা জানবেন কবিতাপ্রেমী। শুভকামনা রইল।

১৬| ১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৩

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,




তিলে তিলে গড়া কিছুই , কোনও আঘাতেই ভেঙে পড়তে দেবেন না ।
যদি ভেঙে পড়ে বুঝতে হবে পিঁপড়ে ঠিকই বলেছে ---" যুবক তুমি পথভ্রষ্ট।"
পথভ্রষ্ট না হতে চাইলে দেউলিয়া মগজকে বিত্তশালী করুন , কবিতার ছন্দে ছন্দে....।


১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৮

ভ্রমরের ডানা বলেছেন: আহমেদ জি এস ভাই আপনি যথার্থ বলেছেন। দেউলিয়া মগজকে বিত্তশালী করতে বলেছেন। কিন্তু কবিতায় দেউলিয়া মগজ বলতে বুঝিয়েছি প্রেমিকার স্মৃতি ভরা মস্তিষ্ক। যেহেতু মগজে আর কোন জায়গা নেই সেহেতু মগজ দেউলিয়া হয়ে গেছে। যতদুর দূর বুঝছি এই মগজে অন্য কিছুর চাষ অসম্ভব।

এই পথ যদি ভ্রষ্টই হয় তবু এই পথ সই। প্রেমিক যার হাতে সৃষ্টি হয়েছে, তার পথেই ভ্রষ্ট হবে, ধ্বংস হবে বলে জানিয়েছে। হা হা হা।
কবিতার ছন্দ চলবেই, আমাদের সংগ্রাম চলবেই____
পাঠে ও কমেন্টে অশেষ শুভকামনা ভাই।

১৭| ১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৭

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৯

ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে অনেক অনেক ধন্যবাদ হাসান ভাই।

১৮| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৩

রাবার বলেছেন: ভালোলাগা রেখে গেলাম

১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৩

ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে অশেষ শুভকামনা। শুভ বিকেল।

১৯| ২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: দিলেন তো এক্কেরে পিপিলিকার কামড়...

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১১

ভ্রমরের ডানা বলেছেন: বুঝলাম না কাহিনী কি? কে কারে কামরাইল। হি হি হি :D

২০| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৫

জুন বলেছেন: উমিচাঁদদের কামানের
গোলায় উড়ছে আহত জমিন, বারুদের তাজা গন্ধ, নিরস্ত্র আহত সৈনিকের রক্তেমাখা
বুকে বিঁধছে বাহাদুরি তরবারি,
অসহায় সিপাহিসালার।
মন ছুয়ে যাওয়া কবিতায় প্লাস ভ্রমরের ডানা।
+

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১৬

ভ্রমরের ডানা বলেছেন: আপনার মত একজন কবিতাপ্রেমী মানুষের মন ছুঁয়ে যাওয়ায় দারুন উৎসাহিত হলাম আপু। পাঠে ও কমেন্টে অশেষ শুভকামনা।

২১| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১:০৮

প্রামানিক বলেছেন: একটি পিঁপড়ে,
আমার কানে এসে বসল,
আমি বাধা দিতে পারলাম না
কি এক অদ্ভুত খেয়ালে।ভেবেছিলাম কামড়ে দেবে, কিন্তু আমাকে অবাক করে সে চেঁচিয়ে
বলল, "যুবক তুমি পথভ্রষ্ট।"

চমৎকার পিঁপড়ার কাব্য কথামালা। ভাল লাগল।

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১:১২

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে প্রামানিক ভাই অনেক শুভেচ্ছা জানবেন। শুভরাত্রি

২২| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৩

কাবিল বলেছেন: অনেক ভাল লেগেছে।

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০০

ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে ধন্যবাদ জানবেন কাবিল ভাই।

২৩| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ২:১৯

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ কবিতা।খুব ভালো লাগল ভ্রমরের ডানা ভাই।শুভকামনা +++

১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২০

ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে অশেষ ধন্যবাদ জাহেদ ভাই। আপনার ভাল লাগায় উৎসাহিত হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.